Wednesday, January 2, 2019

FB Post Tag : Election 2018 C

FB Post Tag : Election 2018 C
C/O, FB Group: BBC Bangla VS Bangladesh


Update @ 27/12/2018 since Start @ 14/11/2018


201) রিয়াজের পর মঞ্চে বক্তৃতা দিতে আসেন ফেরদৌস। তিনি বলেন, ‘এবারের নির্বাচন আমাদের অস্তিত্ব রক্ষার নির্বাচন। সেখানে আমাদের জয়ী হতেই হবে।
202) গণফোরামের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ ইলেকশন আসলেই শুধু জামায়াত জামায়াত করে। জামায়াত তো সব আওয়ামী লীগে। আওয়ামী লীগে ঢুকলেই সব স্বাধীনতার পক্ষের শক্তি।
203) ঢাকা-৬ আসনের ধানের শীষের প্রার্থী সুব্রত চৌধুরী আজ সন্ধ্যায় নিজ নির্বাচনী এলাকায় প্রচারণা চালাতে যান। তিনি প্রথম আলোকে বলেন, ‘ইত্তেফাকের মোড় থেকে গণসংযোগ করতে করতে হাটখোলা যাই। সেখানে একটি দোকানে উঠছিলাম। ওই দোকানের মধ্যে ঢুকেই হামলা করল। ১৫-২০ জনের একটি দল এসেই আমার ও আমার কর্মীদের ওপর হামলা করে। লিফলেটসহ সবকিছু তছনছ করে দেয়।’
204) ঐক্যফ্রন্টে কোনো রাজাকার নেয়নি জানিয়ে কাদের সিদ্দিকী বলেন, শেখ হাসিনা রাজাকারদের দলে টেনেছেন। তিনি আরও বলেন, ভারত থেকে ট্যাংক এলেও শেখ হাসিনা ভোটে জিততে পারবেন না। ২২ ডিসেম্বরের পর হামলা, ধরপাকড় থাকবে না। প্রশাসনও তখন তাদের কথা শুনবে না বলে তিনি জানান।
205) জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা বলেছেন, ২২ ডিসেম্বরের পর হামলা, ধরপাকড় থাকবে না। প্রশাসনও তখন সরকারের কথা শুনবে না।
15/12/2018
206) একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী জনসভা থেকে ফেরার পথে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন গুলিবিদ্ধ হয়েছেন।
207) একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, ময়মনসিংহ-৪ (সদর) আসনে মহাজোটের প্রার্থী রওশন এরশাদ বলেছেন, ‘আপনারা (আ’লীগ) আমাকে মহাজোটের প্রার্থী করেছেন। আমাকে কীভাবে বিজয়ী করবেন, এটা আপনাদেরই দায়িত্ব।’
208) একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের দিন কোনো কেন্দ্র থেকে গণমাধ্যমের সরাসরি সম্প্রচার (লাইভ) করা যাবে। তবে কক্ষের ভেতরে থেকে কোনও সরাসরি সম্প্রচার করা যাবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।
209) বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীরাও দেশের বাইরে থেকে ডাকের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাবেন। কোনো প্রবাসী দেশে ভোটার থাকলে তিনি বিদেশে থাকলেও ডাকযোগে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন।
210) সন্ত্রাসের জনপদে ভোট: নাচে গানে ভরপুর :II Shahed Alam II Bangladesh Adda II Monir Haidar .... YT
211) কুষ্টিয়া পুলিশ সুপার তানভীর আরাফাত বলেন, ড. কামাল হোসেনের বিরুদ্ধে ইবি থানায় একজন অভিযোগ দাখিল করেছেন। যেহেতু ঘটনাটি কুষ্টিয়া জেলার মধ্যে নয় তাই আমরা মামলা নিতে পারি না। অভিযোগটি জিডি হিসেবে গ্রহণ করা হয়েছে। জিডিটি সংশ্লিষ্ট থানা ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) দারুসসালাম থানায় পাঠিয়ে দেয়া হয়েছে।
212) আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন যমুনা গ্রুপের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম।
213) নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ২৫ ডিসেম্বর থেকে সেনাবাহিনী মোতায়েন করা হবে এবং পহেলা জানুয়ারি পর্যন্ত সেনা সদস্যরা নির্বাচনী এলাকায় থাকবেন।
214) বিশ্ব মিডিয়ায় বাংলাদেশের নির্বাচনের সংবাদ; অনলাইন জরিপ অনুযায়ী জাতীয় ঐক্যফ্রন্ট/বিএনপি ৮৬% এবং মহাজোট/আওয়ামীলীগের ১৪% জয়ের সম্ভাবনা আছে।
215) সম্প্রতি অনুষ্ঠিত ভারতের তিনটি রাজ্যের বিধানসভার নির্বাচনে বিজেপির পতনে বেশ পুলকিত কংগ্রেস। দলটি মনে করছে, এই পতনের চিত্র দেখা যাবে ২০১৯ সালের লোকসভা নির্বাচনেও। আর এর মধ্য দিয়ে ফের ক্ষমতায় আসতে যাচ্ছে রাহুলের দল।
216) একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ন্যূনতম ২০১ আসনে বিজয়ের লক্ষ্য নিয়ে এগোচ্ছে আওয়ামী লীগ। ৩শ আসনবিশিষ্ট জাতীয় সংসদের দুই-তৃতীয়াংশ আসনে বিজয় নিশ্চিত করে পূর্ণ ক্ষমতা নিয়ে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করতে চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ। এক্ষেত্রে বেশ কিছু আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থীরা ভোটে নিজেদেরই মুখোমুখি হলেও এ নিয়ে তেমন চিন্তিত নয় দলটি।
13/12/2018
217)  জেলা রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র বিশ্বাস গণমাধ্যমকে বলেন, ‘মহাজোটের শরিক আওয়ামী লীগের প্রার্থী রুহুল আমিন মাদানীকে সমর্থন দিয়ে বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি ময়মনসিংহ-৭ আসন থেকে নির্বাচন করবেন না বলে জানিয়েছেন।
218) NEW DELHI: In a severe jolt to the India’s ruling Bharatiya Janata Party (BJP) in the Hindi heartland in the “semi finals” ahead of the 2019 Lok Sabha elections, the Congress on Tuesday knocked the saffron party out of power in Chhattisgarh and Rajasthan and was slightly ahead in Madhya Pradesh where the two parties were engaged in a see-saw battle throughout the day.
219) পুলিশ প্রটোকলে নির্বাচনী প্রচারণা শুরু করলেন আইনমন্ত্রী
220) গোলাম মওলা রনি সাহেবের বাসার সামনে ... ???
221) ??? ৩০ ডিসেম্বর নির্বাচনের ফলাফল কিভাবে ঘোষণা হবে, ষড়যন্ত্র ফাঁস.! এই মহা ষড়যন্ত্র যদি সত্যি হয় বিএনপি ১০০% ভোট পেলেও লাভ হবে না।
222) মানুষের চেহারার কত মিল ! এই হুজুরটা দেখতে অনেকটা আমাদের প্রগতিবাদী নাট্যাভিনেতা ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের মতো___তাইনা ? ...
 Khokon Reshma ===>> আবার জিগায়!!!!,

223) #IndiaToday
গো-রাজনীতি ব্যর্থ, দেশের প্রথম গরু-মন্ত্রীর পরাজয় রাজস্থানে!
