Sunday, October 5, 2014

Daily Note 2014 10 DD

1) #Next Question of the Nation =====>>

Photo: #Next Question of the Nation =====>>

2) #নারী ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞ নেই দেশে ===>>

দেশে কোনো নারী ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞ নেই। তবে গত বছর ঢাকা মেডিকেল কলেজ থেকে একজন নারী চিকিৎসক স্নাতকোত্তর কোর্স করে বেরিয়েছেন। এ অবস্থায় গতকাল বুধবার এক সপ্তাহের মধ্যে দেশের সব মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে নারী চিকিৎসা কর্মকর্তা পদায়নের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
খোঁজ নিয়ে জানা গেছে, লাশ কাটাকাটিসহ আইন-সংশ্লিষ্ট জটিল সব কাজের কারণে নারী চিকিৎসকেরা ফরেনসিক মেডিসিন বিভাগে আসতে চান না। এ বিভাগের চিকিৎসকদের ছুটির দিনে কাজ করতে হয় এবং দেশের যেকোনো আদালত ডেকে পাঠালে ছুটতে হয়। দেশের ২৩টি মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগে অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক পদে কোনো নারী চিকিৎসক নেই। এমনকি সম্প্রতি সহযোগী অধ্যাপক পদে যে আটজন ও সহকারী অধ্যাপক পদে যে চারজন ডিগ্রিধারী চিকিৎসককে পদোন্নতি দেওয়া হয়েছে, তাঁদের মধ্যেও কোনো নারী নেই। (April-2013)

3) #নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরী ------------------->>

তিনি ১৯১১ সালেই দাবি জানান বাংলাকে সরকারি ভাষা করার জন্য। ব্রিটিশ সরকার তাঁকে ১৯০৬ সালে ‘খান বাহাদুর’, ১৯১১ সালে ‘নওয়াব’, ১৯১৮ সালে ‘সিআইই’ এবং ১৯২৪ সালে ‘নওয়াব বাহাদুর’ উপাধি প্রদান করে।
http://www.dailynayadiganta.com/new/2013/04/17/164587.htm

4) #ভারত যা চায় =======>>

ভারত চায় যেভাবেই হোক বাংলাদেশে ভারতপন্থীরা ক্ষমতায় থাকবে। দেশের মানুষ ষোলয়ানা বাংগালী হবে। ইতিহাস ,ঐতিহ্য, সংস্কৃতি, সাহিত্য, ভাষা সবকিছুই বদলে নিতে হবে। বাংলাদেশের ভারতপন্থী একটি কাগজের শ্লোগান হলো বদলে দিতে হবে ,বদলে যেতে হবে। এ কাগজের সম্পাদক নবীজীকে(সা) ব্যাংগ করে কার্টুন ছাপে। কাগজের যুগ্ম সম্পাদক কোরআনের আয়াতকে ব্যাংগ করে বই প্রকাশ করেন। শেখ হাসিনা ভারতের স্বপ্নকে বাস্তবায়নের জন্যে ২০২১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চান। তাহলেই ভারতের মিশন বাস্তবায়িত হবে। শুধু একবার ইসলামকে গৃহধর্ম বা ব্যক্তিগত ধর্মে পরিণত করতে পারলেই হলো। ---------------
এরশাদ মজুমদার / অচেনা এক রাস্ট্রের ভিতর জীবন যাপন
Photo: #ভারত যা চায় =======>> 
ভারত চায় যেভাবেই হোক বাংলাদেশে ভারতপন্থীরা ক্ষমতায় থাকবে। দেশের মানুষ ষোলয়ানা বাংগালী হবে। ইতিহাস ,ঐতিহ্য, সংস্কৃতি, সাহিত্য, ভাষা সবকিছুই বদলে নিতে হবে। বাংলাদেশের ভারতপন্থী একটি কাগজের শ্লোগান হলো বদলে দিতে হবে ,বদলে যেতে হবে। এ কাগজের সম্পাদক নবীজীকে(সা) ব্যাংগ করে কার্টুন ছাপে। কাগজের যুগ্ম সম্পাদক কোরআনের আয়াতকে ব্যাংগ  করে বই প্রকাশ করেন। শেখ হাসিনা ভারতের স্বপ্নকে বাস্তবায়নের জন্যে ২০২১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চান। তাহলেই ভারতের মিশন বাস্তবায়িত হবে। শুধু একবার ইসলামকে গৃহধর্ম বা ব্যক্তিগত ধর্মে পরিণত করতে পারলেই হলো। --------------- 
এরশাদ মজুমদার / অচেনা এক রাস্ট্রের ভিতর জীবন যাপন

5) Journalism - - - - - 

C/O, http://bbarta24.com/news/category/interview/detail/1277
Photo: C/O, http://bbarta24.com/news/category/interview/detail/1277
6) #হেফাজতে ইসলাম, হেফাজতে ইনসান ======>>

একজন হিন্দু হিসেবে আমি বিশ্বাস করি, ৬ এপ্রিল শাপলা চত্বর মহাতীর্থে পরিণত হয়েছিল এবং সেখানে গণদেবতার জাগরণ ঘটেছিল। এই জাগ্রত চেতনাকে ধরে রাখা গেলে জাতির বিরাট উপকার হবে। হেফাজতে ইসলামের মূল নেতা আল্লামা আহমদ শাহ শফী যদি উদ্যোগ নিয়ে প্রতি বছর ৬ এপ্রিল শাপলা চত্বরে ধার্মিকদের মহামিলনমেলার আয়োজন করেন এবং তাতে অন্যান্য ধর্মের মানুষজনকেও শরিক করে নেন তবে কয়েক বছরের মধ্যে বাংলার চিরায়ত সম্প্রীতির চেতনা গোটা দুনিয়ায় আলো ছড়াতে শুরু করবে। ---------------- স ঞ্জী ব চৌ ধু রী
http://www.amardeshonline.com/pages/details/2013/04/11/195974#.UWX6zaJkPTc

