Friday, August 23, 2019

FB Post Tag : IndoPak : B

FB Post Tag : IndoPak : B

C/O, FB Group: BBC Bangla VS Bangladesh
31/03/2019 up-down
101) #IndoPak
... পাকিস্তানের ভেবে নিজেদের ১৭ মিলিয়ন ডলারের হেলিকপ্টার বিধ্বস্ত করে ভারত ... নিহত ৬

102) Ahmed Mohiuddin ===>> ১৬ই ডিসেম্বর ১৯৭১ পাকিস্তান কর্তৃপক্ষ ভারতীয় কর্তৃপক্ষ'র কাছে পূর্ববাংলার রাষ্ট্র ক্ষমতা হস্তান্তর করে। এ সময় নতুন বাংলাদেশের কোনো প্রতিনিধি সেখানে ছিলেন না। মুক্তিযুদ্ধকালীন মুক্তিবাহিনীর উপপ্রধান এ কে খন্দকার ছিলেন একজন দর্শক মাত্র। ১৬ই ডিসেম্বরের অন্তত ৬ দিন পর প্রবাসী সরকার দেশে আসে।
103) ভারত-পাকিস্তানের উত্তেজনার মধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এর সম্প্রচার নিষিদ্ধ করেছে পাকিস্তান। এর আগে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) সম্প্রচার নিজ দেশে বন্ধ করে দেয় ভারত। এবার বদলা হিসেবে পাকিস্তানে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করল দেশটির সরকার। এ বিষয়টি দেশটির তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী জানিয়েছেন।
104) বালাকোটে ভারতীয় বিমান বাহিনীর এয়ার স্ট্রাইক নিয়ে সামনে এল নতুন তথ্য। হামলার পর নিহত জঙ্গিদের দেহ বালাকোট থেকে সরিয়ে ফেলেছিল পাকিস্তানি সেনারা। খাইবার-পাখতুনওয়া এবং পাকিস্তানের কিছু আদিবাসী অধ্যুষিত এলাকায় দেহগুলি সরিয়ে ফেলা হয়।
105) সেই চেপে যাওয়া ইতিহাসের মুছে যাওয়া কিছু নাম ====>>
106) India shoots down Pakistani drone along border in Rajasthan's Sri Ganganagar: Army sources
107) দু’দেশের হামলা আর পাল্টা হামলার মধ্যেই পাকিস্তানের বিমান বাহিনী ভারতের বিরুদ্ধে আমেরিকার থেকে কেনা এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহার করেছে বলে অভিযোগ ওঠে। পাকিস্তানের হাতে বন্দি হওয়া ভারতের বিমান অফিসার অভিনন্দন বর্তমান সেই বিমানই ক্ষেপণাস্ত্র ছুড়ে নামিয়েছিলেন বলে দাবি করেছে দিল্লি। প্রমাণ হিসেবে আমরাম ক্ষেপণাস্ত্রের টুকরোও হাজির করে ভারতীয় বিমানবাহিনী।
108) ‘ভারতীয় একটি ডুবোজাহাজ পাকিস্তানের জলসীমায় ঢুকে পড়ার চেষ্টা করলে পাকিস্তান নৌসেনা তা প্রতিহত করে। তবে পাক নৌসেনা ওই সাবমেরিনটি ‘টার্গেট’ করেনি। পাক সরকারের শান্তির পথে পদক্ষেপের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
109) "Sikh's global parliament (@ London?) has stressed that India-based Sikhs should not be part of any attack against Pakistan."
