1) সৃষ্টিকর্তার নাফরমানী করে সৃষ্টির আনুগত্য করা ===>>
রাসূল (ছাঃ) বলেছেন, সৃষ্টিকর্তার নাফরমানী করে সৃষ্টির আনুগত্য করা যাবে না (শারহুস সুন্নাহ, মিশকাত হা/৩৬৯৬; ছহীহুল জামে‘ হা/৭৫২০)।2) "এদেশে নব্য রাজাকারদের চিহ্নিত করতে হবে। - - -"
LINK3) #Zia - - - - - - ইতিহাস যা বলে ====>>
১. জিয়াউর রহমান বাঙালিদের মধ্যে প্রথম ব্যক্তি যিনি রাষ্ট্রপতি ইয়াহিয়া খানের রাষ্ট্রপতিত্বকে নাকচ করে সর্বপ্রথমে নিজেকে রাষ্ট্রপতি বলে দাবি করেছিলেন।
২. জিয়াউর রহমানই আমাদের বাংলাদেশি করেছেন।
৩. জিয়াউর রহমান বাংলাদেশের নাগরিক ভোটারদের ভোটে প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি।
৪. জিয়াউর রহমান এখনকার অধিকাংশ রাজনৈতিক দলের বর্তমান পর্যায়ের প্রতিষ্ঠাতা।
4) বিশ্বব্যাংকের কাছে বাজেট সহায়তা চাইলেন অর্থমন্ত্রী - - -
4) বিশ্বব্যাংকের কাছে বাজেট সহায়তা চাইলেন অর্থমন্ত্রী - - -
অর্থমন্ত্রী বলেন, চলতি অর্থবছরে বিশ্বব্যাংক এরইমধ্যে ১৭০ কোটি ডলারের ঋণ সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে। আরো কিছু প্রক্রিয়াধীন রয়েছে। আগামী ৩/৪ মাসের মধ্যে মোট প্রতিশ্রুতির পরিমাণ দাঁড়াবে প্রায় ২৮০ কোটি ডলার। ===>> ১ এপ্রিল ২০১৪ LINK
http://www.banglanews24.com/beta/fullnews/bn/279326.html
5) "- - central banks are exporting deflation - - "
6) #currency_war ====>>
বিবিসি বাংলার সংবাদ - - - জাতিসংঘ "জলবায়ু পরিবর্তন" -এর ব্যাপারে সতর্ক করছে । - - - -
মিডিয়া বিষয়টি ফলাও করে প্রচার করে। - - - - এরকম ফলাও প্রচার "কাগুজে মুদ্রা - paper currency" -এর ব্যাপারে কেন করা হয় না ? এই paper currency -এর কারণে বিশ্ব ব্যাপী যে ব্যাপক ক্ষতি হয়ে চলেছে এবং নিকট ভবিষ্যতে এই কাগুজে মুদ্রার কারণে আধুনিক সভ্যতা একেবারে-ই তছনছ হবে ----- এই কাহিনীটি কেন মিডিয়া প্রচার করে না ???
7) ‘হাজার সাল কা বদলা লে লিয়া’ =====>>
১৯৭১ সালের যুদ্ধের পর পূর্ব পাকিস্তানে নিয়োজিত পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল নিয়াজির আত্মসমর্পণের খবর শুনে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছিলেন, ‘হাজার সাল কা বদলা লে লিয়া।’ অর্থাৎ পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে তিনি মুসলমানদের বিরুদ্ধে হাজার বছরের প্রতিশোধ তুলে নিয়েছেন। LINK
8) প্রথম বাঙ্গালি মুসলিম জেনারেলঃ মেজর জেনারেল ইশফাকুল মজিদ - - - - -
আজ ৩১শে মার্চ ২০১৪ তার ৩৭ তম মৃত্যবার্ষিকি। আমরা তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। LINK
10) "- - - - সুতরাং অনির্বাচিত ভাবেও জিয়াউর রহমান যেমন বাংলা দেশের সর্বপ্রথম রাষ্ট্রপতি, জনগণের ভোটেও তিনিই প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট।" ===>> LINK
9) “যারাই ক্ষমতায় আসে তারাই ভূমিদস্যুতা করে।" ===>>
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মহিত বলেছেন, “যারাই ক্ষমতায় আসে তারাই ভূমিদস্যুতা করে। ভূমিদস্যুতা আমাদের চরিত্র। নির্দিষ্ট কোনো গোষ্ঠীকে বলতে হলে, বলব ক্ষমতাশীলরাই ভূমিদস্যু।”10) "- - - - সুতরাং অনির্বাচিত ভাবেও জিয়াউর রহমান যেমন বাংলা দেশের সর্বপ্রথম রাষ্ট্রপতি, জনগণের ভোটেও তিনিই প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট।" ===>> LINK
11) আপনি কি চান আল্লাহ আপনার পক্ষ থেকে ঋণ পরিশোধ করে দিবেন?
