Sunday, April 14, 2019

Hashtag : #NusratJahanRafi

Hashtag:  #NusratJahanRafi ....
C/O, FB Group: BBC Bangla VS Bangladesh

Update 13/04/2019 
001) ফেনীর সোনাগাজীতে একটি মাদ্রাসার যে ছাত্রীকে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়েছিল তিনি বুধবার রাতে মারা গেছেন
002) Goll Table | বর্তমান সময়ের রাজনীতি ও সমাজ | গোল টেবিল | 10-04-2019 | Rtv Talkshow ... YT
003) Nusrat Jahan Rafi was set on fire two days after detained Sonagazi madrasa principal Siraj Ud Doula “gave a directive” to some of his followers when they visited him in Feni district jail, investigators said yesterday.
It remains unclear exactly what the directive was but officials said two prime suspects -- Nuruddin and Shahadat Hossain Shamim -- and three other youths had planned the brutal act on April 5, just a day after meeting the principal.
 https://www.thedailystar.net/frontpage/news/setting-nusrat-afire-brutality-followed-meet-siraj-1729654
004) টকশোতে ঝড় তুললো বিএনপি নেত্রী নিলুফার চৌধুরী মনি ! সেই শিক্ষক জামায়াত না আওয়ামীলীগ করতো এ নিয়ে তর্ক ....
005) কীভাবে নুসরাতকে মারা হয়েছিল - বাংলাদেশ পুলিশের ভাষ্য ===>>  https://www.bbc.com/bengali/news-47920309
006) | | পিবিআই'র তদন্তে বেরিয়ে এলো নুসরাত ঘটনার চাঞ্চল্যকর সব তথ্য YT
007)  "৬ মাস আগে অধ্যক্ষ’র বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছিলো মাদ্রাসার আরেক ছাত্রী।

সিরাজদ্দৌলা ২০১৬ সালে একবার চেক জালিয়াতি মামলায় জেল খেটেছে। সেই মামলায় তিনি এখন জামিনে।"
008) এক মাদরাসা-প্রধান / প্রিন্সিপ্যাল সম্পর্কে  ২০১৪ সনে আমার FB-post   ===>>   https://www.facebook.com/KabirAcademy/photos/a.865840766809157/665379260188643/
009) যৌন নির্যাতনের বিচার নাই? || রাজকাহন || Rajkahon 1 || DBC NEWS 10/04/19
010) ফেনীর সোনাগাজীতে মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা মামলার আরেক আসামি সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শামীমকে ময়মনসিংহের মুক্তাগাছা থেকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

পিবিআই ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
011) ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী বলেছেন, মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িত খুনিরা ছাড় পাবে না। খুনিদের কয়েকজন ইতিমধ্যে গ্রেফতার হয়েছে। অন্যরাও শিগগিরই গ্রেফতার হবে।

শুক্রবার রাতে সোনাগাজী পৌর এলাকার উত্তর চরচান্দিয়া গ্রামে নুসরাতের কবর জিয়ারত করার পর তিনি এসব কথা বলেন।
012) আগুনে পুড়িয়ে হত্যা করা ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত

