Thursday, July 17, 2014

Daily Note 2014 07 E


1) ইসলামের দায়ী, ইমাম ও খাতীব গনকে অনুরোধ করবো

প্লীজ ইসলামের মুল শিক্ষার বিস্তারে কাজ করুন। ইমান আকীদা ও আমল বিষয়ক বুলেট পয়েন্ট গুলি নিয়ে আলোচনা করুন। সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় নিয়ে আলোচনা করা পরিহার করুন। নিজের ও শ্রোতাদের সময় ও এনার্জি শেভ করুন। রাসুল সঃ এর ওমর বানী হাদিসে কুদসির প্রতি নজর রাখুনঃ
وما تقرب إليّ عبدي بشيء أحب إليّ مما افترضته عليه ، ولا يزال عبدي يتقرب إليّ بالنوافل...البخاري:6502.
আল্লাহ বলেন, আমার নৈকট্য লাভের জন্যে ফরজ করা আমল গুলোর প্রতি যত্নবান হওয়ার চেয়ে উত্তম কাজ আর কিছু নেই। অথচ বান্দার স্বভাব হোল সে নফল কাজের মধ্যে দিয়েই আমার নৈকট্য তালাশ করে! – বোখারী/৬৫০২ ।

দুখজনক হলেও সত্য যে, মানুষকে আবেদ হওয়ার আশায় যেমন নফল ও ফাজায়েল নিয়ে বেশী ব্যস্ত দেখা যায় তেমনি আলেমদেরকে দেখা যায় সুক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়ে ওয়াজ বক্তৃতা করতে। যা স্থান-কাল-পাত্র ও প্রয়োজনের ক্ষেত্রে যুক্তি সংগত বলে মনে হয়না। ---------- Shaikh Muzammel Al-hoque LINK

2) King FAISAL AL-SAUD ====>>


সউদী বাদশাহ ফয়সাল (শাসনকাল ১৯৬৪-৭৫) ওয়াশিংটন পোস্টের সাথে এক সাক্ষাতকারে বলেছিলো, “আমরা সউদ পরিবার হচ্ছি ইহুদীদের চাচাতো ভাই। আর তাই আমরা যে কোন আরব বা মুসলিম শাসকদের সাথে সম্পূর্ণরূপে ভিন্নমত পোষন করব ইহুদীদের সাথে কোনরূপ শত্রুতার ব্যাপারে। আমরা চাই তাদের সাথে শান্তিতে বসবাস করতে।” (সূত্র: ওয়াশিংটন পোস্ট, ১৭ই সেপ্টেম্বর, ১৯৬৯)  LINK

King FAISAL AL-SAUD declared to the WASHINGTON POST on Sept. 17, 1969:

“WE, THE SAUDI FAMILY, are cousins of the Jews: we entirely disagree with any Arab or Muslim Authority which shows any antagonism to the Jews; but we must live together with them in peace. Our country (Arabia) is the Fountain head from where the first Jew sprang, and his descendants spread out all over the world.”

3) তোফায়েল আহমেদ ===>> 

"বঙ্গবন্ধুর অতি কাছের মানুষ তার রাজনৈতিক সচিব তোফায়েল আহমেদ বসে আছেন রক্ষীবাহিনীর
সদর দপ্তর সাভারে/ আতঙ্কে তিনি অস্থির / বঙ্গবন্ধু নিহত হলেন/
বঙ্গবন্ধুকে রক্ষার দায়িত্বে নিয়োজিত রক্ষীবাহিনী ঝিম ধরে বসে আছে/ একসময়ের সাহসী তেজি ছাত্রনেতা
তোফায়েল আহমেদও ঝিম ধরে বসে আছেন / শুরু হয়েছে ঝিম ধরার সময় / রাস্তায় মিছিল বের হয়েছে/
দুর্ভাগ্যজনক হলেও সত্যি , সেই মিছিল আনন্দ মিছিল ".
(লেখকঃ হুমায়ন আহমেদ,/ দেয়াল উপন্যাস, পৃষ্ঠা-১০৭)

4) মাজহাবের ইমামের গুরুত্ব ====>> 

"ইমাম বুখারীর উস্তাদ মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে ওয়াহাব মিসরী রাহ. যিনি বড় হাফিযুল হাদীস ছিলেন, বলেছেন যে, আমি বহু হাদীস সংগ্রহ করলাম। এরপর হাদীস সমূহের পরস্পর বিরোধ দেখে হতবিহবল হয়ে গেলাম। তখন ইমাম মালিক ইবনে আনাস রাহ. এবং ইমাম লাইছ ইবনে সা’দ রাহ.-এর সামনে তা পেশ করলাম। তাঁরা আমাকে পথ দেখালেন। তাঁরা বললেন, এর উপর আমল কর, এটা ত্যাগ কর।- (তারতীবুল মাদারিক ২/৪২৭)

