Wednesday, January 30, 2019

Hasina Regime Update: A


Hasina Regime Update A .... 

2018 Dec - 2019 Jan-Feb

C/O, FB Group: BBC Bangla VS Bangladesh


18/12/2018
001) শেখ হাসিনা বলেন, ‘আমি একটি কথা এখানে বলতে চাই যে আমার কোনো ব্যক্তিগত চাওয়া-পাওয়ার কিছু নেই।
002) যুদ্ধাপরাধীদের স্বজনরা ক্ষমতায় এলে দেশের অকল্যাণ হবে: প্রধানমন্ত্রী
003) Md Azad ===>> শূধু সিনেমার নায়কেদের নই হাসিনা এখন হিজরাদেরকেও আপন ভাই-বন্ধু হিসাবে টানতে হবে।
004) ব্যাংক খাতে ২২ হাজার কোটি টাকা লোপাট: সিপিডি ... L-2
005) আমেরিকা নিজের আর্মি মারেনি কিন্তু হাসিনা মেরেছে
006) আজকে ৪০টা দিন বাবা কারাগারে বন্দী। 
007) ২০০৫ সালে বাংলাদেশের দরিদ্রতম ৫% মানুষের গড় মাসিক আয় ছিলো ১১০৯ টাকা, ২০১৬ সালের এই একই দলের গড় মাসিক আয় কমে দাঁড়িয়েছে ৭৩৩ টাকায়।
008) ব্যাংক লুটেরাদের সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন। ==>>
009) হাওর-বিল-নদীবেষ্টিত প্রত্যন্ত এলাকা আলোকিত করতে এবার সারা দেশে ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিতে যাচ্ছে সরকার
011) ঋণের নামে ২ লাখ কোটি টাকা লুটেছে আ.লীগ নেতারা
012) নতুন ভোটারদের প্রথম ভোট 57 জন সেনা অফিসার হত্যা কারিদের বিরুদ্ধে হউক ===>>
01/12/2019 up
27/01/2019 down
013) সরকারি চিকিৎসক ও নার্সদের নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে নতুবা চাকরি ছাড়তে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
014) পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমরা যাঁরা সরকারে কাজ করি তাঁরা সবাই জনগণের নজরদারিতে আছি। আর মন্ত্রীরা আছেন প্রধানমন্ত্রীর বাড়তি নজরদারিতে। তাই সতর্কতার সঙ্গে প্রতিটি কাজ সঠিকভাবে করতে হবে।
015) চতুর্থ মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিশন।
016) কারও চাপের কাছে মাথা নত না করার জন্য সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেন, চাপ সহ্য করতে না পারলে চাকরি ছেড়ে চলে যান। তবে দুদকের চাপ সহ্য করার মতো ক্ষমতা কারও নেই। দুদকের কাছ থেকে চাপওয়ালারা বাঁচতে পারবেন না।
017) ‘সাংবাদিকদের ফ্ল্যাট দেওয়ার কথা ভাবছে সরকার’- (তথ্যমন্ত্রী)হাছান মাহমুদ
018)  অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, মানুষকে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। আমি ভালোবাসা দেব। কাউকে জেলে পাঠাবো না। জরিমানা করবো না। তিনি বলেন, করহার আর বাড়বে না। করহার কমিয়েই চার লাখ কোটি টাকা রাজস্ব আয় সম্ভব।
