Tuesday, February 28, 2023

FB Group Posts : 2023: February: D

 28/02/2023 0700AM 

001) ডিজিটাল শিক্ষায় এলো ‘মেধাবীর সুপারনোভা’ ও ‘কিডস ব্রেন বিল্ডার’ অ্যাপ

002) দ্বৈত নাগরিকত্ব: আরও ৪৪ দেশের নাগরিকত্ব নিতে পারবেন বাংলাদেশিরা

B) সব মিলিয়ে এখন এ সুবিধার আওতায় আসছে ১০১টি দেশ। অর্থাৎ এই ১০১টি দেশে নাগরিত্ব গ্রহণ করা কোনো বাংলাদেশি চাইলে দেশেও নাগরিকত্ব অব্যাহত রাখতে পারবেন। 
003) গৃহকর্মীর লাশ স্বজনদের না দিয়ে একদিন রাখা হয়েছে ফ্রিজিং গাড়িতে
004) বুধবার থেকে সরকারি হাসপাতালেই অর্থের বিনিময়ে ব্যক্তিগতভাবে রোগী দেখতে পারবেন চিকিৎসকরা৷ এজন্য সর্বোচ্চ ৩০০ টাকা ফি ধার্য করে একটি নীতিমালাও তৈরি করা হয়েছে৷ 
005) রাশিয়াকে ঠেকাতেই কি তড়িঘড়ি আফগানিস্তান ছাড়ে যুক্তরাষ্ট্র ? 
006) গ্রাহকদের দেড় কোটি টাকা নিয়ে লাপাত্তা ইসলামী ব্যাংকের এজেন্ট উদ্যোক্তা 
007) YT: বাংলাদেশের সেনাবাহিনী ধ্বংসের গোপন নথিপত্র ফাঁস ! BD Army | Bangladesh News | BDR Revolt At Pilkhana 
008) ৪৫ বছর পর ঢাকায় আবার চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
009) ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় গুচ্ছে পদ্ধতিতে না গিয়ে নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্তে অটল ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। 
010) এটা খুবই সাধারণ যে অ্যাকাউন্টিংয়ে পড়ালেখা করা ব্যাংকাররা প্রায়ই তাঁদের নিজেদের প্রাথমিক কোর্সে পাস করতে ব্যর্থ হন। আবার ফিন্যান্স ও ব্যাংকিং স্নাতকদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। ... 
B) উদাহরণস্বরূপ, একজন খুব সিনিয়র ব্যাংকার যিনি ফিন্যান্স ও ব্যাংকিং উভয় ক্ষেত্রেই স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছিলেন, তিনি ম্যানেজমেন্ট অব ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশনস এবং লেন্ডিং অপারেশনস অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট কোর্সে পাস করতে ব্যর্থ হন। 
C) Article: ব্যাংকারদের পদোন্নতির জন্য ব্যাংকিং ডিপ্লোমা কতটা জরুরি
011) ২০২২ সালের বিএড ১ম সেমিস্টার পরীক্ষার ফরম পূরণ শুরু। 
০১.০৩.২০২৩ থেকে
১২.০৩.২০২৩ পর্যন্ত। 
012) দাখিল -২০২৩ পরীক্ষার সময়সূচি 
013) জাতিসংঘে ভোটদানে বিরত থাকায় বাংলাদেশকে ধন্যবাদ রাশিয়ার 
014) Allah SWT says,
আমি গোপনে অত্যাচারীর অনুসন্ধানে আছি যেন তার নিকট হতে পুণ্য নিয়ে অত্যাচারিত ব্যক্তিকে প্রদান করতে পারি । --- হাদিসে কুদসি 
015) Masters in Bank Management (MBM) for Intake-2023 (Admission going on):
Dhaka School of Bank Management (DSBM), affiliated with the University of Dhaka, is inviting application for admission in Masters in Bank Management (MBM) program. The MBM Program is a 2 year and 4 months professional postgraduate program for those who plan career in banking and allied fields.  