110) পাকিস্তানের কেন্দ্রীয় ধর্মমন্ত্রী নুরুল হক কাদেরি জানিয়েছেন, আজমির শরিফে যাওয়ার জন্য পাকিস্তানিদের ভিসা দেয়া বন্ধ করে দিয়েছে ভারত। আগামী ৭ মার্চ পাকিস্তান থেকে ৫০০ পুণ্যার্থীর আজমির যাওয়ার কথা ছিল। কিন্তু ভারত সরকার তাদের ভিসা বাতিল করে দিয়েছে।
111) দুদেশেরই পারমানবিক অস্ত্র রয়েছে। কারোরই এই ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহারের ইচ্ছে নেই, এটা যেমন ঠিক; তেমনটি এটাও ঠিক, প্রথাগত যুদ্ধে হেরে গেলে ইসলামাবাদ পারমানবিক অস্ত্র ব্যবহারে কুণ্ঠিত হবে না।
112) "The RSS assassin Nathoram Godsey, who killed Gandhi was cremated but his ashes are still kept in a jar & not drowned in river Ganges....for RSS had ordered to keep them safe till they recapture Pakistan & then they would be sprinkled in river Indus..
That is the RSS plot."
113) অভিনন্দন সেখানে বলে, 'আমি অন রেকর্ডে বলতে চাই এবং যদি আমি আমার দেশে ফিরে যাই তবুও আমি আমার বিবৃতি পরিবর্তন করব না। পাকিস্তান সেনাবাহিনীর কর্মকর্তারা আমার খুব যত্ন নিচ্ছেন। ক্যাপ্টেন থেকে শুরু করে যে আমাকে সেই উত্তেজিত জটলা থেকে এবং জওয়ানদের কাছ থেকে উদ্ধার করেছিলেন। তারপরে আমাকে যে ইউনিটটিতে নিয়ে যাওয়া হয়েছিল তার কর্মকর্তারা, সবাই নিপাট ভদ্রলোক। আমি চাই আমার দেশের সেনাবাহিনীও যেন এমন আচরণ করে, আমি সত্যিই পাকিস্তানি সেনা দ্বারা খুব মুগ্ধ।'
114) Khabarnak - Narendra Modi and Abhinandan in Dummy Museum
115) গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে বলা হচ্ছে, ভারতের ১৫ জন সেনা নিহত হয়েছেন।
116) পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার বালাকোটে বিমান হামলায় ‘জঙ্গি হত্যার’ তথ্য প্রমাণ প্রকাশ করবে না ভারত। ওই হামলায় হতাহতের ব্যাপারে কোনো প্রমাণ প্রকাশ না করার ঘোষণা দিয়েছেন ভারতের এক মন্ত্রী।
117) ভারতীয় পাইলট উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে ফিরিয়ে দিয়েছে পাকিস্তান। ওয়াঘা সীমান্ত দিয়ে আজ শুক্রবার স্থানীয় সময় রাত সোয়া নয়টার দিকে অভিনন্দনকে পাকিস্তান ফিরিয়ে দেয়। গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতীয় এই পাইলটকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।
118) অ।টক পাইলটকে মুক্তি দেওয়ায় তার সিদ্ধান্তে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের বিভিন্ন মহলেও অভিনন্দিত হয়েছেন।
119) পাকিস্তানের সীমানার ভেতরে ঢুকে ভারতীয় বিমান বাহিনী মঙ্গলবার যে হামলা চালিয়েছে, তার বিস্তারিত তথ্য দেশের মানুষকে জানানো হোক বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
120) [ Live ] Indian Pilot Abhinandan Release Ceremony Wagha Border | SAMAA TV
121) Imran Khan should be given Nobel prize: American actor Jeremy McLellan 
#NobelPeacePrizeForImranKhan trending on top @ Twitter. 
122) NDTV India: Watch LIVE News In Hindi | हिंदी समाचार
123) Live from Wagah Border:
124) Robert Fisk ===>> 
India was Israel’s largest arms client in 2017, paying £530 million for Israeli air defence, radar systems and ammunition, including air-to-ground missiles — most of them tested during Israel’s military offensives against Palestinians and targets in Syria. 
125) ক্ষুদে জিহাদী .... ???
