Sunday, December 28, 2014

Daily Note 2014 12 F

1) হাইকোর্টের রুল অনুসারে যে বিষয়গুলো যৌন হয়রানি হিসেবে গণ্য হবে তা হলো:


১. সরাসরি কিংবা কারো ইচ্ছায় কাউকে শারীরিকভাবে লাহ্ছিত করা বা তার দিকে অগ্রসর হওয়া।

২. প্রশাসন , কর্তৃপক্ষ কিংবা কোন প্রাতিষ্ঠানিক শক্তির অপপ্রয়োগে কারো সাথে শারীরিক সম্পর্ক স্থাপন কিংবা স্থাপনের চেষ্টা করা।

৩. যৌন হয়রানিমূলক বাচনগত অঙ্গি-ভঙ্গি।
৪. যৌন আচরণের জন্য দাবি কিংবা আবেদন।
৫. পর্ণোগ্রাফি প্রচার করা।

৬. যৌনতামূলক কথাবার্তা কিংবা অঙ্গি-ভঙ্গি।
৭. অশালীন অঙ্গ-ভঙ্গি, বাজে কথা বলে বিরক্ত করা, গোপনে কারো দিকে এগিয়ে যাওয়া, যৌন বিষয়ে উপহাস করা।

৮. চিঠি দিয়ে অপমান করা, ফোন-মোবাইলে কল করা, এসএমএস করা, জোর করে বিরক্ত করা, নোটিশ, কার্টুন, বেঞ্চ, চেয়ার, টেবিল, দেয়াল, ফ্যাক্টরি, শ্রেণীকক্ষ, বাথরুমে যৌন ইঙ্গিতময় লেখালেখি।

৯. কাউকে ব্ল্যাকমেইল কিংবা চরিত্র হননের জন্য স্থির চিত্র কিংবা ভিডিও ধারণ করা।
১০. লিঙ্গগত কারণে কিংবা যৌন হয়রানির উদ্দেশ্যে কাউকে খেলাধুলা, সাংস্কৃতিক, সাংগঠনিক এবং একাডেমিক কাজ থেকে দূরে রাখা।

১১. কাউকে ভালোবাসার প্রস্তাব দেয়া, ভালোবাসা প্রত্যাখান করলে তার জন্য হুমকি দেয়া।
১২. প্রতারণা করে কিংবা জোরপূর্বক যৌন সম্পর্ক স্থাপনের চেষ্টা। -ডেইলি স্টার

2) Wi Fi Network : Harmful Effects ====>> LINK

3) Congressman Ed Markey said:


Well, we’re in Libya because of oil.

Senator Graham agreed.
4) ‘যদি নুরেমবার্গ ট্রায়ালের আইন পুরোপুরি বাস্তবায়ন হতো, তাহলে যুদ্ধ-পরবর্তী সব ক’জন মার্কিন প্রেসিডেন্টের ফাঁসি হতো।’ ------ নোয়াম চমস্কি (১৯৯০)
5) Banana republic is a political science term for a politically unstable country, whose economy is largely dependent on exporting a limited-resource product, e.g. bananas. It typically has stratified social classes, including a large, impoverished working class and a ruling plutocracy of business, political, and military elites.[1] This politico-economic oligarchy controls the primary-sector productions to exploit the country's economy.
6) "কথায় কথায় বলা হচ্ছে যুদ্ধাপরাধের বিচার হলে আত্মা শান্তি পাবে। আমার আত্মা শান্তি পাবে জনগনের অভাব মোচন হলে। দেশে যুদ্ধাপরাধী কতজন? সংখ্যা আমাদেরকে বলতে হবে? একটা লাইন টানতে হবে। আমরা যুদ্ধাপরাধের বিচার চাই। কিন্তু এটাকে ইস্যু বানিয়ে আত্মার শান্তি পাওয়ার কিছু দেখিনা।"  LINK
--------------------------------------------------------- ডা: জাফরুল্লাহ চৌধুরী
7) ১৯৯২ সালে কংগ্রেসের সরকার দিল্লিতে ক্ষমতায় থাকলেও তত্কালীন প্রধানমন্ত্রী নরসিংমা রাও বাবরি মসজিদ ধ্বংস রোধ করা তো দূরের কথা, সেই অপকর্মে নানাভাবে ইন্ধন জুগিয়ে এক বড় রকম দাঙ্গা পরিস্থিতি সৃষ্টি করেছিলেন।
8) #Jail - - - -
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মাসে প্রায় চার কোটি টাকা অবৈধ আয় হচ্ছে। কারাগারের বন্দিবিক্রি, স্বজনের সঙ্গে সাক্ষাৎ, পুনঃগ্রেফতারের হুমকিসহ নানাভাবে তোলা হচ্ছে এই টাকা। সিনিয়র জেল সুপার মো. ছগীর মিয়া যোগ্যতাবলে বন্দি ও তাদের স্বজনদের জিম্মি করে চট্টগ্রাম কারাগারকে টাকার খনিতে রূপান্তরিত করেছেন। টাকা আদায়ের নামে কারাবন্দি ও কারারক্ষী সবার ওপর দিয়ে স্টিমরোলার চালান ছগীর মিয়া। ফলে নির্যাতনে অতিষ্ঠ কারাবন্দি ও কারারক্ষী মিলিতভাবে বিদ্রোহ করতে পারে বলে আশংকা প্রকাশ করা হয়। - See more at: http://www.jugantor.com/first-page/2014/10/22/162525#sthash.ohX0on9p.dpuf
Photo: #Jail  - - - - 
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মাসে প্রায় চার কোটি টাকা অবৈধ আয় হচ্ছে। কারাগারের বন্দিবিক্রি, স্বজনের সঙ্গে সাক্ষাৎ, পুনঃগ্রেফতারের হুমকিসহ নানাভাবে তোলা হচ্ছে এই টাকা। সিনিয়র জেল সুপার মো. ছগীর মিয়া যোগ্যতাবলে বন্দি ও তাদের স্বজনদের জিম্মি করে চট্টগ্রাম কারাগারকে টাকার খনিতে রূপান্তরিত করেছেন। টাকা আদায়ের নামে কারাবন্দি ও কারারক্ষী সবার ওপর দিয়ে স্টিমরোলার চালান ছগীর মিয়া। ফলে নির্যাতনে অতিষ্ঠ কারাবন্দি ও কারারক্ষী মিলিতভাবে বিদ্রোহ করতে পারে বলে আশংকা প্রকাশ করা হয়। - See more at: http://www.jugantor.com/first-page/2014/10/22/162525#sthash.ohX0on9p.dpuf
9) হার্বাডের গবেষক, ড. লেন হরোইজ এইডস এবং ইবোলা ভাইরাস ছড়িয়ে পড়ার পশ্চাৎ প্রেক্ষাপট বর্ণনা করেছেন তার প্রকাশিত গ্রন্থ ‘এমার্জিং ভাইরাসেস : এইডস অ্যান্ড ইবোলা’। বইটির প্রকাশনা উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে ড. লেন হরোইজ এসব ভাইরাস ছড়ানোর পেছনে হেনরি কিসিঞ্জার ও ডেভিড রকফেলার গংদের ‘ডি-পপুলেশন এজেন্ডা’ এবং গবেষণা ফান্ডিংয়ের ঘটনাবলী তুলে ধরেন। - See more at: http://www.dailyinqilab.com/2014/10/29/215367.php#sthash.MQ8m9yRl.dpuf
10) মুখ ফুটে স্ত্রীকে যে কথা বলতে পারেন না স্বামী ====>> LINK

No comments:

Post a Comment