Thursday, October 20, 2022

FB Group Posts : 2022: October: B

 101) "পৃথিবীর রাঙা রাজকন্যাদের মতো সে যে চলে গেছে রূপ নিয়ে দূরে;

আবার তাহারে কেন ডেকে আনো? কে হায় হৃদয় খুঁড়ে
বেদনা জাগাতে ভালোবাসে!"
— জীবনানন্দ দাশ

102) ‘তিন পাত্তি গোল্ড’সহ বিভিন্ন অনলাইন জুয়ার মাধ্যমে দেশের বাইরে প্রায় ২০০ কোটি টাকা পাচারের অভিযোগে উল্কা গেমস লিমিটেডের সিইও জামিলুর রশিদসহ ছয় জনকে গ্রেফতার করা হয় রবিবার। এরপরই এই ব্রিফিংয়ের আয়োজন করে র‌্যাব। রবিবার রাজধানীর মহাখালী ও উত্তরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 
103) বাংলাদেশ ব্যাংক এখন ৯৭ টাকা দামে রিজার্ভ থেকে ডলার বিক্রি করছে। আবার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে ডলারের দাম ১০০-১০৩ টাকা । প্রবাসী আয়ে ডলারের সর্বোচ্চ দাম দিচ্ছে ১০৭ টাকা। আর রপ্তানি আয় নগদায়ন করছে ৯৯ টাকা ৫০ পয়সা দরে। এটা নিয়ে আপত্তি আছে আইএমএফের। তারা বলছে ডলারের বিনিময় হার বাজারের ওপর ছেড়ে দিতে হবে। কারণ এখন যেভাবে হচ্ছে তাতে ডলারে বিনিময় হার নিয়ে বিভ্রান্তির আশঙ্কা আছে।
104) ব্যাংক এদিকে এলসি দিচ্ছে না। কিন্তু জানুয়ারি, ফেব্রুয়ারির দিকেও যদি কানাডা যাওয়ার বিমানের টিকিট খোঁজা হয়, বিজনেস ক্লাস প্রায় এখনই ভর্তি। এসব মানুষ কী নিয়ে যাচ্ছে, তা কি দেখা হয়? এদিকে জিনিসের দাম বাড়ছেই। সরকারি হিসাবে মুদ্রাস্ফীতি ৯ শতাংশ–এর আশপাশে ঘোরাফেরা করলেও প্রকৃত মুদ্রাস্ফীতি বেশি। 
105) আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভি এ দেশেরই এক কৃতী সন্তান। বহুমাত্রিক প্রতিভার অধিকারী এক বিস্ময়কর ব্যক্তিত্ব।
106) বাংলাদেশের রিজার্ভ আসলে কতো?
--- রুমিন ফারহানা 
107) আল্লাহ বলেন-
“আল্লাহ যার বক্ষকে ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, সে তার রবের আলোর উপরই প্রতিষ্ঠিত। এই ব্যক্তি অন্যদের মতো হতে পারে না।” (সূরা জুমারঃ ২২) 
108) নারীদের ধ্বংসের ৮ টি কারন - 
109) দূরের নয় খুব কাছের ও বিশ্বস্ত লোকের কাছে ধোকা খাওয়া আমি।
আর কেউ কি আছেন এমন!! 
ইলিয়াছ ভাই আপনার বংশে আছে কি? আমার বংশে যিনি মানুের কাছে আল্লাহ্‌র ওলি হিসাবে খ্যাত তিনিই আমার বাপ-চাচার জমি বিভিন্ন ভাবে কুখ্যিত করেছেন।
110) আপনার কি মন ভেঙে গেছে? 💔
তাহলে পড়ুন৷
হযরত মুসা আঃ আল্লাহকে জিজ্ঞেস করলেন "হে আমার রব" আমি আপনাকে কোথায় খুজব?  আল্লাহ তা'য়ালা বললেন "ভাঙ্গা হৃদয়ের লোকের কাছে আমাকে খোজো" আমি প্রতিদিন একহাত করে তাদের নিকটবর্তী হই৷ তা না হলে তারা নির্ঘাত ভেঙে পড়ত।🖤
 কিতাবুয যুহুদঃ ৩২৪ 
111) আমাদের রপ্তানির সব টাকা ফেরত আসছে না। গত তিন অর্থবছর থেকেই এই ফিরে আসা টাকার পরিমাণ কমছে। 
112) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা নির্ভর করে ফটোকপির ওপর। ফলে ফটোস্ট্যাটের ব্যবসা জমজমাট এখানে। শুধু কলাভবনের পাশের ছাউনির (শ্যাডো) দোকানগুলোতে এক দিনেই প্রায় ৫০ হাজার টাকার ফটোকপি হয়। পরীক্ষার মৌসুমে এটা আরও বাড়ে। 
113) রেমিট্যান্স গত বছরের এ সময়ের থেকে কম আসছে (মানবজমিন ২৫ অক্টোবর, ২০২২)।
114) কিয়েভের ৮০ ভাগ বাসিন্দা এখন পানির সংকটে আছে। প্রায় সাড়ে তিন লাখ অ্যাপার্টমেন্টে বিদ্যুৎহীন হয়ে পড়েছে।
115) প্রতিটি বিষয়ই #ভাগ্যলিপি অনুযায়ী সংঘটিত হয়ে থাকে , এমনকি অক্ষমতা এবং বুদ্ধিমত্তাও । ~~~ মেশকাত 
116)  যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে, আল্লাহ তাদেরকে #জান্নাতে দাখিল করবেন, যার নিম্নদেশে নির্ঝরিণীসমূহ প্রবাহিত হয়। আর যারা কাফের, তারা ভোগ-বিলাসে মত্ত থাকে এবং #চতুস্পদ জন্তুর মত আহার করে। তাদের বাসস্থান #জাহান্নাম
💞""""""""সুরা আল মোহাম্মদ"""""""💞 
117) ব্যাংকে আমলা পরিচালক নিয়োগের বিষয়ে আইএমএফের সুপারিশ বিবেচনার আশ্বাস দেওয়া হয়।
118) কাতার তিঝান আন-নূর বিশ্ব হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০১৮ এ ক্বিরাত ও হিফয বিভাগে তানযীমুল উম্মাহ‘র ছাত্র হাফেয আবু রায়হান সারা বিশ্বের ৫১টি দেশের মধ্যে ২য় স্থান অর্জন করেছে। ... 
119) বাংলাদেশেই কফির সফল আবাদ 
120) ক্রিপ্টোকারেন্সি বিষয়টা অনেকের কাছেই একটা অজানা বিষয় মতো। কিন্তু ১৪ বছর বয়সী ঈশান এবং ৯ বছরের অনন্যার কাছে তা যেন নস্যি! ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান দুই ভাই-বোন বর্তমানে এই ক্রিপ্টোকারেন্সি থেকেই মাসে আয় করছে ৩৫ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ লক্ষ টাকা)। 
121) #বলিউড সুপারস্টার অক্ষয় কুমার ‘রাম সেতু’ ছবির আসল তারকা, তা বলার অপেক্ষা রাখে না। এ ছবিতে অক্ষয় একজন প্রত্নতাত্ত্বিকের চরিত্রে অভিনয় করেছেন। তাঁর চরিত্রের নাম ‘ডক্টর আরিয়ান কুলশ্রেষ্ঠ’। ছবিতে তিনি ‘রাম সেতু’কে রক্ষা করার মিশনে আছেন। প্রত্নতাত্ত্বিকের ভূমিকায় অক্ষয় সবার মন জয় করেছেন।
এ ছবির জন্য অক্ষয়ের পকেটে ঢুকেছে ৫০ কোটি রুপি। 
122) ১৮৯৭ সালের এপ্রিল মাসের এক সকালে জগদীশচন্দ্রের সঙ্গে পরিচয় করতে এলেন রবীন্দ্রনাথ, 
123) হঠাৎ গভীর রাতে বাবাকে হাত মুখ ধুয়ে পোশাক বদলাতে দেখে কৌতুহলী ছোট্ট মেয়ের প্রশ্ন..
"কই যাও বাবা....? 
124) আরবী, বাংলা উচ্চারণ, অনুবাদসহ ৩০ খন্ডে ৩০ পারা মহাগ্রন্থ আল কুরআন  ☎01958 555 777 
হাদিয়া- ১১টি উপহার সহ-1500 টাকা।
125) Behold her single in the field Yon solitary highland lass, Reaping and singing by herself Stop here or gently pass.
126) #Quran ... And [for] every person We have imposed his fate upon his neck, and We will produce for him on the Day of Resurrection a record which he will encounter spread open. https://legacy.quran.com/17/12-18
127) কিয়ামত নিকটবর্তী হওয়ার লক্ষণ --- - ধর্মীয় শিক্ষা বাদ দিয়ে (জাগতিক) বিদ্যা অর্জন করবে;
128) দ্রুত ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে পাতিলেবু, যেভাবে খাবেন ...
129) বগুড়া সরকারি আজিজুল হক কলেজ থেকে ২০২১-২২ শিক্ষাবর্ষে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন ২৪০ জন। চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
130) গণিত ও ইংরেজি ভীতি দূর করতে জাপানি গণিত শিক্ষক তরু কুমন ১৯৫৮ সালে সহজে গণিত ও ভাষা শিক্ষার একটি পদ্ধতি উদ্ভাবন করেন। যা কুমন পদ্ধতি নামে ...
131) ফকীহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান ... ইসলামী অর্থনীতি ও ব্যাংকিং বিষয়টি এ দেশে বহুল চর্চার জন্য নিজ প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ সেন্টার, বসুন্ধরায় তিনিই সর্বপ্রথম ২০০২ সালে ইসলামী অর্থনীতি ও ইসলামী ব্যাংকিং বিভাগ চালু করেন।
132) আল্লামা সুলতান যওক নদভি চট্টগ্রাম শহরে ‘দারুল মাআরিফ আল-ইসলামিয়া’ নামে একটি ব্যতিক্রমধর্মী শিক্ষাপ্রতিষ্ঠান কায়েম করেন।
133) আব্দুর রউফ তালুকদার (জন্ম: ১৫ আগস্ট ১৯৬৪) বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর।