019) চলতি বছর আরো ১ লাখ বেসরকারি শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হয়েছে। দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদ পূরণের জন্য এমন উদ্যোগ নেয়া হয়েছে।
020) পুলিশ বাহিনীতে আরও প্রায় ১ লাখ সদস্য নিয়োগের প্রস্তাব দেয়া হবে ফেব্রুয়ারিতে। অনুষ্ঠিতব্য পুলিশ সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই প্রস্তাব দেবে পুলিশ সদর দফতর। ফেব্রুয়ারিতেই যাতে অন্তত ১০ হাজার পুলিশ নিয়োগ দেয়া যায় সে ধরনের প্রস্তাবও থাকবে।  
021) আগামী ২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন।
022) আওয়ামী লীগের সদ্য প্রয়াত সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শূন্য হওয়া আসনটিতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন তার বোন ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।
023) প্রধানমন্ত্রী তার বক্তব্যে যে ব্যাখ্যা দিয়েছেন তাই প্রমাণ করে আওয়ামী লীগ একাদশ সংসদে জনগণের ভোট ডাকাতি করে নিয়ে ক্ষমতা দখল করে নিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
024) জাতির উদ্দেশ্যে ভাষণে কী বললেন প্রধানমন্ত্রী? (Full Speech) || Prime Minister Sheikh Hasina
025) ১৯৯৬ সালে হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পরে ৯৭ সালে শেয়ার মার্কেট প্রথম বার লুটপাট হলো। সেই লুটের রিং লিডার ছিল সালমান এফ রহমান, যিনি হাসিনার উপদেষ্টা। তখনকার অর্থমন্ত্রী কিবরিয়া বললেন, আমি শেয়ার মার্কেট বুঝিনা। 
026) যাত্রীসেবার মান বাড়াতে এবং রেলওয়েকে আধুনিক মানের করতে দ্রুতগতির (হাইস্পিড) ট্রেন চালুর প্রকল্প গ্রহণ করেছে সরকার। প্রথম পর্যায়ে এ ট্রেন ঢাকা-নারায়ণগঞ্জ ও কুমিল্লা-চট্টগ্রামে চলবে। এ ছাড়া কক্সবাজার থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত রেললাইন সম্প্রসারণ করা হবে।
027) টানা তৃতীয়বার সরকারপ্রধান হিসেবে সম্প্রতি দায়িত্ব শুরু করেছেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার নেতৃত্বে চতুর্থবারের মতো ক্ষমতায় আওয়ামী লীগ। ক্ষমতায় বসার পর সুখবর পেলেন শেখ হাসিনা। বিশ্বের শীর্ষ ১০০ চিন্তাবিদের তালিকায় স্থান করে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ১০ বছরে বিশ্বের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় ১০টি বিভাগে ১০ জন করে সেরা ব্যক্তিত্ব বেছে নিয়ে তৈরি করা হয়েছে ১০০ জনের তালিকা।
028) গ্রাম থেকে শহর সবখানেই এখন আওয়ামী লীগার হওয়ার প্রতিযোগিতা চলছে।