ইবনে ওয়াহাব রাহ. বলেছেন- “কোনো হাদীসের ধারকের যদি ফিকহের ক্ষেত্রে কোনো ইমাম না থাকে তাহলে সে পথহারা হবে। আল্লাহ তাআলা যদি মালিক ও লাইছের দ্বারা আমাকে মুক্ত না করতেন তাহলে আমি পথ হারিয়ে ফেলতাম।”
-কিতাবুল জামি, ইবনে আবি যায়েদ আলকাইরাওয়ানী পৃ. ১১৭"   LINK

5) Jihad ===>>

আহনাফ ইবনে কায়েস রহঃ এর একটা বিখ্যাত ক্বল

"""হে আমীরুল মু'মিনীন জেনে রাখুন, কিতালের ময়দানে আমাদের কর্তিত কন্ঠের রক্তের প্রবাহিত গড়গড় শব্দ, বিলাসি ও আয়েশি জীবনের সুর-মুর্ছনার চেয়ে বেশি প্রিয়""

6) ইসরাইলি প্রোডাক্ট : =======>>


প্লিজ কপি করে ছড়িয়ে দাও: ফেসবুকে বয়ান দিয়ে, ইভেন্ট খুললে ফিলিস্তিনিদের কোন উপকার হবেনা।
আমরা ব্যক্তিগত
ভাবে যা করতে পারি তা হলো ইসরাইলের প্রোডাক্ট বয়কট।
কিছু পরিচিত
ইসরাইলি প্রোডাক্ট :
Pepsi,
Coca Cola,
7up, Mirinda,
KitKat,
Loreal,
Apex,
Kodak,
Gillette, Nike,
Intel,
Disney.
এছাড়া Nestle এর
সকল পণ্যঃ Nescafe,
Maggi Noodles, Nedo,
Nesta ইত্যাদি৷
ঈদ ও
রোজাকে সামনে রেখে Nestle,Maggi
Noodles ইত্যাদির ব্যবহার
হয়তো হাজার গুন বেড়ে যাচ্ছে৷ মনে রাখা উচিত এই
পণ্যগুলোই ইসরাইলের অর্থনীতির প্রধান
উৎস৷
তাই আমরা অন্য ব্রান্ড এর পণ্য ক্রয়
করি,পরিবারকে কট্টর ভাবে এসব কিনতে নিষেধ করি,
কপি পেস্ট/শেয়ার
করে সকলের কাছে ছড়িয়ে দেই৷ ইসরাইলি পণ্য চেনার সহজ উপায় পিছনের
লোগো৷
ইসরাইলি পণ্যের
১ম তিন ডিজিট 729.
যেমন নুডুলসের
পিছনে 7293453459070
লেখা থাকলে ইসরাইলি নুডুলস৷ এগুলো খাওয়া আর ফিলিস্তিন ভাই
বোনদের রক্ত
খাওয়া সমান!
তাই এতটুকু আশা রাখতেই
পারি যে কয়জন এই
পোস্টটা দেখছি তারা আর জীবনেও
এসব পণ্য ছুবোনা৷
আর যদি এমন হয় যে এমতবস্হায় এগুলো ব্যবহার
করতেই হবে তখন তবে ঘৃণা আর তাচ্ছিল্যের সাথে... Copy &
share everybody

7)  চার মাজহাব ====>> 

শাইখুল ইসলাম ইবনে তাইমিয়াহ (রহঃ) (মৃঃ ৭২৮ হিঃ) লিখেছেনঃ “ মুসলিম উম্মাহর ‘ইজমা’ উপেক্ষা করে মায্হাব চতুষ্টয়ের বিপরীতে কোন মায্হাব রচনা বা গ্রহণ বৈধ হবে না। ” ( ফাত্ওয়া-ইবনে তাইমিয়াহ পৃ –২/ ৪৪৬ ) LINK

8) আহলে হাদীস ====>> 

বিদাতী স্লোগানঃ কুরান ও সহীহ হাদীস মানতে হবে

সঠিকঃ কুরান ও সুন্নাহ মানতে হবে

সুন্নাহ = {সহীহ হাদীস, হাসান হাদীস, জঈফ হাদীস, আছার, আমলে মুতাওয়ারিস, ইজমা, কিয়াস, সালফে সালেহীনদের দেখানো পথ (উসূলে হাদীস, উসূলে ফিক্বাহ)}

9) রুশ প্রেসিডেন্ট পুটিন, আমেরিকান Fiat Empire সম্পর্কে ===>>

To be precise, the artificial and highly inflated value of the US dollar – which in fact, has for decades had no real backing, other than the world’s belief in America’s strength. But by now, most of the world realizes that the only strength that Washington can stand for is brute military force. Its economy depends on wars and conflicts around the world. The US economy is indeed based on destruction – not construction. ------- Mr. Putin @ BRICS Summit (5th)  LINK

10) New Currency 'Bricso'


আমেরিকান ডলার বিরোধী , New Currency 'Bricso' -এর উদ্যোক্তাদের বিশ্ব সম্মেলন ====>>
The Bricso vs. the US Dollar: What will Happen to the Global Economy if BRICS Announce Launch of New Currency? LINK

No comments:

Post a Comment