আলী (রাঃ) থেকে বর্ণিত, একজন ‘মুকাতিব’ (লিখিত চুক্তি অনুযায়ী নির্দিষ্ট পরিমান অর্থ দিতে প্রতিশ্রুতিবদ্ধ কৃতদাস) তাঁর নিকট এসে নিবেদন করল, ‘আমি আমার নির্ধারিত অর্থ দিতে অপারগ, অতএব আপনি আমাকে সাহায্য করুন।’ (এ কথা শুনে) তিনি বললেন, ‘তোমাকে কি এমন দুআ শিখিয়ে দিব না, যা রাসুলুল্লাহ (সাঃ) আমাকে শিখিয়েছিলেন? যদি তোমার উপর পর্বত সমপরিমান ঋণও থাকে, তাহলে আল্লাহ তা’আলা তোমার পক্ষ থেকে তা পরিশোধ করে দেবেন। বল,
اللّهُـمَّ اكْفِـني بِحَلالِـكَ عَنْ حَـرامِـك، وَأَغْنِـني بِفَضْـلِكِ عَمَّـنْ سِـواك
‘আল্লা-হুম্মাকফিনী বিহালা-লিকা আন হারা-মিকা, ওয়া আগনিনী বিফাদ্বলিকা ‘আম্মান সিওয়া-ক।’
"হে আল্লাহ তুমি তোমার হারাম বস্তু হতে বাঁচিয়ে তোমার হালাল রিযিক দ্বারা আমাকে পরিতুষ্ট করে দাও ।( হালাল রুজিই যেন আমার জন্য যথেষ্ট হয় ) এবং হারামের দিকে যাওয়ার প্রয়োজন এবং প্রবণতা বোধ না করি এবং তোমার অনুগ্রহ অবদান দ্বারা তুমি ভিন্ন অন্য সকল হতে আমাকে অমুখাপেক্ষী করে দাও। ( তুমি ছাড়া যেন আমাকে আর কারো মুখাপেক্ষী
হতে না হয় )।"
[তিরমিযী ৫/৫৬০, হিসনুল মুসলিম পৃষ্ঠা ১৫৬]
12) লজ্জা ====>>
ঈমানের বিষয়সমূহ
আবূ হুরাইয়রা (রা) থেকে বর্ণিত, নাবী ﷺ বলেছেনঃ ঈমানের ষাটেরও বেশী শাখা রয়েছে। আর লজ্জা হচ্ছে ঈমানের একটি শাখা। (গ্রন্থঃ সহীহ বুখারী (তাওহীদ), অধ্যায়ঃ [২] ঈমান (বিশ্বাস), হাদিস নাম্বারঃ ৯)
(মুসলিম ১/১২, হাঃ ৩৫, আহমাদ ৯৩৭২) (আঃপ্রঃ ৮, ইফাঃ ৮)
হাদিসের মানঃ সহিহ
13) VVI ===>> তোমাদের দু’আ তোমাদের ঈমান। - - -
এ মর্মে আল্লাহ্ তা’আলার বাণীঃ “বল, আমার রব তোমাদের কোন পরোয়া করবেন না যদি তোমরা ‘দু’আ না কর।” (সূরা আল-ফুরকান ২৫/৭৭) তাফসীরে দু’আর অর্থ করা হয়েছে- “ঈমান”।
15) দ্বীনী অবস্থান মজবুত হলে পরীক্ষা কঠিন হয়। ====>
The writer Thomas Greco of the book 'The End of Money and the Future of Civilization' considers the money problem within the broad historical and political context that has made the control of money and banking the primary mechanism for concentrating power and wealth and the nullification of democratic governance. ===>> LINK http://beyondmoney.net/the-end-of-money-and-the-future-of-civilization/
হযরত আনাস (রাঃ) বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
“দাজ্জালের আবির্ভাবের আগের কয়েকটি বছর হবে প্রতারণার বছর। এসময়টিতে সত্যবাদীকে মিথ্যাবাদী আর মিথ্যাবাদীকে সত্যবাদী আখ্যায়িত করা হবে। দুর্নীতিবাজকে আমানতদার আর আমানতদারকে দুর্নীতিবাজ মনে করা হবে। আর মানুষের মধ্যে থেকে ‘রুয়াইবিজা’ রা কথা বলবে”।
জিজ্ঞাসা করা হল, ‘রুয়াইবিজা’ কি জিনিস?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “অপরাধপ্রবণ লোকেরা জনসাধারণের বিষয়-আশয় নিয়ে কথা বলবে”।
