Wednesday, February 26, 2014

Daily Note 2014 02 C


1)   বাণী চিরন্তনী ====>>

যখন তুমি কোন ভুল করে ফেল, তখন এর পিছনে বেশি সময় ব্যায় করো না। ভুলের পিছনের কারণগুলোকে মনের মধ্যে গেঁথে নাও এবং সামনে তাকাও। ভুল তোমাকে শিক্ষা দেয় জ্ঞানী হয়ে উঠতে। অতীতকে বদলানো যায় না, কিন্তু ভবিষ্যৎ তোমার ক্ষমতার মধ্যে | -------- হিউ হোয়াইট

2) সুচিত্রা সেন - - - - তার মনোবিকার ====>>



এবনে গোলাম সামাদ বলেন, আমি সুচিত্রা সেনের অভিনিত একটি ছবি দেখেছিলাম। ছবিটির নাম ছিল ‘দীপ জ্বেলে যায়’।- ছবির নায়িকা ছিলেন সুচিত্রা সেন। নায়ক ছিলেন অনিল বন্দ্যোপাধ্যায়। সিনেমার কাহিনী হলো একটি হাসপাতাল। যেখানে পুরুষের মানসিক রোগ চিকিৎসা করা হয়। নায়িকা পুরুষ মানসিক রোগীর সাথে প্রেমিকার অভিনয় করে তাকে সারিয়ে তুলতে চান। এই হলো ওই মানসিক হাসপাতালের চিকিৎসাপদ্ধতি। কিন্তু কোনো এক রোগীর সাথে প্রেমের অভিনয় করতে গিয়ে চিকিৎসিকা নিজেই জড়িয়ে পড়েন রোগীর সাথে প্রকৃত প্রেমে। রোগীর রোগ সারে, কিন্তু সুস্থ হয়ে তিনি দিতে চান না চিকিৎসিকার প্রকৃত প্রেমের মূল্য। এর ফলে চিকিৎসিকা হয়ে যান নিজেই পাগল। অন্যের মনে দ্বীপ জ্বালতে গিয়ে নিজের মনে নেমে এলো বিরাট অন্ধকার। মনোবিকার সারানোর এই পদ্ধতি আসলে আছে কি না, আমার জানা নেই। কিন্তু ছবিটি দেখে আমার ভালো লেগেছিল। এখন শুনছি সুচিত্রা সেন ভালোবাসার অভিনয় করতে করতেই শেষে হয়ে পড়েছিলেন মনোবিকার গ্রস্ত। LINK  ===>> C/O, আত্মপক্ষ // সুচিত্রা সেনের মোমের মূর্তি // এবনে গোলাম সামাদ //  দৈনিক  নয়া দিগন্ত

2-a) ছিনেমার নায়িকার দাম্পত্য জীবন ===>>



শোনা যাচ্ছে, সুচিত্রা সেন কোনো এক উৎসবের দিনে উত্তম কুমারকে আমন্ত্রণ করেছিলেন তার বাড়িতে। ওই উৎসবে তিনি উত্তম কুমারের সাথে জুড়িনাচ নেচেছিলেন বিশেষ ভঙ্গিতে। সুচিত্রা সেনের স্বামী সেটা দেখে ছুরি হাতে তেড়ে যান উত্তম কুমারকে খুন করতে। উত্তম কুমার সুচিত্রা সেনকে ছেড়ে দিয়ে দৌড়ে পালিয়ে আত্মরক্ষা করেন। এরপর সুচিত্রা সেনের বিবাহিত জীবন শেষ হয়, কিন্তু উত্তম কুমারের নয়। ------ এবনে গোলাম সামাদ
2-b) ঋত্বিক ঘটক ও মৃণাল সেন ছিলেন বাম ঘরানার। অন্য দিকে সত্যজিৎ রায় ছিলেন একজন উদারপন্থী গণতন্ত্রী। আর এক কথায়, মধ্যপন্থী ভাবধারায় ভাবিত ব্যক্তি। ---- এবনে গোলাম সামাদ
2-c) আমাদের দেশের বিখ্যাত চিত্রপরিচালক জহির রায়হান রাজনৈতিকভাবে ছিলেন যত দূর জানি মাও সে তুংয়ের ভক্ত। তার ‘জীবন থেকে নেয়া’ ছবিটি ইতিহাস হয়ে থাকবে। জানি না, কেন তাকে মেরে ফেলা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে সিনেমা শিল্প সম্পর্কে বিশেষ কিছু জানি না। জহির রায়হানের সাথে আমার পরিচয় ঘটে ঢাকায় নয়; ১৯৭১ সালে কলকাতায়। তিনি আমাকে বলেন, কলকাতায় এসে তিনি পড়েছেন দারুণ বিপর্যয়ের মধ্যে। তার কোনো থাকার জায়গা নেই। আমি এ ক্ষেত্রে তাকে কোনো সাহায্য করতে পারি কি না। আমি তাকে একটি অস্থায়ী আস্তানা জোগাড় করে দিতে পেরেছিলাম। তা না হলে তিনি হয়তো হারিয়ে যেতেন কলকাতাতেই। কারণ ভারত সরকার কোনো চীনপন্থী কমিউনিস্টকে আশ্রয়-প্রশ্রয় দেয়ার পক্ষে ছিল না। বাংলাদেশে প্রশ্ন তোলা হচ্ছে না জহির রায়হানের মৃত্যু নিয়ে; - - - -
-------------------------------------------------- এবনে গোলাম সামাদ