134) একেবারে অভাবে না থাকলে কম টাকায় পড়াবেন না।। কম টাকা যারা দেয় তারা একটু খাচ্চর হয়। ... 
135) Elon Musk fired at least four top Twitter executives after becoming the platform's new owner. 
136) ইভ্যালি-আলেশা মার্টে আটকা টাকা, কারও পড়া বন্ধ, কেউ পলাতক 
137) ইভ্যাঞ্জেলিক্যালরা বিশ্বাস করে, যীশুর আগমন কেবল তখনই ঘটবে, যখন বনী ইসরায়েলের বংশধররা পবিত্র ভূমিতে গিয়ে একত্রিত হবে। 
138) গ্লাইসেমিক ইনডেক্স কি?
আমরা যা খাই রক্তে ২-৩ ঘণ্টা পর যে গ্লুকোজের পরিমাণ হয় তার পরিমাপকে গ্লাইসেমিক ইনডেক্স বলে। এটি পরিমাপ করার জন্য, যে কোনও খাদ্য কে গ্লুকোজের সাথে তুলনা করা হয়, যা পয়েন্টে ১০০ হিসাবে গণনা করা হয়। 
139) এমন কাউকে বন্ধু করবেন না যার জন্য আপনাকে আখিরাতে আফসোস করে বলতে হয় ...
"হায় আমার দূর্ভাগ্য আমি যদি অমুককে বন্ধু রুপে গ্রহন না করতাম!"
----সূরা আল ফুরকান- ২৮ 
140) ইলন মাস্ক শেষ পর্যন্ত ৪৪০০ কোটি ডলারে টুইটার কিনে নিলেন, সিইও আগরওয়াল চাকুরিচ্যুত 
141) ১৭৮০ সালে লর্ড ওয়ারেন হেস্টিংসের (১৭৩২-১৮১৮ সালে) অনুমোদনক্রমে ভারতীয় উপমহাদেশে শিক্ষার সবচেয়ে প্রাচীন নিদর্শন হিসেবে প্রতিষ্ঠিত হয় কলকাতা আলিয়া মাদ্রাসা। 
142) ১৯৭৪-১৯৭৫ অর্থবছর থেকে বাংলাদেশি মুদ্রার মান কতটা কমেছে তা জিডিপি ডিফ্লেটর ভিত্তিতে হিসাব করে অর্থবিভাগের তৈরি করা ওই প্র’তিবেদনে বলা হয়েছে, ‘১৯৭৪-১৯৭৫ অর্থবছরের এক টাকার ক্রয় ক্ষ’মতা ২০১৪ সালের ১২ টাকা ৪৫ পয়সার ক্রয় ক্ষ’মতার সমান। 
143) মুসনাদে আহমাদের বর্ণনায় একথাও আছে যে, “তার সঙ্গে দুজন ফেরেশতা থাকবে। তারা দুজন নবীর আকারে তার হাতে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আমি চাইলে উক্ত দুই নবী ও তাদের পিতাদেরও নাম বলতে পারবো। তাদের একজন দাজ্জালের ডান দিকে, একজন বাঁ দিকে থাকবে। এটি হবে পরীক্ষা। দাজ্জাল বলবে, আমি তোমাদের রব নই কি? আমি কি মৃতকে জীবিত করতে পারি না? আমি কি মৃত্যু দিতে পারি না? উত্তরে এক ফেরেশতা বলবে, তুমি মিথ্যা বলছ। তার এই উক্তি দ্বিতীয় ফেরেশতা ছাড়া আর কেউ শুনতে পাবে না। ফলে দ্বিতীয় ফেরেশতা তার উত্তরে বলবে, তুমি ঠিকই বলেছ। দ্বিতীয় ফেরেশতার এই উক্তি সবাই শুনতে পাবে এবং ধরে নিবে, এই ফেরেশতা দাজ্জালকে সত্যায়ন করছে। এটিও হবে একটি পরীক্ষা”। (মুসনাদে আহমাদ, খণ্ড ৫, পৃষ্ঠা ২২১) 
144) ৮৬ বছর বয়সি পোপ বলেছেন, ''পর্নোগ্রাফি নামক পাপ এখন অনেক মানুষের মধ্যে ঢুকে পড়েছে...এমনকি যাজক ও নানরাও তার মধ্যে আছেন।" 
145) T S Eliot ( 1888 – 1965) was a poet, essayist, publisher, playwright, literary critic and editor. 
146) বিশ্বের অনেক দেশের মানি এক্সচেঞ্জে এখন ডলার বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে, তারা শুধুই কিনছে। 
147) পুরান ঢাকার সমৃদ্ধ সংস্কৃতি ঘুরে দেখলেন কেনেডি পরিবার ...
রিকশায় করে পুরান ঢাকায় ঘোরাঘুরি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রয়াত সিনেটর এবং বাংলাদেশের বন্ধু এডওয়ার্ড এম কেনেডির ছেলে ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাতিজা এডওয়ার্ড এম কেনেডি জুনিয়র। এসময় তার পরিবারের সদস্যরাও হাজির ছিলেন। 
148) Which Colleges Offer Free Degrees?
University of the People 
149) বাংলাদেশে এখন বৈদেশিক মুদ্রার রিজার্ভ আছে তিন হাজার ৫৮৫ কোটি (৩০.৫৮৫ বিলিয়ন) ডলার। 
150) Twitter is planning to start charging $20 per month for verification
151) সিজদাহর এই আলোচনা শোনার পর আপনি আর নামায ক্বাজা করবেন না 
152) ঢাবিতে আত্ম-উন্নয়নমূলক প্রশিক্ষণ কর্মশালা 
153) ‘‘এখন রিজার্ভ আইএমএফ-এর শর্ত মেনে কম দেখালে ঋণ পেতে হয়ত সমস্যা হবে না৷ তবে আমাদের ঝুঁকি বেড়ে যাবে৷ তখন শর্ত বেড়ে যেতে পারে৷” 
154) বর্তমানে বিকাশের গ্রাহকদের কাছে প্রতিদিন ১৩ থেকে ১৪ হাজার প্রবাসী বাংলাদেশি দৈনিক গড়ে প্রায় ১১ কোটি টাকা সমপরিমাণের প্রবাসী আয় পাঠাচ্ছেন। 
155) আরো চার আনঃনগর ট্রেনে সংরক্ষিত থাকবে স্যানিটারি ন্যাপকিন
156) বাংলাদেশকে আইএমএফ-এর ঋণ পেতে যেসব শর্ত পূরণ করতে হবে, তার মধ্যে রয়েছে রিজার্ভের হিসাব আইএমএফ-এর ফর্মুলা অনুযায়ী করতে হবে৷ 
157) করোনার সময় থেকে দেশের অনেক পরিবারেই মধু ব্যবহারের পরিমাণ বেড়েছে। একই সঙ্গে বেড়েছে মধু উৎপাদন, আমদানি ও বিক্রিও। বর্তমানে দেশে মধু ও এর উপজাত পণ্য মিলিয়ে প্রায় ৭৫০ কোটি টাকার বাজার আছে।
158) সারা দেশে ৩৩ হাজার বিদ্যালয়ে পাঠাগার করা হবে: শিক্ষামন্ত্রী 
159) বাংলাদেশের এখন বৈদেশিক ঋণের পরিমাণ ৯ হাজার ৩০০ কোটি (৯৩ বিলিয়র) ডলার। ধারণা করা হচ্ছে ২০২৩ সালে এই ঋণের পরিমাণ ১১৫ বিলিয়ন এবং ২০২৪ সালে ১৩০ বিলিয়ন ডলারে দাঁড়াবে। 
160) কে এই সাবেক আইজিপি নূর মোহাম্মদ? এখন কোথায়? কি করছেন?
https://youtu.be/CSsnNrZIv3A 
161) দেশকে বড় ধরনের সংকটের মধ্যে ফেলে পদত্যাগ করেছেন লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন। আজ রবিবার পদত্যাগের পর প্রেসিডেন্ট প্যালেসও ছেড়েছেন তিনি। 
162) দেশের শিশু ও নারীদের মধ্যে অনুপুষ্টিকণার ঘাটতি অনেক। ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের দুজনের একজন ভিটামিন ‘এ’-এর ঘাটতিতে ভুগছে। প্রতি ১৩ জনের মধ্যে একজন নারীর এ ঘাটতি রয়েছে। 
163) দক্ষিণ কোরিয়ার হ্যালোইন উৎসবে দুর্ঘটনায় মৃত বেড়ে দাঁড়িয়েছে ১৫১। এ ঘটনায় রোববার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট
164) গণপূর্ত অধিদপ্তরের (পিডব্লিউডি) বক্তব্য হলো, ধীরে ধীরে মিন্টো রোডের বাড়িগুলো ভেঙে ফেলার পরিকল্পনা করা হচ্ছে। এসব খুবই পুরনো বাড়ি। 
165) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ১০-১৬ অক্টোবর অনুষ্ঠিত বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সভায়ও যাননি অর্থমন্ত্রী। দেশে এমন ঘটনা এর আগে আর কোনো অর্থমন্ত্রীর আমলে ঘটেনি বলে জানা গেছে। 
166) শতাধিক উচ্চ ফলনশীল ধান খাদ্য নিরাপত্তায় অবদান রাখছে: কৃষিমন্ত্রী
167) গার্ডিয়ানদের জানা উচিত, টিউটরদের থেকে টিউশন মিডিয়া গুলো কতটা শোষণ করে। 
B) শুধু তাই নয়, প্রাইভেট স্কুল গুলোও শিক্ষকদের প্রচুর শোষণ করে। নীচু ক্লাসে পাশ ফেল উঠে যাওয়ায় ব্যাঙের ছাতার মত গজিয়ে ওঠা প্রাইভেট স্কুলের ব্যবসা ব্যাপক ভাবে চালু হয়ে গেছে।
168) সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে ডেঙ্গু আক্রান্ত রোগী দ্বিগুণের চেয়ে বেশি হয়েছে। একই সময়ে মারা গেছে প্রায় তিনগুণ।
169) গুগলে ডাক পেলেন বাংলাদেশি আদ্রীকা, বার্ষিক বেতন ১ লাখ ডলার 
170) ‘কে সে, যে আল্লাহকে কর্জে হাসানা প্রদান করবে? তিনি তার জন্য ইহা বহুগুণে বৃদ্ধি করবেন।’ [সূরা বাকারা, আয়াত-২৪৫]
171) উচ্চ আয়ের পেশাজীবীরাও পাবেন ডলারের সর্বোচ দাম
এখন থেকে সরাসরি ব্যাংকের মাধ্যমে উচ্চ আয়ের প্রবাসী পেশাজীবীদের পাঠানো প্রবাসী আয় বা রেমিট্যান্সের ক্ষেত্রে প্রতি ডলারে ১০৭ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে ব্যাংকগুলো আপাতত রেমিট্যান্স আহরণ বাবদ কোনো চার্জ বা মাশুলও নেবে না বলে জানা গেছে। 
