Thursday, June 22, 2023

FB Group Posts : 2023: June: B

 001) বঙ্গ শব্দটির সর্ব প্রথম উল্লেখ রয়েছে খ্রিস্টপূর্ব ৫ম শতকে ঐতরেয় মহিদাস কর্তৃক রচিত "ঐতরেয় আরণ্যক"-এ। কিন্তু তা কোনো ভৌগোলিক অঞ্চল হিসেবে নয়, আর্যসভ্যতা-বহির্ভূত একটি জাতি তথা গোষ্ঠী হিসেবে। 

002) ৬৬ বছরের গাছে হাজার কোটি টাকার অর্থনীতি

003) ১৫ জন শ্রমিক নিজ হাতে লিখেই বের করেন আস্ত একটা পত্রিকা! 

004) YT: Which Subject to Choose at University | Learning with Saifur Sir

005) রাষ্ট্র পেল গুলির দাম, কিছুই পেল না গুলিবিদ্ধ তরুণ ...
006) হোয়াটস অ্যাপের প্রোফাইলে আওরঙ্গজেবের ছবি ব্যবহার করেছিলেন ভারতের মুম্বাইয়ের এক বাসিন্দা। 
ফলে ধারা ২৯৮ (ধর্মীয় অনুভূতিতে আঘাত করার ইচ্ছাকৃত অভিপ্রায়) এবং ১৫৩-এ (বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা প্রচার করা) এর অধীনে মামলা হয় তার বিরুদ্ধে। ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে ছেড়ে দেয়া হলেও তার বিরুদ্ধে একটি নোটিশ জারি করা হয়েছে। কিন্তু এর পরেও মহারাষ্ট্রের বিভিন্ন শহরে এ নিয়ে সহিংস বিক্ষোভ করে হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠন। এতে অংশ নেন বিজেপি-আরএসএসের বিশিষ্ট নেতারা। রাজ্যটি বিজিপি শাসিত হলেও তারা সেখানে ‘আইনের শাসনকে হুমকির মুখে ফেলে দেয়।’ (The Indian Express, Delhi, June 10, 2023) 
B) অড্রে ট্রাশকির মতে, ‘বর্তমানকালের মুসলিমদের ঘৃণা করা এবং তাদের বিরুদ্ধে সহিংসতা গ্রহণযোগ্য, এই ইঙ্গিত দিতেই আওরঙ্গজেবের নাম ব্যবহার করা হচ্ছে।’ (গীতা পাণ্ডে, বিবিসি নিউজ, দিল্লি, ২২ মে ২০২২) ...
https://www.dailynayadiganta.com/.../%E0%A6%B8%E0%A6%AE... 
07) ১৬ শতক থেকে নিয়ে ১৯ শতকের মাঝামাঝি সময়কাল অবধি কেবল পশ্চিম পাঞ্জাব ছাড়া সমগ্র ভারতের ভূমিতে উচ্চতর অধিকার প্রধানত হিন্দুদের হাতে ন্যস্ত ছিল।
অধিকাংশ ক্ষেত্রে এই সুবিধা ভোগ করতেন রাজপুতগণ। এটি ঐতিহাসিক তারা চাঁদের উপসংহার। ১৯৬১ সালে ভারত সরকারের প্রকাশনা বিভাগ থেকে প্রকাশিত হিস্টোরি অব দি ফ্রিডম মুভমেন্ট ইন ইন্ডিয়া গ্রন্থে (খণ্ড-১, পৃ. ১২৪) এ সত্য তিনি স্বীকার করেছেন।
08) আওরঙ্গজেবের আদেশে বিনষ্ট হয়, এমন মন্দিরের সংখ্যা ট্রাশকার হিসেবে এক ডজন। ৩১ জুলাই ১৬৫৮ থেকে ৩ মার্চ ১৭০৭ অবধি ৪৯ বছর দীর্ঘ তার শাসনামল রাজনৈতিক গোলযোগ, বিদ্রোহ মোকাবেলা ও বিজয়াভিযানে ছিল কম্পমান। এ সময় দক্ষিণ ভারত জয়ের ফলে তার শাসিত সাম্রাজ্যের আয়তন ছিল ৯ কোটি ১৩ লাখ বর্গকিলোমিটারের বেশি। এ সময় সাম্রাজ্যের জনসংখ্যা ছিল ১৫০ মিলিয়নের বেশি। যা তৎকালীন পৃথিবীর জনসংখ্যার প্রায় এক চতুর্থাংশ। ... 
B) যুদ্ধরত বিভিন্ন এলাকায় রাজনৈতিক প্রতিপক্ষের শক্তিকেন্দ্র হয়ে ওঠাসহ নানা কারণে মন্দিরগুলোকে যুদ্ধপরিস্থিতির ক্ষতির শিকার হতে হয়। ট্রাশকার হিসেবে ৪৯ বছরের শাসনে এই বিশাল, বিপুল সাম্রাজ্যে রাজনৈতিক গোলযোগের মধ্যে যদি এক ডজন মন্দির ধ্বংসের কবলে পড়ে তার কারণে, সে পরিপ্রেক্ষিতে তাকে কসাই বলে আখ্যায়িত করার আগে চিন্তা করা উচিত বিগত ৫০ বছরে ভারতে করুণ ধ্বংসের কবলে পড়েছে, এমন মসজিদের সংখ্যা কত? 
