1) Albani ===>>
আধুনিক সালাফী / খাওয়ারিজরা আর সব কিছু ধ্বংস করে এখন বিলীন করতে চায় রাসুল সাঃ -এর রওজা -এ-আকদাস । তাদের পীর আলবানী যা বলেছে - - - - - -https://salafiwahabisexposed.wordpress.com/2013/06/11/salafi-wahabism-have-contributed-nothing-to-culture-and-civility-but-destruction/
2) My FB Review - 2014 ===>> LINK
3) জাসদ-গণবাহিনী সৈনিক সংস্থার বিপ্লবের চালচিত্র ৪
জেনারেল জিয়ার মতো একজন দৃঢ়চেতা ও উঁচুমাপের সেনানায়কের হাতে যদি বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্ব না থাকতো, তাহলে জাসদ-গণবাহিনী-সৈনিক সংস্থার রক্তাক্ত বিপ্লবের তোড়ে শুধু সেনাবাহিনীই ভেসে যেতো না। জাতীয় স্বাধীনতা-সার্বভৌমত্বও বিপন্ন হতো।বিশেষ করে বিপ্লবী সৈনিক সংস্থার হাতে রাষ্ট্র নিয়ন্ত্রণের চাবিকাঠি তুলে দেবার ফলে দেশে যে গৃহযুদ্ধের দাবানল জ্বলে উঠতে যাচ্ছিল,তার সুযোগে বিদেশী আগ্রাসনের পথ উন্মুক্ত হতো। LINK
4) তাহের হত্যা, ৭ই নভেম্বর :: অসমাপ্ত বিপ্লব - - -
শেখ মুজিব জীবিত থাকতে জাসদের আন্দোলনের কৌশল ছিল রাষ্ট্রক্ষমতা থেকে বুর্জোয়া শ্রেণীর উচ্ছেদ এবং তার পরিবর্তে সর্বহারা শ্রেণীর নেতৃত্বে সমাজতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার প্রবর্তন। (১৯৭৪ সালে গৃহীত থিসিস)। ‘কিন্তু দুই বছরের মাথায় অর্থাৎ ১৯৭৬ সালে আন্দোলনের চেহারাটা বদলে যায়। এবার রাষ্ট্রক্ষমতা থেকে বুর্জোয়া শ্রেণীর উচ্ছেদ না, কী করে বুর্জোয়া শ্রেণীর সঙ্গে একটা সরকার গঠন করা যায়, সেটাই জনাব খানের (সিরাজুল আলম খান) আন্দোলনের লক্ষ্যবস্তুতে পরিণত হয়ে পড়ে। তাঁর মনোযোগ নিয়োজিত হয় একটা গণতান্ত্রিক জাতীয় সরকার প্রতিষ্ঠার প্রতি। (জাসদের রাজনীতি, নজরুল ইসলাম ) ========>> LINK5) স্ত্রী স্বামীকে তালাক দিতে পারে কি?
LINKইমাম আবু হানিফা (রাহঃ) ও ইমাম মালিক (রাহঃ) -এর মতামতঃ প্রথমবার এবং দ্বিতীয়বার খোলা করার পর স্বামী-স্ত্রী পারস্পরিক সম্মতি ও সমঝোতার ভিত্তিতে পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে । কিন্তু তৃতীয়বার খোলা করার পর আর এ সুযোগ থাকে না ।
ইমাম আহমাদ (রাহঃ) -এর মতামতঃ খোলা কোন তালাক (বিচ্ছেদ) নয়; বরং ফাসখ (রদকরণ) । অতএব, যতবারই খোলা করা হোক, স্ত্রী নতুন স্বামী গ্রহণ ছাড়াই প্রথম স্বামীর সাথে পুনর্বিবাহে আবদ্ধ হতে পারে । (অনুবাদক)
C/O, পৃষ্ঠা নং-২৯০, মুওয়াত্তা ইমাম মুহাম্মাদ (রাহঃ) / অনুবাদকঃ মাওলানা মুহাম্মাদ মুসা
// আহসান পাবলিকেশন, বাংলাবাজার # ফোন # ৭১২৫৬৬০ //
No comments:
Post a Comment