1) পরিকল্পনা মতো সবাইকে খুন করার পরে আত্মহত্যাই করেছিল কলকাতার হরিনাভির প্রোমোটার শঙ্কর কর্মকার। দেহগুলোর ময়না-তদন্তের পরে এমনটাই ধারণা ফরেন্সিক বিশেষজ্ঞদের। শুধু তা-ই নয়, তারা বলছেন, পুরুষাঙ্গটিও নিজেই কেটেছিল শঙ্কর!
হরিনাভি ও গরফায় দু’টি আলাদা ফ্ল্যাটে দুই স্ত্রীর আলাদা সংসার ছিল শঙ্করের। দু’টি সংসারেই ছোট দু’টি বাচ্চা। এর বাইরেও অসংযমী জীবনযাপন, বহু মহিলা সংসর্গ তার জীবনে জটিলতা ডেকে আনে বলে দাবি শঙ্করের আত্মীয়দের। খবর আনন্দবাজার পত্রিকার।
2) অল্পবয়সে শান্তির ঘুম ৭০ টপকে গেলেও স্মৃতি শক্তি টাটকা রাখতে সাহায্য করে।
বেলর বিশ্ববিদ্যালয়ের গবেষক মাইকেল কে স্কুলিনের গবেষণাপত্র অনুযায়ী, যৌবনে অবিচ্ছিন্ন সময়ের ঘুম মস্তিষ্কে বয়সজনিত স্মৃতি শক্তি হ্রাসকে ঠেকিয়ে রাখে। অল্প বয়সের 'ডিপ স্লিপ' বা 'স্লো (ব্রেন) ওয়েভ স্লিপ' কোনো নির্দিষ্ট দিনের অভিজ্ঞতা বা স্মৃতিকে বহুদিন পর্যন্ত ঠিকঠাক মনে রাখতে সাহায্য করে। বার্ধক্যে যথাযথ স্মৃতিচারণে সহায়তা করে।
Updated from Awakened Bangladesh upto 2/2/2015 @11AM
3) পাকিস্তান কর্তৃপক্ষ বলছে, সিন্ধু প্রদেশে একটি সংখ্যালঘু শিয়া মসজিদে জুম্মার নামাজের সময় শক্তিশালী একটি বোমা বিস্ফোরণে অন্তত ৫৮ জন নিহত হয়েছে। ঐ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ৫০ জন। বন্দর নগরী করাচীর ৪৭০ কিলোমিটার উত্তরে শিকারপুর এলাকার লাকিদার অঞ্চলে বিস্ফোরণটি ঘটে। ঐ ঘটনায় আহত অনেকের অবস্থাই আশংকাজনক এবং মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। তাৎক্ষণিক ভাবে ঐ ঘটনার দায়িত্ব কেউ স্বীকার করেনি। সেখানকার সুন্নী মুসলমান কট্টরপন্থীরা শিয়াদের ধর্মীয় প্রতিষ্ঠানগু্লো লক্ষ্য করে প্রায়শঃই হামলা চলিয়ে থাকে। LINK
হরিনাভি ও গরফায় দু’টি আলাদা ফ্ল্যাটে দুই স্ত্রীর আলাদা সংসার ছিল শঙ্করের। দু’টি সংসারেই ছোট দু’টি বাচ্চা। এর বাইরেও অসংযমী জীবনযাপন, বহু মহিলা সংসর্গ তার জীবনে জটিলতা ডেকে আনে বলে দাবি শঙ্করের আত্মীয়দের। খবর আনন্দবাজার পত্রিকার।
2) অল্পবয়সে শান্তির ঘুম ৭০ টপকে গেলেও স্মৃতি শক্তি টাটকা রাখতে সাহায্য করে।
বেলর বিশ্ববিদ্যালয়ের গবেষক মাইকেল কে স্কুলিনের গবেষণাপত্র অনুযায়ী, যৌবনে অবিচ্ছিন্ন সময়ের ঘুম মস্তিষ্কে বয়সজনিত স্মৃতি শক্তি হ্রাসকে ঠেকিয়ে রাখে। অল্প বয়সের 'ডিপ স্লিপ' বা 'স্লো (ব্রেন) ওয়েভ স্লিপ' কোনো নির্দিষ্ট দিনের অভিজ্ঞতা বা স্মৃতিকে বহুদিন পর্যন্ত ঠিকঠাক মনে রাখতে সাহায্য করে। বার্ধক্যে যথাযথ স্মৃতিচারণে সহায়তা করে।
Updated from Awakened Bangladesh upto 2/2/2015 @11AM
Update starts from KJA ====>> 31st Jan-2015 to
5) চরমনাই পীরের আসল চেহারা (দলীল প্রমান সহ)
6) মাওলানা জালালুদ্দিন রুমি (রাহমাতুল্লাহি আলাইহি)'এর পবিত্র মাজার শরীফ,কোনিয়া,তুরস্ক
No comments:
Post a Comment