224) "মিডিয়া হচ্ছে ইলেকশন কমিশনের পার্টনার।"
12/12/2018
225) ‘আজকে ৪০টা দিন বাবা কারাগারে বন্দী। এর মাঝে একবার হাজিরা দিতে এসে আদালতে পড়ে গিয়ে বাঁ হাতটা ভেঙ্গে ফেলেছেন। তিনি বয়স্ক মানুষ, এতো কষ্ট সহ্য করতে পারেন না। এখনো জেলে অসুস্থ…। তার জামিনের জন্য আমি গত ৪০টা দিন হাইকোর্টের এ মথা থেকে ও মাথা দৌড়াচ্ছি পাগলের মতো। একটা মামলা শেষ করে আসি- আরেকটা মামলা দায়ের হয়; বাবা মুক্তি পান না…’। কারাবন্দী পিতার পক্ষে ভোট চাইতে গিয়ে এক ঘরোয়া বৈঠকে নেতাকর্মীদের উদ্দেশ্যে কথাগুলো বলেন কুমিল্লা-১০ (সদর দক্ষিণ-নাঙ্গলকোট-লালমাই) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের ভাইস-চেয়ারম্যান মনিরুল হক চৌধুরীর কন্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সায়মা ফেরদৌস চৌধুরী। এ সময় তিনি ছিলেন অনেকটাই আবেগাপ্লুত, চোখ ছিল অশ্রুসজল।
226)  যশোর শহরের কয়েকটি স্থানে গত সোমবার ধানের শীষের পোস্টার টাঙ্গিয়ে দিয়েছিলেন কর্মীরা। কিন্তু গভীর রাতে একদল লোক মাথায় হেলমেট ও পায়ে বুট পরে ওইসব পোস্টার নামিয়ে, ছিঁড়ে পুড়িয়ে দিয়েছেন। ধানের শীষের পোস্টার পুড়িয়ে রীতিমত উল্লাস করেছেন দুর্বৃত্তরা। অথচ মই নিয়ে রাতভর তারা ধানের শীষের পোস্টার নামিয়ে আগুন দিয়ে পোড়ালোও পুলিশের কিছুই কী চোখে পড়েনি?
227) রাজধানীতে ২৪ ঘণ্টার ব্যবধানে বিএনপির সাত জনকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। এদের মধ্যে মিরপুর থানা বিএনপির সভাপতি আবুল হোসেনসহ তিন নেতাকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে উঠিয়ে নেওয়ার কথা বলছেন আবুল হোসেনের ছেলে আবদুল্লাহ আল মামুন।
228) নোয়াখালিতে বিএনপি এবং আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষে যিনি নিহত হয়েছেন তাকে যুবলীগের কর্মী বলে দাবি করা হচ্ছে।
229) অ্যাটর্নি জেনারেল বলেন, এটা বুঝলাম না। একজন দণ্ডপ্রাপ্ত ব্যক্তির মনোনয়নপত্র কীভাবে বৈধ হয়।
230) মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী সাবেক মন্ত্রী শাহ্‌ মোয়াজ্জেম হোসেনের গাড়িবহরে হামলা ও গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ৫টি গাড়ি, ৩টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ ঘটনায় শাহ্‌ মোয়াজ্জেম সহ আহত হন অন্তত ৬ নেতাকর্মী।
231) নতুন মলম, বাজারে পাওয়া যাচ্ছে, .... Sakib Al Hasan 
232) জোটগতভাবে বিএনপির কাছে ৩৫টি আসনের দাবি থাকলেও শেষ পর্যন্ত দরকষাকষিতে ২৪টি আসনেই থামতে হয় জামায়াতকে। তবে কয়েকটি আসন বিএনপি ও জামায়াতের প্রার্থীর জন্য ওপেন থাকতে পারে।
09/12/2018
233) ঢাকা-১৩ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পাওয়া বিএনপির প্রার্থী আব্দুস সালামকে অবাঞ্চিত ঘোষণা করেছে মোহাম্মদপুর-আদাবর-শেরে বাংলা নগর থানা বিএনপি, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল।
234) ব্যাংক লুটেরাদের সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন। ==>>
235) ঘোষিত চূড়ান্ত তালিকায় সংখ্যালঘু সম্প্রদায়ের ছয় প্রার্থী হলেন— গয়েশ্বর চন্দ্র রায় (ঢাকা-৩), নিতাই রায় চৌধুরী (মাগুরা-২), গৌতম চক্রবর্তী (টাঙ্গাইল-৬), মিলটন বৈদ্য (মাদারীপুর-২), মণি স্বপন দেওয়ান (রাঙামাটি) ও সাচিং প্রু (বান্দরবান)।
236) BNP candidates in Dhaka ....
237) আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের শরিক দলগুলোর মধ্যে আজ শুক্রবার আসন বণ্টন করা হয়েছে। বণ্টনে সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর বিকল্পধারা বাংলাদেশকে ৩টি আসন দেওয়া হয়েছে।

আসনগুলো হলো- এফএম শাহীন (মৌলভীবাজার-২), মেজর (অব.) এমএ মান্নান (লক্ষ্মীপুর-৪) এবং মাহী বি চৌধুরী (মুন্সীগঞ্জ-১)। তারা নৌকা প্রতীকে নির্বাচনের জন চিঠি পেয়েছেন।
238) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের মনেয়ানয়ন পেয়েছেন আকবর হোসেন পাঠান (নায়ক ফারুক)। আজ শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে অাওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অন্যান্য চূড়ান্ত প্রার্থীদের সাথে বরেণ্য এই চলচ্চিত্র অভিনেতার হাতেও চিঠি তুলে দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রাজধানীর গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট ও ভাসানটেকের কিছু অংশ নিয়েই ঢাকা-১৭ আসন গঠিত। এই আসনে বর্তমান সংসদ সদস্য (এমপি) বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) সভাপতি আবুল কালাম আজাদ।
07/12/2018
239) আজ আমার স্বামী এম ইলিয়াস আলী গুম হয়েছে, কাল আপনার স্বামী গুম হবে, গুম-খুনের' জবাব দিন ধানের শীষে ভোট দিন, আজ আমি নিরাপদে নাই, কাল আপনি নিরাপদে থাকতে পারবেন না।
240) স্বতন্ত্র হিসেবে কেউ প্রার্থী হতে চাইলে বা নির্বাচন করতে চাইলে মনোনয়নপত্রের সঙ্গে ১ শতাংশ ভোটারের স্বাক্ষর দাখিল করতে হয়। কিন্তু হিরো আলমের মনোনয়নপত্রে নির্ধারিত ভোটারের স্বাক্ষর ছিল না। এ কারণে তার মনোনয়নপত্র বাতিল করেছিলেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার।
241) গণফোরাম মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়া হবিগঞ্জ-১ আসনের সবচেয়ে ধনাঢ্য প্রার্থী হিসেবে চিহ্নিত হয়েছেন।
242) আওয়ামী লীগের সাবেক সাংসদ সুলতান মোহাম্মদ মনসুর আহমদের সমালোচনা করেছেন কুলাউড়া আওয়ামী লীগের নেতা-কর্মীরা। গতকাল বুধবার উপজেলা সদরে এক কর্মিসভায় বক্তারা বলেন, সুলতান মনসুর ভাবছেন, মুজিব কোট পরে বঙ্গবন্ধু আর জয় বাংলার স্লোগান দিয়ে ভোট পেয়ে যাবেন। এটা সম্ভব নয়।

সুলতান মনসুর বর্তমানে জাতীয় ঐক্যফ্রন্টের নেতা। তিনি নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে গণফোরামের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেছেন।
243) বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাতিল হওয়া তিন মনোনয়নপত্রের বৈধতা চেয়ে নির্বাচন কমিশনে আপিল করেছেন তার পক্ষের তিন আইনজীবী। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে খালেদা জিয়া বগুড়া-৬ ও ৭ এবং ফেনী-১ আসন থেকে নির্বাচন করতে মনোনয়নপত্র দাখিল করেন। কিন্তু সাজাপ্রাপ্ত দেখিয়ে রিটার্নিং কর্মকর্তারা তার তিনটি মনোনয়নপত্রই বাতিল করেন গত ২ ডিসেম্বর। খালেদা জিয়ার আইনজীবী ও দলের আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার কায়সার কামাল সাংবাদিকদের বলেন, সংবিধনের আর্টিকেল ৬৬ অনুযায়ী খালেদা জিয়া নির্বাচন করার সুযোগ পাবেন।
