Friday, January 5, 2024

FB Group Posts : 2024: January: A

 Before 05/01/2024 0655 AM 

001) কাঁচা মরিচ দীর্ঘদিন সংরক্ষণ করার সহজ পদ্ধতি 

বায়ুরোধী পাত্রে ফ্রিজে রাখুন

প্রথমে সবগুলো কাঁচা মরিচ ভালো করে ধুয়ে নিন। তারপর পেপার ন্যাপকিন দিয়ে ভালো করে মুছে নিন। কাঁচা মরিচের গায়ে যেন পানি না থাকে।

এবার মরিচের বোটাগুলো ছাড়িয়ে নিন। তবে ছুরি বা বটি দিয়ে এর গোড়া কাটবেন না। নষ্ট মরিচগুলো ফেলে দিন বেছে বেছে।

এবার একটি এয়ার টাইট পাত্র নিন। তার মধ্যে কয়েকটি পেপার ন্যাপকিন বা কিচেন টিস্যু বিছিয়ে দিন। তার মধ্যে বেছে রাখা কাঁচা মরিচগুলো রেখে দিন ফ্রিজের নরমালে। একমাস পর্যন্ত এভাবে কাঁচা মরিচ ভালো থাকবে। 

002) কৃষ্ণগহ্বরসহ (ব্ল্যাকহোল) মহাকাশের বিভিন্ন বস্তু নিয়ে গবেষণা চালাতে অভিযান শুরু করেছে ভারত। 

003) অডিশনে উতরে গেলে শিল্পীরা আনন্দ করবেন স্বাভাবিক, কিন্তু হেমন্ত মুখোপাধ্যায়ের মাথায় একপ্রকার বাজ পড়ল, বাবা গানবাজনা পছন্দ করেন না, আর সেইসময়ে গানবাজনা মধ্যবিত্ত পরিবারের মানসিকতা অথবা মূল্যবোধে খুব সম্মানের স্থানে বোধহয় ছিল না!  

004) বর্তমানে হোয়াটসঅ্যাপের তথ্য সংরক্ষণের জায়গা নির্দিষ্ট করা না থাকায় ইচ্ছামতো গুগল ড্রাইভে তথ্য সংরক্ষণ করা যায়। নতুন নিয়ম চালু হলে নিয়মিত পুরোনো তথ্য, ছবি বা ভিডিও মুছে ফেলে গুগল ড্রাইভের জায়গা খালি করতে হবে। জায়গা খালি করা সম্ভব না হলে বাধ্য হয়েই অর্থের বিনিময়ে হোয়াটসঅ্যাপের তথ্য অনলাইনে সংরক্ষণ করতে হবে ব্যবহারকারীদের। 

005) তিনটি প্রশ্ন নিয়ে পথে নামলাম। এক. পাঁচলাখ টাকার সিএনজি অটোরিকশার দাম কীভাবে ২৫ লাখ টাকায় উঠল? দুই. নতুন গাড়ি কেন বরাদ্দ দেওয়া হয় না? তিন. চালকেরা কেন মালিক হতে পারছেন না? কিন্তু পথের চিত্র বেশ গোলমেলে। 

006) জাপানে 'ক্যাপসুল হোটেলে' আমার দুই পাশে দুই নারী শুয়েছিল, দেখুনঃ ... Boni Amin 

007)  ক্বাবাঘরে গিয়ে স্বীকার করলেন সকল ক্ষমতার মালিক আল্লাহ. দেশে এসে যারা গঠনতন্ত্রে আল্লাহর সার্বভৌমত্বের কথা বলে তাদের নিবন্ধন বাতিল করে দিলেন। ঈমান তো থাকলোনা। 

মাওলানা ফখরুদ্দিন আহমাদ

008) Smart Mosquito Killing Lamp ... 