2-d) কানন দেবী ==============> 



এবনে গোলাম সামাদ বলেন,
আমি বাংলা ছায়াছবির কিছু ইতিহাস পড়েছিলাম নিজের কৌতূহল মেটানোর জন্য। সিনেমার একজন নায়িকার কথা আমার মনে বিশেষভাবে গাঁথা হয়ে আছে। এই নায়িকার নাম হলো, কানন দেবী। কানন দেবী জন্মেছিলেন কলকাতার সাথে লাগোয়া হাওড়া শহরে ১৯১৫ সালে। তার মা ছিলেন কোনো এক ব্যক্তির রক্ষিতা। তার বাবা মারা যাওয়ার পর তারা দুই বোন হয়ে পড়েন খুবই অসহায়। মা তার দুই কন্যাকে নিয়ে দুঃসম্পর্কের এক আত্মীয়ের বাড়িতে ঝিয়ের কাজ নেন; কিন্তু অপমান ও দারিদ্র্যের লাঞ্ছনা সহ্য করতে না পেরে একটা ছোট বাসা ভাড়া নেন। বারো-তেরো বছরে শুরু হয় কানন বালার সিনেমার জীবন। তাকে তখন বলা হতো কানন বালা। তিনি পরে হয়ে ওঠেন কানন দেবী। তিনি প্রথম অভিনয় শুরু করেন নির্বাক ছবিতে। তাকে সহ্য করতে হয় যৌনপীড়ন ও নানাবিধ অপমান। ১৯৩০ সাল থেকে আরম্ভ হয় তার সত্যিকার অভিনয় জীবন। তখন থেকেই আরম্ভ হয় বাংলা সবাক চিত্র। ১৯৩৫ সালে তিনি বিশেষ খ্যাতি পান ‘মানময়ী গার্লস স্কুল’ নামক ছবিতে। তিনি খুব সুন্দর গান গাইতে পারতেন। কানন দেবী গান শিখেছিলেন গণিকাপল্লীর পরিবেশে ওস্তাদ আল্লারাখার কাছে। তিনি সব রকম গান গাইতে পারতেন। তিনি রবীন্দ্রসঙ্গীত গেয়ে মুগ্ধ করেছিলেন রবীন্দ্রনাথকে। রবীন্দ্রনাথ তার গান শুনে তাকে অনুমতি দেন, সিনেমায় রবীন্দ্রসঙ্গীত গাওয়া চলবে। কানন বালা রবীন্দ্রসঙ্গীত গেয়ে তা পৌঁছে দেন সাধারণ মানুষের কাছে। এটা তার একটা বিরাট কৃতিত্ব। তিনি যে কেবল সিনেমায় বিভিন্ন ধরনের গান গেয়েছেন এবং কোনো প্লেব্যাকের সাহায্য নেননি, তাই নয়; তিনি অভিনয় করেছেন বিভিন্ন ধরনের চরিত্রে। যেমনÑ প্রেমিকা, স্ত্রী ও মায়ের। সাধারণত অভিনয়ের ক্ষেত্রে একজন অভিনেতা ও অভিনেত্রীকে দেখা যায় বিশেষ ধরনের চরিত্রে অভিনয় করতে। কারণ, সেটা হয়ে দাঁড়ায় তাদের অভ্যাসের অঙ্গ। কিন্তু কানন দেবী একাধিক চরিত্রের অভিনয়ে রাখেন তার কৃতির পরিচয়। ১৯৪৮ সালে তিনি গড়ে তোলেন শ্রীমতি পিকচার্স নামে একটি সিনেমা কোম্পানি। চিত্রতারকা থেকে হয়ে ওঠেন চিত্র প্রযোজক ও পরিচালক। ছায়াছবি তৈরি করেন প্রধানত শরৎ সাহিত্যকে কেন্দ্র করে। শেষ বয়সে তিনি লিখেছেন ‘সবারে আমি নমি’ নামে একটি সুখপাঠ্য আত্মজীবনী। তিনি ছিলেন এক বিরাট প্রতিভাময়ী নারী। বাংলা ছায়াছবিতে রয়েছে তার বিশেষ অবদান। তাকে জীবনে কেউ সহায়তা দেয়নি। কিন্তু তিনি নিজেকে গড়ে তুলেছেন আত্মপ্রচেষ্টায়। তিনি কেবল ছায়াছবির নায়িকা নন, বেশকিছুটা বাংলা ছায়াছবির স্রষ্টাও। সুচিত্রা সেনকে আমি চাক্ষুষ দেখিনি, কিন্তু প্রৌঢ়া কানন দেবীকে আমি ১৯৭১ সালে কলকাতায় কোনো এক সভায় খুব কাছ থেকে দেখেছিলাম। সভাটি হচ্ছিল বাংলাদেশের তখনকার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। কানন দেবী রাজনীতির লোক ছিলেন না; কিন্তু তিনি এসেছিলেন বাংলাদেশ নিয়ে ডাকা ওই রাজনৈতিক সভায়। আমি জানি না তার মোমের মূর্তি অথবা মর্মর মূর্তি কলকাতার কোনো মিউজিয়ামে স্থান পেয়েছে কি না। মমতা বন্দ্যোপাধ্যায় তার সম্পর্কে কোনো কিছু ভাবতে যাচ্ছেন কি না। কারণ আমার মতে, কানন দেবীর আসলেই পাওয়া উচিত একজন মহানায়িকার সম্মান।
3) The term "petrodollar" is a macroeconomic term that is little understood, even less discussed in major news media today.

