Tuesday, April 29, 2014

Daily Note 2014 04 B


1) শুধু এ্যাপেলো নয় সব হাসপাতালগুলো এই সব করছে ===>>   


সম্পূর্ণ সুস্থ শিশুকে এক মাস আগে জন্ম দেয়ালো কোনো কারণ ছাড়াই। বলল বাচ্চার ওজন অনেক বেশি, আর আগে জন্ম হলে তাদের জন্য ম্যানেজ করা সহজ হবে। জন্মের পর দেখা গেল বাচ্চার ওজন অনেক কম এবং তাকে ইনকিউবেটরে রাখতে হবে। পরে বুঝলাম "ম্যানেজ" মানে হল শুধু মাত্র বিল বাড়ানোর জন্য আমাদেরকে আগে বাচ্চা জন্ম দেয়ালো। একদিনের ভুমিষ্ট বাচ্চাকে এন্টিবায়োটিক, অক্সিজেন ইত্যাদি দিয়ে এক ভীতিকর অবস্থার সৃস্টি করল, বলল ইনফেকশন হতে পারে, ব্লাড কালচারের জন্য অপেক্ষা করতে হবে ৭২ ঘণ্টা, পুড়া সময় বাচ্চা ইন্টেন্সিভ কেয়ারে থাকবে। ৭২ ঘন্টা পর রিপোর্ট আসলো কোনো ইনফেকশন নাই। কেনও একদিনের বাচ্চাকে ইঞ্জেকশন দিয়ে তিনদিন আইসিঊ তে রাখা হল? কোনো উত্তর নাই। ফাইল দেখতে চাইলে বলল রিলিজের আগে দেখানোর নিয়ম নাই। পূরো নাটকটি তাদের সাজানো। ======>>  LINK

2) হৃদরোগ  ===>>

প্রথম অবস্থায়ই রোগ শনাক্ত করাই হলো হৃদরোগ মুক্তির একমাত্র উপায়। --------- ডা. গোবিন্দ চন্দ্র দাস

3)  হস্তমৈথুনের কারণে ===>>

স্বাস্থ্যবিজ্ঞান মতে, কোন পুরুষের থেকে যদি ২০ কোটির কম শুক্রাণু বের হয়, তাহলে সে পুরুষ থেকে কোন সন্তান হবে না। হস্তমৈথুনের কারণে এ রোগের প্রকোপ হয়। =====>> LINK 

4) ভুল বুঝা ====>>

কাউকে ভুল বুঝা খুব সহজ;
কিন্তু, তাকে পুরোপুরি চেনা খুব কঠিন ৷
আমরা আমাদের চিন্তার মাপকাঠি দিয়ে মানুষকে বিচার করি ৷
অথচ, পৃথিবীতে কেউই কারো মতো নয় ৷

5) Israeli IDF Commander ===>>

"When the Muslims fill the Mosques for Fajr prayer, just like they do for Friday prayers, then we will fear you".  ---------------------------------------------- (Israeli IDF Commander).

6) অস্ত্রের জিহাদ কখন ও কেন ???

----- জামানার শ্রেষ্ঠ শহীদ শায়খ সাঈদ রামাদান আল-বুতী রাহঃ বলেন , ===>> LINK 

7) Insects in the Kaba =====>>


وَلِلَّهِ يَسْجُدُ مَن فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ طَوْعًا وَكَرْهًا وَظِلَالُهُم بِالْغُدُوِّ وَالْآصَالِ [١٣:١٥]
আল্লাহকে সেজদা করে যা কিছু নভোমন্ডলে ও ভূমন্ডলে আছে ইচ্ছায় অথবা অনিচ্ছায় এবং তাদের প্রতিচ্ছায়াও সকাল-সন্ধ্যায়। LINK
Photo: ‎Insects in the Kaba =====>> 
  

وَلِلَّهِ يَسْجُدُ مَن فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ طَوْعًا وَكَرْهًا وَظِلَالُهُم بِالْغُدُوِّ وَالْآصَالِ [١٣:١٥] 
আল্লাহকে সেজদা করে যা কিছু নভোমন্ডলে ও ভূমন্ডলে আছে ইচ্ছায় অথবা অনিচ্ছায় এবং তাদের প্রতিচ্ছায়াও সকাল-সন্ধ্যায়। 
Whatever beings there are in the heavens and the earth do prostrate themselves to Allah (Acknowledging subjection),- with good-will or in spite of themselves: so do their shadows in the morning and evenings.‎

8) Love Bird ===>

যে দিন ফ্রান্সের প্রতিটি খবরে এই ছবি ছাপানো হয়েছিল সে দিন ফ্রান্স বাসি কেদেছিল এই লেখা পড়ে , স্টল গুলোতে ঐ দিন খবরের কাগজের টান পরেছিল ! ====>> LINK
9)  "1999: VICTORY WITHOUT WAR" by Richard Nixon ===>


আমেরিকার প্রেসিডেন্ট নিক্সন তার লেখা বই '1999: VICTORY WITHOUT WAR' তে যা লিখেছে তা থেকে এ কথা স্পষ্ট হয় , আমেরিকান সাম্রাজ্যবাদ দাজ্জালের ক্ষেত্র প্রস্তুতি কাল ========>> LINK