জাহান রাফির কবর জিয়ারত করবেন বিএনপি নেতারা। তারা শনিবার বিকেল ৪টায় নুসরাত জাহান রাফির কবর জিয়ারত করবেন।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল কবির খান জানান, দলের নেতৃত্ব দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। এ ছাড়া প্রতিনিধি দলে আরো থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাজাহান, আব্দুল আউয়াল মিন্টু প্রমুখ। সূএঃকালের কণ্ঠ
013) ফেনীর সোনাগাজীতে আগুনে পুড়িয়ে নুসরাত জাহান রাফিকে হত্যার মামলায় অন্যতম অভিযুক্ত অধ্যক্ষ সিরাজ উদদৌলার ঘনিষ্ঠ শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে,  শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ময়মনসিংহের মুক্তাগাছা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে অধ্যক্ষ সিরাজ উদদৌলার আরেক ঘনিষ্ঠ নুর উদ্দিনকে ময়মনসিংহের ভালুকা থেকে গ্রেপ্তার করা হয়। আগেই জানানো হয়েছে, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের আমতলী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পিবিআই।
014) দুর্বৃত্তদের আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির মায়ের কান্না যেন থামছেই না। ঘরের প্রতিটি জায়গায় যেখানে তার বই, খাতা, পড়ার টেবিল, খাট ও আলমিরা পড়ে আছে তা আঁকড়ে ধরে কেবল কেঁদেই যাচ্ছেন তিনি। ===>>
015) নুসরাতকে পুড়িয়ে হত্যা কারী মাদরাসার সেই অধ্যক্ষের মুক্তির দাবিতে মিছিল-মানববন্ধন!
016) ‘অধ্যক্ষ মাওলানা সিরাজদ্দৌলা মাদরাসার এক ছাত্রীকে অন্তসত্তা করে ফেলেন’ .... ???
017) দিনাজপুরে ১৯৯৫ সালের ২৪ আগস্ট কিশোরী ইয়াসমিনকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে পিকআপ ভ্যানে তুলে ধর্ষণ করেছিলেন পুলিশের কিছু সদস্য। পরে তাকে নির্মমভাবে হত্যা করে লাশ দিনাজপুর দশমাইল মহাসড়কের পাশে ফেলে দেওয়া হয়। ওই বর্বরোচিত ঘটনার প্রতিবাদে দিনাজপুরের মানুষ বিক্ষোভে ফেটে পড়েছিলেন। সেই অপরাধের বিচার হয়েছিল। ২০০৪ সালের ১ সেপ্টেম্বরে ঘটনার সঙ্গে জড়িত তিন পুলিশ সদস্যের ফাঁসি কার্যকর হয়।
018) ‘খয়রাতি’ শব্দের আভিধানিক অর্থ হলো ‘দানরূপে প্রাপ্ত’। অর্থাৎ কারও দানে বা দয়ায় যা পাওয়া যায়, তা-ই খয়রাতি। এ দেশে আমাদের জীবনও এখন খয়রাতি হয়ে গেছে। আর সেই জীবন কার দয়ায় পাওয়া যাচ্ছে? অপরাধীদের, নিপীড়কদের!
019) ফেনীর সোনাগাজীতে মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে (১৮) অধ্যক্ষের যৌন নিপীড়নের পর কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার ঘটনায় বুধবার (১০ এপ্রিল) রাতে মারা যান তিনি। এ ঘটনায় ফেঁসে যাচ্ছেন তৎকালীন সোনাগাজী মডেল থানা পুলিশের ওসি মোয়াজ্জেম হোসেন। যৌন নিপীড়নের ঘটনাকে ‘নাটক’ ও পরবর্তীতে অগ্নিদগ্ধের ঘটনাকে ‘আত্মহত্যার’ রূপ দিতে মরিয়া হয়ে চেষ্টা চালিয়ে ছিলেন।

দুটি ঘটনায় অধ্যক্ষ সিরাজউদ্দৌলাসহ তার সহযোগীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ধরনের আরও অসংখ্য অভিযোগে ১০ এপ্রিল বুধবার সোনাগাজী মডেল থানা থেকে তাকে প্রত্যাহার করা হয়। এর আগে গত ২৭ মার্চ ওই ছাত্রীকে অধ্যক্ষ শ্রেণিকক্ষে নিয়ে যৌন নিপীড়নের অভিযোগ উঠলে দুজনকে থানায় নিয়ে যান ওসি মোয়াজ্জেম হোসেন।

