Tuesday, April 9, 2019

BD VIP : D

FB Post Tag : BD VIP : D

C/O, FB Group : BBC Bangla VS Bangladesh

06/12/2019 up-down 
301) সম্পদের মালিকানার ক্ষেত্রে এইচ এম এরশাদ ও তাঁর স্ত্রী রওশন এরশাদ কেউই কারও চেয়ে তেমন পিছিয়ে নেই। তবে নগদ টাকা নিজের কাছে না রেখে স্ত্রীর কাছেই বেশি রেখেছেন এরশাদ। এরশাদের হাতে নগদ টাকার পরিমাণ ১৮ লাখ ৫৩ হাজার টাকা। তবে তিনি স্ত্রীর কাছে রেখেছেন ২৬ কোটি ২০ লাখ ২৯ হাজার টাকা।
302) a) ডাঃ জোহরা বেগম কাজী (১৯১২-২০০৭) প্রথম আধুনিক বাঙালি মুসলিম মহিলা চিকিৎসক। .... b) 
303) হুমায়ুন কবির ১৯০৬ - ১৯৬৯) : জন্ম অবিভক্ত বাংলার ফরিদপুরে, দুই দফায় ভারতের শিক্ষা মন্ত্রী ছিলেন।
304) খালেদা জিয়া সম্পর্কে আসিফ নজরুল ===>> YT
305) মোহাম্মদ হানিফ ===>> একটা ভাল সৎ চরিত্রের মানুষ এখানে নেই। XXX
306) জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমইচে) ভর্তি রয়েছেন। সোমবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে সিএমইচে ভর্তি করা হয়। দলীয় সূত্র জানিয়েছে, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হতে পারে।
307) বাংলাদেশে বঙ্গবন্ধু'র পূজা চলছে ====>
@ 6m of this video ...
308) শেখ হাসিনার প্রথম সরকারের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে পরিচিত (পররাষ্ট্রমন্ত্রী) আবদুস সামাদ আজাদ তৎকালীন সোভিয়েত ইউনিয়নে গিয়েছিলেন মোশতাক সরকারের পক্ষে সমর্থন আদায়ের জন্য।
309) মুজিবের ৭-ই মার্চ ভাষণের প্রতিক্রিয়ায় গোলাম আজম - - - -
23/11/2019 up-down
310) ওই ১৫ বছর আজাদের মা একবারে জন্যও ভাত খাননি। ===>
311) বাংলাদেশের অগ্রগণ্য শিল্পী রফিকুন নবী। রনবী নাম নিয়ে বিখ্যাত হয়েছেন কার্টুনিস্ট হিসেবেও। ‘টোকাই’ তাঁর অমর সৃষ্টি, যার শুরু হয়েছিল ১৯৭৮ সালে। টোকাইয়ের ৪০ বছরে রফিকুন নবীর সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন মাহফুজ রহমান
312) মরহুম আব্দুল জলিল ....
313) a) নির্বাচনে জয়ী হতে না পারলে শেখ হাসিনা সৌদি আরব চলে যাবেন |
কারন উনার বংশধর ইসলাম প্রচারে আরব থেকে এখানে এসেছিলেন |
হাসান মাহমুদ |
314) ছবিটি ১৯৭১ সালের ২৯ এপ্রিল লন্ডন টাইমসের প্রথম পাতার। এখানে বৃটিশ পুলিশ যে তরুণকে গ্রেফতার করছে, তাঁর নাম ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।
315) রাশেদ মাহমুদ ===>> 
ময়মনসিংহের মুক্তাগাছার কৃতিসন্তান বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে ফাঁসির মঞ্চ থেকে বেচে যাওয়া প্রতিরোধযোদ্ধা মুজিব সৈনিক ‘বিশ্বজিত নন্দীর’ কাদের সিদ্দিকীকে লেখা পত্র-
316) শহিদুল আলম জেলে যাওয়ার পরে, সারা বিশ্বের এক্টিভিস্টদের প্রতিক্রিয়ায় বুঝতে পেরেছি- একজন প্রফেশনাল হিসেবে শহিদুল আলম কত বড়। আগে জানা ছিল না।
317) এদেশে যেমন দালাল ছিল এবং আছে____ঠিক তেমনি এদেশে দামাল ছেলেও ছিল এবং আছে ! হ্যা, মেজর জলিল ! একাত্তুরের রণাঙ্গনে খুলনা বরিশাল সহ দক্ষিণাঞ্চলে নয় নম্বর সেক্টরের অধিনায়ক ছিলেন ! ===>>
21/11/2019 up-down
318) আমি মরি নাই, ৩শ আসনেই প্রার্থী দেব : এরশাদ
319) শেখ হাসিনা’র সিনেমা বনাম খালেদা জিয়ার বই : নির্বাচন 2018 II Shahed Alam II বাংলাদেশ politics  .... YT
320) The Universal Academy has published the book, ‘Begum Khaleda Zia: Her Life, Her Story’, by Mahfuz Ullah. The 718-page book is priced at Tk 2,000.
