Sunday, October 5, 2014

Daily Note 2014 10 O

1.1)  কঠিন চ্যালেঞ্জে দেশ ====>>  LINK

যুক্তরাষ্ট্র দূতাবাস গতমাসে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি (ডিপ্লোমেটিক নোট) পাঠিয়ে রাশিয়ার ওপর অবরোধ আরোপ করতে বাংলাদেশের প্রতি আহ্বান জানায়। একই সঙ্গে রুশ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বিষয়ে সতর্ক করে বলেছে, অবরোধের তালিকায় স্থান পাওয়া রাশিয়ার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কোনো বিদেশি কোম্পানি ব্যবসা করলে সেই প্রতিষ্ঠানের ওপরও অবরোধ আরোপ করা হতে পারে। রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের অবরোধ সম্পর্কে অবগত করতে ও সম্ভাব্য অবরোধ এড়াতে বাংলাদেশি কোম্পানিগুলোকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে চিঠিতে। - See more at: http://www.dailyinqilab.com/2014/09/28/209036.php#sthash.m6Abiy2c.dpuf
1.2) বাংলাদেশের কূটনৈতিক ইতিহাস বিশ্লেষণে দেখা যায়, কখনো পশ্চিমমুখী, কখনো পূর্বমুখী নীতি অবলম্বন করেছে ঢাকা। গতবছর প্রথম বারের মতো ওয়াশিংটন ও বেইজিংকে পাশ কাটিয়ে মস্কোর সঙ্গে গভীর সম্পর্কে জড়ায় ঢাকা। - See more at: http://www.dailyinqilab.com/2014/09/28/209036.php#sthash.m6Abiy2c.dpuf
1.3) রাশিয়ার সঙ্গে বাণিজ্যে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারিতে কঠিন চ্যালেঞ্জে পড়েছে দেশ। গত মাসে এক ডিপ্লোমেটিক নোটে রাশিয়ার সঙ্গে বাণিজ্য করলে বাংলাদেশের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপের সতর্কবাণী দেয় মার্কিন দূতাবাস। এ নিয়ে ভীষণ দুশ্চিন্তায় পড়েছেন ব্যবসায়ীরা। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের নির্দেশ মানলে হুমকিতে পড়বে দেশটির সঙ্গে সম্ভাব্য আট হাজার কোটি টাকার বাণিজ্য, এক বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ক্রয় চুক্তি ও রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের ভবিষ্যৎ। পাশাপাশি চীনের পাঁচ বিলিয়ন ডলারের সহায়তার প্রতিশ্রুতিও অনিশ্চয়তায় পড়বে। কারণ নতুন আন্তর্জাতিক মেরুকরণে চীন-রাশিয়া এখন ঘনিষ্টতম বন্ধু। - See more at: http://www.dailyinqilab.com/2014/09/28/209036.php#sthash.m6Abiy2c.dpuf
4) কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. আসিফ নজরুল বাংলা ভিশনের এক টকশোতে বলেছেন, বাংলাদেশে হঠাৎ হঠাৎ জঙ্গি আবিষ্কার করা হয়। ২০১০ সালে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের আগে হঠাৎ করে অস্ত্র উদ্ধার আর জঙ্গি গ্রেফতারের হিড়িক পড়েছিল। কিছুদিন আগে ভারতের পররাষ্ট্রন্ত্রী সুষমা স্বরাজের ঢাকা সফরের আগে জঙ্গি ধরা শুরু হয়। আবার জাপানের প্রধানমন্ত্রীর ঢাকা সফরের আগেও অস্ত্র উদ্ধারের মহড়া হয়। আসিফ নজরুলের এ বক্তব্য প্রণিধানযোগ্য। - See more at: http://www.dailyinqilab.com/2014/09/28/209039.php#sthash.V2Y4EdAI.dpuf
5) আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন সারাবিশ্বের ১৬টি দেশে ১৫৬টি সংগঠনকে জঙ্গি সংগঠনের খেতাব দিয়েছে। এ সব সংগঠনের অনেকগুলোই তারাই সৃষ্টি করেছে। তারা নিজেদের স্বার্থে তাদের ব্যবহার করেছে। প্রয়োজন ফুরিয়ে গেলে ছুড়ে ফেলে দিয়েছে। যখন ওই সংগঠনগুলো সা¤্রাজ্যবাদীদের স্বার্থে আঘাত হানছে তখন সেগুলোকে সন্ত্রাসবাদী ও জঙ্গি সংগঠন হিসেবে চিহ্নিত করে দমনের চেষ্টা করছে। মূলত আমেরিকা ও তার তাঁবেদার দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধানরা নিজেদের দেশের সংকট থেকে উত্তরণ এবং নিজেদের বাঁচানোর জন্য মাঝে মাঝে দেশে দেশে মুসলমানদের রক্ত ঝরানোর কৌশলের আশ্রয় নিয়েছেন। জঙ্গির ধুয়া তুলে মুসলমানদের ওপর বোমা হামলা, বিমান হামলা করে মুসলিম নিধন করেন। বিশ্বের প্রভাবশালী মিডিয়াগুলো তাদের অধিনস্ত এবং অর্থে পরিচালিত হওয়ায় সেগুলো মিথ্যার বেসাতি করে মানুষকে বিভ্রান্ত করে। বছরের পর বছর যুগের পর যুগ ধরে এ নীতি চালিয়ে আসছে ইসলামবিদ্বেষীরা। আমরা সে ফাঁদে পা দেব কেন? - See more at: http://www.dailyinqilab.com/2014/09/28/209039.php#sthash.V2Y4EdAI.dpuf
6) মধ্যপ্রাচ্যের মানুষের জন্য মার্কিনিদের দরদ যেন উথলে পড়ছে। অথচ আফ্রিকায় ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত তিন হাজার মানুষ মারা গেছে; তাদের বাঁচানোর প্রয়োজন মনে করছে না। - See more at: http://www.dailyinqilab.com/2014/09/28/209039.php#sthash.V2Y4EdAI.dpuf
7) ইরাকের আইএস ইস্যু রাজনৈতিক সংকট। সাম্রাজ্যবাদ সমর্থক মিডিয়ার খবর যদি সত্যি হয়, আইএস স্কুল পুড়িয়েছে, সাংবাদিকের শিরñেদ করেছে, এগুলো গর্হিত কাজ। সমর্থনযোগ্য নয়। কিন্তু তাদের কি হঠাৎ করে আবির্ভাব ঘটেছে? তাদের নারীদের ধর্ষণ করা হয়েছে দিনের পর দিন। লাখ লাখ নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে। বাড়িঘর জ্বালিয়ে দেয়া হয়েছে। লাখো মানুষকে বাস্তুহারা করা হয়েছে। এই যে জুলুম-নির্যাতন এবং মানবাধিকারের চরম লংঘন এসব সা¤্রাজ্যবাদীদের চোখে পড়েনি। দেয়ালে পিঠ ঠেকে গেলে মানুষ বাঁচার জন্য শেষ চেষ্টায় মরিয়া হয়ে ওঠে- এটাই প্রকৃতির নিয়ম। আইএস জুলুম-নির্যাতন সহ্যের এক পর্যায়ে মাথা তুলে দাঁড়িয়েছে। ওবামার নেতৃত্বে ১শ দেশ অভিযান চালিয়ে তাদের হত্যা করা বৈধ সাব্যস্ত করেছে এটা কেমন মানবাধিকার। - See more at: http://www.dailyinqilab.com/2014/09/28/209039.php#sthash.V2Y4EdAI.dpuf
8) তাদের সবচেয়ে বড় ভয় মুসলমানদের উত্থান। বর্তমানে বিশ্বে ১৬০ কোটি মুসলমানের বসবাস। পশ্চিমাদের অপরাজনীতি, বিধর্মপনা, বেলেল্লাপনা ও কূটকৌশলে মানুষ অতিষ্ঠ হয়ে সেসব দেশে অনেকেই ইসলাম গ্রহণ করছে। পশ্চিমা দেশগুলোতে কোরআন নিয়ে গবেষণা বাড়ছে। ইসলাম ধর্মের সঙ্গে অন্যান্য ধর্মের তুলনামূলক বিশ্লেষণ করে মানুষ ইসলামমুখি হচ্ছে; দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করছে। আর শান্তির ধর্ম ইসলামের বদনাম করতে কাল্পনিক জঙ্গিবাদ দমনের নাম দিয়ে সাম্রাজ্যবাদীরা দেশে দেশে নির্মম হত্যা, ধ্বংস ও সন্ত্রাস করে বেড়াচ্ছে। - See more at: http://www.dailyinqilab.com/2014/09/28/209039.php#sthash.V2Y4EdAI.dpuf
9) আমেরিকা নিজেদের স্বার্থে দেশে দেশে সন্ত্রাস ছড়িয়ে দিচ্ছে। প্রয়োজনে যাদের ব্যবহার করছে; প্রয়োজন ফুরিয়ে গেলে তাদের গায়ে জঙ্গী লেবেল এঁটে সন্ত্রাস দমনের ধোঁয়া তুলছে। - See more at: http://www.dailyinqilab.com/2014/09/28/209039.php#sthash.V2Y4EdAI.dpuf
10) কাল্পনিক অভিযোগের ভিত্তিতে ২০০৩ সালে ইরাক আক্রমণের পর থেকে লাখ লাখ ইরাকী সুন্নি সিরিয়া, তুরস্কসহ পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েছিল। ইরাকের সুন্নি নাগরিক ও বার্থ পার্টির লাখো সদস্যকে সে সময় হত্যা করা হয়েছে। সুন্নী নারীদের নির্বিচারের ধর্ষণ করা হয় এবং ইরাকের আবাল-বৃদ্ধ-বনিতাকে হত্যা করা হয়। এ হত্যার সংখ্যা প্রায় ১২ লাখ। - See more at: http://www.dailyinqilab.com/2014/09/28/209039.php#sthash.V2Y4EdAI.dpuf
11) 

No comments:

Post a Comment