C) সত্য হলো, ধর্মীয় কারণে আওরঙ্গজেব কোনো মন্দিরের ক্ষতি করেননি। যদি হিন্দু ধর্ম ও মন্দিরের প্রতি তার বৈরিতা থাকবে, তাহলে কেন তিনি পৃষ্ঠপোষকতা করলেন অসংখ্য মন্দিরের, কেন সহায়তা করলেন মন্দির ও পুরোহিতদের? মন্দিরে তার সহায়তার বহু ঐতিহাসিক দলিল পাওয়া গেছে। হিন্দু ও জৈন ধর্মীয় স্থানগুলোর সমসাময়িক নথিতে পাওয়া যায় আওরঙ্গজেব তাদের সহায়তা করতেন। হিন্দু মন্দির রক্ষণাবেক্ষণের জন্য তিনি সর্বোচ্চ পরিমাণে অনুদান দিয়েছেন। রাজধানীর প্রাণকেন্দ্রে এর নমুনা যেমন আছে, তেমনি আছে দূর-দূরান্তের জনপদেও। দিল্লির লাল কেল্লার লাহোরি গেট থেকে সামান্য দূরে অবস্থিত গৌরি শঙ্কর মন্দির এবং শাহজাহানের রাজত্বকালে নির্মিত লাল কেল্লার ঠিক বিপরীতে অবস্থিত জৈন লাল মন্দিরে আওরঙ্গজেবের সহায়তার ঐতিহাসিক নথি পাওয়া গেছে। বারানসির গোধূলিয়ার মোড় থেকে বানারসি হিন্দু বিশ্ববিদ্যালয়ের দিকে যাবার পথে বাঙালিটোলায় অবস্থিত জঙ্গমবাদী মঠে পাওয়া গেছে আওরঙ্গজেবের তিনটি ফরমান। ফরমানগুলোতে দেখা যায়, তিনি এই মঠের জন্য অর্থদান করেছেন, ভ‚মি বন্দোবস্ত করেছেন এবং আগের কোনো অনুদান পুনরায় বলবত করেছেন। এমনতরো ঐতিহাসিক প্রমাণ পাওয়া গেছে গয়ার প্রাচীন এক মন্দিরে, আসামে ব্রহ্মপুত্র তীরের এক মন্দিরে। এতে দেখা যায়, মন্দিরে যেমন তিনি সহায়তা দিয়েছেন, তেমনি ভ‚মিদান করছেন পুরোহিতদেরও। 
009) কিন্তু বিজেপির ভারতে আওরঙ্গজেবকে ঘৃণা করতেই হবে। মহিমান্বিত করতে হবে শিবাজিকে।
ফডনবিস বলেছেন, মহারাষ্ট্র শিবাজির। আওরঙ্গজেবকে মহিমান্বিত করা হলে বরদাশত করা হবে না। কিন্তু শিবাজির নিষ্ঠুরতা কি ইতিহাস থেকে মোছা যাবে? নেহরু তার ‘Discovery of India’-তে শিবাজিকে ঠিকই ‘ডাকাত’ বলে উল্লেখ করেছেন। শিবাজি বিভিন্ন শহরে নির্মমতার প্লাবন বইয়ে দিয়েছেন, এটি তার অনুরাগীরাও স্বীকার না করে পারেননি। ১৬৬৪ সালে (জানুয়ারি) প্রথম সুরাট লুণ্ঠনের একটি বিবরণ শোনা যাক: যে তিন দিন শিবাজি সুরাট নগরে ছিলেন, সেই তিন দিন এমন কোনো পাশবিক কাজ নেই, যা তার দল করেনি। লুটপাট, ঘরে আগুন দেয়া, হাজার হাজার মানুষের হাত কেটে দেয়া, মাথা কেটে দেয়া, নারীদের ওপর চরম নির্যাতনে সুরাট অধিবাসীর কান্না যেকোনো মানুষকেই ব্যথিত করে তোলে। (জে সি দে, শিবাজিজ সুরাট এক্সপিডিশন অব ১৬৬৪, ইন্ডিয়ান কালচার’, এপ্রিল ১৯৪০।) ....
https://www.dailynayadiganta.com/.../%E0%A6%B8%E0%A6%AE... 
B) অন্যদিকে শিবাজির পক্ষে কাজ করেছিলেন বিপুল সংখ্যক মুসলমান। তার সেনাবাহিনী হিন্দু, মুসলমান ও খ্রিষ্টানদের নিয়ে গঠিত ছিল। জয়সিংহ যখন শিবাজিকে চরম আঘাত করেন, তখন শিবাজিকে রক্ষা করেন প্রধানত পাঠান মুসলিমরা। বহু পাঠান তার প্রশাসনে উচ্চপদে সমাসীন ছিলেন। তার সেনাবাহিনীতে মুসলিম সমরনায়কদের মধ্যে অন্যতম ছিলেন দৌলত খান, ইব্রাহিম খান, সিদ্দি সম্বল ও সিদ্দি মিশরী প্রমুখ। 