172) উমাইর ইবনে হানী থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “একটি সময় আসবে, যখন মানুষ দুটি তাঁবুতে (দলে) বিভক্ত হয়ে যাবে। একটি তাবু হবে ঈমানের, যেখানে কোন নিফাক (কপটতা/দ্বিমুখীতা) থাকবে না। অপর তাঁবুটি হবে নিফাকের, যেখানে কোন ঈমান থাকবে না। যখন এমন পরিস্থিতি তৈরি হয়ে যাবে, তখন সেদিন থেকে বা তার পরদিন থেকে দাজ্জালের অপেক্ষা করো”। (সুনানে আবু দাউদ, খণ্ড ৪, পৃষ্ঠা ৯৪; মুসতাদরাকে হাকেম, খণ্ড ৪, পৃষ্ঠা ৫১৩) 
173) কাদেরের জবাবে ফখরুল :
পৈত্রিক সম্পত্তি বিক্রি করে রাজনীতি করি 
174) বায়ুদূষণে বছরে মারা যায় প্রায় ২ লাখ মানুষ: সিপিডি 
175) ২০২১ সালে ধর্ষণের শিকার ১৩২১ নারী
176)  ৩০ বছরে প্রথমবার নারী সুরক্ষা আইন সংস্কার করল চীন
177) ৯৩ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন
// ৩১ অক্টোবর ২০২২ 
178) #USA
মন্দা শুরু হলেও লিপস্টিকের বিক্রি কমেনি। ১৯২৯ ও ১৯৩৩ সালের মহামন্দার সময় এ প্রবণতা দেখা গেছে। 
179) মার্কিন যুক্তরাষ্ট্রে এখন চলছে রেকর্ড মূল্যস্ফীতির কাল। এক মাসে তা কিছুটা কমছে তো, আরেক মাসে আবার বাড়ছে। এ পরিস্থিতিতে খুব স্বাভাবিকভাবেই দেশটির মানুষ খরচ কমিয়ে দিচ্ছে। 
180) গার্মেন্টসের ওয়ার্ক অর্ডার কমেছে ১০ শতাংশ এবং রপ্তানি আয় গত বছরের সেপ্টেম্বরের তুলনায় কমেছে ৭ দশমিক ৫২ শতাংশ 
181) মরার উপর খাঁড়ার ঘা হচ্ছে, সরকার বন্ডের বিপরীতে টাকা ছাপিয়ে মার্কেটে ছাড়ছে। এই ছাড়া শুরু হয়েছে ২০২০ থেকেই। 
182) বাংলাদেশ ব্যাংক ডলার–সংকট কমানোর জন্য প্রতিদিনই ডলার ছাড়ছে। 
183) বছরে চারবার মুদ্রানীতি চায় আইএমএফ ...
#IMF 
184) আইএমএফ প্রতিনিধিদল আমলানির্ভর পর্ষদ নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি ... 
185) ভ্যাট খাতের সংস্কারে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানতে চেয়েছে আইএমএফ।
186) প্রত্যক্ষ কর বা আয়কর বাড়াতে পাঁচ বছরের কর্মপরিকল্পনা প্রণয়নের পরামর্শ দিয়েছেন আইএমএফের কর্মকর্তারা।
187) #IMF
কোন কোন খাতে কর অব্যাহতি আছে, এর তালিকা চেয়েছে আইএমএফ।  
188) কর অব্যাহতি ও ব্যাংকে আমলা পরিচালক কমাতে বলেছে আইএমএফ
189) অবৈধ পথে প্রবাসী আয় এলে দেশে কোনো বৈদেশিক মুদ্রা জমা হয় না। 
190) বাংলাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় এক শিফটে চালানোর পরিকল্পনা নিয়েছে সরকার। আজ রবিবার সচিবালয়ে এক ব্রি‌ফিংয়ে এ কথা জানান প্রাথমিক ও গণ‌শিক্ষা স‌চিব মো. আমিনুল ইসলাম খান। 
191) শীতে ইউক্রেনের লোকজন ঠাণ্ডায় জমে মারা যাবে : কিয়েভের মেয়র
192) মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদফতরের মহাপরিচলক অধ্যাপক নেহাল আহমেদকে আদালত অবমাননার নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. আবুবকর সিদ্দিক (রাজন)।
উচ্চ আদালতের রায় ও আদালত অবমাননার মামলার নির্দেশ অমান্য করা এবং অসৎ উদ্দেশ্যে রায়ের অপব্যাখ্যা করায় এই নোটিশ দেওয়া হয়েছে। 
193) সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এস কে সিনহা) বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা পাল্টা মামলায় সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছালো। পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৭ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। 
194) সমাবেশ বা মিছিল নিষিদ্ধে পুলিশের ক্ষমতা কেন অসাংবিধানিক নয়: হাইকোর্ট
195) সোমালিয়ায় শিক্ষা ভবনের কাছে বোমা বিস্ফোরণ, নিহত অন্তত ১০০ 
196) আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলাটি পুনর্তদন্তের দাবিতে ফেনীর সোনাগাজীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
197) মধ্যপ্রাচ্যের অনেক প্রবাসী বাংলাদেশি বৈধ কাগজপত্রের অভাবেও বৈধ পথে প্রবাসী আয় পাঠাতে পারেন না। এ জন্য দূতাবাসের কর্মকর্তাদের কাজ করতে হবে। 
198) মধ্যপ্রাচ্যের অনেক প্রবাসী বাংলাদেশি বৈধ কাগজপত্রের অভাবেও বৈধ পথে প্রবাসী আয় পাঠাতে পারেন না। এ জন্য দূতাবাসের কর্মকর্তাদের কাজ করতে হবে। 
199) অবৈধ পথে প্রবাসী আয় এলে ডলার দেশে জমা হয় না। তবে বৈধ পথে প্রবাসী আয় আনলে কী কী সুবিধা পাওয়া যাবে, সে সম্পর্কেও সবাইকে সচেতন করতে হবে। 
200) ‘বৈধ পথে প্রবাসী আয়: ডিজিটাল মাধ্যমের সম্ভাবনা’ 
201) আমাদের আমদানির ৭৫ ভাগ শিল্পের কাঁচামাল এবং ১১ ভাগ ভোগ্যপণ্য৷ বাকিটা বিলাস পণ্য৷
202) গত অর্থ বছরে রেমিট্যান্স এসেছে দুই হাজার ১০৩ কোটি ডলার৷ আর তার আগের অর্থ বছরে রেমিট্যান্স আসে দুই হাজার ৪৭৭ কোটি ডলার৷
203) #BudgetBD2022
ছয় লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার চলতি বাজেটে মোট ঘাটতি আছে দুই লাখ ৪৫ হাজার ৬৪ কোটি টাকা৷ 
204) BD Economy ...
অর্থনীতির একটি ‘বিশেষ অবস্থা' চলছে৷ বিশেষ করে ডলার সংকট আমদানি খাতে নেতিবাচক প্রভাব ফেলছে৷ আর এবার বাজেট বাস্তবায়নেও ঋণ সহায়তা প্রয়োজন৷ 
205) অর্থনীতিবিদরা বলছেন, বাংলাদেশের এখন যা অর্থনৈতিক পরিস্থিতি তাতে বিদেশি ঋণ লাগবেই৷ 
206) ‘বাংলাদেশের ঋণ না নিয়ে উপায় নেই’
#IMF 
207) উন্নয়ন প্রকল্পসহ নানা খাতে প্রকৃত খরচের চেয়ে শতকরা ৩০ ভাগ বেশি খরচ ... 
208) ঋণের সঠিক ব্যবহার না হলে সংকট আরো বাড়বে: 
209) " আইএমএফের কাছ থেকে গত এক দশকে সরকার কোনো ঋণ নেয়নি। এবার কেন বড় ধরনের ঋণ নিতে হচ্ছে। কারণ অর্থনীতি চাপের মুখে আছে। রিজার্ভ সংকট কাটাতে এবং বাজেট সহায়তার জন্য এই ঋণ নিতেই হবে।” 
210)  " ব্যাংক আর্থিক খাতের সংস্কার, রাজস্ব ব্যবস্থাপনার উন্নতি, খেলাপি ঋণ পরিস্থিতির উন্নতি এগুলো আগেই করার দরকার ছিলো। কিন্তু এখন যেটা হবে সরকারকে বাধ্যমূলকভাবে করতে হবে। দ্রুত করতে হবে।”
211) " বাংলাদেশের অর্থনীতির জন্য বড় সংকট এখন বৈদেশিক মুদ্রার রিজার্ভ। এখন যে রিজার্ভের কথা বলা হচ্ছে প্রকৃত রিজার্ভ তার চেয়ে কম। আইএমএফের ঋণের সুদের হার কম এবং এটা দীর্ঘমেয়াদি। ফলে এটার চাপ কম হবে কিন্তু রিজার্ভের ঘাটতি কমাতে সহায়তা করবে।” 
212) " আইএমএফ যে শর্তই দিক না কেন ওই শর্তগুলো নিয়ে দর কষাকষির মতো অবস্থানে বাংলাদেশের অর্থনীতি নেই। তাই বাংলাদেশকে ঋণ নিতেই হচ্ছে।
213) বাংলাদেশ ব্যাংক গত জুলাই মাসে ঋণ খেলাপিদের জন্য বড় ধরনের ছাড় দেয়। ঋণের শতকরা আড়াই থেকে চার শতাংশ অর্থ জমা দিয়ে খেলাপি ঋণ নিয়মিত করার সুযোগ দেয়া হয়। এর আগে এটা ছিলো শতকরা ১০ শতাংশ। 
214) গত ডিসেম্বরে ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ছিলো এক লাখ তিন হাজার কোটি টাকা। সর্বশেষ হিসেবে জুন মাসে তার পরিমাণ হয়েছে এক লাখ ২৫ হাজার ২৫৮ কোটি টাকা। 
215) বাংলাদেশে এখন ব্যাংকের সুদের হার সর্বোচ্চ শতকরা বছরে ৯ টাকা বেধে দেয়া আছে। আইএমএফ এটাকে বেধে না দিয়ে ব্যাংকগুলোর হাতে ছেড়ে দিতে বলছে। বছরে দুইবার মুদ্রানীতি ঘোষণা চায় তারা। 
216) রিজার্ভের ৭০০ কোটি ডলার দিয়ে গঠন করা হয়েছে রপ্তানি উন্নয়ন তহবিল। 
217) 