126) India vs Pakistan #LIVE UPDATE :
127) পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরের হোরান গ্রামের বাসিন্দা মোহাম্মদ রাজ্জাক চৌধুরী গত বুধবার সকাল পৌনে নয়টার দিকে বাড়ির উঠোনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ তিনি ‘ধোঁয়া’ দেখতে পান, ‘শব্দে’ সচেতন হয়ে ওঠেন। বুঝতে পারেন, আকাশযুদ্ধ শুরু হয়েছে। ৫৮ বছর বয়সী এই রাজনীতিক ও সমাজকর্মী লক্ষ করলেন, দুটো যুদ্ধবিমানে আগুন ধরে গেছে। এর মধ্যে একটি বিধ্বস্ত হয়, অন্যটি নিয়ন্ত্রণরেখা পেরিয়ে চলে যায়।
01 March 
128) এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে জানানো হয়, বৃহস্পতিবার ভারতের সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর যৌথ সংবাদ সম্মেলনে এয়ার ভাইস মার্শাল আরজিকে কাপুর দাবি করেছেন, ‘জেনেভা কনভেনশন অনুসারে তাঁকে ছাড়া হচ্ছে। নিয়ন্ত্রণরেখায় (লাইন অব কন্ট্রোল) পড়ে যাওয়ার পর পাকিস্তানের হেফাজতে থাকা ভারতের উইং কমান্ডার পাইলট অভিনন্দনকে ছেড়ে দেওয়ার ঘোষণায় আমরা খুশি। আমরা তাঁকে ফিরে পাব জেনে অত্যন্ত খুশি। আমরা এটাকে শুধু জেনেভা কনভেনশনের চুক্তি বাস্তবায়ন হিসেবেই দেখছি।’ তিনি বলেন, ‘আমরা যা করতে চেয়েছিলাম, তা করেছি। দেখানোর জন্য আমাদের কাছে প্রমাণও আছে। এসব দেখানোর সিদ্ধান্ত রাজনৈতিক নেতৃত্বের ওপর নির্ভরশীল।’
129) শান্তি স্থাপনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ‘শুভবুদ্ধি উদয়ের’ ওপর জোর দিয়েছিলেন। তারই রেশ টেনে ভারতীয় বিমানবাহিনীর যুদ্ধবিমান মিগ-২১-এর যুদ্ধবন্দী উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিল পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী নিজেই গতকাল বৃহস্পতিবার বলেছেন, আজ শুক্রবার অভিনন্দনকে মুক্তি দেওয়া হবে। তাঁর এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে ভারতের সশস্ত্র বাহিনী।
130) ভারতের সঙ্গে যুদ্ধের দামামার মধ্যে শান্তির পক্ষে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের প্রচেষ্টা ঘরে-বাইরে প্রশংসিত হচ্ছে। বৃহস্পতিবার দ্য ডনের খবরে এ তথ্য জানানো হয়।
131) ‘আমি আপনাদের ব্যবহারে মুগ্ধ’ পাকিস্তানে আটক ভারতীয় পাইলট
132) a) আসন্ন নির্বাচন জয়ে পরিকল্পনার অংশ ছিল মোদীর পাকিস্তানে হামলা : টাইমস অব ইন্ডিয়া 
133) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে সোনম কাপুর লেখেন,‘যুদ্ধের ফলে ক্ষতি হয় উভয় দেশের সেনার ও সাধারণ মানুষের। সুতরাং যুদ্ধ বন্ধ হোক।’
134) বুধবার পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রসিদ আহমেদ বলেছেন, আগামী ৭২ ঘণ্টাই নাকি ঠিক করে দেবে যুদ্ধ হবে কিনা।
135) ঘটনাচক্রে চরম কাকতালীয় সত্য যে, সেই সিনেমার উপদেষ্টা ছিলেন এয়ার মার্শাল এস বর্তমান। সম্পর্কে অভিনন্দনের বাবা। দু’বছর আগে সিনেমায় কাজ করার সময়ে, মতামত দেওয়ার সময়ে আন্দাজও করতে পারেননি কয়েক বছর পরে রিল লাইফের একই ঘটনা রিয়েল লাইফেও ঘটবে তাঁর ছেলের সঙ্গেও।
136) ❒ গাযওয়ায়ে হিন্দ সম্পর্কিত হাদীসগুলোর তাহক্বীক।
137) সংসদে বক্তব্য শেষ করে বসে পড়েছিলেন ইমরান খান। তারপর হঠাৎ উঠলেন, বললেন ‘‌স্পিকার মহাশয়, একটা কথা বলতে ভুলে গিয়েছি। আমাদের কাছে এক ভারতীয় পাইলট বন্দি আছেন। আমরা ঠিক করেছি, আগামীকাল তাকে ভারতের হাতে ফিরিয়ে দিবো।' 
