Tuesday, April 29, 2014

Daily Note 2014 04 C

1) Rabee Al-Madkhali =====>>


After completing his Doctorate at Umm al-Qura in 1980, Madkhali returned to the Islamic University of Madinah where he taught at the Faculty of Hadith and later became the head of the Department of Sunnah in the Department of Higher Studies. He held the chair until his retirement in the mid-1990s
C/O. wikipedia
1-a) Al-Madkhali has authored over 30 works in the field of Hadith and Islamic sciences, much of which has been compiled into a 15 volume set
1-b) Having been an opponent of the House of Saud and a member of the Muslim Brotherhood for most of his adult life and a supporter of Juhayman al-Otaybi, Madkhali was forced to renounce his views after the Grand Mosque Seizure in late 1979.[9][10] Having turned strongly pro-establishment by the early 1990s, the Saudi government promoted al-Madkhali to lead a countermovement against growing criticisms of the Kingdom's socioeconomic ills, late deliveries of farm subsidies and normalization of ties with Israel.

2) জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ৭ সদস্য বিশিষ্ট সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ===>> LINK 



সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম এর সদস্যগন হলেন,
১) মাসিক মদীনা সম্পাদক মাওলানা মুহিউদ্দীন খান ,
২) আল্লামা আব্দুল মোমিন শায়খে ইমামবাড়ী,
৩) মাওলানা নূর হোসাইন কাসেমী,
৪) মুফতি ওয়াক্কাস,
৫) মাওলানা জহিরুল হক ভূইয়া
৬) ক্বারী আব্দুল খালেক
৭) ???

3) দাজ্জালের হাতে সর্ব শেষ যে যুবক নিহত হবে তার জন্ম হয়েছে ২০০৪ সালে !!! ??? - - - - 



http://jihadbd.wordpress.com/2014/04/10/দাজ্জালের-হাতে-সর্বশেষ-য/

4) ‘মুজিব কাকু সরে গিয়েছিলেন অনেক দূরে’ ====>>  (তাজুদ্দিন কন্যা)

প্রশাসনিক বিষয়ে মুজিব কাকুর অদক্ষতা এবং নতুন দেশ গড়ার জন্য যে দূরদর্শিতা, মানসিকতা ও নেতৃত্বের প্রয়োজন ছিল তার ব্যাপক অভাবের ফলে সদ্য স্বাধীন বাংলাদেশে বিতর্কিত যে রক্ষী বাহিনী গড়ে ওঠে তা ছিল মুজিব বাহিনীরই নব সংস্করণ। LINK

5) ভাসানী  ===>>

মাওলানা আবদুল হামিদ খান ভাসানী একটি উক্তি, “ আসাম আমার, পশ্চিমবঙ্গ আমার ত্রিপুরাও আমার। এগুলো ভারতের কবল থেকে ফিরে না পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও মানচিত্র পূর্ণতা পাবে না।

6) Islami Bank ====>>

a) বাংলাদেশ ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট ইসলামী ব্যাংকিং ব্যক্তিত্ব আযিযুল হক =====>>

তিনি মানবসম্পদ তৈরি, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহে শরীআহ ব্যাংকিয়ের উপর একাডেমিক কোর্স চালু, অন্যান্য দেশের ন্যায় প্রচলিত নীতি-পদ্ধতি সহায়তা চালু, শরীআহ কমপ্লায়েন্স এবং গ্রাহকের চাহিদা মোতাবেক পদ্ধতি প্রবর্তন ও উদ্ভূত সমস্যার উদ্ভাবনী সমাধানে অভিন্ন নীতিমালা প্রবর্তনের মাধ্যমে ইসলামী ব্যাংকগুলোর সামর্থ্য বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।
b) ইসলামি ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) চেয়ারম্যান আহমেদ মোহাম্মদ আলী বলেন, বিশ্বের ৫৬টি দেশ আইডিবির সদস্য। ৯০টি দেশে শরিয়াহ ভিত্তিক কার্যক্রম চলছে।
c) বাংলাদেশ ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট ইসলামী ব্যাংকিং ব্যক্তিত্ব আযিযুল হক বলেন,
প্রচলিত ধারার ব্যাংকের তুলনায় শরীআহ ভিত্তিক ব্যাংকগুলো ভালো করছে।
d) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেন, শরীআহ ভিত্তিক ব্যাংকিং শুধুমাত্র মুসলিম বিশ্বেই নয়, পৃথিবীব্যাপী অন্যতম অর্থনৈতিক ও বাণিজ্যিক অর্থায়নের উৎস হিসেবে ভূমিকা রাখছে।
e) বর্তমানে দেশে ৮টি শরীআহ ভিত্তিক ব্যাংক এবং প্রচলিত বিভিন্ন ব্যাংকের ১৬টি ইসলামী ব্যাংকিং শাখা রয়েছে।
f) জঙ্গিতে অর্থায়ন ====>>

