Sunday, October 5, 2014

Daily Note 2014 10 P


1) ম্যাসেজ পার্লারে দেহ ব্যবসা =====>>


https://www.youtube.com/watch?v=IUa6UdEvSrw

2) সরকারি চার ব্যাংক্ ===>> খেলাপি ঋণ - - - 

দেশের সরকারি ব্যাংকগুলো নিয়ে এক উদ্বেগজনক খবর প্রকাশিত হয়েছে একটি জাতীয় দৈনিকে। তাতে বলা হয়েছে, গত ছয় বছরে সরকারি চার ব্যাংক্- সোনালী, জনতা, অগ্রণী ও রূপালি ব্যাংকের মোট খেলাপি ঋণের পরিমাণ প্রায় ১৯ হাজার কোটি টাকা। শুধু ২০১৩ সালে নতুন খেলাপি ঋণ ১০ হাজার ৯৯৭ কোটি টাকা। এর বাইরে প্রায় ১৫ হাজার কোটি টাকার ঋণ অবলোপন করে রাখা হয়েছে। আর এই সময়ে বিশেষায়িত বেসিক ব্যাংক ও ওই চার ব্যাংকের ঋণের নামে আত্মসাৎ করা অর্থের পরিমাণ প্রায় ১১ হাজার কোটি টাকা। সব মিলিয়ে দেখা যাচ্ছে, ৪৫ হাজার কোটি টাকা লুটপাটকারীদের খপ্পরে পড়েছে।

3) Burma ===>>


প্রতিবদনে উঠে এসেছে, বৌদ্ধ ভিক্ষুরা ২০০ জনেরও বেশি মুসলমানকে হত্যা করেছে। আর দেড় লক্ষাধিক মুসলমানকে বাস্তুচ্যুত করেছে। দেশব্যাপী উগ্রবাদী আন্দোলনকে ছড়িয়ে দিতে ধর্মোপদেশ সংবলিত বক্তব্য ডিভিডি আকারে বৌদ্ধ সম্প্রদায়ের লোকদের মধ্যে বিলি করা হচ্ছে। মুসলমানদের তৈরি জিনিস ও পণ্য বয়কটের আহ্বান জানানো হচ্ছে নিয়মিত ধর্মোপদেশে। সহিংসতাকে জোরদার করতে কমিউনিটি সেন্টার খোলা হচ্ছে এবং দেশব্যাপী ৬০ হাজারেরও বেশি বৌদ্ধ শিশুকে নিয়ে রোববারের স্কুল কর্মসূচি চালু করা হয়েছে। ‘সানডে ধর্ম স্কুল’ নামের কর্মসূচিতে শিশুদের মনে গেঁথে দেয়া হচ্ছে তীব্র মুসলমান বিদ্বেষী ধারণা। সামরিক রাষ্ট্র থেকে গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় প্রবেশ করলেও সাম্প্রদায়িক হিংসার জন্যে বিশ্বব্যাপী মিয়ানমারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এবং এশিয় অঞ্চলে প্রতিবেশী মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে মিয়ানমারবিরোধী মনোভাব তৈরি হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
4) মিয়ানমারের প্রতি ১০ জনের ৯ জন বৌদ্ধ। দেশটির প্রায় সাড়ে পাঁচ কোটি জনসংখ্যার মধ্যে ৪ থেকে ৮ শতাংশ মুসলমান। বাদবাকি হিন্দু ও খ্রিস্টান ধর্মালম্বী।
5) বাংলাদেশের রিজার্ভ ২২ বিলিয়ন ডলার, পাকিস্তানের, ১২ বিলিয়ন ডলার । - - - - বাংলাদেশের রপ্তানী ৩২ বিলিয়ন ডলার, পাকিস্তানের ১২ বিলিয়ন ডলার । - - - -
@ 28m 45s ,
https://www.youtube.com/watch?v=EN1sCe6CddA
6) বাংলাদেশে উচ্চশিক্ষিতদের ৪৭ শতাংশই বেকার
ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে বাংলাদেশের ৪৭ শতাংশ স্নাতকই বেকার।
দক্ষিণ এশিয়ায় এর চেয়ে বেশি উচ্চশিক্ষিত বেকার আছেন কেবল আফগানিস্তানে, ৬৫ শতাংশ। এর বাইরে ভারতে এর হার ৩৩ শতাংশ, নেপালে ২০ শতাংশের বেশি, পাকিস্তানে ২৮ শতাংশ এবং শ্রীলঙ্কায় ৭ দশমিক ৮ শতাংশ।
7) ৮২% মুক্তিযোদ্ধা ছিলেন গ্রামের এবং তারা ছিলেন কৃষকের সন্তান । // অধ্যাপক আবু সাইয়িদ, সাবেক তথ্য মন্ত্রী // =====>> @31m:15s
https://www.youtube.com/watch?v=CdU3-Ze12ww

No comments:

Post a Comment