Sunday, March 2, 2014

Daily Note 2014 03 A

1) ডাক্তার জাকির নায়েক হুর শব্দের মনগড়া ব্যাখ্যা করে কুরআনের আয়াতের অর্থ বিকৃতি করেছেন   ===>>

ডাক্তার জাকির নায়েক হুর শব্দের শ্রেণীবিভাজন করে পুরুষ হুর ও নারী হুর বলে যে প্রকারভেদ করেছেন এবং জান্নাতী পুরুষদের জন্য নারী হুর আর নারীদের জন্য পুরুষ হুর বলে যে ভাগবিন্যস্ত করেছেন, তা পবিত্র কুরআনের কোথাও নেই এবং তা রাসূলুল্লাহ (সা.)-এর কোন হাদীসে কিংবা সাহাবায়ে কিরাম (রা.), তাবিয়ীন ও তাবি-তাবিয়ীন কারো বর্ণনা বা তাফসীরে উল্লেখ নেই। ======>>
http://monthlyadarshanari.com/?p=1044#more-1044

2) একটি ভুল আমল : নামাযে পায়ের আঙ্গুল কেবলামুখী না রাখা ===>
নামাযে দাঁড়ানো অবস্থায় পায়ের আঙ্গুল কেবলামুখি করে রাখতে হয়। কিন্তু অনেক মানুষকেই দেখা যায় নামাযে দাঁড়ানোর সময় পায়ের পাতা (আঙ্গুলগুলো) ডানে বামে ঘুরিয়ে রাখেন। এটা ঠিক নয়। দুই পায়ের পাতার মাঝে সামনে পিছনে সমান ফাঁকা রেখে পায়ের আঙ্গুল সোজা কিবলামুখী করে দাঁড়াতে হয়। 


অবশ্য কারো যদি ওযর থাকে তাহলে ভিন্ন কথা।
তেমনিভাবে অনেক মানুষকে দেখা যায় তাকবীর বলে হাত ওঠানোর সময় হাতের তালু নিজের কানের দিকে বা আকাশের দিকে করে রাখেন এটিও ঠিক নয়। নিয়ম হল এ সময় হাতের তালু কেবলামুখী করে রাখা।