আইএমএফের শর্তেই কেন ঋণ নিচ্ছে বাংলাদেশ?

218) বাজেট সহায়তায় আইএমএফের শর্ত মেনেই ঋণ নিচ্ছে বাংলাদেশ। আর ডিসেম্বরের মধ্যেই ৪৫০ ( ৪.৫ বিলিয়ন) কোটি ডলার ঋণের প্রথম কিস্তি ছাড় হতে পারে। 
219) Banks have two key powers in today’s economy – they get to decide:
1) how much money to create, and
2) how this money can be spent.
#Banking #MoneyCreation 
220) যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী পল পেলোসির ওপর হামলা হয়েছে। 
221) ঢাকার ফুটপাত
দিনে চাঁদা ওঠে ৬ কোটি টাকা, নিয়ন্ত্রণে শাসক দলের ২২ জন
হকার নেতাদের অভিযোগ, চাঁদার ভাগ যায় ক্ষমতাসীন দলের স্থানীয় প্রভাবশালী নেতা ও অসাধু পুলিশ সদস্যদের পকেটে। 
222) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে ড. শামারুহ মির্জা অস্ট্রেলিয়ান অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন। পেশায় চিকিৎসাবিজ্ঞানী মেয়ের আন্তর্জাতিক পরিমণ্ডলে অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হওয়ায় দারুণ খুশি এই রাজনীতিক। . 
223) জয়পুরহাটে সাড়ে চার বছরের মেয়েকে হত্যার পর মৌমিতা পাল (৩০) নামের এক গৃহবধূ থানায় এসে আত্মসমর্পণ করেছেন।
224) রিজার্ভের টাকা কেউ চিবিয়ে খায়নি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা 
225) হার্ভার্ডে বিশ্ববিদ্যালয়ের গবেষক হিসেবে ডাক পেয়েছেন চাঁদপুরের ইবনে সিনা 
226) সমুদ্রে পড়লে ডক্টরেট ডিগ্রী কাজে লাগে না, কলাগাছ লাগে।
বানীতে--ইমতিয়াজ মাহমুদ
What a Dialogue sir je. 
228) ছাত্রশিবির চিনতে হলে
প্রতিদিন ফজরের সময় মসজিদে গিয়ে খোজ করে দেখেন,
বেশিরভাগ যুবক'ই ছাত্রশিবিরের,
আলহামদুলিল্লাহ্ Voice of Truth



