Sunday, October 5, 2014

Daily Note 2014 10 T

1) ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে =====>>

Photo: ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে =====>>
2) Ami Vabuk Noi ====>>

১৯৭১ সালের বিভিন্ন সময়ে রাজাকার ও মুনাফিক পরষদের উজিরে আজম জনাব গোলাম আজমের মুখনিসৃত অমর বাণী সমগ্র:
১) 'পাকিস্তান যদি না থাকে তাহলে জামাত কর্মীদের দুনিয়ায় বেঁচে থেকে লাভ নেই।' (দৈনিক সংগ্রাম, ২৬ সেপ্টেম্বর ১৯৭১)
২) 'বাংলাদেশ নামের কিছু হলে আমি আত্মহত্যা করবো।' (নাগরিকত্ব মামলার শুনানিতে অ্যাটর্নি জেনারেল। ভোরের কাগজ, ১৯/০৫/৯৪)
৩) 'কালেমার ঝান্ডা উঁচু রাখার জন্য রাজাকারদের কাজ করে যেতে হবে।' (দৈনিক সংগ্রাম, ১৭ সেপ্টেম্বর ১৯৭১)
৪) 'দুষ্কৃতিকারীদের ধ্বংস করার কাজে পূর্ব পাকিস্তানের জনগন সশস্ত্র বাহিনীকে পূর্ণ সহযোগিতা করছে।' (দৈনিক সংগ্রাম, ১৭ আগস্ট ১৯৭১)
৫) 'পূর্ব পাকিস্তানের প্রতিটি মুসলমান নিজ নিজ এলাকার দুষ্কৃতিকারীদের তন্ন তন্ন করে তালাশ করে নির্মূল করবে।' (দৈনিক সংগ্রাম, ১২ আগস্ট ১৯৭১)
৬) 'দুষ্কৃতিকারীদের মোকাবেলা করার উদ্দেশ্যে দেশের আদর্শ এবং সংহতিতে বিশ্বাসী লোকদের হাতে অস্ত্র সরবরাহ করার জন্য আবেদন করেছি।' (দৈনিক সংগ্রাম, ২৯ আগস্ট ১৯৭১)
৭) 'তথাকথিত বাংলাদেশের আন্দোলনের ভূয়া শ্লোগানে কান না দিয়ে পাকিস্তানকে নতুনভাবে গড়তে আহবান জানাচ্ছি।' (১৬ অক্টোবর বায়তুল মোকাররমের সভায়। দৈনিক পাকিস্তান, ১৭ অক্টোবর ১৯৭১)
৮) 'কোনো ভালো মুসলমানই তথাকথিত বাংলাদেশের আন্দোলনের সমর্থক হতে পারে না। রাজাকাররা খুব ভালো কাজ করছে।' (দৈনিক সংগ্রাম, ২ অক্টোবর ১৯৭১)
৯) 'বর্তমান মুহূর্তে আক্রমনাত্মক ভূমিকা গ্রহণ করাই হবে দেশের জন্য আত্মরক্ষার সর্বোত্তম ব্যবস্থা।' (দৈনিক সংগ্রাম, ২৪ নভেম্বর ১৯৭১)
১০) 'পূর্ব পাকিস্তানের জামাতে ইসলামের কর্মীরা বেশিরভাগ রাজাকার, আলবদর, আলশামস বাহিনী গঠন করে মুক্তিযোদ্ধাদের সাথে যুদ্ধ করছে এবং প্রান দিচ্ছে। এখানে জামাতের অবদানই বেশি। সুতরাং পূর্ব পাকিস্তান থেকে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হলে জামায়াত থেকেই হতে হবে।' (বাংলাদেশ ছাত্র আন্দোলনের ইতিহাস, চতুর্থ খন্ড, মুক্তিযুদ্ধ পর্ব।)
'১৯৭৩ সাল থেকে ১৯৭৬ সাল পর্যন্ত গোলাম আজম সব মিলিয়ে ৭ বার সৌদি বাদশার সাথে দেখা করেন। প্রতিটি বৈঠকেই তিনি সৌদি বাদশাকে বাংলাদেশকে স্বীকৃতি না দেওয়ার জন্য অনুরোধ করেন। একই সঙ্গে এই সময়কাল জুড়ে কোনো প্রকার আর্থিক এবং বৈষয়িক সাহায্য সহযোগিতা না করার জন্য মুসলিম দেশগুলোকে প্ররোচিত করার আপ্রান চেষ্টা করেন।' (ভোরের কাগজ, ১১ মার্চ ১৯৯২)
3) ভারতে আগাম পণ্য লেনদেনের বাজারে অশোধিত তেল কেনা-বেচা শুরু হয় ২০০৬ সালে। এখন দিনে তার লেনদেনের অঙ্ক ছুঁয়েছে প্রায় ১০,০০০ কোটি টাকা ( Indian Rupi )।
4) যুক্তরাজ্যে বছরে ৭২ হাজার পুরুষ ধর্ষণের শিকার LINK
5) #Hamas Rockets ====>>  LINK
6) বিশ্বের মুসলিম স্বার্থ নিয়ে সর্বাধিক চিন্তা করেন এমন ৫ জন বড় আলেমের একজন ইমরান নাজার হুসাইনের কথা হল , #ISIS তাই করছে যা #Zionist রা প্রত্যাশা করে আসছে । =====>>
https://www.youtube.com/watch?v=QZl0Xbm1Z-A
7) বিনিয়োগ প্রসঙ্গে খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, বিনিয়োগ কমে যাওয়ায় দেশের শিল্পখাত বর্তমানে স্থবির হয়ে আছে। রাজনৈতিক অনিশ্চয়তা বিনিয়োগের প্রধান বাধা নয়—উল্লেখ করে তিনি বলেন, বিনিয়োগের প্রধান বাধা হচ্ছে গ্যাস ও বিদ্যুত্ সংযোগ না থাকা। নতুন করে এর সঙ্গে আরো একটি সমস্যা যুক্ত হয়েছে তা হচ্ছে জমির সংকট। তিনি বলেন, অর্থমন্ত্রী বাজেটে বক্তৃতায় বলেছেন, বিনিয়োগের জন্য অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে। এ কাজ দ্রুত এগিয়ে নিতে হবে।

No comments:

Post a Comment