Sunday, October 5, 2014

Daily Note 2014 10 V

1) RAB =====>> Cross Fire - - -

বেসরকারি ব্যাংকে লেনদেন সেই ছয় কোটি টাকা ===>> LINK
যুগান্তর রিপোর্ট
প্রকাশ : ০৬ মে, ২০১৪

‘ক্যাম্পে গিয়ে র‌্যাব-১১ অধিনায়ক লে. কর্নেল তারেকের পা জড়িয়ে ধরে বলেছিলাম দুই কোটি টাকা দিব নজরুলকে ভিক্ষা দেন। কিন্তু তিনি আমাকে বললেন, আমার কাছে এসেছেন কেন? শামীম ওসমানের কাছে যান। সেই আপনার জামাইকে গুম করেছে। এরপর র‌্যাবের ক্যাম্পে ছয় ঘণ্টা আটকে রেখে তিনি আমাদের অকথ্য ভাষায় গালাগালি করেন। আমাদের সবার মোবাইল ফোন কেড়ে নেন।’

2) Pilkhana - - - - 

বিডিআর মহাপরিচালক শাকিল আহমদ প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে বলেছিল, আমাদের বাঁচান । শেখ হাসিনা বলেছিল,ধৈর্য্য ধরেন !  LINK
3) মাওলানা ভাসানীর দাবি আসাম ত্রিপুরা ও পশ্চিমবংগ এবং নবাব সিরাজউদ্দৌলার ভুখন্ড বাংলাদেশকে ফেরত দিতে হবে।
Photo: ভারতে ঢুকে আসা বাংলাদেশিরা বিছানা, বালিশ গুছিয়ে তৈরি থাকুন। ১৬ মের পর তাদের এদেশ থেকে তাড়ানো হবেঃ নরেন্দ্র মোদী
----------------------------------------------------------------------------
বিজেপি দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গ ও আসামে ২ কোটি মানুষ বাংলাদেশ
থেকে ভারতে প্রবেশ করেছে বলে অভিযোগ করে আসছে। 

বাংলাদেশিরা ভারতের অন্য প্রদেশের মানুষের রুজি, রোজগারে বাধা হয়ে দাঁড়াচ্ছে” - নরেন্দ্র মোদি।

এই দেশ থেকে ভারতীয়রা যেই পরিমান রেমিট্যান্স দেশে পাঠায় আর ভারত যেসব সুবিধা ভোগ করে – তাঁর প্রাপ্য হিসেবে নরেন্দ্র মোদির এই বক্তব্য!

বাংলাদেশী নাম দিয়ে ভারতীয় বাংলাভাষী মুসলিম দের
বাংলাদেশে ঠেলে দেবার আগে এই মানচিত্র টা দেখে নিন । সকল বাংলা ভাষী জনগণ কে নিয়ে অবিভক্ত বাংলার স্বপ্ন দেখেছিলেন মাওলানা ভাসানী! 
সেই অবিভক্ত বাংলার মানচিত্র এটা!

বাংলাদেশের মানচিত্রের দিকে চোখ তুলে তাকালে মাওলানা ভাসানীর এই স্বপ্ন কে আমরা সত্য পরিণত করবো ইনশাল্লাহ !

ভারতের সব বাংলা ভাষাভাষী জনগণ এক বাংলাদেশের অধীনে আসবে। আমরা পশ্চিমবঙ্গ সহ ভারতের বাংলাভাষী জনগণ কে এই সত্য উপলব্ধি করার
আহব্বান জানাই !

বাংলা ভাষাভাষীদের দেশ বাংলাদেশ।  ভারত কখনো তাঁদের মাতৃভূমি হতে পারে না। তাঁদের ভূমি, তাঁদের সম্পদ সব কিছু বাংলাদেশের অন্তর্ভূক্ত হওয়া উচিত। ভারতের নয়।

মাওলানা ভাসানী দাবি আসাম ত্রিপুরা ও পশ্চিমবংগ এবং নবাব সিরাজউদ্দৌলার ভুখন্ড বাংলাদেশকে ফেরত দিতে হবে।

-শেয়ার করুন

4) হযরত মুয়াজ ইবনে জাবাল রাঃ ===>>



সরকারী ওয়েবসাইটে হযরত মখদুম শাহ রাহঃ কে জনৈক ইয়ামেনী রাজা মুয়াজ ইবনে জাবালের পুত্র বা শাহযাদা বলা হয়েছে । আরো বলা হয়েছে এই ইয়ামেনী রাজা 'সাহাবী মুয়াজ ইবনে জাবাল রাঃ ' হবেন না । এর দলীল স্বরূপ সরকারী বেতনভোগী কর্তা ব্যক্তিরা বলেছেন , 'জনমত' বা 'জনশ্রুতি' বিষয়টি নিশ্চিত করতে পারেনি । - - - - - 
অথচ ইতিহাস বলছে হযরত মুয়াজ ইবনে জাবাল রাঃ কে ইয়ামেনের গভর্নর হিসাবে নিয়োগ দেন স্বয়ং আল্লাহর রাসুল সাঃ । ইতিহাসকে পাস কাটিয়ে / উল্লেখ না করে-ই লোক কাহিনী বর্ণনা করে দায়িত্ব শেষ করেছেন বাংলাদেশ সরকারের দায়িত্বশীল কর্তা ব্যক্তিগণ ।   LINK
5) গত তিন দশকে ইসলামি ব্যাংকিং ব্যবস্থার উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বিশেষত আর্থিক অন্তর্ভুক্তি এবং শিল্প বাণিজ্য, কৃষি, এসএমই, ক্ষুদ্র বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য দূরীকরণ, সিএসআর ও সবুজ বিনিয়োগের মাধ্যমে দেশের জাতীয় অগ্রগতিতে ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা বিশেষ অবদান রাখছে। LINK

6) Rana Plaza Tragedy ====>>


মনে পড়ে যায় শেখ হাসিনার সেই দম্ভোক্তি

"যারা মারা গেছে তারা মূল্যবান সামগ্রী সরাতে গিয়েছিলো"
===>> http://nuraldeen.com/2014/04/24/wahid-0005/
Photo: Rana Plaza Tragedy ====>>

মনে পড়ে যায় শেখ হাসিনার সেই দম্ভোক্তি

"যারা মারা গেছে তারা মূল্যবান সামগ্রী সরাতে গিয়েছিলো"
 ===>> http://nuraldeen.com/2014/04/24/wahid-0005/

7) #moral #human =====>>


“মানুষ হচ্ছে একটা নৈতিক জীব এবং কোনো রাজনৈতিক কিংবা অর্থনৈতিক ব্যবস্থা নৈতিক ভিত্তি ছাড়া বেশিদিন টিকে থাকতে পারে না।” - See more at: http://www.weeklysonarbangla.net/news_details.php?newsid=13323#sthash.2OHHoxdL.dpuf — with Mokhlasur Rahman and 5 others.
Photo: #moral #human =====>>

“মানুষ হচ্ছে একটা নৈতিক জীব এবং কোনো রাজনৈতিক কিংবা অর্থনৈতিক ব্যবস্থা নৈতিক ভিত্তি ছাড়া বেশিদিন টিকে থাকতে পারে না।” - See more at: http://www.weeklysonarbangla.net/news_details.php?newsid=13323#sthash.2OHHoxdL.dpuf

No comments:

Post a Comment