3) ফিকহে হানাফী - শূরাভিত্তিক সংকলন ====>>



ইমাম আবু হানীফা রাহ.-এর একটি বিশেষত্ব এই যে, তিনি ছিলেন সঙ্গী-সৌভাগ্যে অতি সৌভাগ্যবান। সমকালীন শ্রেষ্ঠ মনীষার একটি উল্লেখযোগ্য অংশ তাঁর সঙ্গে ছিল। কুরআন-সুন্নাহ, হাদীস, আছার, ফিকহ, ইজতিহাদ, যুহদ ও আরাবিয়্যাতের দিকপাল মনীষীরা ছিলেন তাঁর শীষ্য। এঁদের সম্মিলিত আলোচনা ও পর্যালোচনার দ্বারা ফিকহে হানাফী সংকলিত হয়েছে। সমকালীন হাদীস ও ফিকহের বিখ্যাত ইমামগণও ফিকহে হানাফীর এই বৈশিষ্ট্য সর্ম্পকে সচেতন ছিলেন। কুফা নগরীর বিখ্যাত মনীষী ইমাম সুলায়মান ইবনে মিহরান আমাশ রাহ. (১৪৮ হি.) কে এক ব্যক্তি মাসআলা জিজ্ঞাসা করলেন। তিনি তখন (ইমাম আবু হানীফা রাহ.-এর মজলিসের দিকে ইঙ্গিত করে) বললেন, এঁদের জিজ্ঞাসা করুন। কেননা, এঁদের নিকট যখন কোনো প্রশ্ন উত্থাপিত হয় তখন তারা সম্মিলিতভাবে মতবিনিময় করেন এবং (সর্বদিক পর্যালোচনার পর) সঠিক সিদ্ধান্তে উপনীত হন।’-জামিউল মাসানীদ, আবুল মুআইয়াদ খুয়ারাযমী ১/২৭-২৮ ইবনে কারামাহ বলেন, ‘আমরা একদিন ওকী ইবনুল জাররাহ রাহ. এর মজলিসে ছিলাম। জনৈক ব্যক্তি কোনো বিষয়ে বললেন, ‘আবু হানীফা এখানে ভুল করেছেন।’ ওকী বললেন, আবু হানীফা কীভাবে ভুল করতে পারেন, তাঁর সঙ্গে রয়েছেন আবু ইউসুফ, যুফার ইবনুল হুযাইল ও মুহাম্মাদ ইবনুল হাসানের মতো ফকীহ ও মুজতাহিদ, হিব্বান ও মানদালের মতো হাফিযুল হাদীস, কাসিম ইবনে মা’ন-এর মতো আরাবিয়্যাতের ইমাম এবং দাউদ ইবনে নুছাইর ত্বয়ী ও ফুযাইল ইবনে ইয়াযের মতো আবিদ ও যাহিদ? এই পর্যায়ের সঙ্গী যাঁর রয়েছে তিনি ভুল করবেন কীভাবে? কখনো যদি তাঁর ভুল হয় তবে তো এঁরাই তাকে ফিরিয়ে আনবেন।’-প্রাগুক্ত পৃ. ৩৩ ইমাম আসাদ ইবনুল ফুরাত রাহ. (২১৩ হি.) বলেন, ‘ইমাম আবু হানীফা রাহ.-এর চল্লিশজন সঙ্গী গ্রন্থসমূহ (ফিকহে হানাফী) সংকলন করেছেন। তাঁদের শীর্ষ দশজনের মধ্যে ছিলেন আবু ইউসুফ, যুফার, দাউদ ত্বয়ী, আসাদ ইবনে আমর, ইউসুফ ইবনে খালিদ ও ইয়াহইয়া ইবনে যাকারিয়া ইবনে আবী যাইদা। শেষোক্ত জন সিদ্ধান-সমূহ লিপিবদ্ধ করতেন। দীর্ঘ ত্রিশ বছর তিনি এই দায়িত্ব পালন করেছেন।’-ইবনু আবিল ‘আওয়াম-এর সূত্রে যাহিদ হাসান কাওছারী-ভূমিকা, নসবূর রায়াহ ১/৩৮
C/O, মাসিক ইসলামী পত্রিকা আল কাউসার  http://www.alkawsar.com/article/87

