Monday, February 2, 2015

Daily Note 2015 02 D

1) drone strike ====>>
আফগানিস্তান ও পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশে ড্রোন হামলার মাধ্যমে অন্তত ১,৬০০ মানুষ হত্যার পর ক্ষমা চেয়েছেন মার্কিন ড্রোন অপারেটর ব্রান্ডন ব্রায়ান্ট। তিনি জানিয়েছেন, সম্পূর্ণ অজানা ও অনিশ্চিত অবস্থার মধ্যে ড্রোন হামলা চালানো হয়।


ব্রায়ান্ট মার্কিন গোপন ড্রোন হামলা কর্মসূচির সঙ্গে পাঁচ বছর জড়িত ছিলেন এবং আফগানিস্তান, পাকিস্তান ও ইরাকসহ বিশ্বের বিভিন্ন দেশে তিনি বোমা হামলা চালিয়েছেন। তিনি জানান, ড্রোন হামলার সময় ঠিকমতো দেখা যায় না কাকে হামলা করা হচ্ছে; অনেকটা ছায়ামূর্তির ওপর হামলা চালানোর মতো।
2) The Mauritius route is a channel used by foreign investors to invest in India, Mauritius is the main provider of Foreign Direct Investment to India and also the preferred jurisdiction for Indian outward investments into Africa. In fact 39.6% of Foreign Direct Investment to India came from Mauritius during 2001-2011
3) (প্রিয়.কম)- কানে পরিধেয় ককলিয়ার ইমপ্ল্যান্ট অনেক বধির মানুষের শ্রবণশক্তি ফিরিয়ে দিতে সক্ষম, কিন্তু তার আছে বেশ কিছু সমস্যা। সব ধরণের বধিরতার জন্য তা ব্যবহার্য নয়, এটি অস্ত্রোপচার করে বসাতে হয় এবং এর খরচ প্রচুর। এর জায়গা নিতে পারে নতুন এক ডিভাইস যা জিহবার মাধ্যমে বধির মানুষদের শুনতে সাহায্য করতে পারে। - See more at: http://www.priyo.com/2015/01/21/129278.html#sthash.rAVRYSeR.dpuf
4) শেষ জনসভায় বঙ্গবন্ধু ........
দীর্ঘ এই গণভাষণটি বঙ্গবন্ধু দিয়েছিলেন ‘৭৫ এর ২৬ শে মার্চ। এর পররবর্তীতে বঙ্গবন্ধু আর জনসম্মুখে ভাষণ দেওয়ার সুযোগ পাননি। ভাষণটির অনুলিখন প্রকাশিত হয়েছিল ‘৭৯ সালের ১৫ই আগষ্ট উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে প্রকাশিত স্মরনিকায়। এই ভাষণটি অনেক গুরুত্বপূর্ণ এজন্য যে, এখানে বঙ্গবন্ধু তার বিরুদ্ধে করা নানা অপপ্রচার এর জবাব দিয়েছেন। পাঠকের সামনে ভাষণটি হবহু তুলে ধরা হলঃ  LINK 
5) "২৭ লাখ ২২ হাজার ৫০০ জন বিধবা, স্বামী পরিত্যক্তা ও বয়স্ক মানুষ প্রতিমাসে ৪০০ টাকা করে ভাতা পাচ্ছেন।৪ লাখ প্রতিবন্ধী প্রতিমাসে ৫০০ টাকা করে ভাতা পাচ্ছেন। ..... JAN / 2015
6) প্রাথমিক শিক্ষার উন্নয়নে বিশ্বব্যাংক বাংলাদেশকে চলমান একটি প্রকল্পে ৪০০ মিলিয়ন ডলার ঋণ দিতে যাচ্ছে। রোববার(২৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর আগারগাঁও এনইসি-২ সম্মেলন কক্ষে এ ঋণচুক্তি সই হওয়ার কথা রয়েছে।  LINK 
7) বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে অসংখ্য কালজয়ী গানের রচিয়তা ও সুরকার গোবিন্দ হালদার আর নেই।

শনিবার ১০টা ২০ মিনিটে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার মানিকতলার জিতেন্দ্রনাথ রায় হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন LINK 
8) ধনী না হলে খুব কম ক্ষেত্রেই সুন্দরীদের নজরে পড়া যায়। LINK 
9) দেশের অটিস্টিক শিশুদের শিক্ষার মূলধারায় নিয়ে আসতে ‘অটিস্টিক একাডেমি’ স্থাপন করতে যাচ্ছে সরকার। LINK 
10) #Bangladesh Politics .......
গাড়িতে আগুন দিয়ে মানুষ পুরিয়ে মারার কাজটি স্বয়ং শেখ হাসিনার সরাসরি নির্দেশে ====>> LINK 

No comments:

Post a Comment