Thursday, March 21, 2024

FB Group Posts : 2024: March: A

 21/03/2024 

past posts ... 

001) এ বছর ফিতরার হার জনপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৯৭০ টাকা এবং সর্বনিম্ন ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। 

B) ইসলামি শরিয়াহমতে, আটা, যব, কিশমিশ, খেজুর ও পনির ইত্যাদি পণ্যগুলোর যেকোনো একটি দিয়ে ফিতরা প্রদান করা যায়।

গম বা আটা দিয়ে ফিতরা আদায় করলে ১ কেজি ৬৫০ গ্রামের বাজারমূল্য ১১৫ টাকা প্রদান করতে হবে। যব দিয়ে আদায় করলে ৩ কেজি ৩০০ গ্রামের বাজারমূল্য ৪০০ টাকা, খেজুর দিয়ে আদায় করলে ৩ কেজি ৩০০ গ্রামের বাজারমূল্য ২ হাজার ৪৭৫ টাকা, কিশমিশ দিয়ে আদায় করলে ৩ কেজি ৩০০ গ্রামের বাজারমূল্য ২ হাজার ১৪৫ টাকা এবং পনির দিয়ে আদায় করলে ৩ কেজি ৩০০ গ্রামের বাজারমূল্য ২ হাজার ৯৭০ টাকা ফিতরা প্রদান করতে হবে।

002) বিশ্বের কয়েকটি দামী চা তার মধ্যে সবচেয়ে দামি চা হবার পথে -- গোল্ডেন বেঙ্গল টি, বাংলাদেশ।

সিলেটে এই চায়ের চাষ করা হচ্ছে।

ডা-হোং পাও টি, চীন - প্রতি কেজি ১২ লাখ ডলার। এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে দামী চা।

পাণ্ডা ডাং টি, চীন - প্রতি কেজি প্রায় ৭০ হাজার ডলার।

ইয়েলো গোল্ড টি বাডস, সিঙ্গাপুর -

প্রতি কেজি প্রায় ৮০০০ ডলার।

ভিনটেজ নার্সিসাস, চীন - প্রতি কেজি ৩,২৫০ ডলার।

সিলভার টিপস ইমপেরিয়াল টি, দার্জিলিং - প্রতি কেজি ১৮৫০ ডলার।

গোল্ডেন বেঙ্গল টি, বাংলাদেশ - (প্রস্তাবিত) - যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক চা উৎপাদনকারী প্রতিষ্ঠান লন্ডন টি এক্সচেঞ্জ তাদের উৎপাদিত 'গোল্ডেন বেঙ্গল টি' নামের বিশেষ চা-য়ের মূল্য নির্ধারণ করেছে প্রতি কেজি ১৪ লাখ পাউন্ড, বাংলাদেশি টাকায় যার মূল্য প্রায় ১৬ কোটি টাকা। ২০২২ সালের মে মাস থেকে তারা এ চা বিক্রি শুরু করেছে । সিলেটে এই চায়ের চাষ করা হচ্ছে। এই চাই বাজারের সব থেকে দামি চা।  

003) ভয়ংকর এক নারী প্রজন্মের অপেক্ষায় আমরা!!

৭৫% উচ্চ শিক্ষিত মেয়ে ২৭ থেকে ৩০ বছর বয়সেও বিয়েহীন। ক্যারিয়ার গড়তে গিয়ে এরা এমন এক সংকট তৈরী করেছে যে। আগামী ৫ বছরে লাখ লাখ মেয়ে বিয়েহীন থাকবে৷ 

তাদের যৌবনের চাহিদা, আবেগ,ভালোবাসা হারানোর ফলে। স্বামীর মন জয় করার পরিবর্তে স্বামীর প্রতিদ্বন্দ্বী হয়েই সংসারে দরকষাকষি করবে৷ আর স্বামীও তাদের মাঝে আনুগত্য, কোমলত্ব,নারীত্ব না পেয়ে অসহ্য হয়ে উঠবে। তখন সংসার টিকানো অসম্ভব হয়ে পড়বে। কারণ তার স্ত্রী ৩০ টা বছর পুরুষের ফিতরাতে টেক্কা দিয়ে সে নিজেই পুরুষে বিবর্তিত হয়ে গেছে। তার আস্ত দেহটাই নারীর বৈশিষ্ট্য হলেও। সে মানসিকভাবে পুরুষ। স্বামী তাকে দৈহিক ভাবে নারী পেলেও সে মেন্টাল ভাবে পুরুষ।এমন একটা দিন আসতে যাচ্ছে। মেয়েরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে যৌবন থেকে যেমন বঞ্চিত হবে। বঞ্চিত হবে সংসার থেকেও। বঞ্চিত হবে আখিরাতের মুক্তি থেকেও। কপি পোস্ট।,,, 

004) ইন্ডিয়ান পণ্যের বারকোড নম্বর হল  890 

005) YT: সেদিন পিলখানায় কি ঘটেছিল? মুশফিকুল ফজল আনসারী -সাবেক প্রেসসচিব, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। 

006) রাসূল (ﷺ) বলেনঃ-

"জান্নাতি লোক হবে দুনিয়াতে দূর্বল, মাজলুম; আর জাহান্নামীরা হবে অবাধ্য ঝগড়াটে ও অহংকারী"।

|বুখারীঃ৬২০২| 

007) জনসমর্থন থাকায় আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা অসম্ভব: শেখ হাসিনা 

008) YT: ৮টি ভালো ব্যাংকের দিকে সবাই ছুটছে ! কপাল পুড়বে ৪৬টি ব্যাংকের ! অর্থনীতি তছনছ হবার আশংকা ! 