3-a) হানাফী বিচারপতি / কাজী ====>>



হিজরী দ্বিতীয় শতকের শেষার্ধে ইমাম আবু হানীফা রা.-এর বিখ্যাত সঙ্গীগণ কাযা ও বিচারের মসনদ অলংকৃত করেন। ইমাম আবু ইউসুফ রাহ. (১৮৩ হি.) ছিলেন গোটা মুসলিম জাহানের কাযিউল কুযাত। হারুনুর রশীদের সময় দারুল খিলাফা রাক্কা শহরে স্থানান্তরিত হলে ইমাম মুহাম্মাদ ইবনুল হাসান রাহ. (১৩১-১৮৯ হি.) সে শহরে কাযার দায়িত্ব পালন করেন। তদ্রূপ ইমাম যুফার ইবনুল হুযাইল (১৫৮ হি.) বছরায়, ইমাম কাসিম ইবনে মা’ন (১৭৫ হি.) কুফায়, ইমাম ইয়াহইয়া ইবনে যাকারিয়া ইবনে আবী যাইদাহ (১৮৪ হি.) মাদায়েনে, ইমাম আবু মুহাম্মাদ নূহ ইবনে দাররাজ (১৮২ হি.) কুফায়, ইমাম হাফস ইবনে গিয়াছ (১১৭-১৯৪ হি.) কুফা ও বাগদাদে (কুফায় তেরো বছর, বাগদাদে দুই বছর) আফিয়া ইবনে ইয়াযীদ আওদী (১৮০), বাগদাদে কাযা পরিচালনা করেন। তদ্রূপ হুসাইন ইবনুল হাসান আওফী (২০১) পূর্ব বাগদাদে, আলী ইবনে যাবইয়ান আবসী (১৯২ হি.), ইউসুফ ইবনে ইমাম আবু ইউসুফ (১৯২ হি.) বাগদাদে, মুহাম্মাদ ইবনে মুকাতিল রাযী (২২৬ হি.) ও নাসর ইবনে বুজাইর যুহলী রায় শহরে কাযার দায়িত্বে ছিলেন। ইমাম ইসমাইল ইবনে হাম্মাদ ইবনে আবু হানীফা (২১২ হি.) ইমাম মুহাম্মাদ ইবনে সামাআ (১৩০ হি.-২৩৩ হি.) ইমাম ঈসা ইবনে আবান ইবনে সাদাকা (২২১ হি.), আবদুর রহমান ইবনে ইসহাক (২২৮ হি.), বিশর ইবনুল ওয়ালীদ কিনদী (২৩৮ হি.), হাইয়ান ইবনে বিশর (২৩৮ হি.), হাসান ইবনে উছমান যিয়াদী (২৪৩ হি.), উমার ইবনে হাবীব (২৬০ হি.) ইবরাহীম ইবনে ইসহাক (২৭৭ হি.), বুহলূল ইবনে ইসহাক (২৯৮ হি.), আহমদ ইবনে মুহাম্মাদ আলবিরতী (২৮০ হি.) কাযী আবু খাযিম আবদুল হামীদ ইবনে আবদুল আযীয (২৯২ হি.), কাযী আহমদ ইবনে ইসহাক ইবনে বুহলূল (২৩১-৩১০ হি.), আহমদ ইবনে মুহাম্মাদ নাইছাবুরী (৩৫১ হি.), আহমদ ইবনে মুহাম্মাদ, আবু বকর দামাগানী, তহাবী ও কারখীর শীষ্য, হুসাইন ইবনে আলী সাইমারী (৩৫১-৪৩৬ হি.) প্রমুখ ফিকহ ও হাদীসের বিখ্যাত ইমাম ও তাঁদের শীষ্যদের উপর কাযার দায়িত্ব অর্পিত ছিল। বাগদাদ, কুফা, বছরা, আম্বার, হীত, মাওসিল, ওয়াসিত, মাম্বিজ, রায় প্রভৃতি বিখ্যাত শহরে তাঁরা ফিকহে হানাফী অনুসারে কাযা পরিচালনা করেছেন। মুসলিম জাহানের এই কেন্দ্রীয় শহরগুলিতে এত অধিক সংখ্যক ফকীহ ও কাযী বিদ্যমান ছিলেন, যা অনুমান করাও কঠিন। ইমাম সায়েদ ইবনে মুহাম্মাদ ‘কিতাবুল ইতিকাদ’ গ্রন্থে আবদুল মালিক ইবনে আবিশ শাওয়ারিব থেকে বর্ণনা করেন, তিনি বসরার প্রাচীন ভবনের দিকে ইঙ্গিত করে বলেছেন, ‘এই গৃহ থেকে সত্তরজন বিচারক বের হয়েছেন, যারা প্রত্যেকে ফিকহে হানাফী অনুসারে ফয়সালা করতেন ...।’-আলজাওয়াহিরুল মুযিয়্যাহ ২/২৬৭
C/O, মাসিক ইসলামী পত্রিকা আল কাউসার

4)  এক সাথে সকল ইসলামী পত্রিকা ===>>

http://rifatahmad.blogspot.com/2013/03/blog-post_18.html

5)   মুদ্রার তাত্ত্বিক পর্যালোচনা ও শরয়ী বিধান - ১ ====>>


মুদ্রাকে অপাত্রে ব্যবহার করা জুলুম । ( ইয়াহয়ায়ূ উলুমিদ্দীন ৪/৯১ ) - - - - সুতরাং মুদ্রাকে পণ্য সুলভ ব্যবহার করা তথা, তাকে ব্যবসায়িক পণ্য বানান জুলুম । 

http://monthlyalabrar.files.wordpress.com/2012/09/al-abrar-getap-02-2014.pdfC/O, মাসিক আল-আবরার, February - 2014

5-a) সুতরাং Forex Trading / Currency Trading হারাম । ====>>

https://www.youtube.com/watch?v=uyQjBJnASi4

6) Investing in The Stock Market, is it Halal or Haram - - -  Sheikh Imran Nazar Hosein 2011

Sheikh Imran says everywhere in the World the Stock Markets are running on in the HARAM Way ======>> https://www.youtube.com/watch?v=5r_9RQ-7i7I

