Monday, February 2, 2015

Daily Note 2015 02 B

1) ২০১৯ সাল নাগাদ সবচেয়ে বেশি প্রবৃদ্ধি অর্জন করবে যেসব দেশ, এর মধ্যে দ্বিতীয় অবস্থানে থাকবে বাংলাদেশ।


সিএনএন মানির পূর্বাভাসে এমনটাই দাবি করা হয়েছে। LINK 
2) স্ত্রী ও প্রতিবেশীসহ আটক এক জামায়াত নেতা গত ১৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী।

বুধবার এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এ অভিযোগ করেন। (29/01/2015)
3) ট্রাক চাপায় শিবিরকর্মী হত্যার ঘটনায় সেই ট্রাক চালককে পুরস্কৃত করতে চান চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মেজবাহ উদ্দিন।  (29/01/2015)
4) সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আবদুর রউফ বলেছেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ না থাকার কারণে মানুষের মধ্যে বিস্ফোরণ ঘটেছে। আমরা যদি জনগণের সবাইকে সন্ত্রাসী বলে নষ্ট করে দেই তাহলে দেশই থাকে না।

রেডিও তেহরানের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বিচারপতি রউফ বলেন, আন্দোলন এখন দেশের জনগণ করছে এবং জনগণের ভোটের দাবি মেটাতেই হবে। দুইপক্ষকে সমঝোতায় আসতে হবে, তাদেরকে বুঝতে হবে। তাদের মধ্যে শুভবুদ্ধির উদয় হতে হবে। ব্যুরোক্রেসি দিয়ে কিংবা যথার্থ জ্ঞানসম্পন্ন নয় এমন রাজনীতিবিদদের দিয়ে সংকটের সমাধান হবে না।

উল্লেখ্য, ১৯৯১ সালে বিচারপতি রউফের অধীনেই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়। (29/01/2015)
5) তালেবান সম্পর্কে নতুন ব্যাখ্যা আমেরিকার। জঙ্গি নয়, তালেবানকে সশস্ত্র জেহাদি বলতেই আপাতত পছন্দ করছে হোয়াইট হাউস।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে হোয়াইট হাউসের উপ প্রচার সচিব এরিক শুলৎজ বৃহস্পতিবার বলেন, “আইএস তথা আইএসআইএস বিশ্বসন্ত্রাসকারী জঙ্গি। তবে আফগান তালেবানিরা জঙ্গি নয়, সশস্ত্র জেহাদি।” (29/01/2015)
6) সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলকে সর্বকালের সেরা বৃটিশ হিসেবে বিবেচনা করেন অনেকে। এ সপ্তাহে ব্রিটেনে তাঁর পঞ্চাশ তম মৃত্যু বার্ষিকী পালিত হচ্ছে সাড়ম্বরে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৎকালীন ব্রিটিশ ভারতের বাংলায় যে ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল, সেজন্যে চার্চিলের নীতিকে দোষারোপ করে টুইটারে চলছে এক তীব্র বিতর্ক। ............... LINK 
7) আত্মহত্যা করতে চেয়েছিলেন জেনারেল মইন  ..... LINK 

No comments:

Post a Comment