1) In America you can criticize God, but you can't criticize Israel - - -
====>> http://www.youtube.com/watch?v=OIIFe2oT-QU
গত পাঁচ বছরে প্রায় পাঁচ কোটি টাকায় ৭০ একর জমি কিনেছেন। এর মধ্যে ৬৬ একরই সুন্দরবনের পাশে বাগেরহাটের মংলা উপজেলার জয়মনিগোল গ্রামে। তিন কোটি টাকা বিনিয়োগ করে প্রতিষ্ঠা করেছেন তিনটি নতুন ব্যবসাপ্রতিষ্ঠান। গাজীপুরে কিনেছেন তিন একর জমি। হাতে আছে আরও প্রায় ৪৪ লাখ টাকা। স্ত্রী ও নিজের নামে শেয়ার কেনা আছে এক কোটি ২২ লাখ টাকার। এক কোটি ১৮ লাখ টাকায় দুটি গাড়িও কিনেছেন।
এই ‘সফল’ ব্যক্তিটি হলেন মাহবুব উল আলম হানিফ, ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। কিছুদিন আগ পর্যন্ত এ সরকারের প্রায় পুরো মেয়াদেই তিনি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ছিলেন।
3) পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলি খান কাদের মোল্লাকে পাকিস্তানের অকৃত্রিম বন্ধু হিসেবে উল্লেখ করে মিডিয়াতে তাঁর বিবৃতিতে শোক প্রকাশ করে বলেন, ‘কাদের মোল্লার মৃত্যুতে পাকিস্তান এক বন্ধু হারালো, সমগ্র পাকিস্তানী জনগণ এই ঘটনায় হতাশ হয়ে পড়েছে। প্রত্যেক পাকিস্তানী জনগণ গত শুক্রবার কাদের মোল্লার মৃত্যুতে আন্তরিক ভাবে কষ্ট পেয়েছে।’ ( news - 15 Dec-2013 )
শিক্ষা বোর্ডের সেরা প্রতিষ্ঠানের তালিকায় স্থান পাওয়া রাজধানীর একাধিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিতর্কিত শিক্ষানীতি-২০১০-এর নির্দেশনার আলোকে পরীক্ষা সংখ্যা কমিয়ে বছরে মাত্র দু’টি (ষান্মাষিক ও বার্ষিক) পরীক্ষা নেয়ার ফলে পাঠ্যবইয়ের প্রতি শিক্ষার্থীদের মনোনিবেশ নেই বললেই চলে। এখন আবার পরীক্ষা ছাড়াই বার্ষিক পরীক্ষার ফল ঘোষণা করা হলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে। একটি মেধাহীন প্রজন্ম গড়ে উঠবে আগামীতে।
====>> http://www.youtube.com/watch?v=OIIFe2oT-QU
2) ৫ বছরেই সম্পদের পাহাড় ===>> ( মাহবুব উল আলম হানিফ) News of December, 2013
এই ‘সফল’ ব্যক্তিটি হলেন মাহবুব উল আলম হানিফ, ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। কিছুদিন আগ পর্যন্ত এ সরকারের প্রায় পুরো মেয়াদেই তিনি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ছিলেন।
3) পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলি খান কাদের মোল্লাকে পাকিস্তানের অকৃত্রিম বন্ধু হিসেবে উল্লেখ করে মিডিয়াতে তাঁর বিবৃতিতে শোক প্রকাশ করে বলেন, ‘কাদের মোল্লার মৃত্যুতে পাকিস্তান এক বন্ধু হারালো, সমগ্র পাকিস্তানী জনগণ এই ঘটনায় হতাশ হয়ে পড়েছে। প্রত্যেক পাকিস্তানী জনগণ গত শুক্রবার কাদের মোল্লার মৃত্যুতে আন্তরিক ভাবে কষ্ট পেয়েছে।’ ( news - 15 Dec-2013 )
4) একটি মেধাহীন প্রজন্ম গড়ে উঠবে আগামীতে ====> LINK
শিক্ষা বোর্ডের সেরা প্রতিষ্ঠানের তালিকায় স্থান পাওয়া রাজধানীর একাধিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিতর্কিত শিক্ষানীতি-২০১০-এর নির্দেশনার আলোকে পরীক্ষা সংখ্যা কমিয়ে বছরে মাত্র দু’টি (ষান্মাষিক ও বার্ষিক) পরীক্ষা নেয়ার ফলে পাঠ্যবইয়ের প্রতি শিক্ষার্থীদের মনোনিবেশ নেই বললেই চলে। এখন আবার পরীক্ষা ছাড়াই বার্ষিক পরীক্ষার ফল ঘোষণা করা হলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে। একটি মেধাহীন প্রজন্ম গড়ে উঠবে আগামীতে।
5) - - - - - শুধু তাই নয়, এরশাদের সম্পর্কে তার দলের নেতারাই আড়ালে-আবডালে এটা বলে বেড়াতেন যে, তিনি ভারতের পেইড রাজনীতিক। অথচ এরশাদ ভারতীয় পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকের পর প্রকাশ্যে বলেছেন, পররাষ্ট্র সচিব সুজাতা সিং তাকে বিএনপি-জামায়াত বাদ দিয়ে আওয়ামী লীগের একদলীয় নির্বাচনে যাবার জন্য সরাসরি চাপ দিয়েছেন। তার মানে এটা প্রমাণ হলো, ভারত বাংলাদেশের রাজনীতি নিয়ে খেলছে। আর সেই সর্বনাশা খেলার কারণেই বাংলাদেশ আজ বিপর্যস্ত। - - - - ( News of Dec-2013)
6) TRANSLATIONS OF URDU POETRY: LINK
7) Know Thyself ====>
►সবচেয়ে স্বার্থপর শব্দ হল - আমি,
এটাকে এড়িয়ে যাও।
► সবচেয়ে বিষাক্ত শব্দ হল - অহংকার,
এটাকে মেরে ফেল।
► সবচেয়ে বহুল ব্যবহৃত শব্দ হল - ভালোবাসা,
এটাকে সম্মান দেও।
► সবচেয়ে আনন্দদায়ক শব্দ হল - হাসি,
এটাকে ধরে রাখো।
► সবচেয়ে পরিশ্রমী শব্দ হল - সাফল্য,
এটাকে অর্জন কর।
► সবচেয়ে অবাঞ্ছনীয় শব্দ হল - ঈর্ষা,
এটা থেকে দূরে থাকো।
► সবচেয়ে ক্ষমতাশালী শব্দ হল - জ্ঞান,
এটাকে অর্জন কর।
► সবচেয়ে অপরিহার্য শব্দ হল - আত্মবিশ্বাস,
এটাতে বিশ্বাস রাখো।
No comments:
Post a Comment