016) যৌনতা ছড়িয়ে র‌্যাগিং করেছিলেন শাবির বহিষ্কৃত ৫ শিক্ষার্থী 
017)  কফিল আহমেদ চৌধুরী ... ভারতকে কাঠ চিনিয়েছেন তিনি
018) বইয়ের নাম : বাংলা কথাসাহিত্যে যুদ্ধজীবন (১৮৬৫-১৯৪৭)
লেখক : মাহমুদ উল আলম
প্রকাশক : বাংলা একাডেমি
প্রকাশকাল : ২০০৪
পৃষ্ঠা সংখ্যা : ৪২৮
বিক্রয় মূল্য : ৯৯/- টাকা 
019) ভারতের প্রথম মুসলিম মহিলা গ্র‍্যাজুয়েটদের অন্যতম, নওয়াব খাজা আহসানুল্লাহর দৌহিত্রী বেগম জুলেখা বানু। 
020) উৎকণ্ঠা, দুঃখ, ভীতি, ডিপ্রেশন, অন্তরের সংকীর্ণতা ও আত্মিক রোগসমূহ গুনাহ ও অন্যায়ের কারণে আবশ্যক হয়ে যায়"
~ ইমাম ইবনুল কাইয়্যিম [রাহ.]
[ যাদুল মাআদ: ৪/১৯১; মুওয়াসসাসাতুর রিসালাহ, ১৯৯৪ ঈ.] 
021) What does recuse mean legally?
Recusal means the self-removal of a judge or prosecutor because of a conflict of interest. 
022) রাসুল ﷺ বলেন, শেষকালে এমন এক সম্প্রদায় আসবে যারা বয়সে নবীন ও বুদ্ধিতে অপরিপক্ক হবে৷ তারা কুরআন তেলাওয়াত করবে কিন্তু তা তাদের গলার নিচের হাড়ও অতিক্রম করবে না৷ তারা সৃষ্টির সেরা জীব মানুষের কথাই বলবে৷ কিন্তু তারা এমনভাবে ধর্ম হতে বেরিয়ে যাবে যেভাবে তীর ধনুক থেকে বেরিয়ে যায়৷ 
023) ইরানের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জনকারী দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজকে সংবর্ধনা 
024) অধিকাংশ মানুষ আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু সাথে সাথে শিরক-ও করে। [ কুরআন ১২:১০৬ ]
025) আর যদি আল্লাহ ইচ্ছা করতেন, তাদের পরবর্তীরা লড়াই করত না, তাদের নিকট সুস্পষ্ট প্রমাণসমূহ আসার পর। কিন্তু তারা মতবিরোধ করেছে। ফলে তাদের মধ্যে কেউ ঈমান এনেছে, আর তাদের কেউ কুফরী করেছে। আর আল্লাহ যদি চাইতেন, তাহলে তারা লড়াই করত না। কিন্তু আল্লাহ যা চান, তা করেন। (সুরা বাকারাহ'২৫৩) 
026) আল্লাহ যখন ইসমাইল ও ঈসা আ.-দের মতো সত্যবাদীদের তাদের ঈমানের ব্যাপারে জিজ্ঞেস করবেন, তখন আমাদের মতো মিথ্যাবাদীদের সঙ্গে তিনি কী আচরণ করবেন?!!
— ফুযাইল ইবনে ইয়ায রহ. 
027) নির্যাতনের শিকার ছাত্ররা কলেজের এমবিবিএস ৬২ ব্যাচের। তাঁদের অভিযোগ, ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৮ ফেব্রুয়ারি রাতে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্রাবাসের ১৭-সি কক্ষে মারধর করা হয়। ‘বড় ভাইয়া’ ডেকেছেন বলে চারজনকে পর্যায়ক্রমে ওই কক্ষে নিয়ে যান ছাত্রলীগের নেতা–কর্মীরা। পরে তাঁদের ওপর নির্যাতন করা হয়। .. 
028) মৃতের বাবা শীতল গনছালভেস জানান, ঠিকমতো পড়ালেখা না করায় তিনি ছেলেকে বকাঝকা করেন। এতে অভিমানে নিজের কক্ষে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেন বর্ষন আন্তনী গনছালভেস। 