এফবিসিসিআই’র সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেন, আমাদের মধ্যে একটা ধারণা আছে ইসলামী ব্যাংকগুলো জঙ্গিতে অর্থায়ন করে। তবে আমি বলতে চাই শুধু ইসলামী ব্যাংক নয় বাণিজ্যিক ব্যাংকগুলোর বিরুদ্ধেও জঙ্গিতে অর্থায়নের অভিযোগ রয়েছে। আমাদের এর থেকে বের হয়ে আসতে হবে।

7)  হযরত আলী (রাঃ) --

"হে, আল্লাহ! আমি এমন অবস্থা হতে তোমার পানাহ চাই, যে অবস্থায়
অন্যেরা আমাকে ভাল জানবে, অথচ আমি ভিতরে ভিতরে মন্দ হবো ।
অন্যেরা আমার প্রতি উচ্চ আশা পোষণ করবে অথচ আমি হব
অকর্মণ্য, অথবা তোমার বান্দারা আমাকে ভালবাসবে, কিন্তু
আমি তোমার সন্তুষ্টির পথ হতে দূরে সরে যাব । "
-- হযরত আলী (রাঃ) --

8) অ্যান্টিবায়োটিক ব্যবহারে সতর্কবাণী ==>>


ওষুধের অতিরিক্ত ও অপ্রয়োজনীয় ব্যবহার অসুস্থতা সারিয়ে তোলার বদলে বরং আরো বেশি ক্ষতির কারণ হতে পারে। অতিরিক্ত ওষুধ সেবনের ফলে সঙ্গে সঙ্গে কোনো প্রভাব না পড়লেও ভবিষ্যতে দেহে এমন রোগের সংক্রমণ ঘটার সম্ভাবনা থাকে যা থেকে আর কখনো আরোগ্য লাভের সম্ভাবনা নাও থাকতে পারে।
এই কারণেই বাংলাদেশের গ্রামাঞ্চলের জনগণ বর্তমানে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে আছে। বিশেষ করে উচ্চমাত্রায় অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ সেবনের কারণে দেশের একটি বড় জনগোষ্ঠী বর্তমানে লিভার ও কিডনির ঝুঁকিতে রয়েছে বলে একটি গবেষণায় জানা গেছে।

9) সিনেমা - নাটকের নায়িকা ও মডেলরা.....

হচ্ছে খোলা বাজারের আলু পটলের মতো । কারণ পরিচালকরা তাদের কে যেভাবে বলে তারা সেই ভাবেই কাজ করে ।

10) My Life ===>> নিজের জীবনকে নিজে সংজ্ঞায়িত করতে শিখো। ===>>

" কখনো চুপ করে কারোর
অত্যাচার সহ্য করো না,
কখনো নিজেকে অন্য কারোর
শিকারে পরিণত হতে দিও না।
অন্য কারও দেয়া জীবনের
সংজ্ঞাকে গ্রহণ করো না।
নিজের জীবনকে নিজে সংজ্ঞায়িত করতে শিখো।"
হার্ভে ফিয়ারস্টেইন.

11) কাউকে ভুল বুঝা খুব সহজ;


কিন্তু, তাকে পুরোপুরি চেনা খুব
কঠিণ ৷
আমরা আমাদের চিন্তার মাপকাঠি দিয়ে মানুষকে বিচার করি ৷
অথচ, পৃথিবীতে কেউই কারো মতো নয় ৷

12) Fatwa on Paper Money ====> 


GRANADA, 18th of August of 1991.

Paper money is a creation of the Kufr of the West and it is not the creation of Islam. It was then introduced in the Muslim land through the colonial and intellectual pressure of the kafirs, and the colaboration of some munafikun. =====>>
http://www.bogvaerker.dk/fatwa.html
12-a) The collapse of the Dollar and the Euro is a mathematical certainty. In this video I'm going to prove it using very simple terms.

