Tuesday, October 14, 2014

Daily Note 2014 10 UU

1) প্রতি বছরের ন্যায় এ বছরও হিন্দুদের কথিত গো-মাতার প্রতি সম্মান দেখিয়ে গরু কুরবানী করতে নিষেধ করলো ভারতের দারুল উলুম দেওবন্দ।

"We advise Muslims not to sacrifice cow as it is considered holy by Hindus" Ashraf Usmani, press secretary of Darul Uloom Deoband, told The Indian Express.
source: http://goo.gl/Qz2iUX
উল্লেখ্য শুধু এ বছর নয়, অনেক আগে থেকে প্রতিবছরই হিন্দুদের কথিত গোমাতার প্রতি সম্মান প্রদর্শন করে মুসলমানদের গরু কুরবানী করতে নিষেধ করে দেওবন্দ মাদ্রাসা। source: http://goo.gl/vQwStE
2) Tufa Mohammad Arafat  ====>>
"আল্লাহ পাক উনি বলেন..... হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলেন..... বাংলাদেশের অনেক কুরআন শরীফ উনার অনুবাদে... ইব্রাহিম আলাইহিস সালাম উনার পিতা কে ছিলেন।" একটু পরপর খালি উনার, তিনার এই সেই ইত্যাদি।এটা কেমন আবার কেমন ভাষারীতি।স্টাইলটা অবিকল রাজারবাগী,দেওয়ানবাগী পথভ্রষ্ঠদের সাথে মিলে যাচ্ছে। ====>> Rajarbagi Link
3) বড় বড় মনিষীগন অনারব ছিলেন !! LINK

4) Moon Sighting ====>>
বিতর্কের বিচারক কাতলাসেন কাদেরিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল ওয়াহাব মাদানী বলেন, যদি সৌদি আরবের চাঁদ দেখেই ঈদ করতে হয় তাহলে দু’দিন পরেও কেন সূক্ষ্ণ চাঁদ দেখা যায়? ২ দিনের চাঁদের মতো কেন বড় চাঁদ দেখা যায় না? - LINK
See more at: http://www.banglanews24.com/beta/fullnews/bn/330927.html#sthash.RRE6RolN.dpuf
4.1) গোটা পৃথিবীতে একদিনে চাঁদ দেখা যায় না এ বিষয়ে একটি উদাহরণ দিয়ে এ পক্ষের বক্তারা বলেন, ২০১৩ সালে রমজানের চাঁদ প্রথম দিন আমেরিকা, দ্বিতীয় দিন মধ্যপ্রাচ্যে ও তৃতীয় দিন উপমহাদেশে দেখা গেছে।
4.2) পবিত্র কুরআনের ঘোষণা হল:-

يَسْأَلُونَكَ عَنِ الأهِلَّةِ قُلْ هِيَ مَوَاقِيتُ لِلنَّاسِ وَالْحَجِّ

“(হে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) লোকেরা আপনাকে নতুন চাঁদসমূহ
(১২ মাসের ১২টি নবচন্দ্র) সম্পর্কে জিজ্ঞেস করছে। আপনি বলে দিন এগুলো সমগ্র
মানব জাতির জন্য সময়নির্ধারক (ক্যালেন্ডার) এবং হজের সময় নির্ধারণকারী।”
(আল কুরআন, সূরা বাকারা, আয়াত ১৮৯)
4.3) তাফসিরে বায়যাবীতে আল্লামা নাসির উদ্দিন বায়যাবী (রহমাতুল্লাহি আলাইহি) রায় পেশ করে বলেনঃ-

يثبت شهود هذا الشهر برؤية البصر او بالسماع

“নতুন চাঁদ দেখা বা উদয়ের সংবাদ শুনার দ্বারাই মাস প্রমাণিত হবে।”
4.4) বোখারী শরীফের বিখ্যাত শরাহ “ফতহুল বারী”তে উল্লেখ করা হয়েছে –