C) শিবাজির সচিবের নাম ছিল হায়দার খান। তার গোলন্দাজ বাহিনীর প্রধান ছিলেন ইব্রাহিম খান, নৌবাহিনীর প্রধান ছিলেন দৌলত খান, পদাতিক বাহিনীর প্রধান ছিলেন নূর খান বেগ। তার ব্যক্তিগত অন্যতম দেহরক্ষী ছিলেন মাদারি মেহতাব। তার আরেক সহযোগী ছিলেন সামা খান। আগ্রা থেকে তার পলায়নে সহায়তা করেন এক মুসলিম যুবক। দাক্ষিণাত্যে শিবাজির সাথে যখন আলোচনার জন্য আওরঙ্গজেবের তরফে আসেন এক হিন্দু ব্রাহ্মণ রাজদূত, তখন শিবাজির তরফে প্রতিনিধি ছিলেন মুসলিম জেনারেল হায়দার খান। 
D) 
10) ভরপেট না-ও খাই, রাজকর দেয়া চাই ...
বাংলা চলচ্চিত্রের নন্দিত চলচ্চিত্রকার সত্যজিৎ রায় পরিচালিত ‘হীরক রাজার দেশে’ চলচ্চিত্রটির কিছু সংলাপ যুগ-যুগান্তর মানুষের হৃদয়ে গেঁথে থাকবে। অত্যাচারী শাসকের চরিত্র এত নির্মোহভাবে আর কেউ ফুটিয়ে তুলতে পেরেছেন কি না সন্দেহ আছে। আজকের লেখায় চলচ্চিত্রটির আলোচনার অভিপ্রায় থেকে নয়, বরং সিনেমাটির মাধ্যমে সমাজের সাধারণ মানুষের ওপর অত্যাচারী শাসকের নির্মমতার সাথে বর্তমান বাংলাদেশের চালচ্চিত্রের যে খুব একটা তফাৎ নেই তার মূল্যায়ন করাই মূল উদ্দেশ্য। ...
https://www.dailynayadiganta.com/.../%E0%A6%AD%E0%A6%B0... 
11) YT: হিন্দু ধর্মে মুহাম্মাদের নাম কেন | এই তথ্যকে হিন্দুরা গোপন রাখে কেন? Muhammad in Hinduism - ik 
12) YT: ভগবানের মূর্তি প্রথম কারা সৃষ্টি করেছে / Story tv/কি কারনে ভগবানের মূর্তি সৃষ্টি করা হলো/স্টোরি টিভি 
13) ডিআইজি মিজানের ১৪ বছর কারাদণ্ড
14) অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে ড. ইউনূস 
15) হন্ডুরাসে কারাগারে দাঙ্গায় ৪১ নারী কয়েদির মৃত্যু 
016) স্বাস্থ্য বিষয়ক একটি ব্রিটিশ জার্নাল বলছে, আদা আমাদের শরীরের ব্লাড সুগার আর কোলেস্টরল কম রাখতে সাহায্য করে। 
017) এই যুগে এসেও পর্দার কারনে NID কার্ড না বানানোর মতো তাকওয়াবান নারীরা আছেন বলেই আমরা উম্মাহর মুক্তির স্বপ্ন দেখি।  
018) Reportedly, there is some unusual and strange military movement in American cities right now ...... 
019) বোয়িং-নির্ভরতা ভেঙে ১০ এয়ারবাস কিনছে বিমান বাংলাদেশ
020) ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে টেলিফোন কথোপকথনের সময় দু’দেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে শেখ হাসিনার সাথে কাজ করার বিষয়ে তার অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। 
021) YT: অমৃতা দত্ত এখন মেহজাবিন চৌধুরী । ঢাকায় ডাক্তারি পড়তে এসে বাচ্চা পেটে পথে পথে ঘুরছে কোলকাতার মেয়ে ! 
022) YT: SHABNAM: যে কান্না বুকে নিয়ে পাকিস্তান ছাড়লো কিংবদন্তীর নায়িকা ঝর্ণা বসাক শবনম। Hindu Lives Matter 
023) ১০০ কোটি টাকার মানহানীর অভিযোগে ডেইলিস্টার পত্রিকাকে মেয়র তাপসের লিগ্যাল নোটিশ 
024) ঈদের ছুটি হবে ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত। এর পরদিন ১ জুলাই (শনিবার) সাপ্তাহিক ছুটি। ফলে এবারের ঈদের ছুটি হবে পাঁচ দিন।
025) 