029) শিক্ষার ক্ষতি পোষাতে ৮ হাজার কোটি টাকা
♦ প্রকল্পে বিশ্বব্যাংকেরই ঋণ ৭৪৯০ কোটি ... 
030) Article: দালালি করে ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই : প্রধানমন্ত্রী 
B) দালালি করে ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই : প্রধানমন্ত্রী 
031) ১২ বছরে সাড়ে ৬ লক্ষ কোটি টাকা পাচার! - ড. আসিফ নজরুল 
032) সরকারের কোন কোন 'পাপ' এর সাক্ষী কিংবা সহযোগী জনাব মাইজভান্ডারী?  
033) পিলখানা নিয়ে ভারতের ভূমিকায় ভয়াবহ ক্ষুব্ধ ড. মোশাররফ ! Update News | @Changetvpress 
034) বাংলা ভাষা এবং একজন নওয়াব আলী চৌধুরী। 
035) ৫২ সালে গঠিত সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের শেখ মুজিব কোথায়??? 
036) আইনমন্ত্রী হয়ে তিনি বেআইনি কথাবার্তা বলেন বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি সরকারের মন্ত্রীদের সমালোচনা করে বলেন, কয়েক দিন আগে আইনমন্ত্রী বলেছেন- ‘খালেদা জিয়ার রাজনীতি করতে কোনো অসুবিধা নাই।’ এটা তিনি বলতে পারেন না। আইনমন্ত্রী হয়ে তিনি বেআইনি কথাবার্তা বলেন। আমার একটু ক্ষমতা থাকলে আইনমন্ত্রীকে আমি বাদ দিয়ে দিতাম। 
037) #MarriageBD #SocietyBD
তবে কখনো কেউ এদের বিয়ের কাবিন নামা আজ ও পর্যন্ত কেউ দেখতে চাইলো না।এমনকি কোন মিডিয়া পর্যন্ত কোন নিউজ করলো না। তবে দুঃখের বিষয় হলো একজন নিরীহ্ নিরাপরাধ আলেমকে আজকে এই বিষয়টা নিয়ে হেনস্তা করা হচ্ছে। মালিক এর বিচার তুমিই করিও? আমিন।
https://youtube.com/@MuhammadRaselIslamSultani 
038) পিলখানার বিডিআর ট্র্যাজেডি ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’, মন্তব্য মির্জা ফখরুলের 
039) পিলখানা হত্যাকাণ্ড ...
১৪ বছরেও গতি নেই মামলার 
040) সন্তান হত্যায় মায়ের আমৃত্যু কারাদণ্ড, প্রেমিকের মৃত্যুদণ্ড 
041) February 21 marks the assassination anniversary of Malcolm X, an outspoken Muslim advocate of Black rights.
He was 39 when he was gunned down while preparing to give a speech at a theater in New York City. 
042) ভবিষ্যৎ আমাদেরই হবে : পুতিন
// ইউক্রেনে রাশিয়ার অভিযানের বছরপূর্তি আজ 
043) ২০০৮ সালের ২৬ নভেম্বর সন্ধ্যায় মুম্বাইয়ে তাজ হোটেল, ছত্রপতি শিবাজি রেলওয়ে স্টেশনসহ প্রায় ১২টি স্থাপনায় একযোগে সন্ত্রাসী হামলা হয়। 
044) বিশ্বব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট পদে এবার এক ভারতীয় বংশোদ্ভূতকে মনোনয়ন দিয়েছে জো বাইডেন প্রশাসন। 
045) || ফিতনার যামানায় অনেক মানুষ সকালে মুমিন থাকবে বিকালে কাফির হয়ে যাবে ||
মুসলিম শরীফ হা: নং ১১৮ 
046) #moneyUSA
The issuers of paper money defaulted on domestic gold redemption in 1934, defaulted on silver redemption in 1968, and defaulted on international gold redemption in 1971. 
