Monday, February 2, 2015

Daily Note 2015 02 E

1) খেলাপি ঋণের ঝুঁকিতে পড়েছে ১৭ বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকগুলোতে মাত্রাতিরিক্ত খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় বিশেষ তদারকির আওতায় নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ কারণে ব্যাংকগুলোর আয়ের ওপর ব্যাপক হারে প্রভাব পড়েছে। কেন খেলাপি ঋণ বেড়েছে তা খতিয়ে দেখছে বাংলাদেশ ব্যাংক।
LINK 
2) বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি LINK 
3) US DOLLAR RESERVE CURRENCY STRATEGY ===>>
Since President Richard Nixon took the US off the Gold Standard in 1971, the US has adopted what I refer to as the US Dollar Reserve Strategy. After the Second World War, at the Bretton Woods Conference, the US dollar was accepted as the world's reserve currency and as such was pegged to Gold at a fixed rate of $35/oz. due to massive Vietnam war costs and President Johnson Great Society, the US could no longer honor its agreement. In 1971, when France demanded conversion payment in Gold, the US refused. At this point the US become a fiat currency, not backed by anything other than the full faith and credit of Washington politicos. .............. LINK 
4)  Book Review ===>>
"দুশো ছেষট্টি দিনে স্বাধীনতা" বইটি মুহাম্মদ নরুল কাদিরে লেখা। যাদের মুক্তিযুদ্ধ সম্বন্ধে আগ্রহ আছে তারা পড়ে দেখতে পারেন। অসম্ভব ভালো একটি বই। ৭০৪ পৃষ্টার বইটিতে আছে দূর্লভ কিছু স্থির চিত্র, কিছু মূলবান চিঠির অনুলিপি ও সত্য ইতিহাস।
--------------------------------------------------- ইফ্‌তেখার মোহাম্মদ
5)  #India Today ===>>
আসাদউদ্দীন ওবাইসি ইসলামের অপব্যাখ্যার জন্য বেঙ্গালুরু ভিত্তিক ইসলামিক স্টেট (আইএস) সমর্থকদের তীব্র নিন্দা করেন। তিনি বৃদ্ধ ব্যক্তি হাফিজ সাইদকে আটকের দাবি জানান। ওবাইসি বলেন, তিনি নিরীহ মুসলিমদের হত্যা করেছেন। তিনি দেশের শত্রু।  LINK 
6)  দুর্নীতি, যৌনতা বা রাজনীতিতে শীর্ষস্থান লাভের চেয়ে সবচেয়ে ভালো হয় যদি কোনো দিন বাঙালি নৈতিকতা ও দক্ষতায় বিশ্বসভায় প্রথম, দ্বিতীয় বা তৃতীয় স্থান অধিকার করে।
----------------------------------------------------- সৈয়দ আবুল মকসুদ

8) বছর শেষে যুক্তরাষ্ট্রভিত্তিক পিউ রিসার্চ সেন্টারের এক জরিপে জানা গেছে, উন্নয়নশীল ও উদীয়মান অর্থনীতির ৩৩টি দেশের মধ্যে বাংলাদেশের মানুষই রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি সক্রিয়। ‘স্প্রিং ২০১৪ গ্লোবাল অ্যাটিচিউট সার্ভে’ শিরোনামের জরিপে প্রকাশ পায়, বাংলাদেশের ৬৫ ভাগ মানুষ রাজনৈতিক সভা-সমাবেশ কর্মসূচিতে অংশগ্রহণ করে। বাংলাদেশে সরাসরি কথা বলা হয় ১৮ ঊর্ধ্ব এক হাজার মানুষের সঙ্গে।
----------------------------------------------------- সৈয়দ আবুল মকসুদ
9) আনু মুহাম্মদ এর কলামগুলো ===>>
http://column.online-dhaka.com/ci/7/
10) গত কয়েক দশকে, বিভিন্ন সরকারের আমলে, বাংলাদেশে আমরা পেয়েছি অনেক ভবন, যোগাযোগ প্রযুক্তির প্রসার ঘটেছে অভ’তপূর্ব হারে।
নদী, পাহাড়, বন, উন্মুক্ত স্থান বিনাশী উন্নয়নে আমরা আরও পেয়েছি: (১) বিপুল চোরাই টাকার মালিক একটি ক্ষুদ্র গোষ্ঠী ; (২) একটি ক্ষুদ্র স্বচ্ছল মধ্যবিত্ত গোষ্ঠী; (৩) অনিশ্চিত জীবন ও জীবিকায় ক্লান্ত নিম্ন মধ্যবিত্ত গোষ্ঠী; (৪) প্রাক্তন শিল্প শ্রমিক ও বর্তমান কর্মসন্ধানীদের বিপুল সমাবেশ; (৫) শিক্ষা ও চিকিৎসাসহ বিভিন্ন গণদ্রব্যের বাজারীকরণ; (৬) ভোগবাদিতা আর অমানবিকতার অশ্ল¬ীল সমাবেশ; (৭) শিক্ষা ও চিকিৎসার বাণিজ্যিকীকরণের কারণে এর সুযোগ থেকে বঞ্চিত বিশাল জনসংখ্যা; (৮) রাষ্ট্রীয় সম্পত্তি ও সাধারণ সম্পত্তির ব্যক্তিগত সম্পত্তিতে রূপান্তর; (৯) নদীনালা খালবিল বন পাহাড়ে দখলদারিত্বের বিস্তার; বাণিজ্য বা মুনাফালোভী তৎপরতার দাপটে বিপর্যস্ত আবাদী জমি, জলাশয়, উন্মুক্ত স্থান এমনকি সুন্দরবন; (১০) রাষ্ট্রীয় প্রতিষ্ঠান খন্ড খন্ড করে জনগণের নিরাপত্তা ব্যবস্থার ভাঙ্গন; (১১) তেল, গ্যাস সহ জনগণের প্রাকৃতিক সম্পদ বহুজাতিক কোম্পানির হাতে জিম্মি; (১২) উৎপাদনশীল ভিত্তি দুর্বল করে দোকানদারি অর্থনীতির প্রসার; এবং (১৩) সর্বজনের স্বার্থকে প্রান্তিকীকরণ করে কতিপয় গোষ্ঠীর স্বার্থরক্ষায় অর্থনৈতিক নীতি নির্ধারণ। ---------------------------- আনু মুহাম্মদ
11) চীন, রাশিয়া, ব্রাজিল, ভারত ও দক্ষিণ আফ্রিকা একজোট হয়ে আন্তর্জাতিক ব্যাংক প্রতিষ্ঠা করেছে যা বিশ্বব্যাংক ও আইএমএফ এর একচ্ছত্র ক্ষমতার ভাঙন আনতে যাচ্ছে।
---------------------------------------- আনু মুহাম্মদ

No comments:

Post a Comment