029) কিভাবে তিনি এবং তারা ভাবলেশহীনভাবে নিঃসঙ্কোচে সমগ্র জাতির সামনে রাতদিন চব্বিশ ঘণ্টা অবলীলায় এরকম জঘন্য মিথ্যাচার করতে পারেন!
030) নির্বাচনের আগের রাতে মহাভোট ডাকাতির পর সেই নির্বাচনকে জায়েজ করার জন্য সরকার যা যা করছে তা চরম হাস্যকর বলেে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 
031) ঋণ জালিয়াতির ৫০ আসামি বিদেশে পলাতক || Songbad Somprosaron || DBC NEWS 20/01/19 YT
032) এই সরকার লজ্জাহীন। এই সরকার শ্রমিক, সাধারণ মানুষের অন্ন হরণকারী সরকার।
--- মুজাহিদুল ইসলাম সেলিম (সিপিবি সভাপতি)
20/01/2019 up
033) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে আওয়ামিলীগের বিজয় সমাবেশে গান গাইলেন শিল্পী মমতাজ বেগম এমপি।
034)  প্রধানমন্ত্রীর অধীনে থাকা মন্ত্রণালয়গুলো হলো—মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়।
035) যিনি দাবী করেন তিনি মুসলমান। যেনতেন মুসলমান নন, যার পূর্বপুরুষগণ আরব থেকে বাংলায় এসেছিলেন ইসলাম প্রচারের জন্য। তিনি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন, এমনকি ঈশ্বরের ঘনিষ্ট সান্নিধ্য লাভের আশায় গভীর রাতে তাহাজ্জুদ আদায় করেন, এই কথা রেডিও টেলিভিশন পত্রপত্রিকাতে ফলাও করে প্রচার করা হয়। একজন ঈমানদার মুসলিম বেহেস্ত দোযখে বিশ্বাস রাখেন। মৃত্যুর পর মিথ্যা বলা, মানুষের সাথে প্রতারণা করা, দুর্নীতি করা ইত্যাদি শাস্তি সম্বন্ধে গভীরভাবে ওয়াকিবহাল। এই ধরনের একজন অতিশয় মুসলমান হয়ে তিনি কিভাবে অনর্গল......?????????
036) সুফি মিজানুর রহমান চৌধুরীর বক্তব্য শুনে, মাননীয় প্রধানমন্ত্রী মুগ্ধ।YT
037) ব্যবসায়ী সম্মেলনে সালমান এফ রহমানের বক্তব্য YT
038) নোয়াখালীতে সমুদ্রবন্দর নির্মাণ করতে চায় সরকার। নোয়াখালীর হাতিয়ার ভাটিতে ও চট্টগ্রামে সন্দ্বীপের উড়ির চরের উজানে বঙ্গোপসাগরের চ্যানেলে এই বন্দর নির্মাণ করা হবে। চট্টগ্রাম বন্দরের ওপর থেকে চাপ কমাতে এই বন্দর স্থাপন করা হবে। দেওয়া বিশেষ সাক্ষাৎকারে নতুন সরকারের দায়িত্বপ্রাপ্ত নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এ পরিকল্পনার কথা জানান
039) প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা পদে নিয়োগ পেয়েছেন সালমান ফজলুর রহমান (সালমান এফ রহমান)। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন থেকে এই তথ্য জানা যায়।
040) শেখ হাসিনার দূর্নিতীবাজ পরিবারের সদস্য তালিকা ... ??? YT
041) খোকা ঘুমালো পাড়া জুড়াল গুজরাটি মারাঠী এলাহাবাদী লুটেরারা এলো দেশে।
042) দাস যুগে প্রবেশ করেছে বাংলাদেশ! ===>>
