Tuesday, April 9, 2019

BD VIP : F

FB Post Tag : BD VIP : F
C/O, FB Group : BBC Bangla VS Bangladesh


24/07/2018 up-down 

501) ড. সলিমুল্লাহ .....
502) "যখন শুনলেন আমি ওপরের কাসে উঠেছি, নতুন বই লাগবে, পরদিনই ঘরের খাসিটা হাটে নিয়ে গিয়ে ১২ টাকায় বিক্রি করে দিলেন। তারপর আমাকে সঙ্গে নিয়ে জামালপুর গেলেন। সেখানকার নবনূর লাইব্রেরি থেকে নতুন বই কিনলাম।"
503) #HistoryBD ... A S M Abdur Rob I পতাকা উত্তোলনের সময় মা-বাবা, জীবনের মায়া কিছুই মনে ছিল না
504) আ স ম আবদুর রবের দৃষ্টিতে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান
505) "গত শতকের আশি আর নব্বইয়ের দশকে ইন্টারনেট আর স্যাটেলাইট টিভি ছিল না। হয়তো এ কারণেই আমরা, সে সময়ের তরুণেরা বড় হয়েছি নির্বিচারে গল্প-উপন্যাস পড়ে পড়ে। আমরা নীহাররঞ্জন-ফাল্গুনী পড়তাম, তারাশঙ্কর-বিভূতিভূষণও পড়তাম, পড়তাম রশীদ করিম আর মাহমুদুল হক। পুশকিন, গোর্কি, চেখভ, তলস্তয় না পড়ার কথাও তখন চিন্তা করা যেত না। বিচিত্রা, সচিত্র সন্ধানী আর রোববার ঈদসংখ্যা খুঁজে পড়তাম প্রত্যেক লেখকের লেখা।"
506) বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ পার্লামেন্ট সদস্য রুশনারা আলী ২০১২ সালে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাণিজ্যদূত হিসেবে নিয়োগ পান। গত বছর তিনি টানা তৃতীয় মেয়াদে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন।
507) a) কবি ওমর আলী ... বাংলা ও ইংরেজিতে ডাবল এম এ পাশ করা কৃতি এই শিক্ষাবিদ ১৯৩৯ সালে জন্মগ্রহন করেন পাবনা শহরের দক্ষিনে চর শিবরামপুরে।
b) কবি ওমর আলী দেশের বিভিন্ন জেলায় কলেজে শিক্ষকতা করেন। সর্বশেষ পাবনা সরকারী শহীদ বুলবুল কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক হিসেবে অবসর গ্রহন করেন।
বাংলা ও ইংরেজিতে ডাবল এম এ পাশ করা কৃতি এই শিক্ষাবিদ ও কবি ১৯৩৯ সালের ২০ অক্টোবর জন্মগ্রহন করেন পাবনা শহরের দক্ষিনে চর শিবরামপুর গ্রামে। ১৯৭০ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ এবং ১৯৭৫ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে এমএ পাশ করেন।
কবিতায় বিশেষ অবদানের জন্য তিনি ১৯৮১ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। তার ৪৩টি কাব্যগ্রন্থ ও ২টি উপন্যাস রয়েছে। এদেশে শ্যামল রঙ রমণীর সুনাম শুনেছি, কুতুবপুরের হাসনাহেনা, খান ম্যানসনের মেয়ে প্রভৃতি তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ।
508) সব ধরণের ঘুষ বন্ধ এ থানায়। ===>>
509) প্রথমবারের মতো পাবলিক অনুষ্ঠানে দেখা গেছে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশের সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদকে।
510) চিত্রশিল্পী মুর্তজা বশীর ===>>
আমার প্রদর্শনী উপলক্ষে এক ঘরোয়া আলোচনা অনুষ্ঠান হয়েছিল। বিষয় ছিল ‘আধুনিক চিত্র ও আধুনিক শিল্পী’। পাকিস্তানের আইনজীবী ও বুদ্ধিজীবী এ কে ব্রোহি ছিলেন প্রধান বক্তা। শহীদুল্লাহ্‌কে তিনি জিজ্ঞেস করলেন, ডক্টর সাহেব, আপনার ছেলে তো একজন আধুনিক শিল্পী। জবাবে তিনি হেসে বলেছিলেন, আধুনিক চিত্রের মতোই আমার ছেলে আমার কাছে দুর্বোধ্য। ....
