Tuesday, January 28, 2025

FB Posts : 2025: Jan: A

 Posts before 28/01/2025 from my profile/ group 

FB Profile: 

Zulkarnain Saer  (Sami)   https://www.facebook.com/saerzulkarnain 

Tags: 

#PaperMoney #FiatMoney #Riba #Haram

 #HistoryKSA .... #GazaGenocide ... #ReminderHistory ... #ArabWorld ... #MuslimUmmah ...

 .................................................

001) A)

 "অসৎ ও অদক্ষ কিছু বিচারকদের কারণে শতকরা ৫৬ ভাগ মামলার সৃষ্টি হয়।"

B) নিয়মিত আইন পেশায়রত বিজ্ঞ আইনজীবীদের অভিজ্ঞতা সমন্বয় করে দেখা যায়, অসৎ ও অদক্ষ কিছু বিচারকদের কারণে শতকরা ৫৬ ভাগ, আইনের প্রতি উদাসীন, লোভী ও আইন চর্চাহীন কিছু আইনজীবীর কারণে ৩০ ভাগ এবং কিছু অসৎ সমাজপতি ও রাজনীতিকদের কারণে ১০ ভাগ মামলা বা বিবাদের সৃষ্টি হয়। 

#JusticeBD 

002) হিন্দুদের ৮ দফা ....

https://www.somoynews.tv/news/2024-09-27/K5A774E9 

003) ভারতে The Evacuee Property Ordinances নামে একটা কালো অধ্যাদেশ হয়েছিল ১৯৪৯ সালে। স্যেকুলার আইকন নেহেরু করেছিল এই অধ্যাদেশটা। 

B) ছোটবেলা থেকে শুনে আসছি "শত্রু সম্পত্তি" বাংলাদেশ আমলে 'অর্পিত সম্পত্তি' আইনের কথা। সেই সময় থেকে গত পরশু পর্যন্ত ভেবেছি পাকিস্তান একটা ফালতু বর্নবাদী রাষ্ট্র, এইরকম একটা আইন কীভাবে করলো? এই শত্রু সম্পত্তি আইন হয় ১৯৬৫ সালে। খেয়াল রাখবেন সালটা।  

গত পরশু জানলাম, ভারতে The Evacuee Property Ordinances নামে একটা কালো অধ্যাদেশ হয়েছিল ১৯৪৯ সালে। স্যেকুলার আইকন নেহেরু করেছিল এই অধ্যাদেশটা। যেখানে সকল মুসলমানকে পটেনশিয়াল ইভাকুই টু পাকিস্তান হিসেবে বিবেচনা করা হয়েছিল। এর ফলে পাকিস্তানে চলে যাওয়া যেকোন এক পরিবারের সদস্যের জন্য সম্পত্তি বিক্রি করা বা দখল হয়ে যাওয়া সম্পত্তি ভারতে বসবাসরত মুসলমানদের জন্য উদ্ধার হওয়া বা করা অসম্ভব হয়ে পরে।

পাকিস্তানি পাগলদের সাকো নাড়ানোর কথা কে মনে করিয়ে দিয়েছিল জনাব? এই প্যান্ডোরার বাক্স খুলেছিল আপনাদের প্রিয় স্যেকুলার নেহেরু। বাংলাদেশ ২০০১ সালে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন হয়, বাস্তবায়ন যাই হোক, আইন তো হয়েছে? কিন্তু The Evacuee Property Ordinances এর খবর কী? বাংলাদেশে যারা শত্রু সম্পত্তি আইন বাতিলের দাবীতে এতোদিন আন্দোলন করেছিলেন তারা কি দুই দেশের দুই আইন The Evacuee Property Ordinances এবং শত্রু সম্পত্তি আইনের বিরুদ্ধে একসাথেই দুই দেশে আন্দোলন করতে পারতেন কিনা? তা করতে পারলে, এটা একটা আন্তর্জাতিক মানবাধিকার ইস্যু হয়ে যেত। সমাধানও সহজ হত।

এটা করেন নাই কেন? নেহেরুকে বাচানির জন্য নাকি জানতেন না এই ইন্ডিয়ান আইনের কথা? বাংলাদেশের ইন্টেলেজেনশিয়াও কি জানতো না ভারতীয় এই অধ্যাদেশের কথা?