[মুসনাদে আহমাদ, হাদিস নং ১৩৩২; মুসনাদে আবী ইয়া’লা, হাদিস নং ৩৭১৫]
বিবিসি খ্যাত সাংবাদিক ( স্বাধীনতা যুদ্ধচালাকালীন বিবিসি বাংলা বিভাগের প্রধান) সিরাজুর রহমান এর তথ্য মতে, শেখ মুজিব তিন লাখ এর ইংরেজী বলতে গিয়ে ভুল বশত থ্রি মিলিয়ন বলে ফেলেছিলেন, সেই ভুলটা আর নিজেও শুধরে যাননি,
=======>> আর যেহেতু আওয়ামিরা উনাকে অবতার এর স্থান দিয়েছেন তাই উনিতো আর ভুল করতে পারেননা, হয়ে গেল ত্রিশ লাখ,- - - -
আজও জাতি হিসেব নিকেশ করে ত্রিশ লাখ মেলাতে পারেনা, মুক্তিযোদ্ধাদের সাথে চরম রাজনীতিকরণ করা হয় এটা নিয়ে, তাদের অবমাননা করা হয়, কিন্তু বাস্তবতা হল এই সত্য কথাটাই বলা যাবেনা, ভুলটাই সত্য হিসেবে ধরে নিতে হবে, মানুষ মাত্রই ভুল এই সামন্য ভুলটা মানতে রাজি নয় আওয়ামিলীগ
14) আমাদের তরুণদের গবেষণা: ত্রিশ টাকায় বিদ্যুৎ চলবে ৬ মাস
LINK
15) দ্বীনী অবস্থান মজবুত হলে পরীক্ষা কঠিন হয়। ====>
একদা সাদ বিন আবী ওয়াক্কাস (রা) রাসূল (সা) কে জিজ্ঞেস করেন, "হে আল্লাহর রাসূল ! দুনিয়াতে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত কে?"
উত্তরে রাসূলুল্লাহ (সা) বলেন, "পৃথিবীতে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হলেন নবীগণ, তারপর যারা তাঁদের নিকটবর্তী, অতঃপর যারা তাঁদের নিকটবর্তী। মানুষকে তার দ্বীন অনুযায়ী পরীক্ষা করা হয়। দ্বীনী অবস্থান মজবুত হলে পরীক্ষা কঠিন হয়। দ্বীনী অবস্থান দুর্বল হলে পরীক্ষাও শিথিল হয়। মুসিবত মুমিন ব্যক্তিকে পাপশূন্য করে দেয়, এক সময়ে দুনিয়াতে সে নিষ্পাপ অবস্থায় বিচরণ করতে থাকে।"
[তিরমিযী ২৩৯৮; ইবন মাজাহ ৪০২৩; সহীহ জামে‘ ৯৯২]
রাসূল (সা) আরো বলেন- "কোন মুসলিমের প্রতি যেকোন কষ্ট আসুক না কেন, চাই সেটা অসুস্থতা বা অন্য যে কোন কিছুই হোক; আল্লাহ সেটা দ্বারা তার গুনাহসমূহ এমনভাবে ঝেড়ে দেন, যেমনিভাবে গাছ তার পাতা ঝেড়ে ফেলে।"
[বুখারী, মুসলিম]
উত্তরে রাসূলুল্লাহ (সা) বলেন, "পৃথিবীতে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হলেন নবীগণ, তারপর যারা তাঁদের নিকটবর্তী, অতঃপর যারা তাঁদের নিকটবর্তী। মানুষকে তার দ্বীন অনুযায়ী পরীক্ষা করা হয়। দ্বীনী অবস্থান মজবুত হলে পরীক্ষা কঠিন হয়। দ্বীনী অবস্থান দুর্বল হলে পরীক্ষাও শিথিল হয়। মুসিবত মুমিন ব্যক্তিকে পাপশূন্য করে দেয়, এক সময়ে দুনিয়াতে সে নিষ্পাপ অবস্থায় বিচরণ করতে থাকে।"
[তিরমিযী ২৩৯৮; ইবন মাজাহ ৪০২৩; সহীহ জামে‘ ৯৯২]
রাসূল (সা) আরো বলেন- "কোন মুসলিমের প্রতি যেকোন কষ্ট আসুক না কেন, চাই সেটা অসুস্থতা বা অন্য যে কোন কিছুই হোক; আল্লাহ সেটা দ্বারা তার গুনাহসমূহ এমনভাবে ঝেড়ে দেন, যেমনিভাবে গাছ তার পাতা ঝেড়ে ফেলে।"
[বুখারী, মুসলিম]
একদা সাদ বিন আবী ওয়াক্কাস (রা) রাসূল (সা) কে জিজ্ঞেস করেন, "হে আল্লাহর রাসূল ! দুনিয়াতে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত কে?"