511) বাংলাদেশের অন্যতম প্রধান কবি আল মাহমুদ এখন খুব অসুস্থ। কথা প্রায় বলতেই পারেন না। লিখতে পারেন না কবিতাও। ১৯৩৬ সালে জন্ম নেওয়া এই কবির জন্মদিন ছিল ১১ জুলাই । বছর দুয়েক আগে এই সাক্ষাৎকার যখন নেওয়া হয়, সে সময় বেশ কথা বলতে পারতেন তিনি। সাক্ষাৎকার নিয়েছিলেন শ্যামল চন্দ্র নাথ
512) #এরশাদ_সমাচার ===>> #TalkShowBD ........
513) রোমানিয়ায় অনুষ্ঠিত ৫৯তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে আহমেদ জাওয়াদ চৌধুরী দেশের জন্য প্রথম স্বর্ণপদক জয় করেছে।
514) জাতীর দুই কান্ডারি:; ভিসি, আক্তারুজ্জামান- 'শিক্ষাই জাতির মেরুদন্ড'। কোটার কৌটায় আজ সবই লন্ডভন্ড। সেনাপ্রধান, আজিজ- 'দেশ রক্ষায় অতন্দ্র প্রহরী'। অতশত বুঝিনা আপন ভাইটাতো নিরাপদে আছে?!!
515) কুড়িগ্রাম-৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী এম এ মতিন ... খণ্ডকালীন শিক্ষকতা করে বছরে পান ৬ লাখ টাকা।
516) ড. আনু মোহাম্মাদ: আমরা এখন সবাই জানি, ছাত্রলীগের সন্ত্রাসীরা হাতুড়ি দিয়ে এক সাধারণ শিক্ষার্থীর পায়ের হাড় ভেঙে দিয়েছে। কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি-প্রক্টর অনেক আগেই নিজেদের মেরুদন্ড নিজেরাই গুড়ো গুড়ো করে ভেঙে বুড়িগঙ্গার নোংরা পানিতে বর্জ্য হিসেবে ফেলে দিয়েছেন।
517) ???
বোরকায় মুখ ঢেকে রাখা জঙ্গিবাদী অপকৌশল। 
--- কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী
518) এরা জাতীয় গোলামের ঘড়ের গোলাম......দাদার পা চাটা গোলাম
519) খুলি উড়িয়ে দেওয়ার হুমকি সাবেক সাংসদ মকবুলের! ... YT
520) a) রাষ্ট্রের একটা পতি আছে তাঁর কাজ হলো নিজের জীবন বাঁচাতে বিদেশ ঘুরে ঘুরে চিকিৎসা নেন, আর সন্ত্রাসীদের ক্ষমা করে জীবন ভিক্ষা দেন।।
521) #AutoSuggestion
প্রফেসর এম. ইউ. আহমেদের পুনরায় জীবনলাভের ঘটনার বিবরণ ...
522) ২০২০-২১ সালকে 'মুজিব বর্ষ' ঘোষণা
523) স্বাধীনতা বিরোধীদের সন্তানরা সরকারি চাকরি পাবে না:
নৌ-পরিবহন মন্ত্রী
524) a) চোখের চিকিৎসা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
b) দীর্ঘদিন ধরে গ্লুকোমায় আক্রান্ত ৭৫ বছর বয়সী রাষ্ট্রপতি শনিবার সকাল ১০টা ৫৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন।
525) a) 'বঙ্গবন্ধুর বিরুদ্ধে পাকিস্তানের করা গোয়েন্দা রিপোর্ট প্রকাশ হবে'
b) আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর আত্মজীবনী ও কারাগারের রোজনামচা আমরা প্রকাশ করেছি। এখন বঙ্গবন্ধুকে নিয়ে ১৯৪৭ সাল থেকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার যে রিপোর্ট রয়েছে তার ৪৭টি ফাইল আমাদের কাছে আছে। এটা আমরা প্রকাশ করবো। হাজার হাজার পাতার সেই ফাইল একটা ইতিহাস।
526) মুজীবুর রহমান খাঁ (১৯১০-১৯৮৪) সাহিত্য ও সাংবাদিকতায় অবদানের জন্য ‘সেতারা-ই-কায়েদে আজম’ এবং ‘একুশে পদক’ (১৯৮০) লাভ করেন।
527) ডাঃ জোহরা কাজী (১৯১২-২০০৭) প্রথম আধুনিক বাঙালি মুসলিম মহিলা চিকিৎসক 
528) ভারতের মানুষ আমাদের চেয়ে ভালো ইংরেজি জানে এটা ভুল ধারণা। আমি তাদের দেখেছি অনেক নিকট থেকে রাষ্ট্রীয় ভাবে। আমরা বুদ্ধি এবং প্রজ্ঞায় ভারতীয়দের চেয়ে অনেক উজ্জল। তাহলে কেন তারা ১০ বিলিয়ন বাংলাদেশ থেকে নেয়? এইতো প্রশ্ন? ওটা রাজনীতিবিদদের জিজ্ঞেস করেন উওর পাবেন না। লর্ড ক্লাইভের কি নবাব সিরাজদ্দৌলাকে পরাজিত করার মতো সামরিক শক্তি ছিল? ছিলনা। তার পরেও নবাব কেন পরাজিত হলেন? এই ইতিহাস পড়েন নিজের বোকামী ধরতে পারবেন।
529) Abu Abbas ==> দালালের কাম দালালি করা।
530) সংসার ভাঙার খবরে মিডিয়ার অনেকেই খুশি হয়েছে : শ্রাবন্তী
531) ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত বিএনপির ক্ষমতাকালীন প্রধানমন্ত্রীর দাপুটে রাজনৈতিক সচিব ছিলেন হারিছ চৌধুরী।
532) দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে স্মরণ করা হয়নি আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা জাতির জনক মাওলানা ভাসানী এবং সাধারণ সম্পাদক শামসুল হককে। ===>>
533) নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম, সিপিডির সম্মানিত ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের সমালোচনা করেন শেখ সেলিম।
534) সাহেব কহেন, চমৎকার! সে চমৎকার! 
