Sunday, October 5, 2014

Daily Note 2014 10 N

1) কালো টাকা সাদা করার পক্ষে মত দিয়েছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। সংস্থাটির মতে, কঠিন শর্তে উত্পাদনশীল খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ দেওয়া উচিত।
- See more at: http://www.shokalerkhabor.com/2014/06/08/135765.html#sthash.fmu1TiT2.dpuf
2) তালপট্টির নিচে ১০০ টিসিএফ গ্যাস!
ভারতের নয়াদিল্লি টেলিভিশন (এনডিটিভি) তার প্রচারিত একটি অনুষ্ঠানে দাবি করে যে তাদের কাছে সরকারি অভ্যন্তরীণ নথির সূত্রে খবর রয়েছে যে সাগরে নিমজ্জিত তালপট্টি দ্বীপটির স্থানে ভূগর্ভে ১০০ টিসিএফ গ্যাসের অস্তিত্ব পাওয়া গেছে। এনডিটিভি এ তথ্য কোনো তেল কোম্পানি বা অনুসন্ধানী সংস্থার সূত্র থেকে জানা গেছে কি না, সে বিষয়ে কিছু জানায়নি। কেবল আবিষ্কারটি ২০০৬ সালে ঘটেছে বলে প্রচার করেছে।
3) Diary : প্রতিদিন তওবা / ইস্তিগফার করার গুরুত্ব অনুভূত হওয়া একটি বিশেষ উপলব্ধি । যেদিনে ইহা অনুভূত হয় না , সেদিনটি পিছিয়ে পড়ার দিন ।
4) পাপিয়া বলেন, ‘‘জামায়াতের নাম থেকে ‘ইসলাম’ শব্দটি তুলে দিতে হবে। কারণ তারা ‘ইসলাম’কে অপব্যবহার করছে। আর ইসলাম কখনও বিপথগামীকে সমর্থন করে না।’’ LINK
5) দুঃখজনক হলো, আইএমএফ এবং বিশ্বব্যাংকের ঋণের শর্তগুলো সরকার কখনো জনগণকে জানায় না। LINK

6) ক্রেডিট দাসত্বের প্রথম পর্যায় =======>>

প্রয়োজন না থাকা সত্ত্বেও আইএমএফ বা বিশ্বব্যাংকের ঋণ পাওয়া গেলেই মহা খুশিতে গদগদ হয়ে তা গ্রহণের যে বদখাসলত প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমানের সময় পরিলক্ষিত হতো, তা পরিহারের মানসিকতা আমাদের সরকারের নীতিপ্রণেতাদের গড়ে তুলতে হবে। কারণ, আমাদের অর্থনীতি পুরোনো দিনের খয়রাত-নির্ভরতা কাটিয়ে ওঠার পর্যায়ে পৌঁছে গেছে। বৈদেশিক ঋণ ও অনুদান এখন এ দেশের জিডিপির ২ শতাংশেরও নিচে নেমে গেছে। তথাকথিত ‘সফট লোনের’ নামে একগাদা অপমানজনক শর্তের জালে জাতিকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলার এই সাম্রাজ্যবাদী কৌশল বুঝে-শুনে হজম করার আর প্রয়োজন নেই।
C/O, =========>> LINK
7) শীর্ষ বণিক সংগঠন এফবিসিসিআই’র তথ্যমতে, রাশিয়ায় বাংলাদেশের প্রধান রফতানি পণ্যের মধ্যে রয়েছে তৈরি পোশাক, নিটওয়্যার, চিংড়ি এবং পাট ও পাটজাত পণ্য। দেশটির বিশাল বাজারে বাংলাদেশের রফতানি শতগুণ বাড়ানোর সুযোগ রয়েছে। রাশিয়া তার চাহিদার ৫ শতাংশের বেশি তৈরি পোশাকের আমদানি করে বাংলাদেশ থেকে। রাশিয়ার অন্যতম বৃহৎ ব্র্যান্ড ‘স্পোর্টস মাস্টার’ ২০০৯ সালে গুলশানে নিজস্ব একটি বায়িং হাউস খুলে কার্যক্রম চালাচ্ছে। দেশটিতে বাংলাদেশের প্রচুর চিংড়ি রফতানির সুযোগ রয়েছে বলে জানা গেছে। - See more at: http://www.dailyinqilab.com/2014/09/28/209036.php#sthash.m6Abiy2c.dpuf

No comments:

Post a Comment