Monday, September 29, 2014

জাসদ

জাতীয় সমাজতান্ত্রিক দল---জাসদ

1) তাহের হত্যা, ৭ই নভেম্বর :: অসমাপ্ত বিপ্লব

Saturday, September 27, 2014

Daily Note 2014 09 A

1) ঐতিহাসিক ড. এ. আর. মল্লিক তাঁর British Policy and The Muslims in Bengal গ্রন্থে লিখেন (পাঠকদের সুবিধার্থে বাংলা অনুবাদটিই তুলে ধরলাম)-“মুসলমানগণ ইসলামের মূল উৎসকেন্দ্র হতে বিচ্ছিন্ন হয়ে ভারতের আধাধর্মান্তরিত মুসলমানসহ সংখ্যাগরিষ্ঠ অমুসলমানদের সাথে বহু বছর যাবত একত্রে বসবাস করে মূল ধর্মবিশ্বাস হতে সরে পড়েছিল এবং হয়ে পড়েছিল ভারতীয়। অধিকন্তু এই ভারতীয় মুসলমানগণ হিন্দুদের বর্ণপ্রথা অবলম্বন করে। অতীতে যে ইসলামী ভ্রাতৃত্ব ও সাম্যের মধ্যে তাঁদের শক্তি নিহিত ছিল তার প্রতি চরম আঘাত হানে। ফলে ঊনবিংশ শতাব্দীতে তারা বহুভাগে বিভক্ত, ছিন্নভিন্ন ও অধঃপতিত জাতি হিসাবে চিত্রিত হয়, যার সংশোধনের কোনো উপায় থাকে না। তাই স্যার মুহাম্মদের ইকবালের এ উক্তিতে বিস্ময়ের কিছু নাইঃ নিশ্চিতরূপে আমরা হিন্দুদিগকে ছাড়িয়া গিয়াছি। আমরা দ্বিগুণ বর্ণপ্রথা রোগে আক্রান্ত-ধর্মীয় বর্ণপ্রথা, ফের্কা-উপফের্কা ও সামাজিক বর্ণপ্রথা, যা আমরা শিক্ষা করেছি অথবা হিন্দুদের কাছ হতে উত্তরাধিকার সূত্রে পেয়েছি। যেসব নীরব পন্থায় বিজিতগণ বিজেতাদের উপর প্রতিশোধ গ্রহণ করে থাকে, এ হলো তার একটি।”  LINK
2) End Time, Quran & Prophecies of Prophet (SA) By Sheikh Imran Hosein 09 09 2014
LINK

Daily Note 2014 08 R

1) #Arab Scholar ~~~~~~~~~~>> On State Affairs .........


সঊদী আরবের সাবেক প্রধান মুফতী শায়খ আব্দুল আযীয বিন আব্দুল্লাহ বিন বায (রহঃ) বলেন, যে ব্যক্তি আল্লাহর বিধান অনুযায়ী শাসন বা বিচার করে না, সে ব্যক্তি চারটি বিষয় থেকে মুক্ত নয়ঃ
(১) তার বিশ্বাস মতে মানুষের মনগড়া আইন আল্লাহর আইনের চাইতে উত্তম। অথবা ,
(২) সেটি শার-ঈ বিধানের ন্যায়। অথবা,
 (৩) শার-ঈ বিধান উত্তম, তবে এটা ও জায়েয। এরুপ বিশ্বাস থাকলে সে কাফির এবং মুসলিম মিল্লাত থেকে খারিজ হয়ে যাবে। কিন্তু ,
(৪) যদি সে বিশ্বাস করে যে, আল্লাহর বিধান ব্যতীত অন্য কোন বিধান বৈধ নয়। তবে সে অলসতা বা উদাসীনতা বশে বা পরিস্থিতির চাপে এটা করে, তা'হলে সেটা ছোট কুফরী হবে ও সে কবীরা গোনাহগার হবে। কিন্তু মুসলিম মিল্লাত থেকে খারিজ হবে না।
(খালেদ আল- আম্বারী, উছূলুত তাকফীর, ৭১-৭২ পৃঃ)  LINK 
2)