সুত্রঃ Muslim Belonging in Secular India; By Taylor C. Sherman; Cambridge University Press; পৃষ্ঠা ১৭৬

Pinaki Bhattacharya 

004) টেবিলের নিচে টাকা দেওয়ার চেয়ে বাড়তি ভ্যাট ভালো: অর্থ উপদেষ্টা 
005) লুৎফে সিদ্দিকী চুরি হওয়া অর্থ উদ্ধারে সরকারের প্রচেষ্টা সম্পর্কে জার্মান মন্ত্রী ভোল্ফগ্যাং স্মিডকে অবহিত করেন 
B) লুৎফে সিদ্দিকী চুরি হওয়া অর্থ উদ্ধারে সরকারের প্রচেষ্টা সম্পর্কে জার্মান মন্ত্রী ভোল্ফগ্যাং স্মিডকে অবহিত করেন এবং বলেন, ‘সরকার এ বিষয়ে একটি সম্পদ পুনরুদ্ধার কমিটি এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে একটি টাস্কফোর্স গঠন করেছে। চুরি হওয়া অর্থ উদ্ধারে সরকার প্রাথমিকভাবে শীর্ষ ২০ অর্থপাচারকারীকে টার্গেট করেছিল।’
006) প্রধান উপদেষ্টা পেতংতার্ন সিনাওয়াত্রাকে বলেন, ‘বর্তমানে বিশ্বের ৫৮টি দেশে প্রায় ৫ হাজার ‘থ্রি জিরো’ ক্লাব রয়েছে।’ 
B) প্রধান উপদেষ্টা বলেন, থাই প্রধানমন্ত্রীর বাবা থাকসিন সিনাওয়াত্রা ছিলেন ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসার বড় ভক্ত।
C) কঙ্গোর সংঘাতপ্রবণ এলাকায় ক্ষুদ্রঋণ প্রবর্তনকারী প্রিন্স ইমানুয়েল ডি মেরোড বলেন, ‘সংঘাতের পর ক্ষুদ্রঋণ সেখানে ২১ হাজার কর্মসংস্থান সৃষ্টি করার পর কঙ্গোর বনাঞ্চলের আয়তন এখন ব্রিটেনের দ্বিগুণ। ক্ষুদ্রঋণ কর্মসূচি এ অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে বড় ভূমিকা পালন করেছে।’ 
D) বাংলাদেশের তরুণদের সম্ভাবনাকে কাজে লাগাতে বাংলাদেশে বিনিয়োগের জন্য সুইজারল্যান্ডের প্রতি আহ্বান জানান ড. ইউনূস। তিনি জানান, ২৭ বছরের কম বয়সী তরুণরা দেশের জনসংখ্যার অর্ধেক। 
007) 

Pakistan ....

The $20 billion World Bank loan is yet another noose around the already heavily indebted economy.

What Pakistan needs is a strategic partnership with her own people.
--- Kaiser BengaliB)
008) Zif-CI is indicated for the treatment and prophylaxis of Iron, Folic Acid and Zinc deficiency especially during pregnancy and lactation.
B) Atoz Senior Tablet (এ্যাটোজ সিনিয়র) ...
This is specially formulated for the prevention and treatment of vitamin and mineral deficiencies for adults over 45 years of age.