043) নতুন মন্ত্রিসভা হবে ৬০ সদস্যের, বাদ পড়ছেন যে ১২ জন!
044) ফেরাউন-নমরুদ যেমন টিকতে পারেনি, শেখ হাসিনাও পারবে না
045) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবারের নির্বাচনে যেহেতু আমরা বড় বিজয় পেয়েছি, সে হিসেবে মন্ত্রিপরিষদেও বড় চমক থাকবে।
046) #BNP  ২০০৯ থেকে ২০১৮ পর্যন্ত এই দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ৯০,৩৪০ টা মামলা করা হয়েছে, এতে ২৫ লক্ষ নেতাকর্মীকে আসামী করা হয়েছে আর মামলা গুলোতে ৭৫,৯২৫ জনকে জেলে ঢুকানো হয়েছে। আরো বড় জেলখানা ছিলোনা জন্য বাকীদের ধরা হয়নি। ১,৫১২ জন নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। নির্বাচনের তফশিল ঘোষণার পরেই তো ১০,৫০০ জনকে গ্রেফতার করা হয়েছে।’
047) হে আল্লাহ, জনগণের ঈমানের পরীক্ষা আর কত নিবা! এত বড় পাপী রাইখা তুমি আশরাফরে তুইল্যা নিলা!
048) এসময় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী বাস্তব অর্থেই মানবতার নেত্রী। তিনি চিকিৎসক ও রাবেয়া-রোকাইয়ার বাবা-মাকেও ধন্যবাদ জানিয়ে ওদের চিকিৎসার সাফল্য কামনা করেন।
049) এরা ৭জন এমপি হিসেবে শপথ না নিয়ে জালিয়াতির নির্বাচনকে বৈধতা না দেওয়ায় দেশের গণতন্ত্রপ্রিয় সকল নাগরিকদের অভিনন্দন পাচ্ছেন।
050) প্রতি বছর রফতানি বৃদ্ধি
২০০১ - ২০০৬ বিএনপি ৪৫%
২০০৯ - ২০১৭ জঙ্গিলীগ ৭%
051) সাংবাদিক প্রবীর শিকদার ....
052) ড. কামাল বলেছিলেন ফজর পড়ে যেন সবাই ভোটকেন্দ্র পাহারা দেয়।
কিন্তু তিনি হয়তো ভুলে গেছিলেন যে প্রধানমন্ত্রী তাহাজ্জুদ পড়েন।
053) সরকারের ব্যর্থতার কারণেই সমাজে অনাচারের জন্ম হয় বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেছেন, ‘সরকারই সকল অনাচারের জন্য দায়ী। সরকারের ব্যর্থতার কারণেই সমাজে ঘুষ-দুর্নীতি-দুর্বৃত্তায়ন প্রাতিষ্ঠানিক রূপ পায়।’
054) হাসিনা বাংলাদেশে ভুয়া নির্বাচন করেছে:হিরো আলম | Hero Alom |
055) হাসিনার ভোট ডাকাতির নির্বাচন নিয়ে আল জাজিরার প্রতিবেদন
056) Bangladesh election: Do reports of vote rigging threaten Hasani victory? | DW News YT
057) Hasina .... exposed .... !!! ???
058) মিনা ফারাহ ভোট ডাকাতির সতর্ক বার্তা দেন অনেক আগেই ====>>
059) ভোট ডাকাতির অভিনব চিত্র!
060) মিয়া হাসিনার উন্নয়ন ...!
061) হাসিনার স্বৈরাচার উত্তর কোরিয়ার স্বৈরাচারীকে হার মানিয়েছে , ওয়াশিংটন পোষ্টের প্রতিবেদন ===>> 
NEW DELHI — On Sunday, Bangladesh, the world’s eighth most populous country, held what was billed as its first competitive election in a decade.