মোসাহেব বলে, “চমৎকার সে হতেই হবে যে! 
হুজুরের মতে অমত কার? .... XXX
535) বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মূলের চেষ্টা করা হয়েছিলো কেন? ... YT
536) আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) পর্যবেক্ষণ দানকারী ২৬ জনের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল৷
537) হাসিনার অস্তিত্ব ইন্ডিয়ার উপর ডিপেন্ডেন্ট। --- বদরুদ্দিন উমর
538) রাষ্ট্রের চেয়ে বড় সন্ত্রাসবাদী কেউ নাই। --- বদরুদ্দিন উমর
539) Hasina is a criminal .... She is a চোর । --- বদরুদ্দিন উমর
https://www.youtube.com/watch?v=7OKT2XkLnBs
27/06/2018 up-down
540) a) "প্রায় চার দশক ধরে পৃথিবীতে আদর্শগত শূন্যতা বিরাজ করছে"
b) আবুল কাসেম ফজলুল হক // অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয় ===>>
541) "সফর আলী মিয়া ইঞ্জিনীয়ার বাজি ধরে বলেছিলেন যে, মুজিব স্বাধীনতা ঘোষণা দিবেন না। উনি সঠিক ছিলেন, কারণ উনি মুজিবের অতি ঘনিষ্ঠ প্রতিবেশীই ছিলেন না, ফাইনান্সিয়ারও ছিলেন বটে।"
542) #Mujib
"তিনি বিচ্ছিন্নতাবাদীর দুর্নাম কোনভাবেই নিতে চাননি। আর এরই প্রমাণ তিনি রেখেছেন ভিন্ন ভিন্ন নির্ভরযোগ্য ডকুমেন্টে।"
===>>
543) #Mujib 
"সেই বন্ধুটি মুজিবের হয়ে বি.এ. পরীক্ষা দিয়েছিলেন।"
b) >>> ??? >>> http://www.storyofbangladesh.com/…/53-hasina-damaging-mujib…
544) পাকিস্তানিদের চোখে শেখ মুজিব ~~~~>>
545) ভাসানি দেশের নেতা হয়েও তার নাম নাই , ~~~>
546) Mujib 
547) #RonPaul ...
Ronald Ernest Paul (born August 20, 1935) is an American author, physician and retired politician ...
548) বাংলাদেশের সঙ্গীতশিল্পী শাকিলা জাফর বোম্বের প্রকৌশলী রবি শর্মাকে বিয়ে করে হয়েছেন শাকিলা শর্মা।
549) গাজী মাজহারুল আনোয়ার ২০ হাজারের বেশি গান রচনা করেছেন!
550) নঈম নিজাম বাংলাদেশের সাংবাদিক এবং বাংলাদেশের জনপ্রিয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক।
551) কিংবদন্তি সাঁতারু মোশাররফ হোসেন বলেন, আলাপচারিতার এক পর্যায়ে প্রধানমন্ত্রী বলেন, ‘কোন পত্রিকায় যেন তোমার খবরটি পেলাম?’ আমি বললাম, আপা ‘বাংলাদেশ প্রতিদিন’। প্রধানমন্ত্রী হ্যাঁ সূচক উত্তর জানিয়ে বলেন, ‘পত্রিকাটির প্রতিটি পাতাই আমি পড়ি। পত্রিকা পড়েই তোমাকে নিয়ে আসতে বলি।’ 
552) #Mother ...
