Saturday, December 27, 2014

Daily Note 2014 12 E

1) #1971 - - - -

ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ১৯৭১ সালে ৩০ মার্চ ভারতের পার্লামেন্টে বলেন, পূর্ব বঙ্গের সাড়ে সাত কোটি লোক তাদের স্বাধীনতার জন্য যে সংগ্রাম শুরু করেছেন, ভারত তাকে সাহায্য না করে পারে না। ভারত তাই সংগ্রামে সাহায্য করেই যাবে। ১৯৭১-এর ৩ ডিসেম্বর ভারত ও পাকিস্তানের মধ্যে প্রকাশ্যে যুদ্ধ শুরু হয়। কিন্তু আসলে যুদ্ধ শুরু হয়েছিল ৩০ মার্চ থেকে। আমার বাড়ি পদ্মানদীর ধারে। পদ্মা পেরিয়ে পৌঁছানো যায় ভারতের সীমানায়। ভারত থেকে এক রেজিমেন্ট সৈন্য এসে ঢুঁ মেরেছিল তদানীন্তন পূর্ব পাকিস্তানে; পাকবাহিনী কতটা সামরিক প্রস্তুতিতে আছে সেটি ওজন করার জন্য। কিন্তু তারা বিশেষ সুবিধা করতে পারেনি। এ থেকে আমি ব্যক্তিগতভাবে বুঝতে পারি যে, আজ হোক, কিছু দিন পরে হোক, ভারত-পাকিস্তান যুদ্ধ হওয়া খুবই সম্ভব।
-------------------------------------------------------------- এবনে গোলাম সামাদ

2) BD Internet ===>> 

বিটিআরসি-র সর্বশেষ হিসাব অনুযায়ী, বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা এখন ৪ কোটি ৮ লাখ ৩০ হাজার৷ এর মধ্যে মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৩ কোটি ৯৩ লাখ ২৮ হাজার৷ আর মেবাইল ফোনে ফেসবুক ব্যবহারীর সংখ্যাও অনেক বেশি৷
3) ক্যারিয়ার বেছে নিতে ভুল করেছেন কিংবা ছেলেমেয়েদের সঙ্গে সময় কাটাননি_ এ ধরনের আক্ষেপ একসময় এসেই যায়। বিশেষ করে যখন ক্যারিয়ার শেষ হয়ে আসে এবং ছেলেমেয়েরা মা-বাবার প্রয়োজন কাটিয়ে উঠে নিজেরাই স্বাবলম্বী হয়ে ওঠে, তখনই এ রকম চিন্তায় পেয়ে বসে মানুষকে। এগুলো মানুষের চিরন্তন আক্ষেপ। তবে এর চেয়ে আরও বেশি আক্ষেপে পোড়েন যে বিষয়ে ব্রিটিশ পঞ্চাশোর্ধ্বরা, তা হলো তারা বিয়ে করার সময় সঠিক লোকটিকে বেছে নিতে ভুল করেছেন। এ ধরনের আক্ষেপে পোড়া মানুষের সংখ্যা কিন্তু কম নয়। কমপক্ষে এক-পঞ্চমাংশ। LINK

4) 1981 - - - - Zia Period ===>> 

১৯৮১ ফাঁসির মঞ্চে ১২+১=১৩ জন বীর মুক্তিযুদ্ধা জীবন উৎসর্গ করেছিলেন।
https://www.youtube.com/watch?v=VLeJwmJMxQw

5) স্মৃতিশক্তি বাড়ানর কিছু কৌশল =====>>


পর্যাপ্ত ঘুমোন: একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক আট ঘন্টা ঘুমানো প্রয়োজন। একটা চমৎকার ঘুম আপনার মস্তিষ্ককে অধিক কার্যকরী করে তোলে। ঘুমের সময় সাম্প্রতিক সময়ের তথ্যগুলোকে মস্তিষ্কসংরক্ষণ করতে থাকে। আর ঘুমকে বলা হয় মেমোরি চার্জার। ঘুমের সময় আপনার মেমোরি পরবর্তী স্মৃতি ধরার জন্য প্রস্তুত হয়। তাই নিয়মিত পর্যাপ্ত ঘুমের মাধ্যমে স্মৃতিশক্তি বাড়াতে পারেন।