138) Main agar India wapis gaya tu apna bayan nahi badlunga, Pakistani Army mera bohot achay sy khayal rakh rahi hai, Bharti Airforce Officer
139) বিবৃতিতে বলা হয়, শুধু সেনাবাহিনী নয়, পাকিস্তানের বিমানবাহিনী ও নৌবাহিনীকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, গত ৪৮ ঘণ্টায় ভারতীয় বাহিনী নিয়ন্ত্রণরেখার কোটলি, খুইরাত্তা এবং টাট্টা পনি সেক্টরে যুদ্ধবিরতি লঙ্ঘন করতে সেনাসংখ্যা বাড়িয়েছে। ভারতীয় বাহিনী বেসামরিক জনগণকে লক্ষ্য করে নির্বিচারে গুলি চালাচ্ছে। এতে চারজন বেসামরিক নাগরিক নিহত ও দুজন আহত হয়েছে।
140) ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের সীমান্ত এলাকায় ১৪ হাজার বাংকার নির্মাণ করছে ভারত। পাকিস্তানের সঙ্গে যেকোনো উত্তেজনাকর পরিস্থিতিতে কোথাও না পাঠিয়ে যেন ওই এলাকায় লোকদের নিরাপদে রাখা যায়, তার জন্য এই ব্যবস্থা করেছে ভারত। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।
141) Sabir Shakir exposes fabrications of Indian government, media
142) Subramanian Swamy ===>>
To keep the momentum, India must do what is easy to till we revive bombing Pakistan terror camps which I have already tweeted.
143) Tarek Fatah ====>> 
India’s communists come out in support of Pakistan after #BalakotAttack attack. No wonder the CPI(M) is referred to as Sharia Bolsheviks. Wait till they are hanged by the Taliban, but then it'll be too late. ===>
144) ???
"যুদ্ধ যদি আদতে লেগেই যায় তাহলে পাকিস্তানের পক্ষে থাকবে সৌদি আরব,ইরান,তুরস্ক,রাশিয়া,উত্তর করিয়া, ওআইসি,মুসলিমবিশ্ব ও গণচীন 
আর
ভারতের পক্ষে থাকবে গোপালগঞ্জ,মুন্সিগঞ্জ,নারায়ণগঞ্জ,সুনামগঞ্জসহ আরো কিছু জেলার কিছু কাউয়া"
145) "I'd like to put this on record; I will not change my statement even when I go back to my country. The officers of the Pakistan Army have looked after me very well," Abhinandan acknowledged in the video. ===>>
146) পাকিস্তানের সঙ্গে উত্তেজনা আর বাড়াতে চায় না ভারত: 
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ 
147) ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসির আসন্ন বৈঠকে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ অংশগ্রহণ করলে তাতে অংশ নেবে না পাকিস্তান। বুধবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ কোরাইশী এই ঘোষণা দেন। আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবিতে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
148) বিশ্বব্যাপী প্রতিরক্ষা বিষয়ে মনিটরিং ও নজরদারির কাজে নিয়োজিত একটি সংস্থার নাম জেনস ইনফরমেশন গ্রুপ। প্রতিরক্ষা বিষয়ে মনিটরিং ও নজরদারির বিষয়ে সংস্থাটি বিশ্বের সবচেয়ে বিখ্যাত প্রতিষ্ঠান। আর স্বয়ং এই সংস্থাটিই প্রশ্ন তুলেছে পাকিস্তানের অভ্যন্তরে ভারতের হামলা চালানোর দাবির বিষয়ে। মঙ্গলবার জেনস ইনফরমেশন গ্রুপ বলেছে, লাইন অব কন্ট্রোল বা এলওসি (কাশ্মিরে ভারত ও পাকিস্তানের মধ্যকার সীমানা) অতিক্রম করে পাকিস্তানে ঢুকে আজাদ কাশ্মিরে একটি বৃহৎ উগ্রবাদী সন্ত্রাসীদের ঘাঁটি ধ্বংস ও ৩৫০ জনেরও বেশি মানুষকে হত্যার বিষয়ে ভারত যে দাবি করেছে তা প্রশ্নবিদ্ধ ও সন্দেহজনক।
149) পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদি এক টুইটবার্তায় বলেছেন, ‘পাকিস্তানের সেনাবাহিনী জানে কীভাবে শত্রুকে মোকাবেলা করতে হয়।
150) পাকিস্তানের হাতে আটক ভারতীয় যুদ্ধবিমানের পাইলটের ভিডিও প্রকাশ করেছে পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আজ বুধবার এক মিনিট ১৯ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, ওই কর্মকর্তা চা পান করছেন আর নিজের নাম-পরিচয় দিয়ে বিভিন্ন বিষয়ে কথা বলছেন।
151) ইমরান খান বলেন, ‘আমরা ভারতকে সহযোগিতা করার প্রস্তাব দিচ্ছি। সন্ত্রাসবাদের জন্য ভূখণ্ড ব্যবহার করতে দিলে পাকিস্তানের কোনো স্বার্থ রক্ষা হয় না। এটা নিয়ে কোনো বিতর্ক নেই। কিন্তু আমি এখনো আশঙ্কা করছি, আমাদের প্রস্তাব না মেনে ভারত সংঘাত চালিয়ে যাবে। কিন্তু আমি ভারতকে হুঁশিয়ার করে দিচ্ছি, আমরাও কিন্তু জবাব দিতে পারি। কারণ কোনো স্বাধীন ও সার্বভৌম দেশ তার সার্বভৌমত্বের লঙ্ঘন বরদাশত করবে না।’
152) পাকিস্তানের ভেতরে ঢুকে ভারতীয় বিমানবাহিনীর বোমা ছোড়ার ঘটনার জবাবে সীমান্তে ভারী মর্টার শেল ছুড়ছে পাকিস্তান। এ ঘটনার মধ্যেই ওই হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটেছে।
153) ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে পৌঁছে যাওয়ায় সীমান্তসংলগ্ন তিনটি বিমানবন্দর বন্ধ করে দিয়েছে ভারত। জম্মু, লেহ, শ্রীনগর বিমানবন্দর আজ বুধবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।
154) কাশ্মীরে ভারতের বিমানবাহিনীর দুটি জেট বিমান ভূপাতিত করার ও একজন বৈমানিককে (পাইলট) আটক করার দাবি করেছে পাকিস্তান। অবশ্য এ নিয়ে ভারতের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। আজ বুধবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
155) ভারতীয় বিমান হামলার প্রতিশোধ গ্রহণ শুরু করে দিয়েছে পাকিস্তান! ভারতীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, পাকিস্তান সেনাবাহিনী ভারতীয় এলাকায় হামলা চালিয়েছে। এতে ভারতের অন্তত ৫ সৈন্য আহত হয়েছে। ভারতও পাল্টা আক্রমণ চালাচ্ছে বলে জানানো হয়েছে।
156) আজাদ কাশ্মীরের বালাকোটে জইশ-ই-মোহাম্মদের একটি প্রশিক্ষণ ঘাঁটিতে ভারতীয় বিমানবাহিনীর হামলায় ৩০০ জন নিহত হয়েছে বলে দাবি করেছে ভারত সরকার। মঙ্গলবার সরকারি সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এ তথ্য প্রকাশ করে।
157) ১৯৪৭ সালের অক্টোবর মাস। মাত্র দুই মাস আগে ভারত ভাগ হয়েছে। ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পেয়ে দুটি দেশের জন্ম হয়েছে—ভারত ও পাকিস্তান। দেশ দুটির নিজস্ব রাজনীতি, অর্থনীতি ও প্রশাসনিক বিষয়গুলো তখনো পরিপূর্ণ কাঠামো হিসেবেই গড়ে ওঠেনি। এরই মধ্যে সদ্য বিভক্ত দুই প্রতিবেশীর মধ্যে বেজে উঠল যুদ্ধের দামামা। কারণ কী? উত্তর, কাশ্মীর।
158) গত ১৪ ফেব্রুয়ারি ভারতের জম্বু-কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় ৪৪ জন পুলিশ সদস্য মারা যান। এ ঘটনার জেরে পাকিস্তানি শিল্পীদের বলিউডে কাজ করার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ঘটনা প্রসঙ্গে সিধু বলেছিলেন, যারা হামলা চালিয়েছে তারা সন্ত্রাসী। সন্ত্রাসীরা কোনো জাতির হতে পারে না। এ মন্তব্যের কারণে কপিল শর্মার অনুষ্ঠান থেকে তাঁকে বাদ দেওয়া হয়। এমনকি ফিল্ম সিটিতে তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। ডেকান ক্রনিকল
159) #IndoPak war @ Sialkot ===>> ???