009) বাবু মিয়া বলেন, প্রতি সন্ধ্যায় নিজ হাতে তৈরি ১০ থেকে ১২ কেজি চানাচুর নিয়ে তিনি বাড়ি থেকে বের হন। হাটে–বাজারে, সড়কের মোড়ে, বাসস্ট্যান্ডসহ নানা এলাকায় ঘুরে ঘুরে তা বিক্রি করেন ৪ থেকে ৫ হাজার টাকায়। সন্ধ্যা থেকে রাত ১১টার মধ্যেই সব চানাচুর বিক্রি হয়। এতে দৈনিক তাঁর লাভ হয় গড়ে কমপক্ষে দুই হাজার টাকা। এই চানাচুর বিক্রির টাকাতে সংসারের খরচ জুগিয়েছেন, দুই ছেলে–মেয়েকে পড়াশোনা করিয়েছেন, রংপুর নগরে ১৭ শতাংশ জমি কিনে আধা পাকা বাড়ি করেছেন। চার বিঘা আবাদি জমি বন্ধক নিয়েছেন। ব্যাংকে জমা আছে কিছু টাকা। .... 
 
010) উল্লেখ্য, ভারতীয় হাই কমিশন কোন ছাত্র সমন্বয়ক কিংবা ছাত্র উপদেষ্টা এবং জামায়াতের কোন নেতাকে দাওয়াত দেয়নি, মাইন্ড ইট। 
B) ভারতের প্রজাতন্ত্র দিবসে ভারতীয় হাইকমিশনারের দাওয়াতে কারা কারা গেছেন জানেন? শুনলে মাথা নষ্ট হয়ে যাবে! 
আমির খসরু, ড. মঈন খান, এ্যাডভোকেট নিপুন, ব্যারিস্টার রুমিন ফারহানা, আইন ও বিচার উপদেষ্টা আমাদের সবার প্রিয় আসিফ ষাড়, শিক্ষা উপদেষ্টা নিখাত মুজিব ভক্ত বাম নেতা যিনি কিনা আমাদের বাচ্চাদের এখনও বই দিতে পারেনি, ভিপি নুরুল হক নুর সহ আরো অনেকে।
011) প্রকল্পটির বিষয়ে বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শামসুল হক আমার দেশকে জানান, ‘টঙ্গীর বাস র‌্যাপিড ট্রানজিটের কারণে একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক ধ্বংস হয়েছে। এটি আর উদ্ধার করা যাবে না। তবে এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে জবাবদিহির আওতায় আনতে হবে এবং শাস্তি দিতে হবে। তিনি বলেন, শাস্তি এজন্য তাদের দিতে হবে, যাতে এই ভুল কাজের শাস্তি দৃষ্টান্ত হিসেবে থাকে এবং ভবিষ্যতে এমন সড়ক ও পরিবেশবিধ্বংসী প্রকল্প যেন কেউ হাতে না নেয়। 
012) একটি স্মার্ট মাদরাসার খাদ্য ব্যবস্থাপনা! 
013) জে এন দীক্ষিতের এ-কথা যদি সত্য হয়, তবে দুটি বিষয় প্রমাণিত হয়। এক. বাংলাদেশের আভ্যন্তরীণ স্থিতিশীলতার প্রয়োজনে শেখ মুজিবুর রহমান ভারতীয় সেনাবাহিনী অন্তত: আরও এক বছর এখানে থাকুক তা চেযেছিলেন।
 আনোয়ার জাহিদ ( রাজনীতিবিদ) / কালের যাত্রার ধ্বনি ॥ [ গতিধারা - ফেব্রুয়ারি, ২০০৩ । পৃ: ১৯-২০ ] 
014) সুউচ্চ বেলেপাথর এবং আগ্নেয়গিরির শিলা  .... 
B) স্কটল্যান্ডে বন্য ঢেউয়ের উপরে 449 ফুট উপরে উঠে, ওল্ড ম্যান অফ হো স্কটল্যান্ডের রুক্ষ ইতিহাসের একটি অত্যাশ্চর্য প্রমাণ!
015) দুইটা পেশার বেতন ও সুবিধার মধ‍্যে যদি ৮-১০ গুণ পার্থক‍্য থাকে, তাহলে অবশ‍্যই সিস্টেমে সমস‍্যা আছে। 
016) মোবাইলে আসক্ত এক অস্থির জেনারেশন তৈরি করছি আমরা। ....
017) নতুন জাতির পিতা শেখ ডোনাল্ড ট্রাম্প  ... 
018) স্বামী মানে মূলত প্রচুর টাকাপয়সা বা সিক্স-প্যাক নয়।  ....
#HusbandWife 
019) যদি বুঝতে পারেন আপনার মেয়ে বা বোনের জামাই দরকার তাহলে বিয়ে দিয়ে দেন অযথা কলেজে পাঠিয়ে ভদ্র প-/তি-/তা বানানোর দরকার নাই। ....
#SocietyBD #WomanBD 
020) সিরিয়ায় পুলিশ পুনর্গঠনে ব্যবহার হচ্ছে ইসলামি আইন
 
021) ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর রামপুরায় একটি ভবনের ছাদের কার্নিসে ঝুলে থাকা শিক্ষার্থীকে গুলি করার ঘটনায় আলোচিত পুলিশের উপপরিদর্শক (এসআই) চঞ্চল সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। ...  
022) ঢাবিতে MCQ অংশে ৬০ এ ৫৫ পেলে, কিন্তু লিখিত অংশে ফেইল করলে! লাভ কী! .... 
#AdmissionBD 
023) আওয়ামী লীগ অফিসের গ্রাউন্ড ফ্লোর  .... 
#BALstudy 
024) রিজার্ভ লুটের স্পর্শকাতর বিষয়টি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জেনে গেলে বোর্ডরুমে সবাইকে ডেকে সভা করে তাদের মুখ বন্ধ রাখার নির্দেশ দেন ড. আতিউর। 
#HasinaRegime 
025) #SpellingBD 
@pranabdutta7427 ===>> 
 খুব সুন্দর ভাবে বোঝালেন, আমাদের স্কুলে বাংলার মাষ্টার মহাশয় এইভাবেই বুঝিয়ে ছিলেন। আজ সত্তর বছর বয়সে আবার এই শিক্ষা দেখে আপনার প্রতি কৃতজ্ঞ, আমার প্রণাম নেবেন। ... 
026)  লস এনজেলসের দশ হাজার কোটিপতিকে আল্লাহ এক রাতে ভিক্ষুক বানিয়েছেন আমাদেরও শিক্ষা নেওয়া উচিত 
027) শসাতে প্রাপ্তবয়স্কদের জন্য হরমোন নিয়ন্ত্রণকারী ফসফরাস পাওয়া যায়। 
028) নিয়মিত রসুন খেলে সর্দি ও ফ্লু দূরে থাকে। 
029) একি হরিলুট নাকি? বিসিএস প্রশাসন একাডেমি এর রেক্টর( সচিব) জুন, ২০২৪ সালে — ১টি কাটা চামচ কিনেছেন ৩০০ টাকায়, চেয়ার ৩০ হাজার টাকা, টেবিল ৭০ হাজার, পকেট মাইক্রোফোন ৮৫ হাজার টাকা..কি কান্ড রে ভাই! 
030) অভিবাসনের মারপ্যাঁচে ফেলে ২৩৩ সেনা কর্মকর্তাকে চাকরি ত্যাগে বাধ্য করেন সাবেক সেনাপ্রধান আজিজ 
A) দেশভাগের প্রাক্কালে যোগেন্দ্রনাথ প্রথমে অখণ্ড বাংলার দাবির পক্ষে থাকলেও শীঘ্রই তিনি পাকিস্তানের পক্ষ নিয়ে মহম্মদ আলি জিন্না ও মুসলিম লীগের হাত শক্ত করেন। গণভোটের মাধ্যমে হিন্দু–সংখ্যাগরিষ্ঠ শ্রীহট্ট জেলার পাকিস্তানে অন্তর্ভুক্তিতেও তাঁর যথেষ্ট উদ্যোগ ছিল। যাই হোক, লীগের হাত শক্ত করার পুরস্কার–স্বরূপ দেশভাগের পর যোগেনবাবু পাকিস্তানের প্রথম আইনমন্ত্রীর পদ লাভ করেন। দেশভাগের সঙ্গে সঙ্গে সাম্প্রদায়িক নির্যাতনের শিকার উচ্চবর্ণের হিন্দুরা পূর্ব পাকিস্তান ছেড়ে উদ্বাস্তু হয়ে পশ্চিমবঙ্গে আসতে শুরু করেন। কিন্তু যোগেনবাবু তাঁর অনুগামী পূর্ববঙ্গের দলিত নমঃশূদ্রদের বোঝান যে, উচ্চবর্ণ নয়, অনগ্রসর মুসলিমরাই অনগ্রসর দলিত হিন্দু নমঃশূদ্রদের ভাই। তাই বামুন-কায়স্থরা দেশ ছেড়ে যায় যাক, দলিতদের দেশ ছাড়তে হবে না। তিনি আশ্বাস দেন যে, পূর্ববঙ্গে মুসলিম ভাইদের সঙ্গে সহাবস্থানেই দলিতরা সুখে থাকবেন। আর যদি দলিত হিন্দুদের কখনও ভারতে চলে যেতেই হয়, তবে সবাইকে নিরাপদে ভারতে পাঠিয়ে তিনি যাবেন শেষ ট্রেনে।
