Sunday, August 10, 2014

Daily Note 2014 08 G

1) খোলা তালাক ====>>>


স্ত্রী স্বামীকে তালাক দিতে পারে না। তবে স্ত্রী যেকোন সময়ে দায়িত্বশীল কর্তৃপক্ষের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ ঘটাবার অধিকার রাখে। যাকে শরী‘আতে ‘খোলা’ বলে। এ সময় স্ত্রী তার মোহরানা স্বামীকে ফেরৎ দিবে। - - - - to read more - - - - LINK
ইমাম আবু হানিফা (রাহঃ) ও ইমাম মালিক (রাহঃ) -এর মতামতঃ প্রথমবার এবং দ্বিতীয়বার খোলা করার পর স্বামী-স্ত্রী পারস্পরিক সম্মতি ও সমঝোতার ভিত্তিতে পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে । কিন্তু তৃতীয়বার খোলা করার পর আর এ সুযোগ থাকে না ।
ইমাম আহমাদ (রাহঃ) -এর মতামতঃ খোলা কোন তালাক (বিচ্ছেদ) নয়; বরং ফাসখ (রদকরণ) । অতএব, যতবারই খোলা করা হোক, স্ত্রী নতুন স্বামী গ্রহণ ছাড়াই প্রথম স্বামীর সাথে পুনর্বিবাহে আবদ্ধ হতে পারে । (অনুবাদক)
C/O, পৃষ্ঠা নং-২৯০, মুওয়াত্তা ইমাম মুহাম্মাদ (রাহঃ) / অনুবাদকঃ মাওলানা মুহাম্মাদ মুসা
// আহসান পাবলিকেশন, বাংলাবাজার # ফোন # ৭১২৫৬৬০ //

2) The Way of Islamic Life Struggle ==== >>


" حَصِّنُوا أَمْوَالَكُمْ بِالزَّكَاةِ ، وَدَاوَوْا مَرْضَاكُمْ بِالصَّدَقَةِ ، وَأَعِدُّوا لِلْبَلاءِ الدُّعَاءَ "
তোমাদের সম্পদ সুরক্ষা কর জাকাত আদায় করে ।
তোমাদের রোগীদের চিকিৎসা কর সাদাকা প্রদানের মাধ্যমে ।
বালা-মুসিবতের মোকাবেলায় দোয়াকে ( হাতিয়ার স্বরূপ ) প্রস্তুত রাখ ।
----- ( আল-হাদীস, আল-খাতীব, ইবনে মাসউদ রাঃ বর্ণিত )

3) কোথায় ঈদের চাঁদ,কোথায় ঈদের দিন!

মন ছুটে যায় ঐ সুদূরে
মিসর ফিলিস্তিন।
ঘরে ঘরে লাশের মিছিল
কাঁদার মানুষ নাই
বলতে পার কেমন করে
ঈদের গজল গাই?
মজলুমানের কান্না শুনি
পাশে মিয়ানমারে
চাঁদটা বুঝি লুকিয়ে গেল
করুন হাহাকারে।
নাই খুশি নাই ঐ সিরিয়ায়
কাশ্মীরেতেও নাই
বাংলাদেশে আমরা কি ভাই
ঈদের দেখা পাই?
জুলুম শোষণ অনাচারের
শোধ হবে যবে ঋণ
শান্তি সুখের বইবে হাওয়া
আসবে ঈদের দিন।

4) আল্লাহর উদ্দেশ্যে জ্ঞানার্জনের অর্থ তাঁকে ভয় করা। ====>>

দীনি জ্ঞান অর্জন করুনঃ

মু‘আয বিন জাবাল (রাঃ) বলেন, তোমরা জ্ঞানার্জন কর। কেননা 
আল্লাহর উদ্দেশ্যে জ্ঞানার্জনের অর্থ তাঁকে ভয় করা। 
জ্ঞানের আকাংখা করা ইবাদত। 
জ্ঞান চর্চা করা হলো তাসবীহ। 
জ্ঞানের অনুসন্ধান করা জিহাদ। 
অজ্ঞ ব্যক্তিকে জ্ঞান দেওয়া ছাদাকা।
উপযুক্ত ক্ষেত্রে তা ব্যয় করা আল্লাহর নৈকট্য হাছিলের কারণ। 
আর তা হালাল-হারাম জানার মানদন্ড, 
একাকিত্বের বন্ধু,
নিঃসঙ্গতার সঙ্গী,
সুখ-দুঃখের ধ্রুবক,
চরিত্রের সৌন্দর্য,
অপরিচিতের সাথে পরিচিত হওয়ার মাধ্যম।
আল্লাহ জ্ঞানের দ্বারা মানুষকে এমন মর্যাদাবান করেন যা স্থায়ীভাবে তাকে অনুসরণীয় করে রাখে (আল-আজুরী, আখলাকুল ওলামা, পৃঃ ৩৪-৩৫)।

5) হাদিসঃ যে ব্যক্তি সালাতে ইমামের আগে (রুকু ও সিজদায় ) মস্তক উঠায় , 

সে ব্যক্তি কি ভয় করে না যে , আল্লাহ তার মাথাকে গাধার মাথায় রুপান্তরিত করে দিবেন ।[সহিহুল বুখারি ৬৯১(আ.প্র ৬৫০ ইফা ৬৫৮)]

6) " পুঁজিবাদ বলে, সুদ হলো মূলধনের মূল্য। 

আর এই সুদের নির্যাতনের কাছেই আজকে গরিব লোকেরা পরাজিত হচ্ছে। "

No comments:

Post a Comment