229) কারও পরামর্শ না নেওয়া বিষয়ে প্রশ্ন করা হলে অর্থমন্ত্রী প্রথম আলোকে বলেন, ‘আর কার সঙ্গে আলাপ করব, কী আলাপ করব, কে, কী সমাধান দেবেন?’ 
230) মূলত, অর্থনীতিসংক্রান্ত যা কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে, সবই আমলাতান্ত্রিক সিদ্ধান্ত।
231) একাই ৭০জন নারীকে খুন করেছেন! নিজের বাবার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন মার্কিন যুক্তরাষ্ট্রের এক নারী। 
232) এবার পর্নোগ্রাফি নিয়ে মুখ খুললেন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস। 
233) যুক্তরাষ্ট্রের নৌ ও সেনাবাহিনী এবার ভার্জিনিয়ায় সমুদ্রতীরবর্তী লঞ্চ প্যাড থেকে পরীক্ষামূলকভাবে একটি হাইপারসনিক রকেট ছুড়লো। 
234) এবার কালীপূজার অনুষ্ঠানে গান গাইতে গাইতে অসুস্থ হয়ে মঞ্চেই মারা গেলেন দেবাশিস দাস নামে এক গায়ক। 
235) "গত (সেপ্টেম্বর) মাসে আমি ৮৫+ শিক্ষককে ৫১লক্ষ টাকা আয়ের সুযোগ করে দিয়েছি" ...