4) Sunnah_Money ===>>
Lecture on Sunnah Money

Islam and the International Monetary System according to Sheikh Imran Nazar Hosein ==========>>


After watching the above lecture, you should understand that the world’s banking system is a riba (usury/interest/debt) based system, where central banks of the world can diminish the purchasing power of paper money, which is not Islamically or morally acceptable. And as a result, we must return back to Sunnah Money (precious metal currency) in order to protect our wealth. =======>
http://www.sunnahmoney.com/gold-dinar-silver-dirham/ 
ভাবানুবাদ ===>> ইমরান নাজার হুসাইন বলেন, আধুনিক বিশ্বের ব্যাংকিং সিস্টেম আসলে সুদী কারবার । এই সিস্টেম কাগুজে মুদ্রার ক্রয় ক্ষমতা ধীরে ধীরে নিঃশেষ করে ফেলে । এটা ইসলাম ও নৈতিকতা বিরোধী । এই যখন বাস্তবতা, তখন আমাদেরকে অবশ্য-ই ফিরে যেতে হবে 'Sunnah Money' বা ইসলাম সমর্থিত 'সুন্নাহ মুদ্রা' -র দিকে ----- যা মূলতঃ মূল্যবান ধাতব মুদ্রা ( সোনা, রূপা, ইত্যাদি ) ----- যে মুদ্রার প্রচলন হলে আমাদের সম্পদের মূল্য রক্ষা পাবে ।

5) CIA Torture Cell =====>> আমেরিকার গোপন বন্দী শিবির / টর্চার শেল ===>> দেশে দেশে ==>

কথিত সন্ত্রাসীদেরকে নির্যাতন করে তথ্য আদায় করার বিধান আমেরিকার নিজ দেশে অবৈধ হওয়ায়, CIA কথিত জঙ্গী - সন্ত্রাসী - সন্দেহবাদীদেরকে নির্যাতন করে তথ্য আদায় করার জন্য এমন কিছু দেশকে বাছাই করে নিয়েছে যে দেশে এমন নির্যাতন 'হালাল' বলে গণ্য হয় । এমন আমেরিকান দালাল রাষ্ট্রের অন্যতম হল ---------->>
Azerbaijan, Oman, Jordan, Morocco ,Syria, Egypt and Algeria, ETC, ETC,  ====>>
 Countries that have received rendered targets from the CIA include Azerbaijan, Oman, Jordan and Morocco [source: The Observer]. Others, including Syria, Egypt and Algeria, have been criticized for using torture during interrogation in the past [source: Human Rights Watch]. The CIA is thought to have chosen these countries for rendition in cases where torture may produce information. Because any American's involvement in torture is against U.S. law, the CIA needed these suspects on foreign turf -- and needed non-Americans to extract the information [source: ABC News]. ===>>
 http://science.howstuffworks.com/covert-cia-prison-system1.htm
5-a) Was there a covert CIA prison system? ===>

It wasn't until November 2005 that the Washington Post broke the news that the CIA had secret prisons around the globe where "high-value targets" in the War on Terror were being held. Successive reports followed the first story, and a clearer picture emerged of an underground network run by the CIA that circumvented international and U.S. laws.