047) বিডিআর হত্যাকাণ্ডে আওয়ামী লীগ সরকার জড়িত : ফখরুল 
048) পাকিস্তানে লুকিয়ে থাকা আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম ও তার ডি কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দুবাইয়ে পাঁচ সদস্যের তদন্তকারী দলকে পাঠিয়েছে ভারতের সেন্ট্রাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। 
049) দুর্নীতির মাধ্যমে নামে-বেনামে বাবলা দাশ করেছেন বিপুল ফ্ল্যাট, প্লট ও বাড়ি। তাছাড়া পার্শ্ববর্তী দেশেও গড়েছেন ধনসম্পদ। সেখানেও প্রায় আসা যাওয়া আছে তার। ... 
050) ইসলাম ধর্ম গ্রহণ করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ পাদ্রি ফাদার হিলারিয়ান হেইগি! 
051) বাঁশের ক্যামিকেল ট্রিটমেন্টের ( টেকশই ) ১১ তম ব্যাচের প্রশিক্ষণ পর্ব। 
052) An investment in knowledge pays the best interest. – Benjamin Franklin 
053) যুক্তরাষ্ট্রে ২৪ কোটি ৩৩ লাখ টাকার শিক্ষাবৃত্তি পেলেন সিলেটি কিশোর ইউসুফ >>>
ক্যামব্রিজ কিংবা ব্রিটেনের বিশ্ববিদ্যালয়গুলো তাকে প্রত্যাখ্যান করেছিল। কিন্তু এমআইটি, হার্ভার্ড তাকে লুফে নিয়েছে। বিশ্ববিখ্যাত ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজি (এমআইটি)তে দুই লাখ পঞ্চাশ হাজার পাউন্ডের (২৪ কোটি ৩৩ লক্ষ ৫৭ হাজার ৫শ টাকা) শিক্ষাবৃত্তি পেয়েছেন ব্রিটিশ বাংলাদেশি শিক্ষার্থী মোহাম্মদ ইউসুফ আহমেদ।
054) দক্ষিণ কোরিয়ায় টানা ৮ ঘণ্টা ধরে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। 
055) আবদুল হামিদ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের বড় ভাই। তাঁর ছেলে মোহাম্মদ কামরুল হাসান কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের আহ্বায়ক ও কুমিল্লা সরকারি কলেজের সাবেক ভিপি (সহসভাপতি)। 
056) 2023 is the year of AI. 
057) Delhi riots accused Asif Iqbal Tanha objects to judge’s recusal from his plea on media leak 
058) Mohammed Zubair is an Indian journalist and the co-founder of Alt News, an Indian non-profit fact-checking website. 
B) Twitter: Mohammed Zubair @zoo_bear
Fact-Checker, Co-founder @AltNews
059) বর্তমানে, বেসরকারি ব্যাংকের বেশির ভাগ পদে পদোন্নতি পেতে ব্যাংকারদের বিআইবিএম দ্বারা পরিচালিত একটি পরীক্ষায় বসতে হয়। 
060) বিডিআর বিদ্রোহের ঘটনায় বিচার ও তদন্তপ্রক্রিয়া স্বচ্ছ হয়নি: জি এম কাদের 
061) "আমারে সাইজ করতে আসলে আমি মুখ খুলতে বাধ্য হবো। আমি না থাকলে নিজামী-মুজাহিদরে ফাঁসি দেয়া সম্ভব হতো না"- বাণীতে নজীবুল বশর মাইজভান্ডারি 
062) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর হেড কোয়ার্টারে অত্যন্ত নারকীয় নৃশংস হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। বিশ্ব ইতিহাসেও এমন দৃষ্টান্ত বিরল।