7)  শর্মিলা বসুর 'ডেড রেকনিং' =======>> 

বর্তমান তরুণ প্রজন্মকে দীর্ঘ দিন ধরে মুক্তিযুদ্ধের বিকৃত ও অতিরঞ্জিত ইতিহাস এত বেশী শোনান হয়েছে যে তাদের পক্ষে সত্য অনুধাবন করা প্রায় অসম্ভব। আজকে আওয়ামী+ইন্ডিয়ান চক্র যে তরুনদেরকে ইসলামী নেতৃত্বের বিরুদ্ধে উত্তেজিত করতে পারছে তার একমাত্র কারণ সঠিক ইতিহাস জ্ঞানের অভাব। এ'দেশের সত্যিকার দেশপ্রেমীক ইসলামপ্রিয় বুদ্ধিজীবিগন এই ক্ষেত্রে চরমভাবে ব্যার্থ হয়েছেন। '৭১ এর উপর তেমন কোন নির্মোহ তথ্যনির্ভর বই পাওয়া যায় না যেখানে অতিরঞ্জনের মাধ্যমে বিষয়গুলিকে ফ্যান্টাসির পর্যায়ে নিয়ে যাওয়া হয় নি। এই বাস্তবতায় ভারতীয় লেখিকা গবেষক শর্মিলা বসুর 'ডেড রেকনিং' বইটা তরুন প্রজন্মের প্রত্যেকের অবশ্বপাঠ্য হওয়া প্রয়োজন। এর সফট কপি পাওয়া যায় নিচের লিংকে। আমি আশা করব বাশেরকেল্লার পরিচালকগন দেশপ্রেমীক ইসলামপ্রিয় নতুন প্রজন্মের কাছে এই বইটি পৌছে দেয়ার ব্যাবস্থা করবেন। সেই সাথে পাঠকদের অনুরোধ করব প্রত্যেকে অন্তত দশ জন বন্ধুকে বইটি পড়ার জন্য আহ্বান জানাবেন। বর্তমান সময়ে ইন্ডিয়া+আওয়ামী চক্রের মিডিয়া সন্ত্রাসের বিরুদ্ধে এটা হতে পারে একটি মোক্ষম অস্র।
http://depositfiles.com/files/gqpwiuzwz
Photo: বর্তমান তরুণ প্রজন্মকে দীর্ঘ দিন ধরে মুক্তিযুদ্ধের বিকৃত ও অতিরঞ্জিত ইতিহাস এত বেশী শোনান হয়েছে যে তাদের পক্ষে সত্য অনুধাবন করা প্রায় অসম্ভব। আজকে আওয়ামী+ইন্ডিয়ান চক্র যে তরুনদেরকে ইসলামী নেতৃত্বের বিরুদ্ধে উত্তেজিত করতে পারছে তার একমাত্র কারণ সঠিক ইতিহাস জ্ঞানের অভাব। এ'দেশের সত্যিকার দেশপ্রেমীক ইসলামপ্রিয় বুদ্ধিজীবিগন এই ক্ষেত্রে চরমভাবে ব্যার্থ হয়েছেন। '৭১ এর উপর তেমন কোন নির্মোহ তথ্যনির্ভর বই পাওয়া যায় না যেখানে অতিরঞ্জনের মাধ্যমে বিষয়গুলিকে ফ্যান্টাসির পর্যায়ে নিয়ে যাওয়া হয় নি। এই বাস্তবতায় ভারতীয় লেখিকা গবেষক শর্মিলা বসুর 'ডেড রেকনিং' বইটা তরুন প্রজন্মের প্রত্যেকের অবশ্বপাঠ্য হওয়া প্রয়োজন। এর সফট কপি পাওয়া যায় নিচের লিংকে। আমি আশা করব বাশেরকেল্লার পরিচালকগন দেশপ্রেমীক ইসলামপ্রিয় নতুন প্রজন্মের কাছে এই বইটি পৌছে দেয়ার ব্যাবস্থা করবেন। সেই সাথে পাঠকদের অনুরোধ করব প্রত্যেকে অন্তত দশ জন বন্ধুকে বইটি পড়ার জন্য আহ্বান জানাবেন। বর্তমান সময়ে ইন্ডিয়া+আওয়ামী চক্রের মিডিয়া সন্ত্রাসের বিরুদ্ধে এটা হতে পারে একটি মোক্ষম অস্র।
http://depositfiles.com/files/gqpwiuzwz

8) #হাদীস ------------------------------->>


সর্বোত্তম আমল হল আল্লাহর উদ্দেশ্যে কাউকে ভালবাসা এবং আল্লাহর উদ্দেশ্যেই কাউকে পরিত্যগ করা।(সহীহ মুসলিম)

মহান আল্লাহর কাছে দুটি বিন্দু (ফোঁটা) এবং দুটি নিদর্শনের চাইতে প্রিয় বস্তু আর কিছু নেই।
দুটি বিন্দুর একটি হলো আল্লাহর ভয়ে নির্গত অশ্রুবিন্দু এবং অপরটি হলো, আল্লাহর পথে প্রবাহিত রক্তবিন্দু।
আর নিদর্শন দুটির একটি হলো, আল্লাহর পথে জিহাদ করা এবং অপরটি হল আল্লাহর ফরযসমূহের মধ্য থেকে কোন ফরয আদায় করা। (তিরমিযী)

No comments:

Post a Comment