009) ইতোমধ্যেই জেনেছেন আফগানি মুদ্রা বিশ্বের অন্যতম শক্তিশালী মুদ্রা হিসেবে আবির্ভূত হয়েছে।  

010) এ নিয়ে বর্তমানে বাংলাদেশের জিআই পণ্যের সংখ্যা দাঁড়ালো মোট ২১-এ।

011) ইসরাইলের বিরুদ্ধে বিশ্ব আদালতে দক্ষিণ আফ্রিকার মা 
মলা 
012) সৌদি আরবের মক্কা অঞ্চলের একাধিক স্থানে সোনার নতুন খনির সন্ধান পাওয়া গেছে।
013) বিরোধী দল ঠিক করতেই কি এ নির্বাচন ?
--- সোহরাব হাসান
প্রথম আলোর যুগ্ম–সম্পাদক ও কবি 
014) ... অন্যদিকে বাংলাদেশ মনে হয় এখন বিশ্বের সবচেয়ে বেশি মামলা আর আসামির দেশ। কারাগার এখন ঈদ মৌসুমের লঞ্চ কিংবা ট্রেন। আসামিদের উপচে পড়া ভিড়, গাদাগাদি, ঠাসাঠাসি—ধারণক্ষমতার বহুগুণ। এমনকি কনডেমড সেলেও সাধারণ আসামি। অসুস্থ হয়ে পড়ছে অনেকে। মারাও যাচ্ছে কেউ কেউ। আদালতপাড়ায়ও বিরাম নেই। বিচার এখন রাতেও গড়াচ্ছে।
https://www.prothomalo.com/opinion/column/2yio4pk2f4 
B) বাংলাদেশের রাজনীতিতে চলছে অধিকার হরণের পালা। অনিয়মতান্ত্রিকভাবে একটি পক্ষ অন্য পক্ষের অধিকার কেড়ে নিচ্ছে, অন্যায্য সমাধান চাপিয়ে দিচ্ছে এবং দলীয় স্বার্থে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নিপীড়ন চালাচ্ছে। দেশের মানুষ এখন ভোটাধিকার প্রয়োগ করতে পারেন না, নিজেদের মতপ্রকাশে নিরাপদ বোধ করেন না। ভিন্নমতকে শুধু অগ্রাহ্যই করা হয় না, শাস্তির মুখোমুখি করা হয়। দিনে দিনে জনগণের মধ্যে হতাশা বাড়ছে, অসন্তোষ তৈরি হচ্ছে। বাড়ছে সংঘাতের ভয় এবং আতঙ্ক।
015) শত্রুদেশে গিয়ে গুপ্তচর হয়ে সেনাবাহিনীতে যোগ দিয়েছেন, এমনকি মেজর পদ অবধি গিয়েছেন, এমন উদাহরণ পৃথিবীতে সম্ভবত একটাই। আর তিনি ভারতের গোয়েন্দা সংস্থা 'র' এর আন্ডারকাভার এজেন্ট রবীন্দ্র কৌশিক। 
016) শিক্ষকদের ট্রেনিংয়ের বরাদ্দ টাকা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। 
017) আইসিজেকে বিশ্ব আদালত হিসেবেও অভিহিত করা হয়। জাতিসঙ্ঘের এই বেসামরিক আদালত বিভিন্ন দেশের মধ্যকার বিরোধ নিষ্পত্তি করে থাকে। এটি আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) থেকে আলাদা। আইসিসিতে ব্যক্তির যুদ্ধাপরাধের বিচার করে থাকে। 
018) ফোর্ড ১৯২০ সালে শুরু করলেন নিজের পত্রিকা দ্যা ডিয়ারবর্ন ইনডিপেন্ডেন্ট সেখানে ৮০ পর্বের ধারাবাহিক কলামে তুলে ধরলেন দুনিয়াব্যাপী বিস্তৃত ইহুদি নেটওয়ার্ক। আমেরিকান ব্যবসায়ীর কলমে জায়োনিস্ট মুখোশ উন্মোচিত হওয়ায় চারিদিকে শুরু হলো তুমুল হইচই। ইতোমধ্যে ফোর্ড-এর কলামসমূহ একত্রিত করে চার খণ্ডের বই তৈরি হলো; নাম- The International Jew প্রতিক্রিয়ায় ইহুদি লবি জবাব দিতে লাগল। আমেরিকা থেকে কয়েক দিনের ব্যবধানেই সব বই লাপাত্তা! ফোর্ড-এর পত্রিকার বিরুদ্ধে সম্প্রীতি নষ্টের উসকানির অভিযোগ উঠল । ১৯২৭ সালে বন্ধ করে দেওয়া হলো তাঁর পত্রিকা এবং আলোচিত এই বই। 