ওসি নিয়ম ভেঙে জেরা করতে করতেই নুসরাতের বক্তব্য ভিডিও করেন। মৌখিক অভিযোগ নেয়ার সময় দুই পুরুষের কণ্ঠ শোনা গেলেও সেখানে নুসরাত ছাড়া অন্য কোনো নারী বা তার আইনজীবী ছিলেন না। ভিডিওটি প্রকাশ হলে অধ্যক্ষ ও তার সহযোগীদের সঙ্গে ওসির সখ্যতার বিষয়টি স্পষ্ট হয়।
020) নুসরাতের গায়ে আগুন ধরিয়ে দেওয়ার মূল হোতা ....
021) মাকসুদ সোনাগাজী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। পাশাপাশি তিনি নিহত নুসরাতের মাদ্রাসার পরিচালনা পর্ষদের সদস্য। মাকসুদ নুসরাত হত্যা মামলার ৪ নম্বর আসামি। ৮ জনের নাম উল্লেখ করে এই মামলায় অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় অধ্যক্ষ সিরাজ উদ দৌলাসহ ১১ জনকে আটক করা হয়েছে।
022) ৬ এপ্রিল নুসরাতকে মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। গত বুধবার রাতে নুসরাত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আল মাহমুদ বলেন, বেশ কয়েকজন ছাত্রী, অভিভাবক, শিক্ষক, পুলিশসহ অনেকের সাক্ষ্য নিয়েছেন। তদন্ত সাপেক্ষে তিনি বিষয়টি নিশ্চিত হয়েছেন যে ২৭ মার্চের ঘটনার সঙ্গে ৬ এপ্রিল নুসরাতের গায়ে আগুন লাগিয়ে দেওয়ার যোগসূত্র রয়েছে।
023) নুসরাত এর প্রতিবাদ করে মামলা করেছিল। অন্যায়ের প্রতিবাদ করে অন্য দেশের কেউ বিশ্বখ্যাত হয়, কেউ নোবেল পুরস্কার পায়, কেউ জাতিসংঘের শুভেচ্ছাদূত হয়। আমাদের মতো অভাগা দেশে ঘটে উল্টো ঘটনা। আমাদের দেশে প্রতিবাদী নুসরাতকে মামলা করার কারণে আগুন দিয়ে পুড়িয়ে মারা হয়।
024) নুসরাত যখন অন্তিম লড়াইটা করছেন, তখন আরেক ষাটোর্ধ্ব বাবা তাঁর প্রয়াত মেয়ের ছবিসংবলিত একটি ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে আছেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে। সেখানে লেখা, ‘আমার একমাত্র কন্যা কামরুন নাহার তুর্ণা হত্যার বিচার চাই এবং আমার জীবনের নিরাপত্তা চাই ।’ তাঁর নাম মফিজুল হক। তুর্ণার লাশ দুই বছর আগে তাঁর শ্বশুরবাড়ির পরিত্যক্ত পানির ট্যাংক থেকে উদ্ধার করা হয়েছিল। হাত-মুখ বাঁধা অবস্থায় মৃত পড়ে থাকা তুর্ণা ছিলেন তিন মাসের অন্তঃসত্ত্বা। দুই বছরে তুর্ণা হত্যার বিচার না হলেও মফিজুল হকের জীবনের নিরাপত্তা শঙ্কায় পড়েছে। মফিজুল হক দুই-ই চাইতে হাজির হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে।
025) পত্রিকা মারফত জানা যে শরীর আগুনে ঝলসে যাওয়ার আগ পর্যন্ত যৌন হয়রানির বিরুদ্ধে কঠিন অবস্থানই নয়, লাইফ সা‌পোর্টে নেওয়ার আগে ব্যান্ডেজে মোড়া শরীরটির মধ্যে বেঁচে থাকা প্রাণটিকে সম্বল করে শক্তভাবেই দগ্ধ মাদ্রাসাছাত্রী তার মা ও ভাইকে শেষ কথা হিসেবে বলে‌ছে যে তার যা হয় হোক, তার এ অবস্থার জন্য যারা দায়ী, তা‌দের যেন বিচার হয়।
026) ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান আমাদের মতো ছিলেন না। তিনি হয়তো রবি ঠাকুরের কবিতা মনে মনে ধারণ করেছিলেন। কেবল ভাবসম্প্রসারণ লেখার জন্যই কবিতাটা পড়েননি। মনে মনে শপথ নিয়েছিলেন। অন্যায় দেখলেই প্রতিবাদ করবেন। ঝাঁপিয়ে পড়বেন। প্রতিকার হয় কি না, পরে দেখা যাবে। পবিত্র কোরআন বা হাদিসও তো তাঁকে অন্যায়ের প্রতিবাদ করতে শিখিয়েছে। সৎ পথে চলতে বলেছে।
027) ফেনীর সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহানকে পুড়িয়ে মারার ঘটনার প্রতিবাদে যৌন নিপীড়ন ও ধর্ষণবিরোধী পদযাত্রা হয়েছে। আজ শুক্রবার রাজধানীতে এ পদযাত্রা হয়।