7) আইনের শাসন না থাকলে এরকম ঝুঁকি আমাদেরকে তাড়া করতে-ই থাকবে । 


যারা এটিএম কার্ড ব্যবহার করেন তারা সতর্ক থাকবেন।  খুবি মর্মান্তিক একটি ঘটনা, খুবি মর্মান্তিক।
LINK    

8) সেক্যুলার ও তথাকথিত আলেমদের মুখোশ উন্মোচন করলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট ইসলামিক স্কলার, দার্শনিক ও লেখক আল্লামা ইমরান নযর হোসেন।

LINK 

9) জাতীয় পরিচয়পত্র =====>>




আপনি জানেন কি জাতীয় পরিচয়পত্র হারানো, সংশোধন, স্থানান্তর, অন্তর্ভূক্তিকরণ, জন্য কি করতে হয় ?

১। জাতীয় পরিচয়পত্র হারানো:- এ ক্ষেত্রে সংশ্লিষ্ট থানা একটি সাধারণ ডায়েরী করতে হবে। ডায়েরীর মুল কপি এবং উপজেলা নির্বাচন অফিস থেকে একপি ফরম সংগ্রহ করে পুরণ করে জমা দিলে ১৫-২০ দিন পরে ডুপ্লিকেট জাতীয় পরিচয়পত্র ইস্যু করা হবে।

২। জাতীয় পরিচয়পত্র সংশোধন:- এ ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা/উপজেলা নির্বাচন অফিস থেকে একপি ফরম সংগ্রহ করে পুরণ করে দালিলিক প্রমানের কাগজপত্রসহ জমা দিলে ১৫-২০ দিন পরে ডুপ্লিকেট জাতীয় পরিচয়পত্র ইস্যু করা হবে।

৩। জাতীয় পরিচয়পত্র স্থানান্তর:- এ ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা/উপজেলা নির্বাচন অফিস থেকে একপি ফরম সংগ্রহ করে পুরণ করে দালিলিক প্রমানের কাগজপত্রসহ জমা দিলে ১৫-২০ দিন পরে ডুপ্লিকেট জাতীয় পরিচয়পত্র ইস্যু করা হবে।

৪। জাতীয় পরিচয়পত্র অন্তর্ভূক্তিকরণ:- এ ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা/উপজেলা নির্বাচন অফিস থেকে একপি ফরম সংগ্রহ করে পুরণ করে দালিলিক প্রমানের কাগজপত্রসহ জমা দিলে সেই দিন ভোটার অন্তর্ভূক্ত হবে এবং ১৫-২০ দিন পরে ডুপ্লিকেট জাতীয় পরিচয়পত্র ইস্যু করা হবে।
-------- Online Collection

10)  speculate =======>> 

The verb 'speculate' has a specialized meaning in the world of Finance — it means to take a financial risk, in the hopes of monetary gain.

11) ইবলিস কোন কোন দিক থেকে মানুষের কাছে আসবে এইভাবে বলে দিয়েছিল ===>> 



"এরপর তাদের কাছে আসব তাদের সামনের দিক থেকে, পেছন দিক থেকে, ডান দিক থেকে এবং বাম দিক থেকে। " (৭-১৭)

একটি দিক বাদ গেল - উপর থেকে। তার মানে, উপর থেকে যা মানুষের জন্য আসে ঐ ব্যাপারে শয়তান অসহায়। যেমন কুরআন।

এই আয়াতের কিছুক্ষন পর আল্লাহ আরেকটি জিনিসের কথা বলেছেন যেটি উপর থেকে আসে। আর সেটি হলঃ

"হে বনী-আদম আমি তোমাদের জন্যে পোশাক অবর্তীণ করেছি।" (৭-২৬)

সুবহানাল্লাহ, পোশাকও আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। এই ব্যাপারে একটু গাফলতি করলে শয়তান সুযোগ পেয়ে যায়.... ------ Online Collection C/O, https://www.facebook.com/Islam.bangla