অন্যকে শেখান: নিজে যা শিখতে চাচ্ছেন। তা একবার শিখে নিয়ে অন্যকে শেখান। আরজনকে শেখাতে গিয়ে দেখবেন আপনার জানার ঘাটতিগুলো ধরতে পারছেন। আবার চর্চাও হবে আরেক জনকে শেখানোর মাধ্যমে।
=====>> LINK

6) হস্তরেখাবিদ কিরো'র শিক্ষা জীবন =====>> ( এই বিদ্যা চর্চা করা ও বিশ্বাস করা হারাম )

Cheiro was born in a village outside Dublin, Ireland. He took the name Count Louis Hamon (or Count Leigh de Hamong).
As mentioned in his memoirs, Cheiro acquired his expertise in India. As a teenager, he traveled to the Bombay port of Apollo Bunder. There, he met his Guru, an Indian Brahmin, who took him to his village in the valley of the Konkan region of Maharashtra. Later Cheiro was permitted by Brahmans to study an ancient book that has many studies on hands; the pages of the book were made of human skin and written with gold and it is still guarded and protected with great care. After studying thoroughly for two years, he returned to London and started his career as a palmist.

7) হস্তরেখাবিদ কিরো'র মৃত্যু কাহিনী =====>> ( এই বিদ্যা চর্চা করা ও বিশ্বাস করা হারাম )


After some years in London, and many world travels, Cheiro moved to America. He spent his final years in Hollywood, seeing as many as twenty clients a day and doing some screenwriting before his death there in 1936 following a heart attack. His widow, the Countess Lena Hamon, said her 70-year-old husband, who had been a friend and adviser to film actors late in life, and to European aristocracy and royalty in his early career, had predicted his own death to the hour the day before he died.
From Time Magazine of October 19, 1936:
Died. Count Louis Hamon ("Cheiro"), 69, celebrated oldtime palmist; after long illness; in Hollywood. Author of a book on palmistry at 13, he amassed $250,000 from rich female clients, owned an English-language newspaper in Paris, The American Register. On the night he died, said his nurse, the clock outside his room struck the hour of one thrice. ------ উইকি / Wiki
8) হস্তরেখাবিদ কিরো =====>> ( এই বিদ্যা চর্চা করা ও বিশ্বাস করা হারাম )

Cheiro had a wide following of famous European and American clients during the late 19th and early 20th centuries. He read palms and told the fortunes of famous celebrities like Mark Twain, W. T. Stead, Sarah Bernhardt, Mata Hari, Oscar Wilde, Grover Cleveland, Thomas Edison, the Prince of Wales, General Kitchener, William Ewart Gladstone, and Joseph Chamberlain. He documented his sittings with these clients by asking them to sign a guest book he kept for the purpose, in which he encouraged them to comment on their experiences as subjects of his character analyses and predictions. Of the Prince of Wales, he wrote that "I would not be surprised if he did not give up everything, including his right to be crowned, for the woman he loved." Cheiro also predicted that the Jews would return to Palestine and the country would again be called Israel.

9) Speech of Colonel Farook ======>> 

on Mujib , Zia, 1947, 1971, 1975, 1981, - - -
https://www.youtube.com/watch?v=dvtQZQpMjQw

10) ১৯৭১-এর ২২ মার্চ ====>>

এই বৈঠকে কর্নেল ওসমানী বঙ্গবন্ধুর হাতে সংগ্রামের প্রতীক হিসেবে একটি তরবারি তুলে দেন। এরপর আলোচনা চলাকালে একপর্যায়ে ওসমানী সাহেব বঙ্গবন্ধুকে জিজ্ঞাসা করেন, “ডু ইউ থিংক দ্যাট টুমরো উইল বি এ ক্রুসিয়াল ডে?” বঙ্গবন্ধু জবাবে বলেন, “নো, আই থিংক, ইট উইল বি টুয়েন্টি ফিফথ্।” তখন ওসমানী সাহেব পুনরায় তীক্ষè স্বরে তাঁর কাছে প্রশ্ন রাখেন, “কালতো তেইশে মার্চ। পাকিস্তান দিবস। সে উপলক্ষে ওরা কী কিছু করতে চাইবে না?” বঙ্গবন্ধু বলেন, “ওরা যে কোন মুহূর্তে যে কোন কিছু করতে পারে। তার জন্য কোন দিবসের প্রয়োজন হয় না।
=================>>  LINK LINK-2

No comments:

Post a Comment