But the results were anything but close: The incumbent prime minister, Sheikh Hasina, and her ruling coalition won 288 out of 300 seats in Parliament.

That kind of margin of victory — 96 percent — was a result one might expect in a place like North Korea, not a democratic nation such as Bangladesh.
062) "পৃথিবীর কোন দেশে কোন ফ্যাসিবাদী সরকারের পতন ভোটের মাধ্যমে ঘটানো সম্ভব হয়নি।"
063) MD Azim Khan ===>> বিশ্বের তিনজনের একজন সৎ ব্যক্তি মেনে নিলাম
তাহলে কি ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের মন্ত্রিপরিষদের সবাই অসৎ ....?
064) দেশের শ্রমজীবী মানুষের সন্তানদের উচ্চশিক্ষা দেওয়ার ক্ষেত্রে আর্থিক সহায়তা দেবে সরকার। সরকারের পক্ষে এ কাজটি করবে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন। দেশের শ্রমজীবী মানুষের সন্তানদের উচ্চশিক্ষা নিশ্চিত করার জন্য সারা দেশ থেকে তাদের খুঁজে এনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে এ সহায়তা দেওয়া হবে।
065) বগুড়ায় পুলিশ গত ২৪ ঘণ্টায় ৫০ জনের বেশি ব্যক্তিকে গ্রেপ্তারসহ বিএনপির দুজন প্রার্থীর বাড়িতে গভীররাতে ফিল্মি কায়দায় তল্লাশি করেছে।
066) প্রজার সুখেই রাজার সুখ। শেখ হাসিনা দেশের উন্নয়ন নিয়ে চিন্তা করেন। আমরা শুধু তার চিন্তা বাস্তবায়ন করি। প্রজারা সার চায়, বিদ্যুৎ চায়, রাস্তাঘাটের উন্নয়ন চায়, দেশের উন্নয়ন চায়। শেখ হাসিনা প্রজাদের শুধু দিতেই চান, প্রজাদের সুখেই তার সুখ।- মতিয়া চৌধুরী, 23 ডিসেম্বর, শেরপুর
067) দেশের জেলখানাগুলোর অভ্যন্তরে বিএনপি যদি দলের কোন কমিটি করতে চায় তবে তা হতে পারে দেশে প্রচলিত যেকোন বাম ও ইসলামী দলগুলোর চেয়ে বড়।
068) আওয়ামী লীগ ১০ বছরে গণতন্ত্রকে বিধ্বস্ত করেছে : এমাজউদ্দিন
069) গোঁজামিল আর চাটুকারি ভাষাভাষীদের সর্বত্র জয় জয়কার।। স্পষ্ট কথার চর্চা খুবই নগন্য পর্যায়ের। স্পষ্ট কথা বলবেন তো মহাবিপদে পড়বেন আপনি। দেশের দৃশ্যমান উন্নয়নের কথা বললে বলবে ‘ব্যাটা সরকারের দালাল’। আর নির্যাতনের কথা বললে বলবে ‘ব্যাটা পুরা জামায়াত বিএনপি’। কোথায় যাই বলুন? যে যাই বলুক তবুও স্পষ্ট কথার চর্চা চলবেই...
070) ভারতীয় দুই মডেল.........
071) ব্যাংকগুলোতে চলছে শেষ মুহুর্তের ভয়াবহ লুটপাট! ..... ???
072) বাংলাদেশের দুঃশাসন নিয়ে প্রামাণ্য চিত্র "আমার বাংলাদেশ"
073) আমি নির্বাচন চাই না। শেখ হাসিনা আছে থাকবে। -মিনা ফারাহ YT
074) ঢাকা অফিসার্স ক্লাবে শেখ হাসিনার ষড়যন্ত্র ফাঁস ??? YT
075) আমার দোষ, আমি বঙ্গবন্ধুর কথা বলি : ফারুক YT
076) আপনারা ফেসবুকের (লোকেদের) কথা বিশ্বাস করবেন না, (বিশ্বাস করবেন রেডিও টেলিভিশনের কথা)। কারণ রেডিও টেলিভিশনের সাংবাদিকদের সংগঠনকে টাকা দেয়া যায়। তারা বিশ্বস্ত, আস্থাভাজন।
077) ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার আগেও ২৩.৩৫ শতাংশ মানুষের হাতে মোবাইল ফোন ছিল। ===>>
078) প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি ৮৮ সাবেক পুলিশ কর্মকর্তার সংহতি প্রকাশ
079) প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যে অশুভ শক্তি ২০১৪ ও ২০১৫ সালে সাধারণ মানুষের ওপর আগুন–সন্ত্রাস চালিয়েছিল, তারা আবার ৩০ ডিসেম্বর নির্বাচন প্রাক্কালে দেশে সে ধরনের পরিস্থিতি সৃষ্টি করার ষড়যন্ত্র করছে।
080) ৫৪৬ জন নাগরিককে গুম! কে দিয়েছে?
081) আওয়ামী লীগের ইশতেহারের উল্লেখ যোগ্য প্রতিশ্রæতিগুলো তুলে ধরা হল:
082) আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলে গ্রামগুলিকে শহরে রূপান্তরিত করা হবে- প্রধানমন্ত্রী
যেমন করে শহরগুলিকে বসবাসের অযোগ্য করে তোলা হয়েছে!
083) আরও পাচ বছর ক্ষমতায় থাকা প্রয়োজন- শেখ হাসিনা
বিভিন্ন ব্যাংক এবং দরিদ্র জনগণের পকেটে আরও কিছু অর্থ অবশিষ্ট রয়ে গেছে !
18/12/2018 up



No comments:

Post a Comment