321) Guests at the launching ceremony of the book 'Begum Khaleda Zia: Her Life, Her Story' at a city hotel in Gulshan, Dhaka on Sunday, Novmeber 18, 2018 Dhaka Tribune
322) বেগম খালেদা জিয়া, হার লাইফ হার স্টোরি'
নিয়ে কি বলেন ডঃ আসিফ নজরুল!
323) আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী ডা. প্রাণ গোপাল দত্ত। তিনি একজন খ্যাতনামা চিকিৎসক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য। বহু বছর ধরে বিনামূল্যে এলাকার মানুষকে চিকিৎসা সেবা দিয়ে আসছেন তিনি। এলাকার মানুষের জন্য বড় একটি দাতব্য চিকিৎসালয় করে আসহায় মানুষের মাঝে উন্নত চিকিৎসা সেবা পৌঁছে দিতে চান বলে আশাবাদ প্রকাশ করেন তিনি।
324) ‘এটা আমাদের কৌশল, আমরা সুযোগ পেলে ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ সংবিধান থেকে তুলে দেব’
325) প্রখ্যাত ভারতীয় লেখক অরুন্ধতী রায় বাংলাদেশের আলোকচিত্রী শহিদুল আলমের কাছে একটি খোলা চিঠি দিয়েছেন। চিঠিতে তিনি ‘আমার আশা, শিগগিরই ঢাকায় আমাদের দেখা হবে’ বলে আশাবাদ ব্যক্ত করেছেন। শহিদুল আলমের আটকের এক শ দিন উপলক্ষে অরুন্ধতী এই চিঠি দিয়েছেন। গতকাল ১৩ নভেম্বর মঙ্গলবার শহিদুল আলমের আটকের এক শ দিন হয়েছে।
326) মশিউর রহমান যাদু মিয়া ... তিনি জিয়াউর রহমানের সরকারের সময় প্রধানমন্ত্রীর মর্যাদায় সিনিয়র মন্ত্রী ছিলেন।
327) "আমি জিয়া-যাদু গোপন চুক্তিটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি। ওটা কারও মতে হতেই পারে ষড়যন্ত্রমূলক। তবু আমি বলব, এটা একটা রাজনৈতিক সন্ধিপত্র। যার মূল কথাই ছিল, দেশের সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থার সংস্কার করা। জিয়া-যাদু সম্পর্ক এবং সেখানে যে একটি ট্র্যাজেডি আছে, সেটা আমরা বিস্মৃত হতে পারি না। যাদু মিয়ার ভাই মেখলেসুর রহমানের (সিধু ভাই) একটি অসামান্য সাক্ষাৎকার নিয়েছিলেন সরদার ফজলুল করিম ও মুস্তাফা নূরউল ইসলাম।"
329) সাংবাদিক শ্রেণিতে প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদক তৃতীয়বারের মতো কর কার্ড পেলেন
330)  ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান ঢাকা সিটির অন্যতম সেরা করদাতা
14/11/2019 up-down
331) Toufique Imrose Khalidi is the publisher, editor-in-chief, and co-owner of BDnews24.com
332) .... ফোন রেখে শেখ সাহেব গাজীকে উদ্দেশ্য করে বললেন,
-মাফ চা নিম্মীর কাছে। ... কাদের রক্তের বদলে আজ আপনি প্রধানমন্ত্রী? আমি জানতে চাই।
333) " .... দু’দিন পর বঙ্গবন্ধু শফিউল্লাহকে ডেকে পাঠালেন তার অফিসে এবং প্রায় অভিযোগের সুরে জিজ্ঞেস করলেন, ‘ডালিম যে তার টেবিল চাপড়ে গেল তার তিনি কী করেছেন?’
334) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্নাতক, স্নাতকোত্তর শেষ করেছেন। ইতিহাসের ছাত্র মুশফিকুর রহিম এখন একই বিদ্যাপীঠ থেকে এম.ফিল করছেন। তাঁর ইচ্ছে ভবিষ্যতে পিএইচডিও করবেন। পিএইচডির বিষয় অনেকটা ঠিক হয়ে আছে। মুশফিক গবেষণা করতে চান উপমহাদেশের ক্রিকেট ইতিহাস নিয়ে।
335) এরশাদ মাঝে মধ্যে মোচড় দেওয়ার চেষ্টা করলেও মঞ্জুর হত্যা মামলার তারিখ দিলেই এরশাদ আবার ‘পোষ’ মেনে যান ???
336) a) জুনাইদ বাবুনগরীর জন্ম ১৯৫৫ সালে, চট্টগ্রামের ফটিকছড়ি থানার বাবুনগর গ্রামে।b) জুনাইদ বাবুনগরীর জন্ম ১৯৫৫ সালে, চট্টগ্রামের ফটিকছড়ি থানার বাবুনগর গ্রামে। ৫ বছর বয়সে তিনি জামিয়া বাবুনগর মাদ্রাসায় ভর্তি হন। এরপর ১০ বছর আল্‌-জামিয়াতুল আহ্‌লিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় অতিবাহিত করেন। ২০ বছর বয়সে তিনি পাকিস্তানের দারুল উলুম করাচি মাদরাসায় ভর্তি হন।
337) শেখ মুজিব-এর অনেক সিদ্ধান্তই তার সাধারণ সমর্থকদের হতবাক করে। শেখ মুজিব ক্ষমতা পেয়েই তাঁর এককালের ঘনিষ্ঠ সহযােগী তাজউদ্দীনকে অপছন্দ করতে থাকেন। অবশেষে তাকে করেন সর্ব প্রকার ক্ষমতার আসন থেকে বঞ্চিত।
338) খুলনা বিভাগের নড়াইল শহরের অদূরে জুড়ালিয়া গ্রামে মাশরাফির বাবা গোলাম মুর্তজা ১৬ বছর আগে কিনেছিলেন একটি পুকুর। তার বাবা সেই পুকুরেই মাছ চাষ শুরু করেন। তা দেখেই উৎসাহ পেয়ে মাশরাফি নিজেও কিনে ফেলেন আরো ৬টি পুকুর। বলতে গেলে মাশরাফির মাছ চাষের স্বপ্ন এখন ৭টি পুকুর জুড়ে।
339) শাহ্ মোয়াজ্জেম হোসেন ====>>
১৫ আগস্টকে আমি করতে চাইলাম ‘শোক দিবস’, মোশতাক করতে চাইল ‘নাজাত দিবস’। 
340) মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে যে বাংলাদেশ জন্ম লাভ করেছে তা মেনে নিতে কারো কোনো আপত্তি নেই। এমনকি যে সকল শ্রেণী, গোষ্ঠী এবং স্বাধীনতাচক্র বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে সরাসরি যুদ্ধ করেছে তাদেরকেও বাংলাদেশের বাস্তবতা মেনে নিতে বাঁধছে না। কিন্তু মুজিবের অস্তিত্ববাচক ভূমিকাটুকুকে মেনে নিতে তাদের ঘোরতর আপত্তি। এ এক মর্বিড মানসিকতা।'
------ শেখ মুজিব এবং অন্যান্য প্রসঙ্গ, আহমদ ছফা
341) বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 
342) ব্যারিস্টার মইনুল হোসেনের উপর হামলা ....
