Friday, May 9, 2014

Daily Note 2014 05 A


1) একাত্তরে আর্মির গাড়িতে ঘুরেছেন হাসিনা’ ....


প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন বলেছেন, ‘১৯৭১ সালে জয় যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পেটে তখন ধানমণ্ডি এলাকায় আর্মিদের সঙ্গে গাড়িতে ঘুরে বেড়িয়েছেন তিনি। এমনকি আপনার দাদী যখন অসুস্থ হয়ছিল, তখন তাকে আর্মিদের হেলিকপ্টারে করে  টঙ্গিপাড়া থেকে পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। একাত্তর সালে পাক বাহিনী আপনার বাসায় আগুন দেয়নি। আমার বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিল।’ LINK


2) গোনাহ ও পাপের অপকারিতা =====>> 


ইবনু কায়্যিম আল-জওযিয়্যাহ (রহ) তার প্রণীত ‘আদ-দা ওয়াদ দাওয়া’ পুস্তকে বর্ণনা করেন, গুনাহর ক্ষতি অনেক। নিম্নে এর কয়েকটি বর্ণনা করা হলো।
জ্ঞান থেকে বঞ্চনা
ইবাদত/আনুগত্য থেকে বঞ্চনা
নেক কাজের কম সৌভাগ্য হওয়া
গোনাহকারীর মর্যাদা লোপ পাওয়া
মন থেকে হায়া লজ্জা দূর হওয়া
বরকত চলে যাওয়া।
বক্ষ সংকুচিত হওয়া
অন্তরে মোহর পড়া
অপদস্ততা নেমে আসা
অশুভ পরিণতি হওয়া
আখেরাতে আযাবের সম্মুখীন হওয়া

3) ভারতে মুসলিম নির্যাতন ও গণহত্যার নির্মম ইতিহাস - - - - 

বাবু বজরঙ্গি ========>>
গুজরাটে মুসলিম হত্যাকান্ডের অন্যতম এই নরপশু এমনই এক বর্বর পিশাচ যে কিনা মায়ের পেট থেকে ৯ মাসের ফিটাসকে (ভুমিষ্ট হওয়ার আগপর্যন্ত শিশুদের ফিটাস বলে) মায়ের পেট কেটে বের করে আগুনে পুরিয়ে দিয়েছিল।! ভাবছেন এটা কি করে সম্ভব? হ্যাঁ, এটা এই পশু সম্ভব করেছে। কাউসার বানু নামের এক ৯ মাসের গর্ভবতী মহিলার পেট কেটে এই শয়তান তার জম্ন না নেয়া শিশুকে আগুনে পুরিয়ে দেয়। সে প্রথমে ঐ মাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ছুরির ফলা দিয়ে তার পেট কেটে ফেলে। তারপর তার ফিটাসকে বের করে আগুনে ছুরে ফেলে দেয়।  ===>> LINK

