Sunday, October 5, 2014

Daily Note 2014 10 M

1) সংসদে বাংলাদেশের মহিলা এমপি আর পাকিস্তানের মহিলা এমপি'র বক্তব্যে পার্থক্য কি?

https://www.youtube.com/watch?v=Pkya9UEXB0E

2) ইসলামি অর্থনীতির লক্ষ্য // শাহ আবদুল হান্নান // LINK

3)  বিয়ের দাবিতে আদালতে সৌদি নারীরা ===>>

সময় মত বিয়ে না দেয়ায় অভিভাবকদের বিরুদ্ধে আদালতে নালিশ করছেন সৌদি নারীরা। অভিভাবকদের কাছ থেকে ‘আদল’ তথা সুবিচার না পেয়ে এ পর্যন্ত দেশটির কয়েকটি আদালতে ৩৮৩টি মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার দেশটির বিচার মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।  

4) Madrasah ===>> তানযীমুল উম্মাহ ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসা

সম্প্রতি তানযীমুল উম্মাহ ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণ মাদরাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন হোসাইনীয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল ড. নজরুল ইসলাম আল মারুফ। আরো উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল মামুন, আসলাম মিয়া, এইচ এম আব্দুল্লাহ আল মামুন, সাইফুল্লাহ ফয়সাল, মো: নুরুল আমীন প্রমুখ। সভাপতিত্ব করেন হাবীবুল্লাহ মুহাম্মাদ ইকবাল।
5) “আমাকে গ্রেফতার করুন। অন্যথায় চরমপন্থীরা স্বাধীনতা ঘোষণা করতে পারে” - পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানকে এ অনুরোধ করেছিলেন পূর্ব পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা শেখ মুজিবুর রহমান।
7) বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ড. আবুল বারকাত বলেন, দেশের অর্থনীতিতে পুঞ্জীভূত কালো টাকার পরিমাণ ৪২ থেকে ৮০ শতাংশ বা ৫ থেকে ৭ লাখ কোটি টাকা। বিষয়টি সত্য। এ অর্থ উদ্ধার হওয়া প্রয়োজন। এ জন্য এমন পদ্ধতি অবলম্বন করা প্রয়োজন যাতে সত্ ব্যক্তিরা ভবিষ্যতে অসত্ হতে প্রণোদিত না হন। - See more at: http://www.shokalerkhabor.com/2014/06/08/135765.html#sthash.fmu1TiT2.dpuf
8) 

No comments:

Post a Comment