236) মন্ত্রিপরিষদ সচিব-মুখ্য সচিবকে ৪৩ কোটি টাকার বাড়ি! কি বললেন রুমিন ফারহান?
237) কি একটা অবস্থা হয়ে গেছে,, এখন kg2 বাচ্চার জন্য (DU,BUET or Medical) এর শিক্ষক লাগে।। kg2 থেকে মেডিকেলের বা ভর্তি পরীক্ষার প্রিপারেশন করাবে নাকি 
238) শ্রেণিকক্ষে বসে পরীক্ষা দিচ্ছে একদল শিক্ষার্থী। কিন্তু সবার মাথা ‘টুপি’তে ঢাকা। সেই টুপি একেকজনের মাথায় একেক ধরনের। কারও টুপি পুরু শক্ত কাগজের, কারও ডিমের বাক্সের, কারও–বা ফেলনা জিনিসের তৈরি। এসব টুপির নাম ‘নকলবিরোধী টুপি’।
239) The government paid Tk 16,785 crore in capacity charges to power plants in the first nine months of the last fiscal year for 22,118MW daily power generation capacity. 
240) Capacity charge for power: Tk 16,785cr paid in 9 months 
241) আজকে পশ্চিমা সমাজ সভ্যতাগত সঙ্কটে পড়েছে। অন্য কোনো সভ্যতা এ সঙ্কট তৈরি করেনি। নিজেরাই এর জন্য দায়ী। --- প্রফেসর ড. এম এ মান্নান 
242) The World Economic Forum (WEF) is an international non-governmental and lobbying organisation based in Cologny, canton of Geneva, Switzerland.
It was founded on 24 January 1971 by German engineer and economist Klaus Schwab. 
242) The Great Reset Initiative is an economic recovery plan drawn up by the World Economic Forum (WEF) in response to the COVID-19 pandemic 
243) Indian authorities have barred Kashmiri photographer @mattoosanna
from leaving India so she can travel to the United States to receive a Pulitzer Prize.
Mattoo is part of a Reuters team that won the award for coverage during the second wave of Covid-19. 
244) Hakeem Muhammad Saeed was a fierce opponent of Imran Khan and called him a Jewish agent.
He was martyred immediately after this statement. 
245) ঝড়-তুফান আল্লাহর পক্ষ হতে এবং তিনিই রক্ষা করতে পারেন, সুতরাং মোকাবেলা নয়, আল্লাহর পথে ফিরে আসুন এবং তাঁরই সাহায্য কামনা করুন। হে আল্লাহ আমাদের রক্ষা করুন! 
246) বিশ্বজুড়ে হালাল মার্কেটের আকার বাড়ছে এবং আগামী পাঁচ বছরের মধ্যে তা ১০ ট্রিলিয়ন ডলারে দাঁড়াবে বলে ধারণা করা হচ্ছে। 
247)  " المال هو أدنى درجات الرزق ، والعافيةُ هي أعلىٰ درجاتُ الرزق، وصلاح الأبناء هو أفضلُ الرزق، ورضى الله تعالى هو تمام الرِزق ." 
248) সম্ভবত শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া রহ: বলেছেন,
نصف الطبيب يفسد الأبدان و نصف العالم يفسد الأديان
‘হাতুড়ে ডাক্তার যেমন ভুল চিকিৎসা করে কারো জীবন বরবাদ করে দিতে পারে, তেমনি হাতুড়ে আলেম দ্বীনি বিভিন্ন বিষয়ের ভুল ব্যাখ্যা করে দ্বীনের বারোটা বাজিয়ে দিতে পারেন।’  
249) প্রত্যেক এলাকায় যোগ্য আলেম তৈরির প্রতি গুরুত্বারোপ আওলাদে রাসূল মানসুরপুরীর ... 
250) হাতে লিখে পবিত্র কুরআনের অনুলিপি তৈরি করে ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন এক আফগান তরুণী। তার নাম রানি আইয়ুবি। এর পেছনে তিনি দশ মাস সময় ব্যয় করেছেন। সম্প্রতি তার এ অনুলিপির কাজ শেষ হয়। ... 
251) হালাল অর্থনীতি অদূর ভবিষ্যতে বিশ্ববাজারের আকার গড়ে দেবে। 
252) দেশে প্রথমবারের মতো শিশুকে জিন থেরাপির উদ্যোগ নিয়েছে নিউরোসায়েন্সেস হাসপাতাল 
253) #Collected ... "লা ইলাহা ইল্লাল্লাহ"
আজ এক মুরব্বির মুখে শোনা একটা কথা সারাদিন মনে পড়ল। 
254) 