"২০০৫ সালের ৪ এপ্রিল বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আমার মা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চোখ থাকতেও পৃথিবী অন্ধকার হয়ে গিয়েছিল। বুকের ভিতর গুমরে মরা কান্না কোনোমতেই ভুলতে পারতাম না। মা হারা শূন্যতার সে যে কী জ্বালা লিখে বোঝানো যাবে না। একেক জনের জ্বালা একেক রকম। কারও জ্বালা কারও সঙ্গে মেলে না।" ===>> 
553) অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক এখন ঠুঁটো জগন্নাথ। 
--- রাশেদ খান মেনন, সমাজকল্যাণমন্ত্রী
554) #RamadanBD 
তারাবী নামাজের গাম্ভীর্যতা ২৭তম তারাবীতে-ই সমাপ্ত করার অধিকার হাফেজ/ইমামগণকে কে দিয়েছে?
555) হজ থেকে ফিরে চরম অসুস্থ্ মঈনুদ্দিন খান বাদল সংসদে এমন বক্তব্য দিলেন সবাই অবাক .... YT
556) #Mujib .....
30th Jan-1972 .... জহির রায়হান গুম হওয়ার পর ...... 
March-1972 ...... শেখ মুজিবের সাথে জহির রায়হানের বোন নাফিসা কবীরের উত্তপ্ত বাক্য বিনিময় ====>>
C/O, http://amrabnp.com/bn/node/3605
557) "হাছন রাজার গান জনপ্রিয় হলেও বাংলাদেশে তার জীবনদর্শন পরাস্ত।"
558) "লোককবি, গীতিকার, সুরকার ও শিল্পী সিলেটের বিশ্বনাথের হাছন রাজা (১৮৫৪-১৯২২) ছিলেন মানবতাবাদী সঙ্গীতশিল্পী।"
559) বাংলাদেশের ডলি বেগম কানাডার এম পি হলেন যেভাবে ... ===>
24/06/2018 up-down
560) Might is right অর্থ দিয়ে সব কিছুই হয়➫ হীরক রাজার দেশ!; জনগন চায় যথাযথ আইনি ব্যবস্থা। সজনপ্রীতি আর দুর্নীতিমুক্ত দেশ আশা করা যায় কি?
561) কাজের মেয়ে পেয়েছেন চিকিৎসকের মুখও দেখিনি 
রংপুরে এরশাদ-
562) আজকে বলা হচ্ছে রেশমাকে নিয়ে কোনো সংবাদ প্রচার করা যাবে না। তাকে এখন পাজেরো গাড়িতে করে বাসায় পৌঁছে দেয়া হচ্ছে কঠোর নিরাপত্তায়। এটা কেন করা হচ্ছে? এগুলো আমরা বলতেপারি না।’
563) হীরক রাজার দেশের রাজপুত্র রা :)
564) জাতিয় বেঈমান, খন্দকার মোস্তাক আহমেদ।
আফসোস, নিজের সন্তানরাও তাকে ক্ষমা করেনি।
565) হাতটা অ নে ক লম্বা:; ভাই শীর্ষ সন্ত্রাসী জোসেফকে জেল থেকে ছাড়ানোর রেশ কাটতে না কাটতে প্রধান সেনাপতি!!?? বাহ্ চমৎকার!।
566) মায়া মন্ত্রী হয় আর খালেদা জিয়ার জামিন হয় না , ....
17/06/2019 up-down
567) কোয়ান্টিকো বিতর্ক ...
বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন লেখিকাকে ধর্ষণের হুমকি হিন্দু উগ্রবাদীদের ...
568) প্রধানত ১০ টি কারনে বাংলাদেশের রাজনীতিতে জামায়াত শিবিরকে পারফেক্ট বলে মনে হয়।
——- ডাঃ জাফরুল্লাহ ———
569) সালাফীর দাদা সালমান। 
570) এরশাদের পথকলি ট্রাস্ট এর কি হল ?