160) In Balakot's aftermath, Pakistan should take a measured, calculated approach, but India needs to silence the war drums. ===>>
161) Pakistan has retaliated near Sialkot’s border and has captured two Indian bases. ===>>
162) Although the violation took place in Poonch Sector's Bala Kote along the LoC , the area is being confused with Bala Kot which is located in Khyber Paktunkhwa.
163) ??? মঙ্গলবার ভোর সাড়ে ৩টে। হঠাৎ একটা জোর বিস্ফোরণ। তার ৪-৫ মিনিটের মধ্যে ফের একইরকম তীব্রতায় আরও একটা বিস্ফোরণ। পরের ১৫ সেকেন্ডের মধ্যে আরও একটা বিস্ফোরণ। এইভাবে পরপর পাঁচটি বিস্ফোরণে গুঁড়িয়ে দেওয়া হয়েছে জইশ জঙ্গি প্রশিক্ষণ শিবির। সংবাদমাধ্যম বিবিসির কাছে সাক্ষাৎকারে দুই স্থানীয় বাসিন্দার বয়ানে এরকমই জানা যাচ্ছে।
164) ??? জঙ্গিদের লুকিয়ে থাকার জন্য অত্যন্ত সুরক্ষিত এলাকা। চার পাশ ঘন জঙ্গলে ঘেরা। উল্টো দিকে ততোধিক কঠিন কাজ ছিল ভারতীয় বায়ুসেনার পক্ষে। অত্যন্ত সঠিক খবর এবং নিখুঁত লক্ষ্যের মিশেল না থাকলে জঙ্গি ঘাঁটি ধ্বংস করার পরিবর্তে ভারতকেই হারাতে হতে পারত গর্বের যুদ্ধবিমান। তা-ও ঝুঁকি উপেক্ষা করে প্রত্যাঘাতের জন্য বালাকোটকেই বেছে নিয়েছে বায়ুসেনা। কেন?
165) ২০ বছর পর বিমান অপহরণের বদলা নিল ভারত! পাকিস্তানে ঢুকে কন্দহর বিমান অপহরণের মূল চক্রীকে নিকেশ করে এল ভারতের যুদ্ধবিমান মিরাজ ২০০০!
166) প্রি-এম্পটিভ নন-মিলিটারি স্ট্রাইক। জইশ ঘাঁটি ধ্বংস করতে ভারতীয় বায়ুসেনার সফল অভিযানকে এই শব্দবন্ধ দিয়েই ব্যাখ্যা করেছে ভারত। অর্থাৎ প্রতিরোধের লক্ষ্যে অসামরিক অভিযান। কিন্তু এই ধরনের আক্রমণ বলতে কী বোঝায়? এর আগে কখনও পৃথিবীতে এই ধরনের আক্রমণ হয়েছে কি? সেই প্রসঙ্গে যাওয়ার আগে দেখে নেওয়া যাক ভোর রাতে আন্তর্জাতিক সীমান্ত এলাকায় ভারতের আক্রমণ এবং তা নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়ার ঘটনাক্রম।
167) দুই মুসলিম বোন ও তাঁদের একমাত্র শিখ ভাই। স্বাধীনতা পরবর্তী দেশভাগ বিচ্ছিন্ন করে দিয়েছিল তাঁদেরকে। সাত দশক পর গুরুদ্বার জনম আস্থানে শিখযাত্রা ফের মিলিয়ে দিল তাঁদেরকে। রবিবার এরকমই এক পুনর্মিলনের সাক্ষী থাকল পাকিস্তানের নানকানা সাহিব শহর।
168) DG ISPR Major General Asif Ghafoor COMPLETE Press Conference 26/02/2019 | India Air Strike in #Pakistan
169) ??? পাকবাহিনীর তাড়া খেয়েই পালাল ভারতীয় বিমান, ভারতীয় বিমান অনুপ্রবেশ করেছিল পাকিস্তানে!