6) সুদ ব্যাপকতা লাভ করা ======>> 



হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,

মানুষের জীবনে এমন একটি যুগ আসবে, যখন তারা সুদ খাবে।

বর্ণনাকারী বলেন, একথা শুনে রাসুল (সাঃ) কে জিজ্ঞাসা করা হলো, “ সমস্ত মানুষ (সুদ খাবে)?”

উত্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “তাদের যে লোক সুদ খাবে না, সুদের কিছু ধুলা তাকে গ্রাস করবে”।

(সুনানে আবু দাউদ খণ্ড ৩, পৃষ্ঠা ২৪৩; মুসনাদে আহমাদ খণ্ড ২, পৃষ্ঠা ৪৯৪; মুসনাদে আবী ইয়ালা খণ্ড ১১, পৃষ্ঠা ১০৬)
7) "নিজেকে আর নিজের শত্রুকে চেনা থাকলে কোনো হার ছাড়াই একশো যুদ্ধ জেতা যায়."

8) Fractional Reserve Banking ====>> 



The ability of banks and Western governments to continually print money at will, will always create bubbles. For example, the US only has $1.4 trillion in circulation, its banks have used that to create a further $11 trillion through fractional reserve banking. ( Info  of 2008 )

9) UK Consumer Debt ===>> 

 In Britain the economy is worth £1.3 trillion whilst consumer debt is £1.4 trillion. ( News of 2008 )

10)  "Paper Currency is fraudulent ." 


-------- এই বিষয়টি মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়, ভারতের দেওবন্দ মাদ্রাসা, আরবের মদীনা বিশ্ববিদ্যালয় ইত্যাদি ইসলামী প্রতিষ্ঠানে পড়ান হয় না । Peace TV তে-ও বিষয়টির উপর কোন আলোচনা শুনি নাই । - - - - - এভাবে-ই জায়নিস্টরা মুসলিম উম্মাহকে ঘুম পাড়িয়ে রাখতে সক্ষম হচ্ছে । - - - - - উল্লেখ্য, ভারত বর্ষে জায়নিস্টরা Paper Currency / কাগুজে মুদ্রা চালু করে ১৮৫৭ সনের পরে - - - - হাজার হাজার আলেম - তালেবে এলেমকে হত্যা করার পরে ।

11) জীবনের  চরম সংকটে পরম সম্পদ - - - - - - শেষ রাসুলের (সাঃ) সে-ই শ্বাশত দোয়া ===>> 



হে আল্লাহ, আমি তোমার কাছে আমার দুর্বলতা, অসহায়ত্ব এবং মানুষের কাছে আমার তুচ্ছতা সম্পর্কে অভিযোগ করছি। হে শ্রেষ্ঠ দয়ালু ও দয়াময়, তুমি দুর্বলদের রব, তুমি আমারও রব।

তুমি আমাকে কার কাছে ন্যস্ত করছ ? আমাকে কি এমন কারও কাছে অর্পন করেছ যে আমার প্রতি বিদ্বেষ পোষণ করে? নাকি কোন শত্রুর কাছে আমাকে ন্যস্ত করেছ যাকে তুমি আমার জীবনের উপরে কর্তৃত্ব দিয়ে দিয়েছ? যদি তুমি আমার উপর অসন্তুষ্ট না হয়ে থাকো, তবে আমার কোন দুঃখ নেই, আফসোসও নেই। তোমার সন্তষ্টিই আমার জন্য অনেক বড় প্রশান্তি। তোমার ক্ষমাশীলতা আমার জন্য প্রশস্ত ও প্রসারিত করো।

আমি তোমার সে সত্ত্বার সে আলোর আশ্রয় চাই, যা দ্বারা অন্ধকার দূর হয়ে আলোয় চারিদিক ভরে যায় এবং দুনিয়া এবং আখিরাতের সকল বিষয় কল্যাণময় হয়। তোমার অসন্তুষ্টি ও ক্রোধ থেকে আমি ক্ষমা প্রার্থনা করি। সকল ক্ষমতা এবং শক্তি শুধু তোমারই, তোমার শক্তি ছাড়া আর কোন শক্তি নেই। ========>> https://alorpothe.wordpress.com/2011/12/19/dua-in-bad-times/

No comments:

Post a Comment