শিক্ষা ছুটিতে গিয়ে না ফেরা, চাকরি হারাচ্ছেন বিচারক 
026) Medicine: CAPSULE KOBI ...
Improves cognitive function,
memory and concentration
রোগ নির্দেশনাঃ অ্যালজাইমারস ডিজিজ, (ভুলে যাওয়া), ডিমেনশিয়া (বুদ্ধিবৃত্তিক কর্মহিনতা), স্মরণ শক্তি হ্রাস, কানে ভোঁ-ভোঁ শব্দ, ইন্তারমিটেন্ট ক্লাউডিকেশন (পায়ের নিচের অংশে সবিরাম ব্যাথা), শিরার অকার্যকারিতা ও ডায়াবেটিস। 
027) আইএমএফের বিকল্প হয়ে উঠতে পারে এশীয় মুদ্রা তহবিল ... 
028) YT: YT21 Why did the Quran NOT MENTION CHINESE PROPHETS?Or AFRICAN, GREEK, INDIAN, SOUTH AMERICAN, etc? 
029) YT: নুর কিবরিয়ারা কার খপ্পরে পড়লো? Pinaki Bhattacharya || The Untold 
030) YT: উইঘুর মুসলিমদের সাথে চীনা শাসকদের সমস্যা কোথায়? | Uyghur Muslim | Ekattor TV 
031) বিশ্বব্যাপী বাড়ছে ডিমেনশিয়া (স্মৃতিভ্রংশ) রোগীর সংখ্যা। 
032) ভারতের উত্তর প্রদেশে তীব্র দাবদাহে গত দুই দিনে অন্তত ৩৪ জনে মৃত্যু হয়েছে।
033) খুবই খারাপ লাগলো যখন টিভিতে দেখলাম চট্টগ্রামের নবম শ্রেনীর ছাত্রী অন্তি ককটেলের স্প্রিন্টারের আঘাতে আহত। তার ডান চোখের কর্নিয়া পুরোপুরি নষ্ট হয়ে গেছে।  
034) YT:  jesus christ এবং বড়পীর আব্দুল কাদের জিলানীকে নিয়ে বাড়িবাড়ির গবেষণায় ভয়ংকর সব খবর- Mau. Mozammel Haq 
035) হজ পালনে সৌদি আরব গেছেন ৮৮ হাজার ৭৯২ জন, আরও এক হজযাত্রীর মৃত্যু 
036) সামনের দিনে প্রযুক্তিগত শিক্ষায় গুরুত্ব দিতে হবে : শিক্ষামন্ত্রী 
037) গুদামের বিষ বাসায় স্প্রে করে ডিএসএস :
গত ২ জুন রাজধানীর বসুন্ধরায় আবাসিক এলাকায় স্প্রে করা বিষে দুই শিশু-কিশোরের মৃত্যু হয়। 
038) এসআলম গ্রুপ বৈধ ভাবে সর্বোচ্চ ২১৫ কোটি টাকার ঋণ পাওয়ার অধিকারি হলেও মালিকানা সূত্রের প্রভাব খাটিয়ে নানা কোম্পানির নামে ঋণ বের করে নিয়েছে ৩০ হাজার কোটি টাকা! 
039) পেঁপের বীজেই কমবে ভুঁড়ি, মিলবে মেদহীন পেট 