উত্তরে রাসূলুল্লাহ (সা) বলেন, "পৃথিবীতে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হলেন নবীগণ, তারপর যারা তাঁদের নিকটবর্তী, অতঃপর যারা তাঁদের নিকটবর্তী। মানুষকে তার দ্বীন অনুযায়ী পরীক্ষা করা হয়। দ্বীনী অবস্থান মজবুত হলে পরীক্ষা কঠিন হয়। দ্বীনী অবস্থান দুর্বল হলে পরীক্ষাও শিথিল হয়। মুসিবত মুমিন ব্যক্তিকে পাপশূন্য করে দেয়, এক সময়ে দুনিয়াতে সে নিষ্পাপ অবস্থায় বিচরণ করতে থাকে।"
[তিরমিযী ২৩৯৮; ইবন মাজাহ ৪০২৩; সহীহ জামে‘ ৯৯২]
রাসূল (সা) আরো বলেন- "কোন মুসলিমের প্রতি যেকোন কষ্ট আসুক না কেন, চাই সেটা অসুস্থতা বা অন্য যে কোন কিছুই হোক; আল্লাহ সেটা দ্বারা তার গুনাহসমূহ এমনভাবে ঝেড়ে দেন, যেমনিভাবে গাছ তার পাতা ঝেড়ে ফেলে।"
[বুখারী, মুসলিম]
16) The End of Money and the Future of Civilization ===>>
17) দাজ্জালের আবির্ভাবের আগে - - - - -
হযরত আনাস (রাঃ) বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
“দাজ্জালের আবির্ভাবের আগের কয়েকটি বছর হবে প্রতারণার বছর। এসময়টিতে সত্যবাদীকে মিথ্যাবাদী আর মিথ্যাবাদীকে সত্যবাদী আখ্যায়িত করা হবে। দুর্নীতিবাজকে আমানতদার আর আমানতদারকে দুর্নীতিবাজ মনে করা হবে। আর মানুষের মধ্যে থেকে ‘রুয়াইবিজা’ রা কথা বলবে”।
জিজ্ঞাসা করা হল, ‘রুয়াইবিজা’ কি জিনিস?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “অপরাধপ্রবণ লোকেরা জনসাধারণের বিষয়-আশয় নিয়ে কথা বলবে”।
[মুসনাদে আহমাদ, হাদিস নং ১৩৩২; মুসনাদে আবী ইয়া’লা, হাদিস নং ৩৭১৫]
18) মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা =====>>
বিবিসি খ্যাত সাংবাদিক ( স্বাধীনতা যুদ্ধচালাকালীন বিবিসি বাংলা বিভাগের প্রধান) সিরাজুর রহমান এর তথ্য মতে, শেখ মুজিব তিন লাখ এর ইংরেজী বলতে গিয়ে ভুল বশত থ্রি মিলিয়ন বলে ফেলেছিলেন, সেই ভুলটা আর নিজেও শুধরে যাননি,
=======>> আর যেহেতু আওয়ামিরা উনাকে অবতার এর স্থান দিয়েছেন তাই উনিতো আর ভুল করতে পারেননা, হয়ে গেল ত্রিশ লাখ,- - - -
আজও জাতি হিসেব নিকেশ করে ত্রিশ লাখ মেলাতে পারেনা, মুক্তিযোদ্ধাদের সাথে চরম রাজনীতিকরণ করা হয় এটা নিয়ে, তাদের অবমাননা করা হয়, কিন্তু বাস্তবতা হল এই সত্য কথাটাই বলা যাবেনা, ভুলটাই সত্য হিসেবে ধরে নিতে হবে, মানুষ মাত্রই ভুল এই সামন্য ভুলটা মানতে রাজি নয় আওয়ামিলীগ
No comments:
Post a Comment