06/12/2018
244) আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হানিফের নয়া পল্টনের বিল্ডিঙের দাম মাত্র ৮ লাখ টাকা।
245) সাজাপ্রাপ্ত ঢাকার হাজী মোহাম্মদ সেলিম, চাঁদপুরের ড. মহিউদ্দিন খান আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। ১৩ বছরের সাজাপ্রাপ্ত বরিশাল-৪ আসনের নৌকা প্রতীকের প্রার্থী পঙ্কজ দেবনাথের মনোনয়নপত্র গ্রহণ করা হয়।
246) ভারতের দৈনিক যুগশঙ্খের প্রতিবেদন ...
আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে ১০ বিলিয়ন ডলার ব্যয় করবে চীন
247) আওয়ামী লীগ ৩০টির বেশি আসনে জিতবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী নিরপেক্ষ নির্বাচনকে ভয় পান বলেই তাঁরা নির্বাচনকে পুরোপুরি নিজেদের আয়ত্তে নেওয়ার জন্য সমস্যার সৃষ্টি করছেন।
248) জামায়াত ছাড়া বিএনপি অচল- ওবায়দুল কাদের

জামায়াত ছাড়া এক সময় আওয়ামী লীগও অচল ছিল- ইতিহাস সাক্ষী
249) নৌকায় ভোট দিন
নৌকা বোঝাই লাশ নিন।
===>>
250) মনোনয়নপত্র জমা দিয়ে বাসায় ফেরার পথে নিখোঁজ হয়েছেন ===>>
251) কয়দিন আগে প্রধান নির্বাচন কমিশনার স্বদম্ভে স্বীকার করেছেন (যা দেশের সকল সংবাদ মাধ্যম ফলাও করে প্রচার করেছে)- “বর্তমানে দেশে বিরোধী দলের (নির্বাচনমূখি) নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতার তার নির্দেশেই হচ্ছে”!
252) ‘নষ্টা মেয়ে’র নায়িকা পেলেন ধানের শীষ
253) জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, আমি লড়াইয়ে নেমেছি, এ লড়াই চালিয়ে যাব। ওরা আমাকে ধ্বংস করবে, করুক। মঙ্গলবার সকালে বেইলি রোডের নিজ বাসায় আসন বন্টন নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক শেষে ড. কামাল এসব কথা বলেন।
254) জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, সময়স্বল্পতার কারণে এখন জোটগতভাবে মনোনয়ন দেওয়া হচ্ছে না। দলীয়ভাবে মনোনয়ন দেওয়া হচ্ছে।
27/11/2018
255) মনোনয়ন পাওয়া নারী প্রার্থীরা হলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা (গোপালগঞ্জ-২ ও রংপুর-৬), মতিয়া চৌধুরী (শেরপুর-২), সাহারা খাতুন (ঢাকা–১৮), দীপু মনি (চাঁদপুর-৩), সিমিন হোসেন রিমি (গাজীপুর-৪), মাহাবুব আরা বেগম গিনি (গাইবান্ধা-২), ইসমাত আরা সাদেক (যশোর-৬), হাবিবুন্নাহার (বাগেরহাট-৩), মুন্নুজান সুফিয়ান (খুলনা-৩), জেবুন্নেছা আফরোজ (বরিশাল-৫), সাগুফতা ইয়াসমিন এমিলি (মুন্সিগঞ্জ-২), মেহের আফরোজ চুমকি (গাজীপুর-৫), জয়া সেনগুপ্তা (সুনামগঞ্জ-২), মমতাজ বেগম (মানিকগঞ্জ-২), সেলিমা আহমেদ (কুমিল্লা-২) ও শাহীন আকতার চৌধুরী (কক্সবাজার-৪)।
256) ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) -এর জারিজুরি ফাঁস ===>