===>> https://www.youtube.com/watch?v=TfHEz4plxtg
12-b) The dollar collapse will be the single largest event in human history. - - - -
12-c)  - - central banks are no longer able to regulate the creation of money in the broad interests of society.
12-d) "the creation of money" (implying a command over real resources) - - - -
12-e) The sun is setting on dollar supremacy, and with it, American power ===> LINK 

13) মুজিব বাহিনী ====>> 

জেনারেল উবান লিখেছেন : অস্থায়ী বাংলাদেশ সরকার মানেই অপরিহার্যভাবে মি. তাজউদ্দীন। তিনি মুজিব বাহিনী নেতাদের দুই চোখে দেখতে পারতেন না এবং তাদের প্রতিটি অভিযোগকে বাজে কথা বলে উড়িয়ে দিতেন।
13-a) মুজিব বাহিনী নিয়ে ওসমানীর সংশয় অমূলক ছিল না।
13-b) মুজিব বাহিনী VS বাংলাদেশ সেনাবাহিনী ===> ১৯৭১ - - - -

মুক্তিবাহিনীর সদর দপ্তরে জনসংযোগ কর্মকর্তা নজরুল ইসলামের ভাষ্যে : বাংলার বাণীতে যেদিন প্রথম মুক্তিবাহিনীর স্থলে মুজিব বাহিনী লেখা হলো, সেদিন জেনারেল ওসমানী আমাকে একান্তে ডেকে নিয়ে খুবই কড়া ভাষায় বললেন, নজরুল সাহেব, মুজিব বাহিনী কী? ওসব কারা লিখছে? কেন লিখছে? আপনি এ সম্পর্কে তদন্ত করে জানাবেন আর বলবেন যেন ভবিষ্যতে মুজিব বাহিনী আর না লেখা হয়; এতে করে আমাদের নিয়মিত বাহিনীতে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়।
13-c) আলাদা ওয়্যারলেস সিস্টেম, আলাদা কোডের অধীনে মুজিব বাহিনী ছিল আদতে সুনির্দিষ্ট রাজনৈতিক দলের একদল যোদ্ধা। পাঁচ বছর মেয়াদি একটি পরিকল্পনা নিয়ে এই বাহিনী গঠন করা হয়।
13-d) "তাজউদ্দীনের ব্যাপারে এই তরুণ নেতাদের বড় অভিযোগটি ছিল বঙ্গবন্ধু আর ফিরবেন না_এটা ধরে নিয়ে তাজউদ্দীন যুদ্ধ পরিচালনা করছেন। পাশাপাশি তিনি মওলানা ভাসানীসহ বাম দলগুলোর সদস্যদেরও গুরুত্ব দিচ্ছেন। এর পেছনে আমীর-উল ইসলাম ও মাঈদুল ইসলামকে (মূলধারা '৭১-এর লেখক) দায়ী করেন তাঁরা। তাঁদের আশঙ্কা জাগে যুদ্ধ দীর্ঘায়িত হলে মুক্তিযুদ্ধের নেতৃত্ব বামপন্থীদের কবজায় চলে যাবে। "

13-e) মুজিব বাহিনী: ===>


মূলত মার্চের আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া ছাত্রলীগের তিন জঙ্গি ছাত্রনেতা আবদুর রাজ্জাক, তোফায়েল আহমেদ ও সিরাজুল আলম খান এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগিনা যুবলীগ নেতা শেখ ফজলুল হক মণি ছিলেন এই বাহিনীর নেতৃত্বে। অভিযোগ আছে, ভারতীয় গোয়েন্দা সংস্থা Research & Analysis Wing (RAW)এর বিশেষ তত্ত্বাবধানে এবং বিখ্যাত সামরিক কর্মকর্তা মেজর জেনারেল সুজন সিং উবানের ট্রেনিংয়ে ১০ হাজার সদস্যের এই এলিট বাহিনী যতখানি মুক্তিযুদ্ধ করেছে তারও বেশি দুর্নাম কুড়িয়েছে বামপন্থী নির্মূল অভিযানে। ----------------------------------------------------- অমি রহমান পিয়াল
13-f) তাজউদ্দীনকে হত্যার চেষ্টা করেছিল মুজিব বাহিনী’ শীর্ষক মানবজমিনের প্রতিবেদনটি এখানে হুবহু তুলে দেয়া হলো : ===>> LINK 
13-g) মুজিব বাহিনী ====>>

মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের বড় মেয়ে শারমিন আহমদ। যুক্তরাষ্ট্র প্রবাসী শারমিন তার সদ্য প্রকাশিত গ্রন্থ ‘তাজউদ্দীন আহমদ নেতা ও পিতা’ গ্রন্থে লিখেছেন - - - - -