343) সংলাপে 'খুশি' বি. চৌধুরী
344) ভারতের জন্যে ইমানদার বাংলাদেশের বেঈমান। .....
345) আমার কোনো রিস্ক নাই,আমি দেশে থাকিনা নাঃ-সজীব ওয়াজেদ জয়||
346) "দেশের বিপুল জনগণের সঙ্গীত বিষয়ক চিন্তাধারা ও জনগণের সঙ্গীতের এতকালের উত্তরাধিকারে আইয়ুব বাচ্চুর সংযোজন কী?"
347) Dr Kamal Hossain on Quantum Method ===>> YT
348) ১৯৬৯ সালে মানিক মিয়ার মৃত্যুর পর ইত্তেফাকের মালিক হন তাঁর দুই ছেলে ও দুই মেয়ে।
349) অত্যান্ত মেধাবী সিরাজুল হক ছাত্র জীবনের অধিকাংশ সময় স্বাধীন বাংলাদেশের স্থপতি ও জাতির জনকের ঘনিষ্ট সহচর হিসেবে কেটেছে। 
350) নায়ক ফারুক ====>>
একুশে আগস্টের পর আমি ভূমিকা রাখতে গিয়ে এই কারণেই ব্যাংক আমাকে গলা টিপে মেরে ফেলেছে। পাঁচ হাজার পাঁচ’শ তেত্রিশ কোটি পচাত্তর লক্ষ টাকা তারা আমার কাছে পায় বলে নোটিশ দিয়েছে। যা কথায় লেখা আছে এবং অংকেও লেখা আছে। আমি ব্যাংক থেকে লোন নিয়েছিলাম যা খুব অল্প। নিয়েছিলাম ৩৫ কোটি টাকার মতো। কিন্তু আমি প্রজেক্ট করেছি যেটা ২০০ (দু’শত) কোটি টাকার। যেটা কষ্টার্জিত পয়সা দিয়ে। কিন্তু সোনালী ব্যাংক ভুলে হাজার হাজার কোটি টাকার নোটিশ দিয়ে বসে আছে। ভুলেই কেমনে বলি!
351) বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বঙ্গবন্ধুর খুনি ছিলেন খন্দকার মোশতাক। মোশতাক যখন রাজনৈতিক দল গঠন করেছিলেন, ব্যারিস্টার মইনুল হোসেন তখন হয়েছিলেন সেই দলের নেতা। এখন আবার তিনি ২১ আগস্ট গ্রেনেড হামলাকারী এবং ২০০১ সালের পর যারা অত্যাচার-নির্যাতন করেছে তাদের সঙ্গে হাত মিলিয়েছেন। ...
352) জনপ্রিয় সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু আর নেই। বৃহস্পতিবার সকালে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
353) অন্নদা শংকর রায় : শেখ সাহেবকে প্রশ্ন করি, বাংলাদেশের আইডিয়াটা প্রথম কবে আপনার মাথায় এলো? তিনি মুচকি হেসে বললেন, সেই ১৯৪৭ সালে।
354) "এক / এগারোর সময় মইনুল হোসেন রাজনীতিবিরোধী ভূমিকা পালন করেছেন। কোনো কোনো ক্ষেত্রে প্রতিহিংসাপরায়ণ আচরণও করেছেন।"
355) "পিতার কারণে বঙ্গবন্ধুর ‘করুণা’র কোটায় সংসদ সদস্য নির্বাচিত হয়ে মঈনুল হোসেন বঙ্গবন্ধুর বিরোধিতা করেছেন।"
356) দৈনিক আমাদের নতুন সময়ের ভারপ্রাপ্ত সম্পাদক ও কলামিস্ট মাসুদা ভাট্টি ...