019) Tagore: "...এত লিখেছি জীবনে যে লজ্জা হয় আমার। এত লেখা উচিত হয় নি। ভারতচন্দ্র বলেছেন 'সে কহে বিস্তর মিছা, যে কহে বিস্তর'।  
020) আমরা ঘুমে থাকাকালিন অবস্থায় আমাদের স্বর্ণ ও রৌপ্য মুদ্রা ব্যবস্থা বিলুপ্ত করে তার জায়গায ভুঁয়া, হারাম কাগুজে মুদ্রা ব্যবস্থা চালু করা হয়েছে এবং ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে গোটা মানব জাতিকে সুদ/দাসত্বের দিকে ঠেলে দেয়া হয়েছে। এবং ইহুদীরাই বিশ্ব ব্যাংককে নিয়ন্ত্রণ করে।
অথচ কিছু সংখ্যক আলেমরা ইসলামিক ব্যাংক গুলিকে অনুমোদন দিয়ে বলছেন এগুলি নাকি শরীয়া ভিত্তিক, যেখানে পুরো ব্যাংকিং সিস্টেমটাই হারাম!!! ===>> 
021) বাংলাদেশকে বৈদেশিক সহায়তার ক্ষেত্রে অনেক পিছিয়ে রয়েছে ভারত।
বাংলাদেশের শীর্ষ ১০ উন্নয়ন সহযোগীর তালিকায় নেই দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ এ দেশটি। ১৯৭১-৭২ অর্থবছর থেকে ২০২২-২৩ অর্থবছর পর্যন্ত ৫২ বছরে অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশকে নামমাত্র সহায়তা করেছে ভারত।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 
022) GENOCIDE WATCH ALERT FOR INDIA 
023) গাজায় গণহত্যা ঠেকাতে ব্যবস্থা নিতে ইসরায়েলকে আইসিজের নির্দেশ 
B) গাজায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) যেসব ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন, সেগুলোর বিপক্ষে ভোট দিয়েছেন দুজন বিচারক।
তাঁদেরই একজন উগান্ডার জুলিয়া সেবুটিন্ডে। আইসিজের রায়ে সবগুলো বিষয়ের বিপক্ষে অবস্থান জানিয়েছেন তিনি।
024) exacerbate = make (a problem, bad situation, or negative feeling) worse.
"the exorbitant cost of land in urban areas only exacerbated the problem" 
025) Study Says Winston Churchill’s Policies Caused the 1943 Bengal Famine 
B) 14 major famines occurred in India under British colonial rule.
Conservative estimates put the death toll at 50,000,000. The latest being in Bengal in 1943 which claimed 4 million lives.
026) মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মির লড়াইয়ে ‘হট পারস্যুটে’র ঘটনা ঘটতে পারে।
এর মানে হলো আক্রমণের হাত থেকে বাঁচতে এক পক্ষের অস্ত্র হাতে পাশের দেশের ভূখণ্ডে ঢুকে পড়া। অতীতে মিয়ানমার সেনারা থাইল্যান্ডে এবং সম্প্রতি মিজোরামে ঢুকে পড়েছিল। গত সপ্তাহে মিয়ানমার সেনাবাহিনী মিজোরামে ঢুকে পড়া সৈন্যদের হেলিকপ্টারে করে ইয়াঙ্গুনে ফিরিয়ে এনেছে। 
027) স্বাধীনতা!!
স্বাধীনতা তুমি বর্ডার জুড়ে ফেনসিডিলের আড়ৎ
স্বাধীনতা তুমি টিভি খুললেই দেশটা আমার ভারত, 
028) 

Section B 

C) 


B) 


A) 


No comments:

Post a Comment