12) US FED ======>

Rep. McFadden said, “When the Federal Reserve Act was passed, the people of these United States did not perceive that a world banking system was being set up here. A super-state controlled by international bankers, and industrialists acting together to enslave the world. Every effort has been made by the Fed to conceal its powers, but the truth is it has usurped the government.”
12-a) The first misconception that most people have is that the Federal Reserve Bank is a branch of the US government. IT IS NOT.
12-b) “Better is a little with righteousness than great revenues without right.” -------- Proverb 16:8
12-c) 
“Centralized government is idolatry! ...
Centralized power is the direct result of losing one's faith in God!”
--------------------------------------------------------- Dr. Jack Hyles      LINK
12-d) USA FED ====>
About the Federal Reserve banks, Rep. McFadden said, "They are private credit monopolies which prey upon the people of the United States for the benefit of themselves and their foreign customers; foreign and domestic speculators and swindlers; the rich and predatory money lenders. This is an era of economic misery and for the reasons that caused that misery, the Federal Reserve Board and the Federal Reserve banks are fully liable."
12-e) USA FED ====>
Congressman Henry Gonzales, Chairman of a banking committee, introduces legislation to repeal the Federal Reserve Banking Act of 1913 nearly every year. It's always defeated, the media remains silent, and the public never learns the truth. The same bankers who own the FED control the media and give huge political contributions to sympathetic members of Congress (Reference 12, P. 155-163, Reference 22, P. 158, 159, 166).
12-f) আমেরিকার নাগরিক সে দেশের ডলার / মুদ্রা তৈরির 'কারখানা' / 'সংস্থা' Federal Reserve সম্পর্কে ক্ষোভ প্রকাশ করে বলেন ====>>
The Federal Reserve Act should be repealed and the Federal Reserve banks, having violated their charters, should be liquidated immediately. FAITHLESS GOVERNMENT OFFICERS WHO HAVE VIOLATED THEIR OATHS SHOULD BE IMPEACHED AND BROUGHT TO TRIAL.
=======>> LINK
12-g) Thomas Jefferson said in 1816: “If the American people ever allow private banks to control the issue of their currency, first by inflation and then by deflation, the banks and corporations that will grow up around them will deprive the people of all property until their children wake up homeless on the continent their fathers conquered.”
12-h) “From now on, depressions will be scientifically created.”
----------- US Congressman Charles A. Lindbergh Sr., 1913
12-i) "THE FEDERAL RESERVE BOARD, A GOVERNMENT BOARD, HAS CHEATED THE GOVERNMENTOF THE UNITED STATES AND THE PEOPLE OF THE UNITED STATES OUT OF ENOUGH MONEY TO PAY THE NATIONAL DEBT.
12-j) The FED's books are not open to the public. Congress has yet to audit it.
12-k)

13) তালপট্টি দখলে রাখার জন্য মেজর জিয়াকে ভারতের র' কর্তৃক হত্যা করা হয়


---------------------------------
"জিয়া হত্যার ১২ দিন আগে ভারত শেখ হাসিনাকে দিল্লি থেকে ঢাকায় পাঠায়। এবং তার তিনদিন পরে ভারত সৈন্য বাহিনী দিয়ে বাংলাদেশের তালপট্টি দ্বীপ দখল করে নেয়। যার ফলে ফেটে পড়ে বাংলাদেশের জনতা। প্রেসিডেন্ট জিয়া কড়া প্রতিবাদ করেন এবং তালপট্টি দ্বীপ পুর্নদখলের ঘোষণা দেন। এর ১ সপ্তাহের মাথায় নির্মমভাবে নিহত হন জিয়া।" LINK 

14) New World Order ====>> 



কন্সটান্টিনোপল নতুন করে জয় করা হবে । কেননা, ইহা জায়নিস্টদের দখলে চলে গেছে / চলে যাবে । এক্ষেত্রে মুসলিম উম্মাহ ( ইমাম মাহদী বাহিনী বা তাঁর অগ্রগামী কোন আমলে ) রাশিয়া / চীন তথা 'রুম-বাহিনী'-র সাথে শান্তি চুক্তি করবে , ---- দাজ্জালের বাহিনী বা দাজ্জালের অনুসারী অগ্রগামী কোন বাহিনীর ( আমেরিকা - ন্যাটো - ইস্রাইল ? ) মোকাবেলা করার জন্য ।------ এমন হবে বলে অনুমান করছেন 'ইমরান নজর হুসাইন' এই লেকচারে ===>>
https://www.youtube.com/watch?v=a8oIXiHEzPU