বেলা ১১টায় রাজধানীর শাহবাগ থেকে পদযাত্রা শুরু হয়ে তা শহীদ মিনারে গিয়ে শেষ হয়। গৌরব একাত্তর, পূর্ণিমা ফাউন্ডেশনসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ এ পদযাত্রায় অংশ নেন।
028) ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার আসামি নুর উদ্দিনকে ভালুকা থেকে আটক করা হয়েছে। মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল আজ শুক্রবার সকালে তাঁকে আটক করে।
029) সোনাগাজী সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে আগুন দিয়ে হত্যাচেষ্টা ও যৌন হয়রানির অভিযোগের পর বেরিয়ে আসছে তার নানা অপকর্মের তথ্য।
030) নুসরাতের ময়নাতদন্তের মুহূর্তের বর্ণনা দিলেন ঢাবি ছাত্রী ফাতিমা তাহসিন ====>>
.
মৃত মানুষটা মেয়ে হলে তার ময়নাতদন্ত করার সময় মা অথবা বোনের থাকতে হয়। রাফির মা অসুস্থ আর আপন কোনো বোন না থাকায় আমাকে বোন হিসেবে রেখেছিলো ময়নাতদন্তের সময়।
মেয়েটার পেটে কোনো মাংস নেই, মুখ দিয়ে লালা ঝরছে, যৌনাঙ্গ পুড়ে বীভৎস অবস্থা,পায়ের নখের লাল টুকটুকে মেহেদী রঙটুকু এখনো চোখে পড়ে।
031) সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত হয়েছেন ফেনীর সোনাগাজীর অগ্নিদগ্ধ মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি। স্থানীয় ছাবের সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে দেশজুড়ে। ছবিগুলো বৃহস্পতিবারের—-
032) সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা থেকে বহিস্কৃত অধ্যক্ষ ও নুসরাত জাহান রাফির হত্যা মামলার প্রধান আসামি সিরাজ-উদ-দৌলা জামায়াতে ইসলামীর রাজনীতি করতেন। তিনি উপজেলা জামায়াতের শূরা সদস্য। তবে জামায়াত তাকে বহিস্কার করেছে এমন দাবি করলেও তার সপক্ষে কোনো প্রমাণ নেই। এই মাদ্রাসাটি শুরু থেকেই ছিল জামায়াত নিয়ন্ত্রিত। অভিযুক্ত সিরাজের বিরুদ্ধে আগেও নাশকতা, মাদ্রাসার তহবিল তছরুপ, জামায়াত-শিবিরের রাজনৈতিক কার্যক্রম প্রতিষ্ঠা করা, অনৈতিক কাজের অভিযোগ এবং একাধিক মামলা রয়েছে। এর আগেও তিনি কারাগারে গেছেন। তারপরও তিনি এ মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে বহাল ছিলেন। 
033) ‘সিটটি এখন খালি পড়ে আছে’
034) 'হাজার হাজার কওমী মাদ্রাসায় কোন তদারকিই নেই' ===>>
 https://www.bbc.com/bengali/news-47900602 
035) টকশোতে মাদ্রাসা ছাত্রী নুসরাতকে নিয়ে ঝড় তুললো সাখাওয়াত হোসেন সায়ন্ত! অপু উকিলের মুখ বন্ধ
036) একজনের অপরাধের জন্য ঢালাওভাবে সবাইকে দোষারোপ করা উচিত নয় ।
037) যারা কুকুর সিরাজউদ্দৌলার মুক্তি চায় ঐসব কুলাঙ্গারদেরও বিচারের আওতায় আনা হোক,এবং সিরাজউদ্দৌলার খুব দ্রুত ফাঁসি দেয়া হোক।
038) পাঁচ দিন ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন নুসরাত। প্রধানমন্ত্রী চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়ার নির্দেশ দিলেও শারীরিক অবস্থার কারণে তা সম্ভব হচ্ছিল না।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে নুসরাতকে মৃত ঘোষণা করেন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের সমন্বয়ক সামন্ত লাল সেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
039) গত ৬ এপ্রিল আলিম পরীক্ষা দিতে মাদ্রাসায় গেলে তাকে কয়েকজন ছাদে ডেকে নিয়ে যায়। সেখানে তা গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে নুসরাত নিজেই বলে গেছেন।
040) ফেনীর সোনাগাজীতে একটি মাদ্রাসার যে ছাত্রীকে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়েছিল তিনি বুধবার রাতে মারা গেছেন।

বাংলাদেশের সংবাদমাধ্যমগুলোর খবরে চিকিৎসক ও পরিবারের সদস্যদের উদ্ধৃত করে জানানো হয়, বুধবার রাত ন'টার পর তিনি মারা গেছেন।

তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল এবং তার শরীরের ৮০ শতাংশই আগুনে পুড়ে গিয়েছিল বলে চিকিৎসকরা এর আগে বিবিসি বাংলাকে জানিয়েছিলেন।

গত শনিবার সোনাগাজীর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় আলিম পরীক্ষা দিতে গেলে কৌশলে ঐ মেয়েটিকে ছাদে ডেকে নিয়ে গিয়ে তার গায়ে আগুন ধরিয়ে দেয়া হয়।

গুরুতর দগ্ধ ঐ ছাত্রীকে এর পর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছিল।
041) মাদরাসাছাত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টা : বীভৎস এই ঘটনার পেছনে কারা?
042) Nusrat, 18, a participant of the Alim exam from Sonagazi Islamia Fazil Madrasa, died on Wednesday night five days after she was burnt allegedly in reprisal for levelling sexual abuse charges against the principal of the madrasa, sparking a huge public outcry.





No comments:

Post a Comment