357) "বংশপরিচয় বা উচ্চশিক্ষাও যে কারো ভব্যসভ্য হয়ে ওঠার জন্য যথেষ্ট নয়, সেটা নতুন করে প্রমাণ করলেন ব্যারিস্টার মইনুল হোসেন।"
358) Articles by মাসুদা ভাট্টি ===>>
359) বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু মারা গেছেন: শনিবার চট্টগ্রামে দাফন
360) মইনুল হোসেনকে ক্ষমা চাইতে হবে প্রকাশ্যে: মাসুদা ভাট্টি
361) এস কে সিনহার বই সম্পর্কে বোমা ফাটালেন মিনা ফারাহ ... YT
362) প্রফেসর মোহাম্মদ ইউনূস ব্রিটিশদের ইতিহাসের এক মাত্র নন ব্রিটিশ ব্যক্তি যিনি কোনো ব্রিটিশ ইউনিভার্সিটির চ্যান্সেলর হয়েছেন।
27/10/2019 up-down
363) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল গবেষক গবাদিপশুর খুরা রোগ প্রতিরোধের জন্য দেশে সঞ্চরণশীল ভাইরাসের একটি কার্যকরী টিকা উদ্ভাবন করেছেন। এ উদ্ভাবনের পেটেন্টের জন্য ইতিমধ্যে আবেদন করা হয়েছে।
364) a) বিচারপতি কে. এম. হাসানের অবসর গ্রহণের পর-পরই বিচারপতিদের অবসর গ্রহণের বয়স-সীমা ৬৫ বছরের পরিবর্তে ৬৭ বছর হিসাবে নির্ধারণ করা হয়। b) Wiki .... ২০০৩ সালের ২২ জুন তারিখে বিচারপতি মাইনুর রেজা চৌধুরীর অবসর গ্রহণের প্রেক্ষিতে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশের ১৩-তম প্রধান বিচারপতি হিসাবে কে. এম. হাসানকে নিয়োগ প্রদান করেন[২] এবং তিনি ২০০৩ সালের ২৩ জুন তারিখে প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করেন ও ২০০৪ সালের ২ জানুয়ারি তারিখে ৬৫ বছর পূর্ণ হওয়ায় অবসর গ্রহণ করেন।[৩][৪]

এখানে উল্লেখ্য যে,বিচারপতি হাসানের অবসর গ্রহণের পর-পরই বিচারপতিদের অবসর গ্রহণের বয়স-সীমা ৬৫ (পয়ষট্টি) বছরের পরিবর্তে ৬৭ (সাষট্টি) বছর হিসাবে নির্ধারণ করা হয়।[৫][৬][৭]
365) আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে ততদিন জামায়াত নিষিদ্ধ হবে না। 
--- সাংবাদিক মাহফুজ উল্লাহ
366) a) Hossain Zillur Rahman is an academic, economist and policy maker from Bangladesh.
 b) Hossain Zillur Rahman was for twenty years a leading researcher at the Bangladesh Institute of Development Studies (www.bids-bd.org) before founding the independent think tank Power and Participation Research Centre (PPRC) (www.pprcbd.org) in 1996.
367) এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীকে বাদ দিয়ে ড. কামাল হোসেনের নেতৃত্বে বিএনপি, গণফোরাম, জেএসডি এবং নাগরিক ঐক্যের সমন্বয়ে গঠিত হয়েছে নতুন রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্ট। .... YT
368) তারেককে দোষী দেখানোর জন্য চাপ প্রয়োগ করা হয়েছিল ===>>
369) সিঙ্গাপুরে ড. কামাল-এরশাদ গোপন বৈঠক ?
370) Dr. Asif Nazrul's status on
"প্রিয়াঙ্কা ও রাষ্ট্রপতি"
371) রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় হেলিকপ্টার দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফরিদুর রেজা সাগরসহ ছয়জন। 
372) আল্লামা শফীও কি আওয়ামী লীগ হয়ে গেলেন?