257) Md Nurkhan Khan ==>> তুরে দেখিলে মনে হয় তুরায় পালাবি
258) নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, এবারের হালনাগাদ শেষে নতুন ভোটারের সংখ্যা ৪৩ লাখের বেশি। সব মিলিয়ে এবার ভোটার সংখ্যা ১০ কোটি ৪১ লাখের বেশি। এই ভোটারদের প্রায় আড়াই কোটি তরুণ।
259) বাংলাদেশের নির্বাচন কমিশন জানিয়েছে , এবারের নির্বাচনে ছয়টি সংসদীয় আসনের সমস্ত কেন্দ্রের ভোট গ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমের মাধ্যমে। শনিবার নির্বাচন কমিশনে এ বৈঠকের পর কমিশনের কর্মকর্তারা একথা জানান।
260) আমরা ক্ষমতার লড়াইয়ে আছি - - - - দেশের মানুষ আওয়ামী লীগকে দেখতে পারে না । - - - - - "
----------------------------- এরশাদ
261) ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত থেকে সরে আসার সম্ভাবনা নেই —সিইসি
262) আবুল মাল আব্দুল মুহিত ===>>
263) মার্কিন বিজ্ঞানী: ইভিএম হ্যাক করে ভোটের ফলাফল পরিবর্তন সম্ভব
264) আসন্ন একাদশ জাতীয় সংসদস নির্বাচনে বিএনপির মনোনয়নের জন্য ঢাকায় এসে চার দিন আগে পল্টন থেকে নিখোঁজ যশোরের বিএনপি নেতা আবু বকর আবুর লাশ মিলেছে বুড়িগঙ্গায়।
22/11/2018
265) কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ১২ অনুচ্ছেদের বিধান অনুসারে ঋণ খেলাপি ব্যক্তিরা জাতীয় সংসদের সদস্য হওয়ার যোগ্য নন, বিধায় তারা জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারেন না। সেজন্য নির্বাচনে মনোনয়নপত্র দাখিলকারী ব্যক্তিদের ঋণ খেলাপ সংক্রান্ত তথ্য সকল তফসিলি ব্যাংক হতে সরবরাহ করা আবশ্যক।
266) মিডিয়া হচ্ছে ইলেকশন কমিশনের পার্টনার। ===>>
267) প্রায় ৯০ জন কর্মকর্তার অপসারন চায় ঐক্য ফ্রন্ট ।। জনতন্ত্র গনতন্ত্র ।। YT
268) গনভবনে বসে নির্বাচন পরিচালনা করাও সংবিধান লংঘন--সাবেক সিইসি ডঃ সামছুল হুদা।
269) ‌কি‌সের রাজনী‌তি, অাসল হ‌লো গ্রুপ মাস্তানীর ব্যবসা।... #ParliamentBD
270) নির্বাচন পর্যবেক্ষকরা মুর্তির মত দাঁড়িয়ে পর্যবেক্ষন করবে। ----- নির্বাচন সচিব
271) আমি মরি নাই, ৩শ আসনেই প্রার্থী দেব : এরশাদ
272) শেখ হাসিনা’র সিনেমা বনাম খালেদা জিয়ার বই : নির্বাচন 2018 II Shahed Alam II বাংলাদেশ politics
273) যেখানে সিস্টেমের গোড়াতেই গলদ, সেখানে হিরো আলমের দোষ দেয়াটা হাস্যকর ===>>
274) ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের ৪৮ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সাংসদ বাদ পড়েছিলেন।
275) আমরা আওয়ামী লীগকে সরিয়ে বিএনপিকে ক্ষমতায় বসানোর এজেন্ডা নেইনি। 
--- ডা. জাফরুল্লাহ চৌধুরী
20/11/2018
276) #ElectionBD2018 ... এক নজরে ৭০টি ইসলামী দল ===>> 
277) নির্বাচন কমিশনে এখন নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৩৯টি।
278) #ElectionBD2018
এবার ভোটের রাজনীতিতে সক্রিয় ৭০টি ইসলামি দল ও সংগঠন!
