Tuesday, July 8, 2014

Daily Note 2014 07 C


1) আবদুল্লাহ ইবনু উবাই =====>> 

রাইস উল মুনাফিক (মুনাফিকদের সর্দার) আবদুল্লাহ ইবনু উবাই'র কাফনের কাপড়টি ছিলো রাসুল (সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) এর পরিধেয় মোবারাক জামা টি !
LINK


2) ‎ISIS‬  ======>> 

বিশ্বের মুসলিম স্বার্থ নিয়ে সর্বাধিক চিন্তা করেন এমন ৫ জন বড় আলেমের একজন ইমরান নাজার হুসাইনের কথা হল , ‪#‎ISIS‬ তাই করছে যা ‪#‎Zionist‬ রা প্রত্যাশা করে আসছে । =====>> LINK

3) হাজ্জাজ বিন ইউসুফের কর্মচারী =======>>

হজরত ওমর ইবনে আবদুল আজিজ (রহ.) এক ব্যক্তিকে কর্মচারী নিয়োগ করার পর জানতে পারলেন, সে লোকটি এক সময় কুখ্যাত হাজ্জাজ বিন ইউসুফের কর্মচারী ছিল। তিনি তৎক্ষণাৎ লোকটিকে বরখাস্ত করলেন। ক্ষতিগ্রস্ত লোকটি আরজ করল, হে আমিরুল মুমেনিন! আমি মাত্র অল্প কয়েক দিনের জন্য হাজ্জাজের কর্মচারী হয়েছিলাম। খলিফা উত্তর করলেন, তুমি যার অধীনে কর্মরত ছিলে তার সংসর্গে একদিন কিংবা কয়েক মুহূর্ত থাকাই অকল্যাণ ও অনর্থ সৃষ্টির জন্য যথেষ্ট। LINK

4) খেলাফতের ভিত্তি যত মজবুত হবে, আমেরিকান ডলারের ভিত্তি তত নড়বড়ে হবে - - হচ্ছে =====>>

LINK

5) আপনি কি জানেন আলবানী লিখেছে -------->>


-হুজুর সা: এর কবর শরীফ জিয়ারতের বিদাতের মধ্যে.....হুজুর সা: এর কবর শরীফ স্বস্থান মসজিদে নববীর নিকট থেকে সরিয়ে নিতে হবে, ====>> LINK 
6) শরীয়ত স্বামীর হাতে তালাকের ক্ষমতা প্রদান করেছে। কারণ, স্ত্রীর তুলনায় স্বামী রাগের মাথায় হুট করে সিদ্ধান্ত নিয়ে বসবে না। LINK

7) *** হাদীস শরীফে আছে: “খলিফা হবেন কুরাইশ থেকে”


حديث الأئمة من قريش - - - - - 
قال النووي في شرحه لصحيح مسلم عند هذا الحديث : هذا الحديث وأشباهه دليل ظاهر على أن الخلافة مختصة بقريش، لا يجوز عقدها لأحد غيرهم، وعلى هذا انعقد الإجماع في زمن الصحابة، فكذلك من بعدهم
সূত্র: LINK
ক) মুসনাদে আহমদ, হাদীস শরীফ নং: ১২৩২৯, খণ্ড: ৩, পৃষ্ঠা: ১২৯
খ) মুসনাদে ত্বয়ালসী, হাদীস শরীফ নং: ২১৩৩, পৃষ্ঠা নং: ২৮৪
গ) ত্ববারনী, হাদীস শরীফ নং: ৭২৫, খণ্ড: ১, পৃষ্ঠা: ২৫২
8) ISIS এর খিলাফাহ ঘোষণা নিয়ে শাইখুল হাদীস মাওলানা মামুনুল হক্বের বক্তব্য ( শাইখুল হাদীস আল্লামা আজীজুল হক্ব রাহঃ এর পুত্র), উনার ব্যক্তিগত ফেইসবুক ব্লগ থেকে........ LINK

9) সুদ  =====>> 

সুদ খাওয়ার ৭০ পর্যায়ের  নিষেধাজ্ঞা আছে, এর মধ্যে আল্লাহর  দৃষ্টিতে সবচেয়ে ছোট অপরাধ 
হচ্ছে মায়ের সাথে ব্যভিচার  করা। 
ইবন জাওযি, আল হুয়ায়নি (দুর্বল  বা জাল হাদিস) LINK
10) “আল্লাহ সুবহানাওয়াতালা ভালো বাসেন তাকে-
যে আল্লাহ ভীরু, 
যার অন্তর পরিসুদ্ধ, 
যারা নিজেদেরকে গোপন রাখে, 
এবং তাদেরকে যারা নিরপরাধ, 
যার মুখ মন্ডল ধুল মলিন, 
যার চুল এলোমেলো , 
যার পেট খালি,
এবং সে যদি শাসকের সাথে দেখা করার অনুমতি চায় তাহলে তাকে তা দেয়া হয় না 
এবং সে যদি একটু সম্ভ্রান্ত ঘরের মেয়ে বিয়ে করতে চায় তাহলে তাকে ফিরিয়ে দেয়া হয়, 
এবং সে যদি দুনিয়ার কিছু ত্যাগ করে সেটা কখনওই তার অভাব বোধ করে না 
এবং সে যদি কোথাও থেকে বের হয়ে যায় তাহলে তার বের হয়ে যাওয়াও কেউ লক্ষ করে না। সে যদি অসুস্থ হয়, তাহলে তাকে দেখতে কেউ আসে না 
এবং সে যদি মারা যায় তাহলে তাকে কবর পর্যন্ত পৌছে দিতেও কেউ আসে না।
[ইবন মাজাহ-৩৯৮৯]

No comments:

Post a Comment