মুজিব বাহিনীর ভূমিকা প্রসঙ্গে তিনি লিখেছেন, সরকার গঠনের পক্ষে উত্থাপিত যুক্তিবলে যখন বিপ্লবী কাউন্সিল গঠনের প্রস্তাবটি ভেস্তে যায় তখন বিএসএফের প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক রুস্তামজির বিরোধিতা সত্ত্বেও ভারতীয় গোয়েন্দা সংস্থা ও ‘র’-এর সহায়তায় শেখ মণির নেতৃত্বে গঠিত হয় মুজিব বাহিনী। এক বাক্সে সব ডিম না রাখার পক্ষপাতী ভারত সরকারও মুজিব বাহিনী গঠনের সিদ্ধান্ত স্বাধীন বাংলাদেশ সরকারের কাছে গোপন রাখে। সমগ্র জাতির মুক্তি ও কল্যাণের লক্ষ্যে আব্বুর নিবেদিত কর্মপ্রয়াসের বিপরীতে অনুগত তরুণদের ক্ষুদ্র অংশকে নিয়ে সংকীর্ণ ব্যক্তিস্বার্থে গঠিত মুজিব বাহিনীর প্রতিষ্ঠা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করছিল। একপর্যায়ে মুজিব বাহিনীর এক নেতা এতটাই হিংসাত্মক ও মরিয়া হয়ে ওঠে যে, সে আব্বুকে ( তাজউদ্দীন আহমদকে ) হত্যারও প্রচেষ্টা চালায়।
13-h) মুজিব বাহিনী ====>>

মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের বড় মেয়ে শারমিন আহমদ। যুক্তরাষ্ট্র প্রবাসী শারমিন তার সদ্য প্রকাশিত গ্রন্থ ‘তাজউদ্দীন আহমদ নেতা ও পিতা’ গ্রন্থে লিখেছেন - - - - -

মুজিব বাহিনীর ভূমিকা প্রসঙ্গে তিনি লিখেছেন, সরকার গঠনের পক্ষে উত্থাপিত যুক্তিবলে যখন বিপ্লবী কাউন্সিল গঠনের প্রস্তাবটি ভেস্তে যায় তখন বিএসএফের প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক রুস্তামজির বিরোধিতা সত্ত্বেও ভারতীয় গোয়েন্দা সংস্থা ও ‘র’-এর সহায়তায় শেখ মণির নেতৃত্বে গঠিত হয় মুজিব বাহিনী। এক বাক্সে সব ডিম না রাখার পক্ষপাতী ভারত সরকারও মুজিব বাহিনী গঠনের সিদ্ধান্ত স্বাধীন বাংলাদেশ সরকারের কাছে গোপন রাখে। সমগ্র জাতির মুক্তি ও কল্যাণের লক্ষ্যে আব্বুর নিবেদিত কর্মপ্রয়াসের বিপরীতে অনুগত তরুণদের ক্ষুদ্র অংশকে নিয়ে সংকীর্ণ ব্যক্তিস্বার্থে গঠিত মুজিব বাহিনীর প্রতিষ্ঠা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করছিল। একপর্যায়ে মুজিব বাহিনীর এক নেতা এতটাই হিংসাত্মক ও মরিয়া হয়ে ওঠে যে, সে আব্বুকে ( তাজউদ্দীন আহমদকে ) হত্যারও প্রচেষ্টা চালায়।

14) পাকিস্তানের কারাগারে শেখ মুজিবের বন্দী জীবন", পাকিস্তানি সাংবাদিক আহমেদ সালিম, পৃষ্ঠা নাম্বার ৩৪-৩৫, দ্বিতীয় অধ্যায় ======>

জেনারেল টিক্কা খানের কাছে সাংবাদিক জানতে চাইলেন " তাজউদ্দিন আহমদের সঙ্গে শেখ মুজিবও যদি ভারত যেতেন তবে সেক্ষেত্রে আপনি কি করতেন স্যার?"
টিক্কা খান বলেন "আমি খুব ভাল করে জানি মুজিবের মত একজন নেতা তার জনগণকে পরিত্যাগ করবে না। আমি গোটা ঢাকা শহরে তাঁকে খুঁজে বেড়াতাম এবং একটি বাড়িও তল্লাশির বাইরে রাখতাম না । তাজউদ্দিন অথবা তাঁর মত অন্য নেতাদের গ্রেফতারের কোন অভিপ্রায় আমার ছিল না। সে কারণেই তাঁরা এতো সহজে ঢাকা ছেড়ে যেতে পেরেছিল"

 (N.B.  Rest of the Posts are here ===>> Daily Note 2014 07 B ) 

No comments:

Post a Comment