279) #ElectionBD2018
আ.লীগের সঙ্গে ইসলামি দল বেশি?
280) ‘সাময়িক সুবিধা পাওয়ার জন্য অনেকে অন্য জোটে যাচ্ছে। আমরা জোট, নোট, চোট এগুলোকে সতর্কভাবে এড়িয়ে চলছি।’
-- ইসলামী আন্দোলনের মহাসচিব
281) ড. কামালের চেম্বারে গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরীর হাতে ফুল দিয়ে দলে যোগ দেন তাঁরা। এই সেনা কর্মকর্তারা হলেন: লেফটেন্যান্ট কর্নেল (অব.) খন্দকার ফরিদুল আকবর, লেফটেন্যান্ট কর্নেল (অব.) শেখ আকরাম আলী, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. শহিদুল্লাহ, লেফটেন্যান্ট কর্নেল (অব.) আ ফ ম নুরুদ্দিন, মেজর (অব.) মাসুদুল হাসান, মেজর (অব.) মো. ইমরান, মেজর (অব.) বদরুল আলম সিদ্দিকী, স্কোয়াড্রন লিডার (অব.) ফোরকান আলম খান, স্কোয়াড্রন লিডার (অব.) মো. হাবিব উল্লাহ, স্কোয়াড্রন লিডার (অব.) মো. মাহমুদ।
282) আগামী নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে একশত এক ভাগ নিশ্চিত : লে. জে (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী
283) আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী ডা. প্রাণ গোপাল দত্ত। তিনি একজন খ্যাতনামা চিকিৎসক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য। বহু বছর ধরে বিনামূল্যে এলাকার মানুষকে চিকিৎসা সেবা দিয়ে আসছেন তিনি। এলাকার মানুষের জন্য বড় একটি দাতব্য চিকিৎসালয় করে আসহায় মানুষের মাঝে উন্নত চিকিৎসা সেবা পৌঁছে দিতে চান বলে আশাবাদ প্রকাশ করেন তিনি।
15/11/2018
284) আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের এক কেন্দ্রীয় নেতা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন।
285) ২০ দলীয় জোটে যোগ দিচ্ছে নতুন দুটি দল
286) আওয়ামী লীগের নমিনেশন প্রাপ্ত হিন্দু ..... ????
14/11/2018 

03/01/2019 Down ... 
287) ভয়েস অব আমেরিকার আনিস আহমেদ ডঃ কামাল হোসেনকে জিজ্ঞেস করছেন, আপনারা কেন ঢাকার পাচ দশ হাজার লোক নিয়ে মিছিল করলেন না। তিনি মনে হয় চান্দের দেশে ছিলেন, তিনি মনে হয় দেখেন নাই কীভাবে তফশিল ঘোষণার পর থেকে ঐক্যফ্রন্টের প্রার্থী নেতা কর্মিদের উপরে হামলা হয়েছে ২৮৯৬ বার, আহত হয়েছে ১৩ হাজার জন, নিহত হয়েছে ৯ জন, আহত হয়েছে ৫০ জন প্রার্থী। এমন রক্তাক্ত নির্বাচনী প্রচার কি আনিস আহমেদ সাহেব আগে দেখছেন? ===>>
288) ভাবুন, আপনার মায়ের সাথে এমন হলে আপনার প্রতিক্রিয়া কি হতো..?
