Sunday, October 5, 2014

Daily Note 2014 10 BB

1) Politics - 01 August-2013


"আপনাদের খেলা জনগণের কাছে পরিষ্কার হয়ে গেছে।"====>>



খালেদা জিয়াকে উদ্দেশ্য করে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ‘আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে স্বচ্ছতার সঙ্গে মানবতাবিরোধী অপরাধীদের বিচার চলছে। যখন রায় হয় জামায়াত ইসলাম হরতাল ডাকে, গাড়িতে আগুন দেয়। আর তাদের বিএনপি সমর্থন দেয়। জামায়াতের নামে যখন সুবিধা হয় না তখন হেফাজতকে মাঠে নামান। আপনাদের খেলা জনগণের কাছে পরিষ্কার হয়ে গেছে।’
2) মাওবাদীদের প্রায় ৯৯ ভাগই উপজাতীয়। তবে সব উপজাতীয়ই মাওবাদী নয়।

3) anti Islam ===>>  

মুনতাসির, শাহরিয়ার, আনোয়ার হোসেন, রামেন্দু, নাসিরউদ্দিন বাচ্চু, আসাদুজ্জামান নূররা কবে আওয়ামী লীগার ছিল? এরা তো একেবারেই পাশের বাড়ির বরকন্দাজ। বাংলাদেশের মূলধারার সঙ্গে এদের কি কোথাও কোনোদিন কোনো সম্পর্ক ছিল?

4) Politicians ===>> 

মনসুর বলেন- আজকে সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, আব্দুস সামাদ আজাদ, আতাউল গণি উসমানী এই যে সৃজন রাজনীতিবিদ-সমৃদ্ধ রাজনীতিবিদ ছিলেন সেই রাজনীতিবিদ কিন্তু এখন আর গড়ে উঠছে না।
5) India ===>> 
১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির স্বর্ণযুগ শুরু হয়েছে। =====>>
ভারতের বিশেষ উদ্বেগ ছিল তদানীন্তন পূর্ব পাকিস্তানকে নিয়ে। মার্কিন সাহায্যপুষ্ট শক্তিধর পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে পূর্ব ও পশ্চিম সীমান্তে ডবল প্রতিরক্ষা প্রস্তুতিবাবদ বিশাল ব্যয় ভারতের অর্থনৈতিক উন্নয়নে প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছিল। অন্তত এশিয়ায় ভারতের পররাষ্ট্রনীতি সরকার কিংবা মন্ত্রীরা নির্ধারণ করেন না। সে নীতি প্রণয়ন ও প্রয়োগ সম্পূর্ণরূপে র-এর (পররাষ্ট্র দফতরের গবেষণা ও বিশ্লেষণ শাখা) ওপর নির্ভরশীল। গঠনের সময় থেকেই পূর্ব ও পশ্চিম পাকিস্তানের বিভক্তি র-এর প্রথম ও প্রধান লক্ষ্য ছিল। এবং লক্ষণীয় যে, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির স্বর্ণযুগ শুরু হয়েছে। এখন আর তাকে প্রতি বছর হাজার হাজার কোটি ডলার পূর্ব সীমান্ত রক্ষায় ব্যয় করতে হচ্ছে না।
--------- সিরাজুর রহমান

6)  সাম্প্রদায়িক রাজনীতি ===> 

কোনো ব্যক্তি সাম্প্রদায়িক বা ধর্মান্ধ হলে ভিন্ন ধর্মের প্রতি সহনশীলতার বোধ হারিয়ে ফেলে। তখন সাম্প্রদায়িক হানাহানি ও সহিংসতার সৃষ্টি হয়। আর কোনো অসহিষ্ণু রাজনীতি-অন্ধের হাতে ক্ষমতা গেলে রাষ্ট্র রূপ নেয় নিপীড়কের ভূমিকায়। তখন দেশের নাগরিকেরা হয়ে পড়েন অসহায়। এ অবস্থা সত্যিকার অর্থেই দেশের মানুষের জন্য নজিরবিহীন দুর্ভাগ্য ডেকে আনে। এমন দেশের সংখ্যা পৃথিবীতে এখন যেন দিন দিন বেড়েই চলেছে।

7) ফররুখ আহমেদ ---->>

Photo

No comments:

Post a Comment