040) মাত্র ৯৬ ঘন্টা অক্সিজেন সরবরাহ নিয়ে ২১ ফুট লম্বা মিনি ডুবোজাহাজে যে পাঁচজন ব্যক্তি ডুব দিলেন সেটিতে আছে পাকিস্তানের বিলিওনিয়ার শাহজাদা দাউদ (৪৮) এবং তাঁর ছেলে সুলেমান দাউদ (১৯)। এনাদের দাদা পরদাদাই ছিলেন আমাদের ৬ দফা আন্দোলনের ভিলেইন। তাদের এনগ্রো কোম্পানি ২০২২ সনে কামিয়েছে ৩৫০ বিলিয়ন রুপি (১.২ বিলিয়ন ডলার)। 
041) Book: মাসিরুল উমারা ....
মোগল আমলের কর্মকর্তাদের তালিকা ও পরিচিতিমূলক অভিধান। গ্রন্থটির নাম মাসিরুল উমারা। গ্রন্থটি লেখেন শাহনওয়াজ খান এবং তার পুত্র আবদুল হাই। ১৭৪১ সালের আগস্ট থেকে ১৭৮০ সাল অবধি গ্রন্থটি রচনায় তারা নিয়োজিত ছিলেন। ২৭০০ পৃষ্ঠার ফার্সি গ্রন্থটিতে ১৫৫৬ থেকে ১৭৮০ সাল এর মধ্যবর্তী ৭৩৪ জন মোগল কর্মকর্তার বিবরণ রয়েছে। বইটি অত্যন্ত নির্ভরযোগ্য এবং এশিয়াটিক সোসাইটি এটি প্রকাশ করে তিন খণ্ডে, ১৮৯৬ সালে মির্জা আশরাফ আলীর সম্পাদনায়।
গ্রন্থটি দেখায় মোগল শাসকরা প্রায় ৩৬৫টি উচ্চপদে কর্মকর্তা নিয়োগ দেন। যার মধ্যে ১০০টি প্রধানত রাজপুত। যারা মূলত ছিলেন রাজপুতানা, মধ্যভূমি, বুন্দেলখণ্ড এলাকার। রাজপুতদের প্রায় সমান কর্মকর্তারা ছিলেন ব্রাহ্মণবংশীয়। ফলে আওরঙ্গজেব বা অন্যান্য মোগল শাসকের শাসনের স্থানীয় প্রতিনিধি যারা ছিলেন, তারা মূলত উচ্চবংশীয় এমন হিন্দু, যাদের বংশধরদের অনেকেই এখন আওরঙ্গজেবদের অপরাধী হিসেবে প্রতিপন্ন করতে চায় এবং কল্পিত সেই অপরাধের প্রতিশোধ নিতে চায় মুসলমানদের ওপর! 
042) অফিসের অনুষ্ঠান থেকে ফিরে তরুণীর মৃত্যু, গ্রেপ্তারের পর চারজনের জামিন
043) আমাদের বাসা-বাড়ির ভোল্টেজ 220 ভোল্ট কিন্তু আমেরিকায় 120 ভোল্ট কেন? 
044) বিনম্র  শ্রদ্ধা  নোবেলজয়ী পরিবার 💐🙏🙏
ম্যারি কুরি ছিলেন বিশ্বের প্রথম মহিলা যিনি পদার্থবিজ্ঞান এবং রসায়ন উভয় ক্ষেত্রেই নোবেল জিতেছিলেন (1903 সালে পদার্থবিদ্যা এবং 1911 সালে রসায়নে)। 
045) YT: হার্টের রোগীর কোন ঘি খাওয়া উচিত ? ঘি খেলে কি কোলেস্টেরল বাড়ে ? Top 6 Reason To Eat Ghee Everyday. 
046) মাদ্রাসার ছাত্রী আমি। টুকটাক ধর্মকর্ম জানি। 
এক দুপুরে নানী আমাকে সঙ্গে নিয়ে পুকুরে গোসল করতে গেল। নানী পর্দানশীন মহিলা।  
047)  বিচিমুক্ত লিচুতে বাজিমাত করছে ভিয়েতনাম, কেজি প্রায় ৩৭শ' টাকা