কিন্তু বাস্তবে তা হয়নি । যোগেন্দ্রনাথ মণ্ডলের আশ্বাসে যারা পূর্ব পাকিস্তানে থেকে গেলেন, সাম্প্রদায়িক কারণে তাদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। বিভিন্ন স্থানে সংখ্যাগুরুর আক্রমণে প্রচুর হিন্দু খুন হতে থাকে। এই সাম্প্রদায়িক গণহত্যা নিয়ে সমালোচনা শুরু হলে পাক সরকার তা বেমালুম অস্বীকার করে এবং কোনো কোনো ক্ষেত্রে তদন্ত করার ভার দেয় যোগেন্দ্রনাথের হাতেই। সেদিন যোগেন্দ্রনাথ তদন্তের রিপোর্ট দেন যে, যে সাম্প্রদায়িক দাঙ্গা ও গণহত্যার কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। কিন্তু কিছুদিনের মধ্যে পূর্ব পাকিস্তানে সাম্প্রদায়িক পরিস্থিতি এমন ভয়াবহ রূপ নেয় যে, আইনমন্ত্রী যোগেন্দ্রনাথ মণ্ডলেরই প্রাণসংশয় হওয়ার সম্ভাবনা দেখা দেয়। এই পরিস্থিতিতে তিনি তাঁর অনুগামী বিশাল সম্প্রদায়কে না জানিয়েই চুপিসারে পাকিস্তান থেকে পালিয়ে ১৯৫০ সালে কলকাতায় আশ্রয় নেন এবং এখান থেকে ৮ই অক্টোবর ১৯৫০ তাঁর পদত্যাগ পত্র পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলি খানের কাছে পাঠিয়ে দেন। প্রায় আট হাজার শব্দে লেখা পৃথিবীর দীর্ঘতম এই পদত্যাগপত্রের ছত্রে ছত্রে পূর্ব পাকিস্তানের বিভিন্ন স্থানের হিন্দুদের উপর মুসলিম দাঙ্গা ও নির্যাতনের বিবরণ ফুটে উঠেছে। এখানে তিনি স্বীকার করেন যে, তদন্তের রিপোর্টে তিনি ইচ্ছাকৃতভাবে হিন্দু গণহত্যার ঘটনা ধামাচাপা দেন। এই পত্রে তিনি নির্দ্বিধায় স্বীকার করেছেন যে, মুসলিম লীগের পক্ষ নিয়ে কাজ করা তাঁর জীবনের কত বড়ো ভুল ছিল।
কিন্তু ততদিনে তিনি ভারতবর্ষ তথা ভারতীয় জনগোষ্ঠীর যা ক্ষতিসাধন করার করে ফেলেছেন । একার হাতে অখণ্ড ভারতভূমির আত্মসমর্পণ করিয়েছেন শরিয়তি শাসনের কাছে । 
১৯৪৬ সালে সুরাবর্দীর নেতৃত্বে লীগ মন্ত্রীসভায় যোগ দেন। এরপর ১৯৪৬–এ লীগের উদ্যোগে ‘প্রত্যক্ষ সংগ্রাম’–এর নামে ১৬ আগস্ট কলকাতায় হিন্দু নিধন চলে। ফলে হিন্দুরা লীগের মন্ত্রীসভা থেকে তাঁর পদত্যাগ দাবি করে। কিন্তু তিনি তাঁর লালসায় অবিচল থেকে মন্ত্রীসভায় থেকে যান। এরপর অক্টোবরে নোয়াখালি দাঙ্গায় হাজার হাজার হিন্দু হত্যা, জোরপূর্বক ইসলামে ধর্মান্তরিত করা, হিন্দু মহিলাদের অপহরণ প্রভৃতি চলে। এরপরও তিনি লীগের সঙ্গে সহযোগিতা চালিয়ে যান। কলকাতায় ভয়াবহ গণহত্যার পর সুরাবর্দী মন্ত্রীসভার বিরুদ্ধে আইনসভায় ভোটাভুটি হয়। তাতে একমাত্র যোগেন মণ্ডলের চেষ্টায় কংগ্রেসের চারজন ইঙ্গ–ভারতীয় সদস্য ও চারজন অস্পৃশ্য সদস্যের সমর্থন যোগার করে ‘গ্রেট ক্যালকাটা কিলিং’–এর নায়ক সুরাবর্দীর মন্ত্রীসভাকে পতনের হাত থেকে রক্ষা করেন। বছরের একেবারে শেষদিকে গোপালগঞ্জের মতো বিভিন্ন স্থানে মুসলিমদের দ্বারা দাঙ্গার শিকার হওয়ার পর নমঃশূদ্ররা মুসলিমদের বিরুদ্ধে প্রতিশোধের প্রস্তুতি নিচ্ছিল। তখন যোগেনবাবু মার–খাওয়া নমঃশূদ্রদের নিরস্ত করেন। 