,مَنْ قَرَأَ الْقُرْآنَ وَتَعَلَّمَهُ وَعَمِلَ بِهِ أُلْبِسَ يَوْمَ الْقِيَامَةِ تَاجًا مِنْ نُورٍ ضَوْءُهُ مِثْلُ ضَوْءِ الشَّمْسِ، وَيُكْسَى وَالِدَيْهِ حُلَّتَانِ لَا يَقُومُ بِهِمَا الدُّنْيَا فَيَقُولَانِ: بِمَا كُسِينَا؟ فَيُقَالُ: بِأَخْذِ وَلَدِكُمَا الْقُرْآنَ–
‘যে ব্যক্তি কুরআন তেলাওয়াত করবে, কুরআনের ইলম অর্জন করবে ও সে অনুসারে আমল করবে, ক্বিয়ামতের দিন তাঁর পিতা-মাতাকে নূরের মুকুট পরানো হবে। যার আলো সূর্যের আলোর মতো। আর তাঁর পিতা-মাতাকে দুনিয়ার সবকিছুর চেয়ে মূল্যবান দু’টি পোষাক পরানো হবে। 

255) রুবিনা বুঝতে পারছে, রুমালের ছোঁয়ায় তার সেন্স কমে আসছে, চোখ বন্ধ হয়ে আসছে। ভাই সাহেব রুবিনার ভ্যানিটি ব্যাগ খুলে সবগুলো টাকা পকেটে ঢুকাচ্ছেন। রুবিনা চেয়ে চেয়ে দেখছেন, কিন্তু কিছুই বলতে পারছেন না। রুমালের জাদুতে হ্যাং হয়ে স্ট্যাচু বনে গেছেন। 
256) তোমরা আল্লাহর বান্দী নারীদেরকে মসজিদে সালাত (নামাজ) পড়তে যেতে বাধা দিও না।
বুখারীঃ ৮৫৮, মুসলিমঃ ৪৪২ 
257) ইমাম আহমাদ বিন হাম্বল(র.) বলেছেন,
“যুহদের অর্থ হলো দুনিয়া পেয়ে গেলে খুশী না হওয়া আবার দুনিয়া ছুটে গেলে কষ্টও না পাওয়া।”
[মাদারিযুস সালিকিন; খণ্ড ২,পৃষ্ঠা ১১] 
258) 












200) দেড় হাজার বছর আগে রাসূলুল্লাহ (সা.) জানিয়েছেন ৭ টি 
বৈশিষ্ট্য ইহুদি মেয়েদের মধ্যে আছে আর এই সাতটি লক্ষন  যদি কোন মুসলিম মেয়েদের মধ্যে থাকে তবে তাদের হাশর হবে ঐ সকল ইহুদি মেয়েদের সাথে। সেই সাতটি 
 বৈশিষ্ট্য হলো...
১. #আন্নানা- এর অর্থ হলো বেশি বেশি চাই জিনিসপত্র অনেক আছে তবুও তবুও অনেক চাই স্বামীকে বলে শুধু আমার জন্য দাও ।নিজের মা-বাবা ভাই-বোন এদের জন্য কোন কিছু দিও না,
২. #মান্নানা- এর অর্থ হল স্বামীকে শুধু সব সময় সকল ক্ষেত্রে খোটা দেয় অর্থাৎ খোটা দেওয়া এই স্বভাব ইহুদী মেয়েদের,
৩. #হান্নানা- হান্নান এর অর্থ হচ্ছে স্বামীর খেদমত না করা ,উল্টো আরো স্বামীকে দিয়ে খেদমত করিয়ে নেয়া। হযরত খাদিজাতুল কুবরা আল্লাহর নিকট থেকে সালাম পাওয়ার একমাত্র কারণ ছিল স্বামীর খেদমত করা।
৪.#কান্নানা- স্বামীকে মাঝে মাঝে বলে তুমি আমারে চেনো ? আমি অমুকের মেয়ে, তমুকের মেয়ে, চেয়ারম্যানের মেয়ে ইত্যাদি ইত্যাদি ।স্বামীর সামনে নিজেকে বড় করে দেখানো, স্বামীকে ছোট মনে করা এটা ইহুদি মেয়েদের গুণ।
৫. #হাত্তকা্হ- হাত্তকাহ শব্দের অর্থ স্বামীর পছন্দের গুরুত্ব না দেওয়া । স্বামী যদি দুই টাকার জিনিস ও আপনাকে দেয় তবে তা আপনাকে আলহামদুলিল্লাহ ভালো গ্রহণ করতে হবে.। পরে মন ভালো হলে আরেকটা জিনিস আবদার করে নিয়ে নিবেন, স্বামীর মনে দুঃখ দেওয়া যাবে না।
৬. #শাত্তকা্হ- এর অর্থ হচ্ছে স্বামীকে হারাম ইনকাম করতে বাধ্য করা। স্বামীর হালাল ইনকামে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। যদি আপনার কারণে আপনার স্বামী হারাম ইনকাম করে তাহলে স্বামীর সাথে আপনাকেও জাহান্নামে যেতে হবে।
৭.#বার্রকা্হ- এ অর্থ স্বামীকে মাঝে মাঝে ধরে মারা। অর্থাৎ স্বামীর গায়ে হাত তোলা এটা ইহুদি মেয়েদের স্বভাব।
#উপরোক্ত এই সাতটি বৈশিষ্ট  
যেই মেয়েদের মধ্যে থাকবে তারা নামায, রোযা এবং পর্দা করলেও তাদের হাশর কিন্তু হবে ইহুদি মেয়েদের সাথে। আল্লাহ আমাদের মুসলিম মেয়েদের হাদীসটি আমল করার তৌফিক দান করুক।
🤲আমিন🤲,,,,,,
-ইমাম গাজ্জালী( রহঃ)।
300) 01 Education   এজুখেইশন   -------  শিক্ষা
02 Basic           বেইসিক  -----  প্রাথমিক
03 Famous  ফেইমাস   -----  বিখ্যাত
04 Patient  ফেইশেন্ঠ   -----  রোগী
05 Payment  ফেইমেন্ঠ  ----- পেমেন্ট
06 Special স্পেশাল  ------- বিশেষ
07 Official অফিশাল ----- দাপ্তরিক
08 Interesting ইন্ঠরেস্টিং  -----  মজাদার
09 Station স্টেইশন  -----  স্টেশন
10 Women  উইমেন  -----  নারীরা
11 Woman  উম্যান  -----  নারী
12 Restaurant  রেস্টুরন্ঠ  -----  রেস্তোরা
13 Development  ডিভেপমেন্ঠ  -----  উন্নয়ন
14 Different  ডিফরেন্ঠ   -----   ভিন্ন
15 Information  ইনফোমেইশন    -----   তথ্য
16 Breakfast  ব্র্যাকফাস্ট   -----   সকালের নাস্তা
17 Original  অরিজিনাল   -----  আসল
18 Vegetable  ভেজঠেইবল   -----  শাকসবজি
19 Comfortable  খমফোঠেইবল  -----  আরামপ্রদ
20 Schedule  শেডিউল   -----  সময়সূচী
21 Able  এইবল   -----  সক্ষম
22 Make  মেইখ   -----  তৈরি করুন
23 Jewelry  জুয়েলরি   -----   গয়না
24 Pizza  পিঠজা   ----- পিজা
25 Police  ফলিস   -----  পুলিশ





