Monday, February 2, 2015

Daily Note 2015 02 C

1) পুরাতাত্ত্বিকরা অতীতে এই অঞ্চলেই সমুদ্র থেকে ম্যামথ ও ডাইনোসরের বিপুল সংখ্যক কঙ্কাল উদ্ধার করেছেন৷ এ বার ডুবুরিদের আবিষ্কারে পুরো বিষয়টির মধ্যে সামঞ্জস্য এল৷ নৃতাত্ত্বিকরা এতদিন দাবি করেছেন, ইংল্যান্ড ও স্কটল্যান্ড থেকে ১০-১২ হাজার বছর আগে জার্মানির দিকে মানুষ এসেছিল৷ কিন্ত্ত, কোন পথ ধরে তারা গিয়েছিল, তা নিয়ে ধন্ধ ছিল৷ এখন সেই ধোঁয়াশা অনেকটাই কাটল৷


ইংল্যান্ড ও জার্মানির মধ্যে ১০ হাজার বছর আগে যে বিস্তীর্ণ অরণ্য ছিল, সেই অরণ্যই হয়ে উঠেছিল ছিল আদিম মানুষের চলার পথ৷- সংবাদ সংস্থা।  LINK 
2) বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেছেন, “বার্ন ইউনিটের আর্তনাদ আল্লাহর আরশ কাঁপিয়ে দিয়েছে। নইলে হঠাৎ আপনার ছেলের মৃত্যু হবে কেন?”

“আমাদের মতো মানুষদের এসব কথা বলা উচিত না, তার পরও বলতে হলো” বলেও মন্তব্য করেন তোফায়েল। LINK 
3) তালেবান অধ্যুষিত আফগান সীমান্তের কাছে কয়েকটি এলাকায় পাকিস্তান সামরিক বাহিনী বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত ৯২ সন্ত্রাসী নিহত হয়েছে।

পাকিস্তান সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, নিখুঁত নিশানায় বিমান হামলার পর ৯২ জন সন্ত্রাসী নিহত হয় যার মধ্যে ১২ জন বিদেশি রয়েছে। পাক সামরিক বাহিনীর বিবৃতিতে আরো বলা হয়েছে, আফগান সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তানের দাত্তাখেল এলাকায় এ হামলা চালানো হয়। (28/01/2015)
4) The Arctic is increasingly important in securing energy supplies for the future, notwithstanding the economic, environmental, and social challenge. Finding and extracting oil and gas in the Arctic and subarctic regions is itself challenging due to extreme temperatures, ice conditions, remoteness, and a sensitive natural environment.
5) প্রথম বাঙ্গালি সেনা কর্মকর্তা এবং প্রথম বাঙ্গালি জেনারেল ইশফাকুল মাজীদ। ............
6) ব্যাংক খাতের আয়ও ১৭ ভাগ কমে যাচ্ছে। তবে শোচনীয় অবস্থা রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলোর। এগুলোর আয় ৩৭ শতাংশ যাবে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যানে এই তথ্য পাওয়া গেছে। LINK 
7) Pakistan Update ===>>
পাকিস্তানের পেশোয়ারে ভয়াবহ তালেবান হামলার পর সন্ত্রাসবিরোধী অভিযান জোরালো করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এর পর দেশটির বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে ১৮ শর বেশি লোককে আটক করেছে নিরাপত্তা বাহিনী।

পাকিস্তান সরকারের দেওয়া সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে ‘জিরো টলারেন্স’সহ ২০ দফা জাতীয় পরিকল্পনার অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। (25/01/2015)
8) স্ত্রীকে সত্যিই ভালোবাসলে শাহরুখ খান, আমির খান, সাইফ আলী খান, ফারদিন খান ও ইমরান হাশমিকে হিন্দুধর্মে রূপান্তরিত হওয়ার চ্যালেঞ্জ জানিয়েছে হিন্দু মহাসভা

No comments:

Post a Comment