এবার একটু সময় নিয়ে ভাবুন, কীভাবে অন্ধ মোহে বছরের পর বছর ভারতীয় জাতিস্বত্বার সাথে বিশ্বাসঘাতকতা করে গেছেন । যে ভারতবর্ষে থাকাটা অপরাধ বিবেচনা করে তিনি পাকিস্তানে গেলেন, প্রাণ বাঁচাতে সেই পাকিস্তান থেকেই পালিয়ে এই ভারতেই আশ্রয় নিলেন । সময় ক্ষমা করেনি তাঁকে । কিন্তু ক্ষমা করে দিয়েছি আমরা, ক্ষমা করে দিয়েছে হিন্দু বাঙালী, আর এই যোগেন মন্ডলের খপ্পর থেকে তৎকালীন ২৮% হিন্দুকে যিনি একার ভূমিকায় রক্ষা করেছিলেন, সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে হিন্দু জাতির একাংশ আজও তাঁকে বাংলা ভাগের খলনায়ক হিসাবে অপপ্রচার করে !! 
সাতচল্লিশের ওই সময়ে পাকিস্তান সৃষ্টিতে যোগেনের অবদান সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে যিনি উপলব্ধি করতেন, তিনি জিন্নাহ। আর আপনি আরও জেনে অবাক হবেন বাংলাদেশ নামক ইসলামিক রাষ্ট্রটিও সৃষ্টির পিছনে যোগেন মণ্ডলকে কৃতিত্ব দেয় । জনৈক বাংলাদেশী, রাজনৈতিক ইতিহাসের গবেষক ও সাংবাদিক আলতাফ পারভেজ এই ২০১৭ সালে তাঁর এক প্রবন্ধে লিখেছেন, " যোগেন মণ্ডলের কারণেই মুসলমানরা, বিশেষত পূর্ববঙ্গের কৃষিপ্রজা দরিদ্র মুসলমান সমাজ সাতচল্লিশের ভাগাভাগির-রাজনীতির-দর-কষাকষিতে প্রভাবশালী চরিত্র হয়ে উঠতে পেরেছিল; তাঁর কারণেই বাংলাদেশের আজকের মানচিত্রটি ‘অন্য রকম’ কিছু না হয়ে ঠিক ‘এ রকম’ এবং পরোক্ষ তাঁর কারণেই আজ ভারতে দলিত সমাজ একটা বড় রাজনৈতিক চরিত্র হয়ে উঠেছে এবং উঠছে। "
B) আচ্ছা কেউ কি জানেন, সেই যোগেন মণ্ডলের একমাত্র পুত্র জগদীশ মণ্ডল এখন কোথায় ??
C) Writer: শ্রী নিহার চন্দ্র হালদার
২০ই জানুয়ারি ২০২৫ 
032) মতুয়ার অতীত ইতিহাস 
________পর্ব-৩৭ 
033) নমঃশূদ্রদের মধ্যে --বিশ্বাস ,রায়, চৌধুরী, ঠাকুর, বৈরাগী,মাঝি,বালা টিকাদার ইত্যাদি টাইটেল দেখা যায় । 
B) নমঃশূদ্র জাতি তথাকথিত হিন্দু ধর্মের পূর্ব পাকিস্তানের গরিষ্ঠ অংশ।
এই জাতির আদি পিতা হিসেবে হিন্দুত্ববাদীরা হিন্দু মুনি কাস্যাপের এর কথা বলেন।
কেউ বলেন ব্রাহ্মণ কন্যা আর শূদ্র পুরুষের মিলিত সন্তান চন্ডাল ওরফে বর্তমান নমঃশূদ্র।
034) অভিজিৎ বিনায়ক ব্যানার্জী (জন্ম 21 ফেব্রুয়ারি 1961) একজন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান অর্থনীতিবিদ যিনি বর্তমানে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ফোর্ড ফাউন্ডেশনের অর্থনীতির আন্তর্জাতিক অধ্যাপক। 
035) #সুদ  ভিত্তিক লেনদেন বন্ধ হলে  টাকা ছাপানোর দরকার থাকবে না । সুদ খোররা মার্কেট থেকে টাকা সরিয়ে নেয়,  ফলে টাকা ছাপিয়ে  বেতন, ভাতা ইত্যাদি  দিতে হয় ।  এটা করতে হলে Fractional Reserve Banking  বাদ দিয়ে সুদ মুক্ত Full Reserve Banking  চালু করতে হবে দুনিয়া ব্যাপী ।  ===>> 