Section B


KK) 


JJ) 


#QuoteBD
হারতে শিখুন। সব জায়গায় জিততে নেই। এটা বোকামি।

II) 


HH) 


GG) 


FF) Wife ... 


EE) ঘরে বসে রোগের চিকিৎসা  ৪ টি বই একসাথে ৭৯০৳ 

ডেলিভারি চার্জ ঢাকার ভেতরে ৫০৳, ঢাকার বাইরে ১০০৳

১. শত রোগের চিকিৎসা (ডা. ফাহিম আহমেদ রূপম)

২. নাক কান গলার সমস্যা ও করণীয় (অধ্যাপক ডা. জাহীর আল-আমীন)

৩. ব্যথামুক্ত দেহ (স্নায়ুর চাপ) নয়া চিকিৎসা পদ্ধতি (ডা. আলমগীর মতি)

৪. মুখ দাত ও মাড়ির যত্ন (ডা. নাছির উদ্দিন ) 



DD) Dua in Namaj/ Salah ...PDF Link :

https://drive.google.com/file/d/12Cigz0Cwdim1h41who8o7U80WKnvYeV-/view?usp=sharing


CC) হাজ্জাজ বিন ইউসুফ বলেন, অক্ষর হিসাবে কোরআনের অর্ধাংশ কোথায় আমাকে বলুন। তখন তারা হিসাব করে দেখলেন সূরা কাহফের وَلْيَتَلَطَّفْ পর্যন্ত (সূরা কাহফ, ১৯) কোরআনের ঠিক অর্ধাংশ হবে। 


BB) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের সামনে হোটেল প্রয়াসের অবস্থান। ওই হোটেলের মালিক দীর্ঘদিন ব্যবসা করার পর এখন বন্ধ করে দিয়ে বাড়িতে চলে যাচ্ছেন। কারণ ছাত্রদের তিনি আর বাকিতে খাওয়াতে পারছেন না। তিনি তার বিকাশ নম্বর দিয়ে অনুরোধ করেছেন, আখিরাতের চিন্তা করে হলেও যেন তার পাওনা টাকা ছাত্ররা দেয়।


AA) 


Z) Md Saidur Rahman :

বিচারহীনতা বা দীর্ঘসুত্রিতার কারণে অসাধু কর্মকর্তা কর্মচারী রা দূর্নীতিতে উৎসাহিত হচ্ছে। যদি দ্রুত বিচার ট্রাইব্যুনালে এদের বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা যেত তবে কেউ দূর্নীতি করার সাহস পেত না। 


Y) 


X) Al-Qa'qa' ibn Amr al-Tamimi was an Arab Muslim commander and general in the Rashidun army. 


W) And they urge you to hasten the punishment. But Allah will never fail in His promise. And indeed, a day with your Lord is like a thousand years of those which you count.” (Qur’an, 22:47) 


V) Allah mentions that the Day of Judgment is equivalent to 50,000 years:

“A questioner questioned concerning the doom about to fall, Upon the disbelievers; which none can repel, From Allah, Lord of the Ascending Stairways, (Whereby) the angels and the Spirit ascend unto Him in a Day whereof the span is fifty thousand years.” (Qur’an, 70:1-4) 



U) 


T) 


S) 


R) "গণঅধিকার পরিষদ" ....



Q) Online Free

Al - Quran & Arabic Language

teaching/practice/discussion

by

KabirSir@gmail.com

+880 1715591000 



P) আর কয়েকটা বছর ব্যস।

পুরো কলকাতা মেট্রো চলবে।




O)  


N) 


M) 


L) #পদার্থবিদ্যার সেরা ৪ টি বই (সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি) 

📗পদার্থবিদ্যার মজার কথা-১

📘পদার্থবিদ্যার মজার কথা-২

📙সকলের জন্য পদার্থবিদ্যা-১

📗সকলের জন্য পদার্থবিদ্যা-২


K)  


J) 


I) 


H) 


G) 


F) 


E) 


D) ডোপামিন ডিটক্স প্যাকেজ (বিক্রয় মূল্য:৫৪০টাকা)


C) 

B) 

A)

No comments:

Post a Comment