048) নবজাতকের মৃত্যু : আদালতে ২ চিকিৎসকের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
049) বরিশাল নগরীতে নিয়ম-নীতির তোয়াক্কা না করে ভবন নির্মাণের হিড়িক
050) Gold and copper reserves of one thousand billion dollars.
https://twitter.com/BTPakistan/status/1670112902823526401 
051) আওয়ামী লীগ নেতাকে নিয়ে সংবাদ প্রকাশ, খু*ন হলেন সাংবাদিক। 
052) ১৮৭১-৭২ সালে ব্রিটিশরা প্রথম আদমশুমারি করে ভারতে। তাতে দেখা যায়, ভারতে শিখসহ হিন্দুদের সংখ্যা ৭৩ শতাংশ, আর মুসলিমদের সংখ্যা ২১ শতাংশ। 
B) এটি স্পষ্ট করে যে, হিন্দুদের নিপীড়ন এবং নির্মূল করা মুসলিম শাসকদের কর্মপন্থা ছিল না। এমনটা হলে ভারত থেকে হিন্দুরা বিলুপ্ত হয়ে যেতেন। কথিত ‘মুসলিম’ শাসনের শেষে ভারতে হিন্দু ছিল ৭৩.৫ শতাংশ, যা বেড়ে ২০১১ সালের আদমশুমারিতে দাঁড়িয়েছে ৭৯.৮০ শতাংশ। বিপরীতে মুসলমানরা ছিল ২১.৫ শতাংশ, যা কমে ২০১১ এর শুমারিতে ১৪.২৩ শতাংশে নেমে এসেছে। 
053) নতুন মুদ্রানীতি ঘোষণা :
রিজার্ভ নামবে ২৩ বিলিয়ন ডলারের নিচে 
054) ধানের চেয়ে ১০ গুণ বেশি লাভ লতিকঁচু চাষে 
055) ঋণের প্রথম কিস্তি ৫৫ কোটি টাকা পরিশোধ করেছে ঢাকা মেট্রোরেল 
056) #WW3 in the making ...
NATO considering deployment of up to 300,000 troops on border with Russia.
https://twitter.com/BTPakistan/status/1670769772403802113 
057) আবারো বাংলাদেশের বিশ্বজয়!
লিবিয়ায় বিশ্বজয় করে হাফেজ আবু তালহা এখন বাংলাদেশে।
ঢাকা বিমান বন্দর থেকে বিশ্ববিজয়ী আবু তলহার গণ সংবর্ধনা শুরু,শেষ হবে হাফেজ আবু তলহার শিক্ষা প্রতিষ্ঠান দনিয়া যাত্রাবাড়ীর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসায় গিয়ে ইনশআল্লাহ! 
 হাফেজ আবু তলহা ২ য়  স্থান অধিকার করে আন্তর্জাতিক সনদ ও বাংলাদেশী টাকায় ৪৪ লক্ষ ৯২ হাজার টাকা পুরুষ্কার পেয়েছে। 
058) স্কুলে ছাত্রদেরও নাত পড়ার আগ্রহ কোন অংশে কম না।এক স্কুল ছাত্রের কন্ঠে খুব চমৎকার একটি মর্সিয়া। 
059) "We thought we would clear MBBS and become a doctor." 
060) আল্লাহ তায়ালা বলেন,
‘আদম আ:-এর দুই পুত্রের ঘটনা তাদেরকে যথাযথভাবে শোনান, যখন তারা উভয়ে কোরবানি করেছিল, তখন একজনের কোরবানি কবুল করা হয় এবং অন্যজনের কবুল হয়নি।’ (সূরা মায়িদা, আয়াত : ২৭) 
061) #KNF কেএনএফ সন্ত্রাসীদের IED আইইডি বিস্ফোরণে সেনাসদস্য নিহত
#ArmyBD 
062) #ভারতে যাওয়ার পরে পাসপোর্ট হারিয়ে গেলে আপনার করণীয়। 
063) রাষ্ট্রদূত জাহাঙ্গীর আলমের পিএইচডি ডিগ্রি অর্জন 
064) স্ত্রী হত্যার ১৮ বছর পর মুঠোফোন ব্যবহার করায় ধরা পড়লেন স্বামী 
065) নবাব সিরাজউদ্দৌলার বেগম লুৎফুন্নেসা 
🔺হিন্দু পরিচারিকা রাজকুনোয়ার থেকে নবাব সিরাজউদ্দৌলার বেগম লুৎফুন্নেসা হয়ে ওঠার গল্প 
066) সম্মানিত গ্রাহক বৃন্দ আপনাদের জানানো হচ্ছে যে, আপনারা যদি কোন দোকান/স্পেস কিনেন সাব কাবলা ছাড়া ক্রয় করবেন না। কারণ ৩০০ টাকার স্ট্যাম্পে কোন বৈধতা নাই।  
067) Debt Ceiling Explained in 5 Minutes
https://www.youtube.com/watch?v=bZmpvVBMtkc 
068) Manipur, India!