036) এক কলেজের ৫৩ শিক্ষার্থী মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন 
037) এনবিআরের ৯৫%  কর্মকর্তা- কর্মচারী  ঘুষ খোর-চোর-লুটেরা-টাকাপাচারকারী-বিদেশে সেকেন্ড হোম বানানো। এদের পরিবার সহ  সব সম্পদের  হিসাব  নিয়ে দ্রুত যাচাই বাছাই করে তাদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করে  অপসারন ও বিচারের  আওতায় আনুন। কোটি  কোটি বেকার- শিক্ষিত-সৎ- যোগ্য- দেশপ্রেমিক লোক  আছে যাদেরকে  পরিক্ষার  মাধ্যমে  নিয়োগ দিয়ে সৎ  সরকার-প্রশাসন- এনবিআর গঠন করুন।   কোটি কোটি টাকা   সাশ্রয়  হবে সৎ এনবিআর গঠন করতে পারলে। 
038) মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটায় উত্তীর্ণ সেই ১৯৩ জনের ফল স্থগিত। কোটা না মেধা?  
039) নায়িকা শিমু হত্যা: জেল থেকে মেয়েকে খুনের হুমকি আসামি বাবার 
done up to January 19 
040) 


Section B 

D) 
C) 

 
B) 

A) 

 

No comments:

Post a Comment