Saturday, July 26, 2014

Daily Note 2014 07 J

1) ইতিহাসবিদ মুশিরুল হাসান:

প্রশ্ন হল, আন্তর্জাতিক সমাজ সৌদি আরব বা কুয়েতের মতো দেশকে কখনও গণতান্ত্রিক হতে দেবে কি না ??? ===>>


প্রশ্ন: একটা অভিযোগ প্রায়ই ওঠে৷ মুসলমানরা গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোয় কাজ করতে পারেন না৷ অনেকের মতে, তত্ত্বে যাই বলা থাক না কেন, দু-একটি রাষ্ট্র ছাড়া বাস্তবেও এটাই দেখা গিয়েছে৷ আপনার কী প্রতিক্রিয়া?
মুশিরুল হাসান: আমার প্রতিক্রিয়া হবে একটি পাল্টা প্রশ্ন- মুসলমানদের কি কখনও গণতান্ত্রিক কাঠামোতে কাজ করতে দেওয়া হয়েছে? ঔপনিবেশিক সরকার তো আর গণতন্ত্র দিতে পারে না৷ ১৯৫০-এর দশক অবধি বহু মুসলমান রাষ্ট্রই ঔপনিবেশিক শাসনাধীন ছিল৷ কাজেই আমরা খুব বেশি হলে পঞ্চাশ বছরের কথা বলছি তাই নয় কি? মাত্র ছয় দশকের অভিজ্ঞতার উপর ভিত্তি করে এত বড়ো একটা কথা বলা হচ্ছে৷ মনে রাখতে হবে, ঔপনিবেশিক শাসন ও ঔপনিবেশিকতার বিরুদ্ধে সংগ্রামের ধরনও বিভিন্ন জায়গায় বিভিন্ন ছিল৷ ইসলাম ও গণতন্ত্র একসঙ্গে চলতে পারে না, এ কথাটা সর্বৈব মিথ্যা৷ মালয়েশিয়ায় গণতন্ত্র কাজ করে, ইন্দোনেশিয়ায় করে, বাংলাদেশে করে৷ ইরানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল৷ কিন্ত্ত মার্কিন যুক্তরাষ্ট্র তার ক্ষতি করেছে৷ মিশরে গামাল আবদেল নাসের গণতান্ত্রিক নেতা ছিলেন৷ মার্কিন যুক্তরাষ্ট্র সেখানেও সমস্যার সৃষ্টি করেছে৷ ঐতিহাসিক কারণেই আরব দেশগুলিকে এর মধ্যে ধরছি না৷ কারণ, সেগুলি তৈরি হয়েছে আদিবাসী সমাজ থেকে অথবা রাজতন্ত্র থেকে৷ এখন আবার মার্কিন যুক্তরাষ্ট্র তাদের আগলে রেখেছে৷ সৌদি আরবে গণতন্ত্রের কোনো সম্ভাবনাই নেই৷ কারণ মার্কিন যুক্তরাষ্ট্র আছে৷ কাজেই আমরা এই প্রশ্নগুলি কেন তুলি না? কেবল ভুল প্রশ্নগুলি তুলি৷ প্রশ্ন হল, আন্তর্জাতিক সমাজ সৌদি আরব বা কুয়েতের মতো দেশকে কখনও গণতান্ত্রিক হতে দেবে কি না৷ যতক্ষণ পর্যন্ত এই সব রাজ্যে তেল আছে, ততক্ষণ অন্তত নয়৷ LINK


1-a) ইতিহাসবিদ মুশিরুল হাসান: সংবাদমাধ্যম



আমি মনে করি, স্বাধীনতা সংগ্রামের সময় সমাজে সংবাদমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল৷ সে সময় সংবাদমাধ্যম সমাজের মধ্যে ঐক্য স্থাপনে সাহায্য করেছিল৷ কিন্ত্ত এখন তা ক্রমাগত বিভেদ সৃষ্টি করার কাজে নিয়োজিত হচ্ছে ।

1-b) ভারতীয় সমাজের ফ্যাসিস্ট পরিচিতি - - - - 



প্রশ্ন: আপনার মতে নরেন্দ্র মোদীর মতাদর্শগত অবস্থানটা কী?