Not a forest fire, it is ethnic cleansing.
https://twitter.com/ashoswai/status/1669419221669871616 
069) দুর্নীতিবাজদের সহ্য করা হবে না—হাইকোর্ট
070) চট্টগ্রামে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় বিএনপির ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা 
072) যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি-আমেরিকান এবং মুসলমান নারী ফেডারেল বিচারক ... 
073) What is Deferred Action for Childhood Arrivals (DACA) ? 
074) "Drones and artificial intelligence has redefined all warfare from now on.
Any country without its own fleet of drones of all kinds is likely to lose next high intensity confrontation.
It is again absolutely incredible that Turkey & Iran have emerged as two leading drone powers"
https://twitter.com/BTPakistan/status/1669461141016178689 
075) Maharashtra Muslim man lynched by Hindu extremists 
076) The National Eligibility cum Entrance Test (Undergraduate) or NEET (UG), formerly the All India Pre-Medical Test (AIPMT), is an all India pre-medical entrance test for students who wish to pursue undergraduate medical (MBBS), dental (BDS) and AYUSH (BAMS, BUMS, BHMS, etc.) courses in government and private institutions in India and also, for those intending to pursue primary medical qualification abroad. 
077) YT: 6 বছরের বিস্ময়কর ওয়ালিদ | ক্যালকুলেটর ছাড়াই 2 সেকেন্ডে বলে মানুষের বয়স ও যে কোন অংকের ফলাফল 
078) YT: গরু নিয়ে রাজনীতি | সাভারকর | মোদী | বিজেপি | ড. রাকেশ পাঠক #gomata #pmmodi 
079) কস্তুরী  কি ? এবং কোথায় পাওয়া যায় ? 
080) Medicine: Centurin ... সেনচুরিন ...
(হামদর্দ এর ইউনানী প্রোডাক্ট)
রোগ নির্দেশনাঃ মস্তিষ্কের কর্ম ক্ষমতা হ্রাস, স্মৃতি শক্তি হ্রাস, অ্যালজাইমরস ডিজিজ (ভুলে যাওয়া), ডিমেনশিয়া (বুদ্ধিবৃত্তিক কর্মহীনতা), চর্ম রোগ, বার্ধক্য জনিত অসুস্থতা, পারকিন্সন্স সিনড্রোম, শিরার অকার্যকারিতা। 
081) যেকোনো স্ক্যান্ডাল বা সংকটের সময় রাজনীতিকদের স্ত্রীরা সব সময় স্বামীর পাশে থেকেছেন। আমেরিকানরা সাধারণত এমনটা দেখে অভ্যস্ত। তাই ট্রাম্পের সাম্প্রতিক কর্মকাণ্ডে মেলানিয়ার শারীরিকভাবে পাশে না থাকাটা সবার চোখে পড়েছে।
— ক্যাথেরিন জেলিসন, ওহাইও ইউনিভার্সিটির ইতিহাসের অধ্যাপক 
082) জালিয়াতি ঠেকাতে অনলাইনে ‘বার অ্যাট ল’ পরীক্ষা গ্রহণ বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যের বার স্ট্যান্ডার্ডস বোর্ড (বিএসবি)।
083) বিদ্যুৎ উৎপাদনে এবার ফার্নেস তেলের সংকট
২৭ শতাংশ বিদ্যুৎকেন্দ্র চলে ফার্নেস তেলে। বিপিসির কাছে ফার্নেস তেলের মজুত আছে আর এক সপ্তাহের। 
B) ২২ জুনের মধ্যে ২৫ হাজার টন ফার্নেস তেল নিয়ে একটি কার্গো জাহাজ দেশে আসার কথা রয়েছে। জাহাজটি আসার কথা ছিল ১২ জুন। বিল পরিশোধে দেরি হওয়ায় এটা পিছিয়েছে। 
C) প্রতিদিন গড়ে চার হাজার টন ফার্নেস তেলের চাহিদা আছে বিপিসির কাছে।