571) ‘এসআইকে মারতে মারতে থানার বাইরে নিয়ে গেলেন আ. লীগ নেতা’
572) মাসিহুজ্জামান সেরনিয়াবাত বিমানবাহিনীর নতুন প্রধান
573) আজম খানই বাংলাদেশের একমাত্র পুরুষ গায়ক, যাঁর স্টেজ পারফরম্যান্স দেখতে কিশোর-তরুণেরা ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতেন। 
574) প্রধানমন্ত্রীর বিশেষ দূত!; বিশেষ বিশেষ চটক ছাড়েন। বিশেষ বিশেষ স্হানে, কালে ও বিশেষ বিশেষ পাত্র ভেদে, বিশেষ বিশেষ ব্যাপারে। মিডিয়ায় প্রচার প্রসারও হয় বিশেষ যত্ন সমেত। আহ্ কী সুন্দর উক্তি!! ভুলা যায় না!!।
575) মোতাহের হোসেন চৌধুরী ১৯০৩ খ্রিস্টাব্দে কুমিল্লায় জন্মগ্রহণ করেন। 
576) একের পর এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমতি প্রদানকে ‘সম্পূর্ণরূপে কাণ্ডজ্ঞানহীন সিদ্ধান্ত’ বলে অভিহিত করেছেন এমাজউদ্দীন আহমদ।
577) স্কুল জীবনেই জিয়ার স্বাক্ষর নকল করেছিলেন তারেক FB Video
578) ১৯৭১ থেকে ১৯৭৫ পর্যন্ত বাংলাদেশের শীর্ষ চোরা কারবারি নাসিমের .....
26/05/2018 up-down
579) জী, দিদি আপনাকেও এবং আপনার চৌদ্দ গুষ্টির সবাইকে ভালবাসি; দয়া করে পানির ব্যপারটা একটু দেখবেন, প্লিজ!।।
580) ৪৩ বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা যান অভিনেত্রী তাজিন আহমেদ ...
581) ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বলেছে, প্রধান বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদকে প্রধানমন্ত্রীর বিশেষ দূত করা হলেও বিভিন্ন দেশে ব্যক্তিগত সফরে গিয়ে তাঁকে এই দায়িত্ব পালন করতে দেখা যায়নি। তবে তাঁর পেছনে প্রতি মাসে গড়ে পাঁচ লাখ টাকা ব্যয় হচ্ছে।
582) জাতীয় পার্টির সাবেক মহাসচিব এবং এরশাদ সরকারের সাবেক পাটমন্ত্রী এ বি এম শাহজাহান মারা গেছেন (ইন্না লিল্লাহি ...
583) "ড. জাফর ইকবালকে যোহরের নামাজের কথা বলায় শাবিপ্রবির এক ছাত্রকে সন্দেহ করে পুলিশ আটক করেছে। "
584) মানবিক কাজের স্বীকৃতি পেলেন এসআই শবনম সুলতানা
585) ৭ মার্চের ভাষণ ছিল স্বাধীনতার কৌশলী ঘোষণা: ব্রিটিশ গবেষক
586) রবীন্দ্র সঙ্গীতের পৃষ্ঠপোষকতা করবো: প্রধান বিচারপতি
587) #SpeechBD ...
শফিকুল ইসলাম মাসুদ
588) কাদের সিদ্দিকী তাঁর বক্তব্যে বলেন, ‘শেখ হাসিনার সঙ্গে আমার নানা বিষয়ে বিরোধ রয়েছে। আমি প্রধানমন্ত্রীর শ্রেষ্ঠ সমালোচক। কিন্তু শেখ হাসিনাকে কেউ যদি আঘাত করে, তবে আমিই সবার আগে ছুটে যাব। অন্যদিকে খালেদা জিয়াকে যদি কেউ অপমান করে, তবে আমিই প্রথম তার প্রতিবাদ করব।’
589) আরবি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখক খলিল জিবরানের রচনাবলিসহ বহু ধ্রুপদি সাহিত্য অনুবাদ করেছেন তিনি।
03/05/2018 up-down
590) জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ও আপিল বিভাগের সাবেক বিচারপতি আমিরুল কবীর চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
591) কবি মোস্তফা মীর আর নেই
592) দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা তোফাজ্জল হোসেন মানিক মিয়ার কাছে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর লেখা চিঠি।
593) ১৯৬৩ সালের ইত্তেফাক সোহরাওয়ার্দী সংখ্যা
594) #ParliamentBD
এমপিদের বই পোকায় খায়
595) E) তারেক রহমানের নাগরিকত্ব বিতর্ক
 since The Start
16/02/2018 up 

08 June, 2020 down ...
597) ডাক্তার ফেরদৌস খন্দকার।
598) BAL ..... বড় ধাক্কা খেল আওয়ামীলীগ ! বাড়ছে আক্রান্ত মন্ত্রীর সংখ্যা !
599) প্রবীর কুমার মিত্রের জন্ম ১৯৪৩ সালের ১৮ আগস্ট চাঁদপুরের নতুন বাজারে।
600) কোভিড-১৯-এ আক্রান্ত সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে।



No comments:

Post a Comment