Sunday, October 5, 2014

Daily Note 2014 10 HH

1) Quote ===>> 

“আপনি এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন নাকি যাচ্ছেন না, প্রশ্ন এটা নয়। প্রশ্ন হচ্ছে, আপনি পিছনে কি ফেলে যাচ্ছেন? লোকেরা কি আপনার মাগফেরাতের জন্য আল্লাহর নিকট দু’আ করবে? নাকি তারা আপনার মত লোকের সাথে সম্পর্কের জন্য আল্লাহর নিকট তাদের নিজেদের ক্ষমা প্রার্থনা করে দু’আ করবে?” – আবূ হাফসা আব্দুল মালিক ক্লেয়ার
2) Quran 
আল্লাহ তায়ালা বলেন -

মুমীনদের জন্য এটা কখনো উচিত নয় যে,তারা সবাই একই সঙ্গে যুদ্ধের জন্য বের হয়ে পড়বে l এমন কেন হয়না যে,তাদের প্রত্যেক বড় দল থেকে একটি ছোট দল বের হবে ধর্মীয় জ্ঞান শেখার জন্য যেন তারা বাকিদেরকে ভয় দেখাতে পারে যখন তারা এলাকায় ফিরে আসবে l হয়তোবা ওরা এরই মাধ্যমে সঠিক পথে ফিরে আসবে l [সূরা তওবা - ১২২]
Photo: আল্লাহ তায়ালা বলেন - 

মুমীনদের জন্য এটা কখনো উচিত নয় যে,তারা সবাই একই সঙ্গে যুদ্ধের জন্য বের হয়ে পড়বে l এমন কেন হয়না যে,তাদের প্রত্যেক বড় দল থেকে একটি ছোট দল বের হবে ধর্মীয়  জ্ঞান শেখার জন্য যেন তারা বাকিদেরকে ভয় দেখাতে পারে যখন তারা এলাকায় ফিরে আসবে l হয়তোবা ওরা এরই মাধ্যমে সঠিক পথে ফিরে আসবে l [সূরা তওবা - ১২২]
3)  FB  Young Muslims ===>> hijack - - - 
muslimbanglablog.com চূরি হয়ে গেছে । ============> LINK
অত্যন্ত জরুরী পোষ্ট
muslimbanglablog.com চূরি হয়ে গেছে ।

আমাদের সরলতার সুযোগ নিয়ে অসাধু 'ওয়েবসাইট ডেভেলপার' চক্র এই ডোমেইন ও হোষ্টিং হাতিয়ে নিয়েছে । আপনারা সকলেই জানেন মাত্র ৪ মাসে আমি ও আমার সহযোদ্ধারা অক্লান্ত পরিশ্রম করে ব্লগটিকে ভালো একটি অবস্হানে দাড় করিয়েছিলাম ।

আজ এই মুহুর্তে আমি বাকরুদ্ধ । আমার চোখের পানিও আমার সাথে আজ তামাশা করছে । আমি তাদের অতি-বিশ্বাস করে সবকিছু তাদের হাতেই গচ্ছিত রেখেছিলাম । কিন্তু তারা বেঈমানি ও বিশ্বাসঘাতকতা করেছে । তারা সামান্য একটি ওয়েবসাইটের লোভ সামলে উঠতে পারেনি। এবং তারা ইতিমধ্যে আমাকে ও আমার সহযোদ্ধাদের ব্লগটি থেকে ডিলেট করে দিয়েছে । এমনকি ফেসবুকে যে ফ্যান পেজটি ছিলো সেটা থেকেও সরিয়ে দিয়েছে। এই সংঘবদ্ধ চক্রটির মূল হোতাঃ নাঈম ইসলাম (নষ্ট চিতা) মোবাঃ 8801835102731 ও নাঈমের ব্যাবসায়ীক পার্টনারঃ অনির্বাণ মোবাঃ 01737020238 এদের কোম্পানী hostgraphy.com ও raweblab.com এর সর্বনাশা-গ্রাসময়ী হাত থেকে দেশি-বিদেশী সকলকে সতর্ক থাকার অনুরোধ করছি ।

সকলের জ্ঞাতার্থে ঘোষণা দিচ্ছি আমরা অতিশিঘ্রই muslimbanglablog.net নামে নতুনভাবে হাজির হবো । তাই আপনারা আজকের পর থেকে আর muslimbanglablog.com এ ভিজিট করবেননা ।

(সবাইকে লেখাটি কপি-পেষ্ট করে দ্রুত সবার মাঝে ছড়িয়ে দেয়ার অনুরোধ করছি । আমাদের ফ্যান পেজটি আমাদের কন্ট্রোলে নেই, তাই এইমুহুর্তে আপনারাই একমাত্র ভরসা ।) LINK-1  LINK-2
- শিহাব
4) Pakistan - - - -
The Federal Shariat Court (FSC) of Pakistan is a court which has the power to examine and determine whether the laws of the country comply with Shari'a law. It consists of 8 Muslim judges appointed by the President of Pakistan after consulting the Chief Justice of this Court, from amongst the serving or retired judges of the Supreme Court or a High Court or from amongst persons possessing the qualifications of judges of a High Court.
5) "Understanding" VS "Knowledge" ====>>
Photo: "Understanding" VS  "Knowledge" ====>>
6) Economics - - - - 
 Biggs claims that investors were much better at predicting the future of the war than were politicians, journalists, and military experts. ===>
http://blogs.law.harvard.edu/philg/2011/06/14/current-book-wealth-war-and-wisdom/
7) Money ====>
Photo: Money ====>

No comments:

Post a Comment