ইতিহাসবিদ মুশিরুল হাসান: আমি নরেন্দ্র মোদীকে আধা ফ্যাসিস্ট মনে করি৷ বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বে আসার পর নরেন্দ্র মোদী যে সব বক্তব্য রেখেছেন আমার এই ধারণাকে আরও বদ্ধমূল করেছে৷ আপনি যদি তার বক্তব্য, তার কাজের ধরন, তার দম্ভ, তার ভারতীয় সংবিধানে উল্লিখিত মূল্যবোধগুলি অস্বীকার করার প্রবণতা, ভালো করে দেখেন, সেগুলো পর্যালোচনা করেন, তা হলেই বুঝতে পারবেন তার মতাদর্শগত চিন্তার মধ্যে একটা আধা ফ্যাসিবাদ রয়েছে৷ কাজেই আমি তার কাছ থেকে খুব একটা সঙ্গতিপূর্ণ কোনো বিশ্ববীক্ষণ আশাও করি না৷ দেখুন ইউরোপে কী হচ্ছে- উগ্র দক্ষিণপন্থা ফিরে আসছে৷ সেই প্রবণতা এদেশেও দেখা যাচ্ছে৷ আমি আশা করি, মানুষ এই বিভেদমূলক রাজনীতি প্রত্যাখ্যান করবেন৷ আশা করি, 'মোদী ফেনোমেনা' বলে যেটা চালানো হচ্ছে তা প্রত্যাখ্যান করার মতো শক্তি ও দায়বদ্ধতা রাজনৈতিক দলগুলিরও রয়েছে৷ আমি মনে করি, স্বাধীনতা সংগ্রামের সময় সমাজে সংবাদমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল৷ সে সময় সংবাদমাধ্যম সমাজের মধ্যে ঐক্য স্থাপনে সাহায্য করেছিল৷ কিন্ত্ত এখন তা ক্রমাগত বিভেদ সৃষ্টি করার কাজে নিয়োজিত হচ্ছে এবং ধর্মনিরপেক্ষ গণতন্ত্রের ক্ষতিসাধন করছে৷ আপনি যদি সংবাদমাধ্যমের অতীত ও বর্তমান ভূমিকা তুলনা করে দেখেন, তা হলেই পার্থক্যটা বুঝতে পারবেন৷

1-c) ভারতীয় মুসলিম --- রাষ্ট্রীয় বৈষম্য নীতির শিকার ===>>



প্রশ্ন: পশ্চিমবেঙ্গর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইমামদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করেছেন৷ সরকারের এই সিদ্ধান্তে আপনার প্রতিক্রিয়া কী?

ইতিহাসবিদ মুশিরুল হাসান: এ সব রাজনৈতিক সুবিধাবাদী পদক্ষেপ৷ এতে মুসলমান সম্প্রদায়ের কোনো উপকার হবে না৷ শুধু ইমামদের জন্য ভাতা কেন? মুসলমান মহিলাদের জন্য নয় কেন? রাষ্ট্রের কাছ থেকে তাদের তো অনেক বেশি সাহায্য দরকার৷ যদি সত্যি কোনো বিশেষ সুযোগ সুবিধা দিতে হয় তা হলে তা দেওয়া উচিত মুসলমান মেয়েদের৷ তাদের শিক্ষার জন্য৷ সে কাজটা করুন৷ ইমামদের ভাতা দেয়া মুসলমান সম্প্রদায়ের পিছিয়ে পড়ার সমস্যার কোনো সমাধান হতে পারে না

1-d) নরেন্দ্র মোদী

প্রশ্ন: আপনার মতে নরেন্দ্র মোদীর মতাদর্শগত অবস্থানটা কী?

ইতিহাসবিদ মুশিরুল হাসান: আমি নরেন্দ্র মোদীকে আধা ফ্যাসিস্ট মনে করি৷

1-e) ভারতে মাওবাদ 


প্রশ্ন: মূলধারার বামপন্থীদের অবস্থা খারাপ কিন্ত্ত আমরা দেখছি রাষ্ট্রকে চ্যালেঞ্জ জানিয়ে ভারতের মূল ভূখণ্ডের একটা বড়ো জায়গা জুড়ে মাওবাদী উগ্র বামপন্থীরা নিজেদের প্রভাব বিস্তার করেছে৷ আপনার প্রতিক্রিয়া?