فلا يتوقف الحال على رؤية كل واحد فلا يتقيد بالبلد

“মাস প্রমাণের জন্য এ শর্ত করা যাবে না যে, প্রত্যেক ব্যক্তিকেই চাঁদ দেখতে
হবে, আবার এ শর্তও করা যাবে না যে, প্রত্যেক দেশ ( বিলাদ - অঞ্চল ) থেকেই চাঁদ দেখতে হবে”।
(ফতহুল বারী, খণ্ড ৪, পৃ. ১৫৪)
4.5) Phases of the Moon Explanation for kids -Animation Lesson Unit
https://www.youtube.com/watch?v=bWeaQctUp1c
4.6)
5) Banker: আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ লুৎফর রহমান বাদল বলেন, আইএফআইসি ব্যাংক সরকারি ও বেসরকারি  যৌথ মালিকানাধীন একমাত্র বাণিজ্যিক ব্যাংক। এই ব্যাংকের মালিকানায় সরকারি শেয়ারের পরিমাণ ৩২ দশমিক ৭৫ ভাগ। আইএফআইসি ব্যাংকের শ্লোগান হচ্ছে ‘ গ্রাহক সন্তষ্টি অর্জন আমাদের প্রাথমিক লক্ষ্য’। আর এ লক্ষ্য অর্জনে আমরা প্রাণান্তকর চেষ্টা করছি। সেবা ও গ্রাহক সন্তষ্টি অর্জনে অন্য যে কোন ব্যাংকের চেয়ে আমরা এগিয়ে আছি। - LINK
See more at: http://www.risingbd.com/detailsnews.php?nssl=5d21263560dafaaf303e72c3ea33208f&nttl=16995#sthash.8MHT73JX.dpuf
5.1) রাইজিংবিডি : ইদানিং দেখা যাচ্ছে অধিকাংশ ব্যাংকই ইসলামি ব্যাংকিং ব্যবস্থা চালু করছে। তারা কি সঠিকভাবে ইসলামী ব্যাংকিং পদ্ধতি অনুসরণ করছে ? লুৎফর রহমান বাদল: বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এ দেশের মানুষ ইসলাম ধর্মের অনুসারি হওয়ায় তারা এই ধরণের ব্যাংকিং ব্যবস্থার দিকে ঝুঁকছে। তবে ব্যাংকগুলো পরিপূর্ণভাবে না হলেও চেষ্টা করছে গ্রাহকদের ইসলামি ব্যাংকিং সেবা দিতে। আমি আশা করি খুব তাড়াতাড়ি অন্যান্য মুসলিম দেশগুলোর মতো আমাদের দেশেও ইসলামি ব্যাংকিং ব্যবস্থা পরিপূর্ণ শরীয়াহ মোতাবেক পরিচালিত হবে।
5.2) রাইজিংবিডি : সাম্প্রতিক সময়ে ব্যাংকিংখাতে নানা জালিয়াতির ঘটনা ঘটছে। এ বিষয়গুলো কীভাবে মূল্যায়ন করবেন?
লুৎফর রহমান বাদল : ব্যাংকিংখাতের দুর্নীতি ও অনিয়মের অন্যতম কারণ হলো ব্যাংকগুলোতে সুশাসনের অভাব। একইসঙ্গে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের বিধি-বিধানের প্রতি শ্রদ্ধাশীল না হওয়া। কোনো নিয়ন্ত্রক সংস্থায় রাজনৈতিক হস্তক্ষেপ ঠিক নয়। আবার নিয়ন্ত্রক সংস্থাকে পেছন দিক থেকে হস্তক্ষেপ করাও সমীচীন নয়। কেননা যখন রেগুলেটারি বডিতে রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করা হয় সেক্ষেত্রে সিষ্টেম অকেজো হয়ে পড়ে। যার প্রভাব পড়েছে বেশ কিছু ব্যাংকের ওপর।

No comments:

Post a Comment