Thursday, March 2, 2023

Selected 100+ Posts: 2023

collected from 

 FB Group Posts : 2023: January: A 

006) স্বামী যদি দায়িত্বশীল না হয়, মেয়েদের অর্ধেক জীবন শেষ।

আর স্ত্রী যদি টাকার লোভী হয়, তো পুরুষের পূরো জীবন শেষ.... 

011) রাসুল (সাঃ) বলেছেন,

এমন একটি যামানা আসবে, যখন মানুষ তোয়াক্কাই করবে না যে বস্তুটি হারাম না হালাল। --- (বুখারী-২০৮৩) 

012) Insecurity mentally destroys you. 

014) যখন আমি যুদ্ধ ক্ষেত্রে থাকি, তখন এটি আমার কাছে, বিবাহের রাতে কোনো সুন্দরী নারীর সাথে রাত্রিযাপনের চেয়েও বেশি পছন্দনীয়। — খালিদ বিন ওয়ালিদ (রাঃ) 

016) #HadeesBD

“তোমরা কাজ করে যাও, কেননা যার জন্য যাকে সৃষ্টি করা হয়েছে তার জন্য সে ধরনের কাজ করা সহজসাধ্য করে দেয়া হবে।”  

017) Cancer is caused as a result of changes in the DNA of cells that lead to uncontrolled growth and division - this can result in the formation of a tumour (a mass of cells) 

020) #ইবলিশ তার রবকে বলেছে :
আপনার ইজ্জত ও বড়ত্বের কসম,আমি বনি আদমকে পথ ভ্রষ্ট করতেই থাকবো ... যতক্ষণ তাদের মধ্যে রুহ থাকবে।
আল্লাহ বলেন:
আমার ইজ্জত ও বড়ত্বের কসম, আমিও তাদের ক্ষমা করতে থাকবো ... যতক্ষণ তারা আমার নিকট ইস্তেগফার করে। (সহীহ হাদিসে কুদসীঃ৩২)

024) THE CALAMITIES OF AHMED DEEDAT - by Abu Yusuf al Kashmiri

https://www.facebook.com/notes/286781782312082/  

#MuslimScholar 

025) In physics, string theory is a theoretical framework in which the point-like particles of particle physics are replaced by one-dimensional objects called strings. 


Section B 

B) 

তুহাফুল উকুল ....

নবী (সা.) আরো বলেছেন, হে আলী! চার ধরনের লোক রয়েছে যাদের দ্রুত শাস্তি দেয়া হয়। যে ব্যক্তির প্রতি তুমি উপকার করো, অথচ প্রতিদানে সে তোমার অপকার করে। যে ব্যক্তির ওপর তুমি জুলুম করো না, কিন্তু সে তোমার ওপর অত্যাচার করে। যে ব্যক্তির সাথে তুমি চুক্তিবদ্ধ হও এ ইচ্ছা বা সংকল্প নিয়ে যে তুমি চুক্তির প্রতি বিশ্বস্ত থাকবে আর তার সংকল্প হলো চুক্তি ভঙ্গ করা, আর যে ব্যক্তির সাথে তুমি আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাও, অথচ সে সম্পর্ক ছিন্ন করে।

হে আলী! চারটি জিনিস যার মধ্যে থাকে তার ইসলাম পরিপূর্ণ হয়। সততা, কৃতজ্ঞতা, লজ্জা এবং সদাচরণ।

..... তুহাফুল উকুল



A) #Fatwa on Riba  ===>>

 গত বছর আপনি যদি কারো কাছ থেকে ১০০ টাকা কর্জ  নিয়ে থাকেন, তাহলে এই এক বছর পর  সেই টাকা পরিশোধ করতে  চাইলে    আপনাকে    এক বছর আগে ১০০ টাকায়  ( নিত্য পণ্য  ) মোটা চাল / আটা / খেজুর ইত্যাদি যে  পরিমাণে পাওয়া যেত সেই পরিমাণ ( নিত্য পণ্য  )  মোটা চাল / আটা / খেজুর ইত্যাদির বর্তমান মূল্য দিতে হবে, তানাহলে আপনি সুদ খাচ্ছেন বলে  ধরে  নিবেন ( মূল্য বেড়ে যাওয়ার কারণে / অন্য কথায় টাকার দাম কমে যাওয়ার কারণে । ) উল্লেখ্য সুদ খাওয়ার কারণে মসজিদে  মুমিন মুসল্লির সংখ্যা  আখেরি জামানায় শূন্যের কোঠায় নেমে আসবে,   হাদিস মোতাবেক।  

----- KabirSir@gmail.com 

#KabirSir


No comments:

Post a Comment