বাংলাদেশের ইতিহাসে কলঙ্কজনক এমন ঘটনা আর ঘটেনি। ৩৬ ঘণ্টায় সেনাবাহিনীর মেজর জেনারেল থেকে শুরু করে ৫৮ জন অফিসারকে নির্মমভাবে হত্যা করা হয়। তাদের স্ত্রীদেরকেও হত্যা করা হয়। নির্যাতন করা হয়। এজন্য এই দিনটিতে ‘শহীদ সেনা দিবস’ হিসেবে পালন করছি।
https://www.dhakatimes24.com/2023/02/24/300049 
063) জানা গেছে, যখন বিমানটি উড্ডয়ন করে তখন বাজে স্থানীয় সময় রাত ৮টা। দুটি বিমানবন্দরের মধ্যে দূরত্ব প্রায় ১০০০ কিমি। গন্তব্যের বিমানবন্দরে ১০ মিনিট দেরিতে পৌঁছার কারণে সেটিকে নামার অনুমতি দেয়নি কর্তৃপক্ষ।
দ্য আশাহি শিমবুন সংবাদপত্রে খবর প্রকাশিত হয়েছে, নামতে না দেওয়ায় ফের পাঁচ ঘণ্টা দূরত্বে টোকিও বিমানবন্দরে ফিরে আসতে বাধ্য হয় ওই বিমানটি।  
064) নবীজির কাছে তার সকল বিবি বসে ছিলেন। 
:
এমন সময়,
একজন  বিবি প্রশ্ন  করলেন। 
:
ইয়া রাসূল আল্লাহ  ( সাঃ) আপনার সকল বিবি গণের মাঝে 
কাকে বেশি  ভালোবাসেন?  
065) প্রোবায়োটিক কি, কেন, কখন ও কিভাবে খাব । প্রোবায়োটিকের উপকারিতা । প্রোবায়োটিক । 
066) পটুয়াখালীর বাউফলে
একই পরিবারের ৬৩ জন কোরআনের হাফেজ 
067) Dhaka:
বায়ুদূষণ বাড়তে থাকলে বিশেষ স্বাস্থ্যসেবা প্রদান করতে হবে:
সেমিনারে বক্তারা 
068) চরম সঙ্কটে কৃষিখাত :
বৃষ্টি নেই দীর্ঘসময় দেশজুড়ে খরার প্রভাব 
069) পরিবারটি এতই আদর্শ যে পুরো একটি ব্যাংক তারা এক সন্ধ্যায় হাপিস করে দিয়েছিলো, যে সে ব্যাংক নয়, দেশের সেরা বেসরকারী ব্যাংক বাংলাদেশ ইসলামী ব্যাংক লিঃ। ... 
070) পাঠ্যবই বিতর্কে অপচয় অন্তত ২৩ কোটি টাকা 
071) আমল বিহীন আলেম এবং এলেম বিহীন দরবেশ হতে সব সময় দূরে থাকতে চেষ্টা করো।
--- হযরত লোকমান (আঃ) 
072) খালেদা জিয়াকে রাজনীতি করতে দিতে বাইরের কোনো চাপ নেই—আইনমন্ত্রী আনিসুল হক 
073) আজকের #ভাগ্যচক্র : 
074) সৈয়দ ওয়ালীউল্লাহ,চল্লিশ দশকের লেখক। লালসালু,বহিপীর, চাঁদের অমাবস্যা,কাঁদো নদী কাঁদো এর জনক। 
075) আপনারা জানেন কি রংপুরের নিজস্ব ভাষা আছে এবং সেটা  স্বীকৃত! রংপুরী ভাষায় তিন দেশের মানুষ কথা বলে! 
076) The High-frequency Active Auroral Research Program, or #HAARP, is a scientific endeavor aimed at studying the properties and behavior of the ionosphere. 
077) "যে নারী তার স্বামীর রাগের সময় চুপ থাকে।
সে নারী দুর্বল নয় বরং জ্ঞানী এবং বুদ্ধিমতী একজন শ্রেষ্ঠ নারী।" 
078) How is generative AI used? 
079) বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করতে হলে প্রতি বছর ৮০০ কোটি টাকা বাংলাদেশকে খরচ করতে হবে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, এত টাকা খরচ করা যুক্তিসঙ্গত হবে কি-না সেটিও বিবেচনা করতে হবে। 
Next from 28/02/2023 0845 AM 
080) 