009) What is Creo Parametric used for?

Creo Parametric facilitates a concurrent engineering approach to the design, analysis and manufacturing of mechanical engineering products. It allows quick creation of 3D solid models, where real life loads can be simulated to predict the behaviour of the design under specific operating conditions. 

010) এখন আমি বুঝতে পেরেছি, দাবা খেলা শেষ হওয়ার পরে রাজা এবং সৈনিকদের একই বাক্সে রাখা হয়। 

011) বাংলাদেশ বিমানের লন্ডন টু বাংলাদেশ ফ্লাইটের আজকের চিএ ১৩/০৩/২০২৪।।

সব সিট ফাঁকা। কিন্তু টিকিট করতে গেলে সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে এবং ফুল্লী বুকড ইত্যাদি দেখায় । 

কিছু সিন্ডিকেট চোর বাটপারদের কারনে প্রতি বছর শত শত কোটি টাকা লোকসান গুনতে হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে তথা বাংলাদেশ সরকারকে।  

012) তালাশ নদী,কিরগিজস্তান

৭৫১ সালে এর তীরে সংগঠিত "তালাশ যুদ্ধ/আর্টলকের যুদ্ধ " চীনারা মুসলিম বাহিনীর নিকট পরাজিত হয়। 


১০৫ সালে চীনারা কাগজ তৈরীর কলাকৌশল রপ্ত করলেও এ যুদ্ধের আগ পর্যন্ত তারা তা গোপন রাখতে সক্ষম হয়েছিলো।

013) বর্তমানে জায়নবাদীরা যে হত্যাযজ্ঞ চালাচ্ছে, তা শুরু হয়েছে সেই প্রাচীন কাল থেকে যখন ইস্রাইলীরা জেহভা নামের দেবতার আদেশ পালন করত। তবে, প্রয়োজনে তারা দেবতার নির্দেশ নিজেদের সুবিধার্থে পরিবর্তন করে নিত, এমনই ছিল ইসারাইলীগন সেই প্রাচীন কাল থেকে। ঐতিহাসিক কানান অঞ্চল যেখানে তারা নির্বিচারে গনহত্যা চালিয়ে সম্পূর্ণ সমাজ ধ্বংস করে দিত সেই কানান অঞ্চলই বর্তমানের প্যালেস্টাইন। ... pdf 
014) – Jesus denies that he is the Son of God (Gospel of Barnabas, chapter 70)
– Judas is crucified in the place of Jesus (Gospel of Barnabas, chapter 216)
– Jesus announces the coming of Muhammad (Gospel of Barnabas, chapter 112)
https://www.jesus-islam.org/.../pourquoi-les-chretiens.../ 
015) ‘মুখের টিউমারের জায়গায় ঝিলিক মারে। মাথায় যন্ত্রণা হয়। নিশ্বাস নিতে পারি না। বাঁ চোখেও দেখি না। কাছে কেউ আসতে পারে না। সে এক মরণযন্ত্রণা।’ কথাগুলো নড়াইলের মো. এনামুল হকের। মুঠোফোনে এটুকু বলার পর ৫০ বছর বয়সী এনামুল বললেন, ‘তবে অপারেশনের পর এখন খুব ভালো আছি। চিকিৎসকদের মঙ্গল হোক।’ 
https:// www.prothomalo.com/bangladesh/7gygyvs5u3 
016) প্রথম আলো: আত্মহত্যা প্রতিরোধে আপনার পরামর্শগুলো জানতে চাচ্ছিলাম।
হেলাল উদ্দীন আহমেদ: কারও মধ্যে মৃত্যু–ইচ্ছা দেখা দিলে বিদ্রূপ হাসাহাসি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল করা যাবে না। প্রতিটি মৃত্যু–ইচ্ছাকে আত্মহত্যার ইঙ্গিত হিসেবে ধরে নিতে হবে। এ সময় বন্ধু হয়ে তাদের পাশে থাকতে হবে। মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলতে হবে। মনের যত্ন নেওয়াটা যে গুরুত্বপূর্ণ, পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সেটা বোঝাতে হবে। আত্মহত্যার প্রসঙ্গ উঠলে তা এড়িয়ে যাওয়া যাবে না। আত্মহত্যা যে কোনো সমাধান নয়, সেটাও বোঝাতে হবে। সব থেকে বড় কথা, মানসিক সমস্যাকে লোকলজ্জার ভয়ে লুকিয়ে রাখা যাবে না। মনোচিকিৎসকের সাহায্য নিয়ে প্রয়োজন হলে ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করতে হবে। 
017) 

Section B 

B) 


A) 


No comments:

Post a Comment