Sunday, July 20, 2014

Daily Note 2014 07 G

1) #‎Zia‬ vs ‪#‎Manjur‬ ======>>

শুক্রবার ভোরে প্রেসিডেন্ট জিয়া নাস্তা খাচ্ছিলেন। আয়োজন সামান্য।
চারটা লাল আটার রুটি। দুই পিস বেগুন ভাজি। একটা ডিম সিদ্ধ ।
জিয়ার সঙ্গে নাশতার টেবিলে বসেছেন তার বন্ধু ও সহযোদ্ধা জেনারেল মঞ্জুর ।
জেনারেল মঞ্জুর বিস্মিত হয়ে বললেন, এই আপনার নাশতা ?
প্রেসিডেন্ট বললেন, হতদরিদ্র একটি দেশের পরিপ্রেক্ষিতে এই নাশতা কি যথেষ্ট না ? (দেয়াল, হুমায়ুন আহমেদ, ১৮৯-পৃষ্ঠা)  LINK

2) সারা রাজা খানের সফলতার গোপন রহস্য - - - - -

"দারুদ শারিফ পাড় হো - - - সাব ঠিক হো যাতে "- - - - Listen @ 11:38   LINK
https://www.youtube.com/watch?v=DraYvzFw6TE

3)  বিল্ডারবার্গ গ্রুপ =====>>

প্রতি বছর বিশ্বের ১৩০-১৫০ জন ব্যক্তি একটি গোপন মিটিং করে। রহস্যজনক সেই মিটিংএ সিদ্ধান্ত হয় আগামী এক বছর বিশ্ব কোন নিয়মে চলবে। এ গ্রুপটিকে বলে বিল্ডারবার্গ গ্রুপ এবং সম্মেলনটিকে বলে ‘বিল্ডারবার্গ সম্মেলন’। বিল্ডারবার্গ সম্মেলনের সব কার্যক্রম থাকে মিডিয়ার সম্পূর্ণ আওতার বাইরে।
LINK

4) #‎আর্য‬ - - - - - -

পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত সিপিএমের লোকসভা সদস্য মহম্মদ সেলিমের কথায়, ‘ভারতবর্ষ যে নানা ভাষা-নানা সংস্কৃতির মিলনস্থল সেটাই তো বিজেপি-আরএসএস স্বীকার করে না। তারা মনে করে আর্য সভ্যতাই কেবল ভারতীয় সংস্কৃতির ভিত -আর এর বিরুদ্ধে তাই দক্ষিণ ভারতে এবং পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে প্রতিবাদ হওয়াটাই স্বাভাবিক   LINK

5) ফরজ আমল =====>> 

আল্লাহ বলেন,
وما تقرب إليّ عبدي بشيء أحب إليّ مما افترضته عليه ، ولا يزال عبدي يتقرب إليّ بالنوافل...البخاري:6502.

আমার নৈকট্য লাভের জন্যে ফরজ আমল গুলোর প্রতি যত্নবান হওয়ার চেয়ে উত্তম কাজ আর কিছু নেই। কিন্তু বান্দার স্বভাব হোল সে নফল কাজের মধ্যে দিয়েই আমার নৈকট্য তালাশে ব্যস্ত থাকে। – বোখারী/৬৫০২ ।

6) তালপট্টি ======>> 

ভারতীয় সংবাদপ্ত্র বলছে তালপট্টিতে মজুদ ১০০ ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের উপর তাদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে LINK

7) Yankee Jihad in Syria (+ Iraq) =====>>

যে 'জিহাদ' আমেরিকার সার্বিক সহযোগিতায় পরিচালিত হয় তাকে 'ইয়াঙ্কি জিহাদ' বলে ।  LINK

8) দ্বীন হচ্ছে শুভকামনাঃ


আবূ রুকাইয়্যা তামীম ইবনু আওস আদ্-দারী রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত হয়েছে- নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ
দ্বীন হচ্ছে শুভকামনা। আমরা জিজ্ঞেস করলামঃ কার জন্য? তিনি বললেনঃ আল্লাহ্, তাঁর কিতাবের, তাঁর রাসূলের, মুসলিম নেতাদের এবং সকল মুসলিমের জন্য। (মুসলিমঃ ৫৫)

9) #‎Jihad‬ ===>>

হযরত সাওবান (রাঃ) হতে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ
(সা) বলেছেন আমার উম্মতের দুটি দলকে আল্লাহ
তায়ালা জাহান্নাম থেকে মুক্ত ও স্বাধীন করে দিবেন।
একদল হল, যারা হিন্দুস্থান তথা ভারতের বিরুদ্ধে যুদ্ধ
করবে। আরেক দল হল, যারা শেষ জামানায় হযরত
ঈসা ইবনে মারিয়ম (আ) এর সঙ্গী হবে। (নাসায়ী শরীফ
খন্ড-১,পৃষ্ঠা-১৫২ ও তাবরানী)

10) বাণী চিরন্তনী ====>>

যখন তুমি কোন ভুল করে ফেল, তখন এর পিছনে বেশি সময় ব্যায় করো না। ভুলের পিছনের কারণগুলোকে মনের মধ্যে গেঁথে নাও এবং সামনে তাকাও। ভুল তোমাকে শিক্ষা দেয় জ্ঞানী হয়ে উঠতে। অতীতকে বদলানো যায় না, কিন্তু ভবিষ্যৎ তোমার ক্ষমতার মধ্যে |
-------------------------------------------------------------------- হিউ হোয়াইট
11) 

No comments:

Post a Comment