ইতিহাসবিদ মুশিরুল হাসান: দেখুন, এ সবই বৈষম্যজনিত ক্ষোভের প্রকাশ৷ রাষ্ট্রকে চ্যালেঞ্জ করা কোনো কাজের কথা নয়৷ রাষ্ট্র একটা বাস্তব৷ সেই বাস্তবকে মেনে নিতে শিখতে হবে৷ রাষ্ট্রের সঙ্গে দরাদরি করতে হবে৷ নিজেদের অনুগামীদের উপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলার এর থেকে ভালো আর কোনো পদ্ধতি নেই৷

2)  দল হিসেবে আওয়ামী লীগ করে চলেছে ইতিহাসবিকৃতি। ===>> 

"দল হিসেবে আওয়ামী লীগ করে চলেছে ইতিহাসবিকৃতি। বলা হচ্ছে, শেখ মুজিবের আদর্শ ছিল বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র ও গণতন্ত্র। কিন্তু শেখ মুজিব এই চার নীতি মেনে যে রাজনীতি করেছেন এমন নয়। এই চার নীতি হলো ইন্দিরা গান্ধীর। কেবল পার্থক্য হলো এই যে, ইন্দিরা গান্ধী যেখানে বলেছেন, ভারতীয় জাতীয়তাবাদের কথা, সেখানে আওয়ামী লীগ বলছে বাঙালি জাতীয়তাবাদের কথা। কিন্তু আওয়ামী লীগের এই বাঙালি জাতীয়তাবাদ হয়ে উঠেছে হিন্দুত্ব ঘেঁষা। শেখ হাসিনা নিজেই বলেছেন, বাঙালি সংস্কৃতির উৎস হলো দুর্গাপূজা।" -------- এবনে গোলাম সামাদ  LINK
http://www.dailynayadiganta.com/details.php?nayadiganta=MTI1MzI%3D&s=Nw%3D%3D

2-a) " - - - কিন্তু কে না জানে শাহ আজিজুর রহমান ছিলেন শেখ মুজিবের খুবই ঘনিষ্ঠ বন্ধু। " ===>>

ক’দিন আগে কোনো এক টেলিটকে একজন বক্তাকে বলতে শোনা গেল যে, রাষ্ট্রপতি জিয়াউর রহমান পাকিস্তানপন্থীদের বাংলাদেশে পুনর্বাসিত করে গিয়েছেন। প্রমাণ হিসেবে তিনি বললেন, জিয়া তার প্রধানমন্ত্রী বানিয়েছিলেন শাহ আজিজুর রহমানকে। কিন্তু কে না জানে শাহ আজিজুর রহমান ছিলেন শেখ মুজিবের খুবই ঘনিষ্ঠ বন্ধু। তারা দু’জনেই ১৯৪৭ সালে কলকাতায় পাকিস্তান আন্দোলনে গ্রহণ করেছিলেন সক্রিয় অংশ। শাহ আজিজুর রহমান সে সময় ছিলেন মুসলিম ছাত্রলীগের প্রধান নেতা। তাজউদ্দীন আহমদ শাহ আজিজুর রহমানকে জেলে পুরেছিলেন। কিন্তু শেখ মুজিব শাহ আজিজুর রহমান জেলে যাতে কষ্ট না পান, সে জন্য করেছিলেন বিশেষ ব্যবস্থা। আর শাহ আজিজুর রহমানের পরিবারকে নিজের বেতন থেকে জুগিয়েছিলেন আর্থিক সাহায্য। এখানে উল্লেখ করা যেতে পারে, তাজউদ্দীন আহমদ মুসলিম লীগকে দল হিসেবে বেআইনি ঘোষণা করেছিলেন। কিন্তু ওই একই সময়ে কেরালায় কম্যুনিস্টদের বিরুদ্ধে ইন্দিরা গান্ধী নির্বাচনে হাত মেলান কেরালা মুসলিম লীগের সাথে। তার লক্ষ্য ছিল কেরালায় কম্যুনিস্টদের কর্তৃত্ব খর্ব করা। ------------- এবনে গোলাম সামাদ

3) THE LARGEST ONLINE COLLECTION OF URDU POETRY      
 http://rekhta.org/   

 4) Pastebin ====>> 


A Pastebin is a type of web application where anyone can store text for a certain period of time. This type of website is mainly used by programmers to store pieces of source code or configuration information, but anyone can basically share any type of text. The idea behind pastebins is to make it more convenient for people to share large amounts of text online. Clipboard managers and pastebins give users powerful tools to manage clipboard contents locally and to share them remotely. C/O, Wiki 
http://pastebin.com/