4) মওদূদী চিন্তাধারার ভ্রান্তি ও ভয়াবহতা সম্পর্কে আরো জানতে হলে পড়ুন ====>> 

বাংলা ভাষায় প্রণিত বইসমূহ ।
১/মাওলানা মওদূদীর সাথে আমার সাহচর্যের ইতিবৃত্তওঅন্যান্য প্রসঙ্গ|রচনায়ঃআল্লামা মনযুর নুমানী (রাঃ) ।
২/জামাতে ইসলামীর গঠনতন্ত্র ও মওদূদী আক্বীদার স্বরূপ|মুলঃ শায়খুল ইসলাম সায়্যিদ হুসাইন আহমদ আল মাদানী(রাঃ)।
৩/প্রত্যয়ের আলোকে নবী ওসাহাবী ।আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ (দাঃবাঃ)।
৪/ভ্রান্তির ধ্রুমজালে ইসলাম ।মুলঃ শায়খুল হাদীছ আল্লামা মুফতী নূরুল হক্ব সাহেব।
৫/সাহাবাদের মান ।মুহাঃ তাহির(রাঃ)।
৬/ইতিহাসের কাটগড়ায় হযরত মুয়াবিয়া(রাযিঃ) ।মুলঃ মুফতী তাক্বী উসমানী,বিচারপত,সুপ্রিম কোর্ট,পাকিস্তান ।
৭/ভুল সংশোধন ।মাওলানা শামসুল হক ফরিদপুরী(রাঃ)।
৮/সত্যের মাপকাঠী ।মাওলানা আব্দুল মতিন চৌধুরী শায়খে ফুলবাড়ী(রাঃ)।
৯/ইসলামের রাজনৈতিক ব্যখ্যা ।মুলঃ আল্লামা সায়্যিদ আবুল হাসান আলী নদভী(রাঃ)।
১০/উলামা মাশাইখের দৃষ্টিতে মওদূদী ও মওদূদীবাদ ।মুলঃ হাকীম মুহাঃ আখতার ।
১১/মওদূদীবাদের স্বারূপ সন্ধানে ।মুলঃ মুফতী মাহমূদ গাংগুহী(রাঃ) ।
১২/মওদূদী সাহেব ও ইসলাম ।মুলঃ মুফতী রশীদ আহমদ লুধীয়ানভী(রাঃ)।
১৩/ইসলামি আক্বীদা ও ভ্রান্ত মতবাদ।মাওলানা হেমায়েত উদ্দীন ।

5) আসুন জেনে নিই সৌদি বাদশাহর দালাল কত প্রকার ও কি কি-

LINK

6) সবাই ইবনে তাইমিয়্যা (রহঃ) এর এই ফাতওয়াটি সেভ করে রাখুন, পরে কাজে দিবে।



"আমরা বলি যে, যে কোন গোষ্ঠী যা এমন যেকোন প্রকাশ্য ও অবিতর্কিত আইন থেকে বেরিয়ে গেল যা মুসলিমদের প্রজন্ম থেকে প্রজন্ম কোন প্রকার বাধা বিঘ্ন ব্যতীত হস্তান্তরিত হয়ে আসছে, তবে এরূপ গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ করা মুসলিম ইমামদের ইজমা অনুসারে অবশ্য কর্তব্য। ব্যাপারটি এমনটিই হবে যদিও তারা দুটি সাক্ষ্য উচ্চারণ করে।"

[মাজমুআ ফাতওয়া, ভলিউম : ৪ / ইবনে তাইমিয়্যা (রহঃ)]

কপি পেস্ট, শেয়ার যেভাবে পারেন প্রচার করে সবাইকে জানিয়ে দিন। LINK

7) আল্লামা জালালুদ্দিন সুয়ুতী (রহঃ) একটি অসাধারণ কথা বলেছেন। তিনি বলেছেন, দুই দল মানুষ কুরআন পড়তে গিয়ে বিভ্রান্ত হয়-



১ম দলঃ ঐ সকল লোকেরা যারা পূর্ব থেকেই একটি বিশ্বাস ও আক্বীদা ধারণ করে আছে, অতঃপর যখনই কুরআনের কোন আয়াত সামনে আসে তখন তারা চেষ্টা করে ঐ আয়াতটিকে তাদের আক্বীদার পক্ষে দলীল হিসেবে ব্যবহার করতে। অর্থাৎ এ জাতীয় লোকেরা একটা বিশেষ দল বা তরিকার রঙিন চশমা দিয়ে কুরআন হাদীস গবেষণা করে। যদি কোন আয়াত তাদের মতের বিপক্ষে যায় তাহলে সে আয়াতকে তাদের দলীয় আলেম ও পীর বুযুর্গদের অপব্যাখ্যার হাতুড়ি দিয়ে পিটিয়ে, দুমড়িয়ে, মুচরিয়ে নিজেদের স্বপক্ষে নেওয়ার চেষ্টা করে।

২য় দলঃ ঐ সকল লোকেরা যারা শুধুমাত্র আয়াতের শাব্দিক অর্থের দিকে লক্ষ্য রেখেই তাফসীর করে থাকে যেভাবে সাধারণ একজন আরবী লোকের কথার তাফসীর (ব্যাখ্যা) করা হয়। অথচ তারা চিন্তা করে না এ কুরআন কে নাযিল করেছেন?? কার উপর নাযিল করেছেন?? কাদেরকে সম্বোধন করে নাজিল করা হয়েছে??