084) নেপোলিয়ন বলেছিলো, যদি কখনো সমগ্র পৃথিবী একটা দেশে পরিণত হয় তাহলে তার রাজধানী হবার যোগ্যতা রাখে একটি মাত্র শহর, কনটান্সিটনোপল।  
085) ধর্ম-বর্ণ  নির্বিশেষে সকল বাঙালি জনগোষ্ঠীর মধ্যে গড়ে উঠুক অখন্ড সু-বৃহৎ বাংলা গড়ার চেতনা ।
086) বারোমাসি সজিনা চাষে লাখটাকা আয় কৃষকের 
087) অর্পিত সম্পত্তি নিয়ে লাখ-লাখ মামলা বাতিল ll Property Law 
B) অর্পিত সম্পত্তি আইন নিয়ে রায়: ডিসিদের ক্ষমতা থাকছে, মামলা চলবে ট্রাইব্যুনালে ...
এই রায়ের ফলে অর্পিত সম্পত্তি নিয়ে সব মামলা এখন থেকে অর্পিত সম্পত্তি সংক্রান্ত বিশেষ ট্রাইব্যুনালে বিচার হবে।
088) Elon Musk's SpaceX hires 14-year-old Bangladeshi-American Kairan
089) পিতৃপরিচয় নিয়ে গুঞ্জন ভয়াবহ কষ্ট দিয়েছে প্রিন্স হ্যারিকে 
090) ম্যানচেস্টার ইউনাইটেড কিনে নিয়েছেন কাতারের শেখ জসিম 
091) কোন কোন লক্ষণে বুঝবেন গোপনেই কিডনি বিকল হচ্ছে ... 
B) অস্বাস্থ্যকর খাওয়াদাওয়া, ক্রমাগত রাত জাগা এবং পর্যাপ্ত পানি পান না করার ফলে ক্ষতি হতে পারে কিডনির।
092) সাতক্ষীরায় ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে বারবার ধর্ষণে স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা, ইউপি সদস্য গ্রেপ্তার 
093) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের
উপাচার্য অবরুদ্ধ 
094) ঢাকায় ৪০ মিনিটে ১টি তালাক 
095) চিকেন ফ্রাই খেয়ে ছেঁড়া টাকা দিলেন ক্রেতা, বিবাদ থেকে মারধরে দোকানির মৃত্যু
096) আদম আ. মৃত্যুকালে শিষ আ. কে তার উত্তরাধিকারী মনোনীত করেন।
শিষ আ.-কে তিনি দিন ও রাতের সময় নিরূপণ পদ্ধতি শিক্ষা দেন। নুহ আ.-এর তুফানের খবর দিয়েছিলেন এবং দিনের প্রতি প্রহরান্তে নির্জনে বসে আল্লাহর ইবাদত করার হুকুম দিয়েছিলেন। ... তিনি মৃত্যুর পূর্বপর্যন্ত মক্কায় বসবাস এবং হাজ্জের অনুষ্ঠানাদি পালন করতেন। আদম আ.ও স্বয়ং তাঁর নিকট অবতীর্ণ বাণীগুলো (৫০টি সহিফা) সংগ্রহ করেছিলেন এবং তদনুযায়ী নিজের জীবন পরিচালনা করেন।
----- (সংক্ষিপ্ত ইসলামী বিশ^কোষ দ্বিতীয় খÐ, পৃ ৩৯৫-৩৯৬)
অতএব সৃষ্টি সভ্যতার শুরু থেকেই ভাষা স্বমহিমায় বর্তমান। আর ভাষাটির নাম আরবি বা সামি। 
097) আল্লাহর রসুল স. বলেছেন, “আল্লাহ্ তাআলা সর্ব প্রথম কলম সৃষ্টি করে তাকে বললেন- লিখ। কলম বলল- হে আমার প্রতিপালক! কী লিখব? আল্লাহ্ বললেন- কিয়ামত পর্যন্ত আগমনকারী প্রত্যেক জিনিসের তাকদির লিখ।”
অন্য বর্ণনায় এসেছে, কিয়ামত পর্যন্ত যা সংঘটিত হবে সব লেখ। (তাবারানি, ইবনু জারির, ইবনু আবি হাতিম, আহমাদ, তিরমিযি, আবু দাউদ, বায়হাকি এবং অন্যান্য)
বিখ্যাত আলেম ইবনুল আরাবি বলেছেন- ‘কলমের পূর্বে আল্লাহ সুবহানাহু তাআলা ছাড়া আর কিছুই ছিল না।’ (আরেযাতুল আহওয়াযি)
ভাষা না থাকলে কলম বা লেখার দরকারিতা বাতুলতা মাত্র। 
098) মাত্র ১৪ বছর বয়সে ইলন মাস্কের স্পেসএক্সে চাকরি পেল বাংলাদেশি বংশোদ্ভূত কাইরান 
099) 


Section B 
F) Reminder of #WW3 ... 



E) এ ভূখণ্ডের নাম হিসেবে ‘বাঙ্গালা’ বা বাংলার প্রথম ব্যবহার দেখা যায় মুসলিম শাসনামলে;  চৌদ্দ শতকের দিকে।  


D) 

C) 

B) 

A) 

No comments:

Post a Comment