15) বাবরি মসজিদ ধ্বংসকারীদের মধ্যে যে ব্যক্তি সবার আগে পাথর নিক্ষেপ করে তার ইসলাম গ্রহণের কাহিনী ====>> 


The brother who threw the first stone on Babri Masjid narrates that every year on 6 Dec he used to feel that Allah's Azab would get me. he felt such restlessness that he used to hide in the most interior room of his house, then it happened so that his 10 year old son got ill and while breathing his last he pleaded his father to do Tauba and become Muslim. The boy died and his last words left a mark on his father's heart, after which he approached Moulana Kaleem Sab and became Muslim. The brother who was once the forebearer of Kuffar has now spent 4 Months and 40 days many times, follows complete sunnah , - - - -
=====================================
N.B. Link in the comment - - - LINK

16) রোম সাম্রাজ্যের Fiat Currency ====>>



Although Rome didn’t actually have paper money, it provided one of the first examples of true debasement of a currency. The denarius, Rome’s coinage of the time, was, essentially, pure silver at the beginning of the first century A.D. By A.D. 54, Emperor Nero had entered the scene, and the denarius was approximately 94% silver. By around A.D.100, the denarius’ silver content was down to 85%.

Emperors that succeeded Nero liked the idea of devaluing their currency in order to pay the bills and increase their own wealth. By 218, the denarius was down to 43% silver, and in 244, Emperor Philip the Arab had the silver content dropped to 0.05%. Around the time of Rome’s collapse, the denarius contained only 0.02% silver and virtually nobody accepted it as a medium of exchange or a store of value. ====>> Link in the comment http://dailyreckoning.com/toilet-paper-money/

17) The Economist Raghuram Rajan ====>>


He traces the deepening fault lines in a world overly dependent on the indebted American consumer to power economic growth and stave off global downturns.

17-a) 'Fault Lines' by Raghuram Rajan ====>



আধুনিক   মার্কিন /   বিশ্ব অর্থনীতির অন্তর্গত মাকাল ফল  সদৃশ আত্ম-ঘাতী উপাদান সমূহ সম্পর্কে  জানতে এই বইটি পড়তে হবে । PDF Link ===>
http://www.tcmb.gov.tr/research/cbreview/july12-4.pdf

18) কাগুজে মুদ্রা প্রচলনের মাধ্যমে কুবলাই খান কিভাবে বিশাল সম্পদের মালিক হয় তার বিবরণ মারকো পোলো-র যবানিতে ====>> 
Genghis Khan’s grandson Kublai Khan united China and assumed the emperorship. After running into some setbacks with paper currency, Kublai eventually had some success with fiat money. In fact, Marco Polo said of Kublai Khan and the use of paper currency: ===>

“You might say that [Kublai] has the secret of alchemy in perfection…the Khan causes every year to be made such a vast quantity of this money, which costs him nothing, that it must equal in amount all the treasure of the world.” - - - -

( N.B. Link in the comment ) LINK

18-a) মধ্য যুগে চীন দেশে কাগুজে মুদ্রা প্রচলনের কুফল =====>>

কুবলাই খান কাগুজে মুদ্রার প্রচলন করে । এতে করে প্রাথমিক সুফল চীন দেশ লাভ করার পর অবশেষে এর কুফল পেতে শুরু করে । বিষয়টি প্রত্যক্ষ দর্শী পর্যটক মারকো পোলো এভাবে বলেন - - - -

“Population and trade had greatly increased, but the emissions of paper notes were suffered to largely outrun both…All the beneficial effects of a currency that is allowed to expand with a growth of population and trade were now turned into those evil effects that flow from a currency emitted in excess of such growth. These effects were not slow to develop themselves…The best families in the empire were ruined, a new set of men came into the control of public affairs, and the country became the scene of internecine warfare and confusion.”
( N.B. Link in the comment )

18-b) Conflict in Chinese Civilisation due to Fiat Currency ====>>

"The best families in the empire were ruined, a new set of men came into the control of public affairs, and the country became the scene of internecine warfare and confusion.”

No comments:

Post a Comment