[আল ইত্বক্বান ফি উলুমিল ক্বুরআন]

8) তাওহীদ =====>> 


"তাওহীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ হল তাকওয়া। আর তাকওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ হল তাওয়াক্কুল। আর তাওয়াক্কুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ হল আল্লাহর রাস্তায় ঝুঁকি নেওয়া।"


- মির্জা ইয়াওয়ার বেইগ

9) মাসিক আলকাউসার ২০০৫-২০১৩ : কোন ভলিউমে কী আছে ===>>

http://www.alkawsar.com/article/1136     - - - - - - - LINK    

10)  "ব্রিটেনে মুসলিম শাসক"  

----------------------------------জিয়াউল হক   LINK

11) মিশরের বিখ্যাত ইসলামি চিন্তাবিদ সায়ীদ-কুতুব সাহেব বলেন ‘‘জিহাদের ৪ টি স্তর আছে =

LINK

যথা ,

১) ইসলামের প্রাথমিক স্তরে যখন মুসলিমরা মক্কাতে ছিল তখন আল্লাহ তাদেরকে যুদ্ধ করতে হুকুম দেন নাই।

২) তারপর আল্লাহ মুসলিমদের হুকুম করেন অত্যাচারীদের বিরুদ্ধে যুদ্ধ করতে।

৩) তারপর আল্লাহ মুসলিমদের হুকুম দেন আক্রমনকারীদের বিরুদ্ধে যুদ্ধ করতে।

৪) তারপর আল্লাহ মুসলিমদের হুকুম দেন সকল বিধর্মী বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে।

12) ১০টি কাজের ১০টি গুণ :


(১) তাওবায়- গুনাহ নষ্ট হয়।
(২) ধোকাঁয়- রিজিক নষ্ট হয়।
(৩) গীবতে- আমল নষ্ট হয়।
(৪) বদ চিন্তায়- হায়াত নষ্ট হয়্।
(৫) ছদ্কায়- বিপদ-আপদ দূর হয়।
(৬) গোস্বায়- আকল নষ্ট হয়।
(৭) দূর্বল ঈমানে- দান-খয়রাতবন্ধ হয়।
(৮) অহংকারে- জ্ঞান নষ্ট করে।
(৯) নেকী- পাপ নষ্ট করে।
(১০) ন্যায় বিচার- জুলুম নষ্ট করে।

13) "যার চোখ পর্দায় থাকেনা, তার দিল /হৃদয় ঠিক থাকেনা,  

আর -যার হৃদয় হেফাজত থাকেনা ,
তার লজ্জাস্থান হেফাজত থাকেনা,
সবশেষে লজ্জাস্থান যার হেফাজত থাকবেনা,
তার জান্নাতও ঠিক থাকবে না!!!

14) বিষয়:- ইসলামী সংগঠন ও দায়িত্বশীলদের আনুগত্য ==>>


/হযরত আবু যার (রা:) থেকে বর্নিত, রাসুল (স:) ইরসাদ করেন, যে ব্যক্তি সংগঠন থেকে এক বিঘত পরিমান বিচ্ছিন্ন হয়ে গেল সে যেন তার গর্দান থেকে ইসলামের রশি খুলে ফেলল। --(আবু দাউদ:৪১৩১) LINK

15) ‘আহলে হাদিস’ ও মাযহাব সমাচারঃ


‘মুশরিক’ শাইখ মুহাম্মাদ বিন আব্দুল ওয়াহহাব হাম্বলি রহঃ !!!??? LINK

16) ইমামুদ-দাওয়াহ শাইখ মুহাম্মাদ বিন আব্দুল ওয়াহহাব রহঃ-কে নিয়ে

ভুল ধারনার অপনোদন এবং দারুল উলুম দেওবন্দের ফাতাওয়া
LINK

17) #‎শূকর‬ - - - - - -


শূকরের মাংস লিভার, হার্ট, ব্রেনসহ যে কোন অঙ্গ ধ্বংস এবং অধিক মেদ বৃদ্ধি করে। LINK