Section B 
N) 

M) 

L) 

K) ১৯৭৩ সালের একুশে ফেব্রুয়ারিতে অমর একুশের দিন শহীদ মিনার পাশেই ধর্ষণের মহোৎসবে চলেছিল। অন্তত দুইজন নারীকে শহীদ মিনার থেকে তুলে নিয়ে ধর্ষণ করে শহীদ মিনারের পাশে অর্ধচেতন অবস্থায় ফেলে যায় ধর্ষকেরা, যা ইত্তেফাকের প্রতিবেদক হাসপাতাল সূত্রে জানতে পারেন। নারিন্দা থেকে ফুল দিতে আসা এক ১৭ বছরের কিশোরীকে তুলে নিয়ে লাঞ্ছিত করা হয় বলে প্রতিবেদক জানতে পারেন।
এমনকি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান যখন ফুল দিচ্ছিলেন, রাতের আঁধারে তখনো চলেছিল 'ক্ষমতাধর' মানুষদের এই উচ্ছৃঙ্খলতা। তাই পরবর্তীতে এই ধর্ষণকাণ্ডের জন্য মুজিববাদী ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। তবে এই অপরাধের কোন বিচার হওয়ার খবর জানা যায় না। পুরো বিষয়টিকেই ধামাচাপা দেয়া হয়, কাউকে মামলাও করতে দেয়া হয়নি। 
সূত্র- ইত্তেফাক (২৩ ফেব্রুয়ারি, ১৯৭৩) 


J) ‘ছিয়াত্তরের মন্বন্তর’
                                   ©️রানা©️
অষ্টাদশ শতাব্দীর বাংলার আর্থিক ইতিহাসের অন্যতম উল্লেখযোগ্য ঘটনা ছিল ছিয়াত্তরের মন্বন্তর (১১৭৬ বঙ্গাব্দ, ১৭৭০ খৃষ্টাব্দ)।


I) 

H) #BookBD ... ড আলী রীয়াজ লিখেছেন-
এই বইটি পড়বার জন্যে অনুরোধ করি।


G) বিয়ের আসরে বঙ্গবীর কাদের সিদ্দিকী।
সময়কাল : ২৫ জুন,১৯৮৪ সাল। 


F) 

E) #LanguageBD ...


D) লরেন্স জিরিং এর "বাংলাদেশ- মুজিব থেকে এরশাদ একটি বিশ্লেষণধর্মী ইতিহাস" নামক বইটি বাংলাদেশের জন্ম লগ্ন থেকে শুরু করে ২০ বছরের ওপর গবেষণাধর্মী রাজনৈতিক ইতিহাসের একটি বই।  


C) An Image from the excavation of Pompeii.
ألم يروا كم أهلكنا من قبلهم من قرن مكناهم في الأرض ما لم نمكن لكم
"Haven't they seen how many generations We destroyed before them that We had established upon the earth as We haven't established you?"
(Quran 6:6)


B) #BookBD 
বঙ্গভবনে পাঁচ বছর 
মাহবুব তালুকদার  


A) আমার এক ছোট ভাই বিদেশ যাবে তাই সে প্রবাশী কল্লান ব্যাংকে লোন নেওয়ার জন্য গিয়েছিলেন ব্যাংক তাকে এই কাগজটা হাতে ধরিয়ে দিয়ে বলতেছে এইগুলা লাগবে
নিয়ে আসেন। 

No comments:

Post a Comment