বই – দাজ্জালঃ কালো পতাকার চূড়ান্ত শত্রু  

Download: http://blackflagseriesinbangla.files.wordpress.com/2014/01/dajjal-the-ultimate-enemy-of-the-black-flag.pdf

10) বাংলা নববর্ষ নব-ভাবনা ======>>


"জুলুমের প্রতি তোমার কিছুটা আকর্ষণ এবং ইনসাফের প্রতি কিছুটা ঘৃণা-ও সাধারণ পর্যায়ের শিরক । - - - - - "
Photo: কাঁকর যুক্ত ভূমির উপর দিয়ে অন্ধকার রাতে পিঁপড়া যেমন সন্তর্পণে অগ্রসর হয় ----- শিরক-ও তেমনি নীরবে অনুপ্রবেশ করে । বরং শিরক এর চেয়ে-ও সন্তর্পণে আগমণ করে । জুলুমের প্রতি তোমার কিছুটা আকর্ষণ এবং ইনসাফের প্রতি কিছুটা ঘৃণা-ও সাধারণ পর্যায়ের শিরক । আর আকর্ষণ ও ভালবাসা এবং ঘৃণা ও অসন্তোষ-ই তো হচ্ছে দীন । ------আল-হাদীস
কাঁকর যুক্ত ভূমির উপর দিয়ে অন্ধকার রাতে পিঁপড়া যেমন সন্তর্পণে অগ্রসর হয় ----- শিরক-ও তেমনি নীরবে অনুপ্রবেশ করে । বরং শিরক এর চেয়ে-ও সন্তর্পণে আগমণ করে । জুলুমের প্রতি তোমার কিছুটা আকর্ষণ এবং ইনসাফের প্রতি কিছুটা ঘৃণা-ও সাধারণ পর্যায়ের শিরক । আর আকর্ষণ ও ভালবাসা এবং ঘৃণা ও অসন্তোষ-ই তো হচ্ছে দীন । ------আল-হাদীস

11) কেউ যদি কোন ভাগ্যগণনাকারীর কাছে যায় ====>> #astrology #palmistry - - - - 


ভাগ্যগণনার ব্যাপারে ইসলামের অবস্থান অত্যন্ত কঠোর। আল্লার রাসূল (সা:) বলেছেন:

“কেউ যদি কোন ভাগ্যগণনাকারীর কাছে যায় এবং তার নিকট কোন কিছু জানতে চায়, তবে ঐ ব্যাক্তির সালাত ৪০ দিন এবং রাত পর্যন্ত কবুল হবে না।” (মুসলিম) LINK
Photo: কেউ যদি কোন ভাগ্যগণনাকারীর কাছে যায় ====>> #astrology #palmistry  - - - - 

ভাগ্যগণনার ব্যাপারে ইসলামের অবস্থান অত্যন্ত কঠোর। আল্লার রাসূল (সা:) বলেছেন:

“কেউ যদি কোন ভাগ্যগণনাকারীর কাছে যায় এবং তার নিকট কোন কিছু জানতে চায়, তবে ঐ ব্যাক্তির সালাত ৪০ দিন এবং রাত পর্যন্ত কবুল হবে না।” (মুসলিম)

এ বিধান শুধুমাত্র একজন ভাগ্যগণনাকারীর নিকট কৌতুহলবশতঃ যাওয়ার জন্য। অবশ্য এরপরও ঐ ব্যক্তিকে ৪০ দিন পর্যন্ত সালাত আদায় করে যেতে হবে, যদিও সে এর সওয়াব পাবে না, তবে সে সালাত আদায় করে ফরয আদায় করার বাধ্যবাধকতা থেকে মুক্ত হয়ে যাবে। তা না করলে সালাত আদায় না করার অপরাধে অপরাধী হতে হবে। কেউ যদি এ কথা বিশ্বাস করে যে ভাগ্যগণনাকারীর নিকট ভবিষ্যতের জ্ঞান রয়েছে, কিংবা অতীন্দ্রিয় (গায়েব) জ্ঞান রয়েছে, তবে সে কাফিরে পরিণত হবে। আল্লাহর রাসূল (সা:) বলেছেন:

“যে কোন ভাগ্যগণনাকারীর নিকট যায়, এবং যা সে বলে, তাতে বিশ্বাস স্থাপন করে, সে মুহাম্মদের নিকট যা নাযিল হয়েছে, তাকে অস্বীকার করল।”

এটা আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলার আসমা ওয়া সিফাতের ক্ষেত্রে শিরক কেননা ভবিষ্যতের জ্ঞান কেবল আল্লাহ পাকই রাখেন, আর গায়েবের খবরও আছে কেবল তাঁরই নিকট।

ভাগ্যগণনার এই বিধান একই ভাবে প্রযোজ্য হবে ভাগ্যগণনাকারীদের বইপত্র পড়া, এরূপ কোন অনুষ্ঠান দেখা, পত্রিকার রাশিচক্র পড়ার ক্ষেত্রে। আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা কুরআনে স্পষ্টতঃ ঘোষণা করেছেন:

“তাঁর নিকট রয়েছে গায়েবের চাবিসমূহ, এবং এক তিনি ছাড়া এ সম্পর্কে কারও জ্ঞান নেই।” (সূরা আল আনআম, ৬ : ৫৯)

তেমনি জ্যোতির্বিদ্যার দ্বারা যে ভবিষ্যত গণনা, ভাল-মন্দ নির্ধারণ করা হয়, তাও একই কারণে কুফর এবং শিরকের পর্যায়ভুক্ত।

আমাদের দেশে অত্যন্ত জনপ্রিয় একজন ভাগ্যগণনাকারী তাঁর বিজ্ঞাপন প্রচার করেন এভাবে:

এ বিজ্ঞাপনে তিনি স্পষ্টতঃ দাবী করছেন যে তিনি ভবিষ্যতের খবর রাখেন – যা কিনা পরিষ্কার শিরক। তাছাড়া তিনি রত্ন-পাথরের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলার নাম যুক্ত করে একে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য করার চেষ্টা চালিয়েছেন। অথচ রত্ন-পাথরকে ভাগ্য নিয়ন্তা মনে করলে তাও পরিষ্কার শিরক হবে।
-------- online collection

12) GOVERNMENT ====>> 

“সব সরকারই জনগণের কাছে তথ্য লুকাতে চায়। কিন্তু সাংবাদিকদের কাজ হচ্ছে এসব তথ্য বের করে জনগণের সামনে প্রকাশ করা।” ------- নিউ এইজ এর সম্পাদক নূরুল কবীর
13) Money As Debt - Full Length Documentary ===>>
https://www.youtube.com/watch?v=jqvKjsIxT_8
Photo: Money As Debt - Full Length Documentary ===>>
https://www.youtube.com/watch?v=jqvKjsIxT_8

14) Hitler ===>

Evidence Mounting That Hitler Was A Muslim and Practiced Islam ====>> http://shariaunveiled.wordpress.com/2013/09/22/evidence-mounting-that-hitler-was-a-muslim-and-practiced-islam/

15) ZIA ===>

"- - - - সুতরাং অনির্বাচিত ভাবেও জিয়াউর রহমান যেমন বাংলা দেশের সর্বপ্রথম রাষ্ট্রপতি, জনগণের ভোটেও তিনিই প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট।" ===>> 
Photo: List of Presidents of Bangladesh ===>

https://en.wikipedia.org/wiki/List_of_Presidents_of_Bangladesh

"- - - - সুতরাং অনির্বাচিত ভাবেও জিয়াউর রহমান  যেমন বাংলা দেশের সর্বপ্রথম রাষ্ট্রপতি, জনগণের ভোটেও তিনিই প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট।" ===>>

https://www.facebook.com/notes/bappy-shaila/%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AA%E0%A6%A4%E0%A6%BF-%E0%A6%97%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AA-%E0%A6%8F%E0%A6%AC%E0%A6%82-%E0%A6%B6%E0%A7%87%E0%A6%96-%E0%A6%AE%E0%A7%81%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%A4-%E0%A6%86%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%80-%E0%A6%B2%E0%A7%80%E0%A6%97%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%85%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE-%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A5%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0/10152301738258535

16)  অবাক কাণ্ড! আযানের শব্দে ফুল বিকশিত হয়।



 CNN এর রিপোর্টটি দেখুন।
17) The "Islamic Bank" is a Trojan horse in Dar al-Islam. ( !!! ??? ) ===> http://www.bogvaerker.dk/fatwa.html   LINK

18) Fatwa on Paper Money ====>




GRANADA, 18th of August of 1991.
Paper money is a creation of the Kufr of the West and it is not the creation of Islam. It was then introduced in the Muslim land through the colonial and intellectual pressure of the kafirs, and the colaboration of some munafikun. =====>> http://www.bogvaerker.dk/fatwa.html 

19) বৃষ্টি না হওয়ার কারণ, যাকাত না দেওয়া। ===>>  LINK

20) আল্লাহ্‌র পথে ব্যয় করেই নিজেকে ধ্বংসের হাত থেকে বাঁচানো সম্ভব।


আল্লাহর পথে ব্যয় করো এবং নিজের হাতে নিজেকে ধ্বংসের মুখে নিক্ষেপ করো না। অনুগ্রহ প্রদর্শনের পথ অবলম্বন করো, কেননা আল্লাহ‌ অনুগ্রহ প্রদর্শনকারীদেরকে ভালোবাসেন। (আল বাকারাহঃ ১৯৫)

21) গণ্ড মূর্খ ===>> 

“তোমাদের যত বড় বড় পিএইচডি ডিগ্রি আর
সার্টিফিকেট থাকুক না কেন, যদি আল্লাহ্ ও তার
রাসুলের(সাঃ) সাথে সম্পর্ক না থাকে 
তাহলে তোমরা মূর্খ,গণ্ড মূর্খ।"
--------------- ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ

22) উপকারী কিছু আরবী প্রবাদ (বাংলা অনুবাদ) ======>> LINK


 

No comments:

Post a Comment