5)   "হায়াতুন্নবী" 

সুন্নী আলেম বনাম কথিত "ওহাবী / সালাফী / লা-মাজহাবী আলেম"
 ====>> নবী - রাসুল আলাইহিমুস সালাম গণ তাদের নিজ নিজ কবরে জীবিত- - -
\\ "হায়াতুন্নবী" \\ -এ সংক্রান্ত বিখ্যাত ইমামগণের মতামত ====>>
https://www.youtube.com/watch?v=8Jf6zhW2Xf0

6)  Hayat al-Anbiya (عليه السلام) [Prophet's are Alive]  



Qadi Shawkawni writes: "In the Qur'an it is mentioned that martyrs are alive and food is provided for them. The Prophets and righteous people are a lot higher in status than them so what will be their place? It has been proven through Ahadith that Prophets are alive in their graves. Both Imam at-Tirmidhi and Imam al-Bayhaqi have said that these are authentic Ahadith" [Nayl al-Awtar, Volume 003, Page No. 82] ======>
http://sunniforum.net/showthread.php?t=10

7) জাল হাদীস


#জাল #হাদীস রচনাকারীরা প্রথমে যে গুপ্ত পথ রচনা করল , তা হলো বিভিন্ন ব্যক্তির ফযীলত সম্পর্কে । তাদের ইমাম ও দল- উপদলের শীর্ষস্থানীয় লোকদের ফযীলত সম্পর্কে তার বহু জাল হাদীস রচনা করলো । বলা হয়ে থাকে ‘ শিয়ারাই প্রথমে এর সূত্রপাত করলো। ’ ইবনে আবদুল হাদীদ ‘ শরহে নাহজুল বালাগাহ তে অনুরূপ কথা লিখেছেন—“ তোমরা জেনে রেখ , ফযীলত সম্পর্কে যত মিথ্যা হাদীস রচিত হয়েছে , এর মূল হলো শিয়াগণ ।” 

Source Book ===>>  গ্রন্থঃ ‘ইসলামী শরীয়াহ ও সুন্নাহ’ // ডঃ মুসতাফা হুসনী আস-সুবায়ী 


http://islamislambd.wordpress.com/category/জাল-ও-যঈফ-হাদীস।/

8) 70,000 Persian Jews 




Anas bin Malik reported that Allah's Messenger (may peace be upon him) said: The Dajjal would be followed by seventy thousand Jews of Isfahan wearing Persian shawls. 
----------------- (Sahih Muslim - Book 041,Hadith Number 7034)
http://www-islamonline-jehan.blogspot.com/2012/11/true-story-of-shias-jews-and-dajjal.html24-a) Jews in Iran today consists of the largest population of Jews in any Muslim country in the world, they are numbered to be around 40,000, with 25,000 living in Tehran alone.  http://wup-forum.com/the-dajjal-rising-in-isfahan-t1438.html
  All comments on Dajjal ===> 
https://www.youtube.com/all_comments?v=k4IUgULGtDw

9) মওদূদীর আত্মপক্ষ 



জামায়াতের সদস্য দের

কে আমি আল্লাহ র দোহাই দিয়ে অনুরোধ করছি যে, ফিকাহ
ও কালাম শাস্ত্র সম্পর্কিত আমার কথাকে আপনারা কেউ
অন্যের সম্মুখে প্রমান স্বরুপ পেশ করবেন না। অনুরুপ
ভাবে আমার ব্যক্তিগত কার্যাবলী কেও
যেগুলো কে আমি নিজের অনুসন্ধান ও গবেষণার পর জায়েয
মনে করেছি অন্য কেউ যেন প্রমান স্বরুপ গ্রহন না করে। ===>> 
http://www.bdtomorrow.org/blog/blogdetail/detail/8009/ehsan.molla/36620

10)  50 Mistakes of Sheikh al Albani ===>>


http://www.masud.co.uk/ISLAM/misc/al50errs.htm

11)  The Ijazas of Ibn Baz and al-Albani ===>>


The Salafis allege that both Ibn Baz and al-Albani have ijazas (authorizations of mastery of a book, etc. in Islamic knowledge from the scholar it was studied with) from great sheikhs. They say that al-Albani has an ijaza from some sheikhs in Syria, do you have any information on this? ====>
http://www.masud.co.uk/ISLAM/nuh/masudq6.htm

 

No comments:

Post a Comment