18) জেনে নিন মহিলাদের ‪#‎টিপ‬

এর ব্যবহার কোথায় থেকে, কিভাবে আসল ====>> LINK

19) #হিন্দুত্ব - - - যার নেতৃত্বে ছিল একজন নাস্তিক - - - - তাহলে বুঝেন "হিন্দু" কি জিনিস ??? 

LINK

20) হিন্দুত্ববাদের জনক সাভারকার একজন নাস্তিক ছিলেন। #Savarkar‬

LINK

21) কুৎসা ও ব্যক্তিগত চরিত্র হননের মাধ্যমে ‪#‎জিয়াউর‬ রহমানের নিচের কাজগুলি মুছা যাবে না।

LINK

22) যখন কোরান পাঠ করা হয়

তখন তাতে কান লাগিয়ে রাখ এবং চুপ থাক যাতে তোমাদের উপর রহম করা হয়- সুরা আরাফ, আয়াত ২০৪।

23)يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّ كَثِيرًا مِّنَ الْأَحْبَارِ وَالرُّهْبَانِ لَيَأْكُلُونَ أَمْوَالَ النَّاسِ بِالْبَاطِلِ وَيَصُدُّونَ عَن سَبِيلِ اللَّهِ

ওহে যারা ঈমান এনেছ! নিঃসন্দেহ পন্ডিতদের ও সন্ন্যাসীদের মধ্যের অনেকে লোকের ধনসম্পত্তি অন্যায়ভাবে গলাধঃকরণ করে আর আল্লাহ্‌র পথ থেকে ফিরিয়ে রাখে।
সূরা তাওবা - আয়াত ৩৪

24) শবে মেরাজের রাতে যে ৪ টি জিনিস রাসুল সাঃ কে দেয়া হয়েছিল-

LINK

25) ইমাম নববী রাহঃ ---->> রজব মাসের আমল সম্পর্কে ===>>

LINK

26) হজরত আলী রাঃ -এর জন্ম ===>> শিয়া বিশ্বাস - - - -


Shiite believe Rajab is the month in which ‘Alī ibn Abī Tālib, the first Imam of Shia Islam and Fourth Caliph of Sunni Islam, was born inside the Kaaba, the most sacred place of worship for Muslims.

27) শায়খ আব্দুল #কাদের জিলানী রাহঃ -এর জীবন কাহিনী ===>>

LINK 

28) "আওয়ামীলীগ কে ধংস করবার জন্যে আওয়ামীলীগ-ই যথেষ্ট" ------- নুরুল কবির

29) আল্লাহ তাআলা বলেনঃ)وَفِي الْأَرْضِ آيَاتٌ لِلْمُوقِنِينَ وَفِي أَنفُسِكُمْ أَفَلَا تُبْصِرُونَ(

“বিশ্বাসীদের জন্য পৃথিবীতে নিদর্শনাবলী রয়েছে। এবং তোমাদের নিজেদের মধ্যেও, তোমরা কি অনুধাবন করবে না?” (সূরা যারিয়াতঃ ২০

30) আল্লাহ তা'য়ালা এক গরীবকে বলবেন,

আমি তোমাকে গরীব রেখেছিলাম, এজন্যে নয় যে, তুমি আমার নজরে ঘৃণিত ছিলে। বরং দুনিয়ার পরিবর্তে তোমাকে আখেরাতে উচ্চ মর্যাদা এবং এক বিশেষ সম্মানে ভূষিত করা উদ্দেশ্য ছিল। LINK

31) আল্লাহ তা‘আলা বলেন,


“নিশ্চয় তোমার প্রতিপালকের পাকড়াও বড়ই কঠিন।” (সূরা বুরুজ ১২ আয়াত)
32) 

No comments:

Post a Comment