373) #vviPOST .... "আপনাকে মিস্টার বিন কিংবা দিলদারের চরিত্রে অভিনয় করার জন্য সমাবর্তনে প্রধান অতিথি করা হয়না।"
374) বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদের মন্তব্য নিয়ে তর্ক-বির্তক
375) হেফাজতে ইসলাম নেতৃবৃন্দের পক্ষ থেকে বলা হয়, মুফতি ইজহারুল ইসলাম হেফাজতের কেউ নন। আগেও ছিলো না এখনও নেই।
376) "অল্প সময়ে টক-শোতে জনপ্রিয় হয়ে উঠেছিলেন ইত্তেফাকের একসময়ের চীফ রিপোর্টার মনির হায়দার । ২০১৪ সালের বিতর্কিত নির্বাচনের সমালোচনা করার পর হঠাৎ তার চাকরী যায়। এরপর থেকে বাধ্য হয়ে আছেন বিদেশে। কিন্তু মনটা পরে থাকে দেশের মাটিতে। দেশ থেকে কেউ আসলে সব ফেলে তাকে নিয়ে মেতে উঠেন প্রানচঞ্চল এই চিরতরুণ।"
377) শাহাদাৎ হোসেন (১৮৯৩-১৯৫৩) ...
১৯৫২ সালের ভাষা আন্দোলনে অংশগ্রহণের পর পাকিস্তান সরকার তাকে নাগরিকত্ব আইনে ভারতের নাগরিক ঘোষণা করে।
378) a)  #QuoteBD
‘অশুভ শক্তি এখনো ধর্মভিত্তিক জাতি অথবা রাষ্ট্র গঠনের চেষ্টায় লিপ্ত। --- রাষ্ট্রপতি আবদুল হামিদ
379) a) বনানী পূজামণ্ডপে রাষ্ট্রপতি :

বিশ্বকে ধর্মভিত্তিক রাষ্ট্রধারণা থেকে বের হতে হবে।
380) সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা'র বহুল আলোচিত 'এ ব্রোকেন ড্রিম' বইয়ে মণিপুরী সম্প্রদায়কে রাজাকার ও পাকিস্তানপন্থী হিসেবে উল্লেখ করার প্রতিবাদে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ‘বাংলাদেশের মণিপুরী জনগোষ্ঠী’র ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
381) সিনহার ভাইয়ের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক : আমেরিকায় অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এস কে সিনহা) ভাই অনন্ত কুমার সিনহার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
382) ক্ষমতার অপব্যবহার ও ঘুষ চাওয়ার অপরাধে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে মামলা করেছেন সাবেক মন্ত্রী ও আইনজীবী নাজমুল হুদা।
383) ঋণখেলাপিরা নির্লজ্জ- আবুল মাল ... XXX
384) a) প্রফুল্ল চন্দ্র রায় একজন প্রখ্যাত বাঙালি রসায়নবিদ, বিজ্ঞানশিক্ষক, দার্শনিক, কবি।
385) সরকারের ম্যান্ডেট নেই বলে ষড়যন্ত্র খোজে ... YT
386) a) বিচারপতি দেবেশ চন্দ্র ভট্টাচার্য (১৯১৪-২০০৪) আপিল বিভাগের বিচারপতি নিযুক্ত হন ১৯৭৫ সালের জুন মাসে। ১৯৭৭ সালের ডিসেম্বরে অবসর গ্রহণ
387) মুখোমুখি আইনমন্ত্রী: প্রসঙ্গ এস কে সিনহা ... YT
388) বিষয়: মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড
সঞ্চালনা: মোস্তফা মাহবুব 
সাক্ষাৎকার: এ কে এম সাহিদ রেজা (চেয়ারম্যান, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড) 
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড || কর্তার অর্থকথা || Kortarorthokotha || DBC NEWS 30/09/17 ..... YT
389) জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের ওপরে যতটা মামলা আছে, ড. কামাল ও বি.চৌধরীর ততটা ভোটও নাই।
390) মেজর (অব.) আবদুল মান্নানের ঋণজালিয়াতির বিষয়টি প্রথম উঠে আসে বাংলাদেশ ব্যাংকের অনুসন্ধানে।
27/09/2018 up-down
391) a) ফরাসউদ্দিন-সিরাজ এগুলো ইউজলেস নেম: অর্থমন্ত্রী
b) আসন্ন নির্বাচনে নিজ আসনে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ওই আসনে আমার ভাইসহ তিনজনের নাম রয়েছে। তবে এখানে বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. ফরাস উদ্দিন ও মেজবাহ উদ্দিন সিরাজ এগুলো ইউজলেস নেম। গতকাল রাজধানীর সোনারগাঁও হোটেলে বিশ্বব্যাংকের আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট হাডিন শেফারের সঙ্গে আলোচনা শেষে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
392) a) মেজর মান্নান স্বাধীনতাবিরোধী - মহিউদ্দিন আহমদ
b) মহিউদ্দিন আহমদ বলেন, না- বিএনপির লোক তো হয়েছে বিএনপি হওয়ার পরে। ১৯৭১ সালে সে কে ছিল। মেজর মান্নান পাকিস্তানি আর্মির কমান্ডো অফিসার ছিল। তাদের গুলিতেই শমসের মবিন চৌধুরী আহত হয়েছে। আমি তাকে ইন্টারভিউ করেছি, সে বলেছে- তার নেতৃত্বে আনোয়ারায় একটি কমান্ডো বাহিনী নেমেছে, নেমেই এলোপাতাড়ি গুলি কইরা মানুষজন মারছে। পরে সে চলে যায় পাকিস্তানে, রিপ্যাট্রিয়ট হয়ে ফিরে এসেছে। বঙ্গবন্ধু তারে আর চাকরিতে পুনর্বাসন করে নাই। এই হলো মেজর মান্নান। যুদ্ধাপরাধী। যুদ্ধাপরাধী বলবো না, স্বাধীনতাবিরোধী। সেই হচ্ছে দলের সেক্রেটারি।
393) ‘শেষ অস্ত্র’ ব্যবহারের সময় এসেছে: এমাজউদ্দীন
394) #NewsBD2014
বিকল্প ধারা বাংলাদেশের মহাসচিব আবদুল মান্নানকে বিশ্বের অন্যতম ‘সেরা ধনী রাজনীতিক’ বলেছেন তার দলের এক নেতা।
395) "বাঙালি যে ৮০ জন সেনা কর্মকর্তা পাকিস্তানের পক্ষে যুদ্ধ করেছিল, তিনি (মেজর মান্নান) তাদেরই একজন। "
বাকীরা কারা?
396) এস. কে. সিনহা’র বই-এর উল্লেখযোগ্য অংশ পড়লাম। মন্ত্রীদের ভাস্যমতো তিনি গায়ের জ্বালায় লিখেছেন বা মিথ্যে লিখেছেন বলে এটিকে উড়িয়ে দেয়া যাবে না। কারন এতে যেসব অভিযোগ করা হয়েছে তা সংবিধানের পরিস্কার লংঘন। সংবিধানের ৭ক অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রদ্রোহিতার মতো গুরুতর অপরাধ। 
397) জাতীয় সংসদে ব্যারিস্টার পার্থের বিখ্যাত সেই ভাষণ, যা শুনে প্রধানমন্ত্রীসহ সকলে নির্বাক হয়ে গেলেন !
398) আবুল ফজল মসজিদে ইমামতির মাধ্যমে পেশাগত জীবন শুরু করেন।
399) স্বপ্ন ভঙ্গের পোষ্ট মর্টেম: রেন্টু থেকে সিনহা
400) Abul kasem Mithun আবুল কাশেম মিঠুন, হাজার স্বপ্ন ছিল যে আমার Full HD .... YT
27/09/2019 up-down 











No comments:

Post a Comment