289) "প্রশাসনের জুনিয়ার অফিসারদের সাথে মিটিং করে ডিসিরা ৩১ ডিসেম্বের সবাইকে ধন্যবাদ জানিয়েছে এই বলে যে, তোমাদের হয়তো মন খারাপ হইছে আমার কাজে। বাট এটা না করলে বিএনপি ক্ষমতায় আসতো। দেশে খুনোখুনি হতো। লক্ষ লক্ষ লোক মারা যেত। দেশের উন্নয়ন ব্যহত হতো। ...."
290) ধানের শীষে ভোট দেয়াতে ক্ষুব্ধ হয়ে নোয়াখালীতে সন্তানদের সামনে তাদের মা'কে যে আওয়ামী লীগ নেতার নেতৃত্বে ধর্ষণ করে মেরে ফেলা হলো, সেই নেতৃত্বের নামটাই এফআইআর থেকে বাদ দিয়ে দিল পুলিশ। ===>
291) খুলনা-১ আসনে মোট ভোটারের চেয়ে ২২,৪১৯ ভোট বেশি পড়েছে উল্লেখ করে তারা সংবাদ প্রকাশ করেছিলেন। ....
292) ড. কামাল বলেছিলেন ফজর পড়ে যেন সবাই ভোটকেন্দ্র পাহারা দেয়।
কিন্তু তিনি হয়তো ভুলে গেছিলেন যে প্রধানমন্ত্রী তাহাজ্জুদ পড়েনL-2
293) "আমরা যখন রাতেই ব্যালট দিতে অপারগতা প্রকাশ করি তখন ... " ====>>
294) পারফেক্ট মার্ডারের মত পারফেক্ট ভোট চুরি বইলা কিছু নাই, ঘটানো সম্ভব না। কোথাও না কোথাও, কিছু না কিছু তাঁর চিহ্ন রহিয়া যায়...!!
295) গণতন্ত্রের গ-ও নেই যে দেশে, সে দেশ ঘটা করে নির্বাচন করছে।
296) ভোট কেন্দ্রে যেতে পারবেন কি না এই নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়।
--- নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম
297) সরকারের ব্যর্থতার কারণেই সমাজে অনাচারের জন্ম হয় বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেছেন, ‘সরকারই সকল অনাচারের জন্য দায়ী। সরকারের ব্যর্থতার কারণেই সমাজে ঘুষ-দুর্নীতি-দুর্বৃত্তায়ন প্রাতিষ্ঠানিক রূপ পায়।’
298) উল্লেখ্য, বেসরকারি ফারমার্স ব্যাংক থেকে অর্থ লোপাট করে দেশ ছেড়েছিলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। সম্প্রতি লন্ডন সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রোগ্রামে নাজমুলকে দেখে ক্ষোভ প্রকাশ করেছিলেন। জাতীয় নির্বাচনকে সামনে রেখে জমজমাট মনোনয়ন ব্যবসায় অংশ নিতে আবারও দেশে ফেরেন নাজমুল। ফাঁস হওয়া হোয়াটসঅ্যাপ বার্তা সত্য হলে অচিরেই আবার দেশ ছাড়বেন ফারমার্স ব্যাংক লোপাটের অন্যতম এই হোতা।
299) ঘুষ খাইয়ে বাংলাদেশে সংঘবদ্ধ ভাবে কত কি যে হয়! যেমন, ভূয়া নির্বাচন।
300) বাংলাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম, সহিংসতা ও প্রাণহানি সম্পর্কে অবগত থাকার কথা জানিয়েছে জাতিসংঘ

৩১ ডিসেম্বর ‘পিস অ্যান্ড সিকিউরিটি’ শীর্ষক জাতিসংঘের মুখপাত্রের অফিস থেকে দেয়া বিবৃতিতে এ কথা বলা হয়েছে।
02/01/2019



No comments:

Post a Comment