170) ২৬ ফেব্রুয়ারি ২০১৯ - পাকিস্তানে ভারতের বিমান হামলা,সেনা বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ ইমরান খানের
171) ভারতীয় বিমানবাহিনী বলছে, মঙ্গলবার এই সার্জিক্যাল স্ট্রাইক করা হয়। ভোররাত সাড়ে তিনটা নাগাদ পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ঢুকে পড়ে বিমানসেনার মিরাজ ২০০০ ফাইটার বিমান। বেছে বেছে হামলা চালানো হয় জয়েশ-ই-মোহাম্মদের জঙ্গি ঘাঁটিগুলোতে। পুলওয়ামার হামলার পর জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বরাবর জঙ্গি ঘাঁটিগুলো পাকিস্তানের পক্ষ থেকে সরিয়ে নেওয়া হয়। ফলে বেশ খানিকটা ভেতরে ঢুকে হামলা চালানো হয়। বালাকোট খাইবার-পাখতুনওয়ার একটি শহর। যা নিয়ন্ত্রণরেখা থেকে প্রায় ৫০ কিলোমিটার ভেতরে। সেখানেই জয়েশ-ই-মোহাম্মদের প্রধান জঙ্গিশিবির রয়েছে। ফলে সেখানে গিয়েই এই হামলা চালানো হয়। মঙ্গলবার ভোররাতে মুজফ্ফরাবাদ ও চকৌটিতে জঙ্গিশিবিরে হামলা চালানো হয়েছে। ২১ মিনিট চলেছে এ হামলা।
172) “Kashmir Will Be Free In 5 yrs” - SFJ To Provide Legal Aid To Pursue #KashmirReferendum With UN.
173) Kashmiri Graves vs #Pulwama Since 1990 India Declared Kashmir As War Zone and 100’s of thousands Kashmiri’s have been killed & 6000+ blinded By @adgpi Firing Pellets. Who Is TERRORIST? ===>
174) News18 Newsletter | All We Know So Far About India's Surgical Strike 2.0 on Pakistan
175) In a pre-dawn strike on Tuesday, combat jets of the Indian Air Force bombed and destroyed terror camps of Pakistan-based Jaish-e-Mohammed in Balakot. The air strike, which has been dubbed surgical strikes 2.0, comes two weeks after a terror attack on CRPF soldiers in Pulwama, Jammu and Kashmir.
176) Residents of Balakot (Pakistan) have confirmed about Air Strikes by IAF
177) The charge sheet in the case said after Yusuf set the ball rolling, the five hijackers — Ibrahim Athar, Sunny Ahmed Qazi, Shahid Sayeed Akhtar, Zahoor Ibhrahim Mistri and Shakir — met in Dhaka in September 2009, where Abdul Latif and Abdul Rauf were also present.
178) Indian foreign secretary Vijay Gokhale said a number of Jaish-e-Mohammed (JeM) terrorists, trainers and senior commanders were killed in the air strike that destroyed terror camp in Pakistan's Balakot on Tuesday morning.
179) ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের নিরাপত্তা পরিস্থিতি চরম অবনতি হওয়ায় জরুরী বৈঠক ডেকেছে ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি। পাকিস্তানের আবেদনের প্রেক্ষিতে আগামীকাল ২৬ ফেব্রæয়ারি এ বৈঠকের ঘোষণা দিয়েছে সংস্থাটি। সূত্র: ডন
180) ভারত ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক বিপজ্জনক মাত্রায় পৌঁছেছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ। তিনি বলেছেন, ‘আমরা যদি ১টি পরমাণু বোমা ছুড়ে আক্রমণ শুরু করি, তবে ভারত ২০টি ছুড়ে আমাদের শেষ করে দেবে।’
181) জেনারেল মুশাররফ বলেন, আমি ৪০ বছর ধরে সেনাবাহিনীতে ছিলাম এবং পুলওয়ামাতে নিহত সেনাদের প্রতি আমার আন্তরিক সহানুভূতি রয়েছে। তাদের পরিবারের জন্য আমার সম্পূর্ণ সহানুভূতি আছে। ১৯৭১ সালের যুদ্ধে আমি আমার সবচেয়ে ভালো বন্ধু হারিয়েছি। আমি স্বজন হারানোর ব্যথা জানি। যুদ্ধের পরিণতি কী হয় এবং পরিবারে কী হয় তা আমি জানি বলেও মন্তব্য করেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট।
182) উল্লেখ্য, ২০১৭ সালে পাকিস্তানের করাচি থেকে লাহোর পর্যন্ত প্রধান মহাসড়কে ঘটছিল একটি তেল ট্যাঙ্কার বিস্ফোরণ। এ দুর্ঘটনায় ১৯০ জনের প্রাণহানি দাবি করা হয় বিভিন্ন সংবাদ মাধ্যমে। ওই ট্যাঙ্কার বিস্ফোরণে শিকারদের তখন বলিউড বাদশা শাহরুখ খান ৪৫ কোটি টাকা দান করেছিলেন বলেও খবর প্রকাশ হয়েছিলো বিভিন্ন সংবাদ মাধ্যমে।
183) ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসী হামলায় দায়ীদের বিচারের আওতায় আনতে ভদ্রভাবে কাজ করার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
184) ঠিক এক সপ্তাহ আগেই সেনাদের রক্ত টগবগ করে ফোটার কথা বলেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলেছিলেন, পুলওয়ামা কাণ্ডের জন্য ‘বড় দাম’ চুকাতে হবে।
185) পুলওয়ামায় আত্মঘাতি হামলায় জওয়ানদের মৃত্যুর প্রেক্ষিতে গত ১৭ ফেব্রুয়ারি ফেসবুকে নিজের মতামত পোস্ট করেছিলেন এই ইঞ্জিনিয়ার। দীপায়নের মতে, পাকিস্তান মানেই সব মানুষ খারাপ, এমনটি তিনি মনে করেন না। হিংস্রতার বিরুদ্ধে হিংস্রতা, এই সমাধানে তিনি বিশ্বাস করেন না। তিনি যুদ্ধের বিরুদ্ধে। দীপায়ন লেখেন, ‘যুদ্ধ হচ্ছে মৃত্যু মৃত্যু খেলা, যুদ্ধ হচ্ছে তোমার কাছে আমার অবহেলা।’
186) #India .... রাতে কর্মস্থল থেকে ফিরছিলেন মাঝবয়সি ইঞ্জিনিয়ার দীপায়ন ধর। হঠাৎ করে চারটি বাইক এসে তার পথ আটকায়। গাড়ি থেকে টেনে নামিয়ে চলল বেধড়ক মারধর। সাথে হুমকি, ‘খুব মুসলিমদরদি হয়েছিস? খুব কাশ্মির প্রেম? ভারতমাতা কি জয় বল্।’ এ সময় তারা দীপায়নকে মেরে নদীতে ভাসিয়ে দেয়ার হুমকিও দেয়।
187) কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ান নিহত হওয়ার জন্য ভারত প্রথম থেকেই দায়ী করছে পাকিস্তানি মদদকে। এ কারণে শিল্প-সংস্কৃতি থেকে শুরু করে ক্রীড়াঙ্গনেও পাকিস্তানকে বয়কট করার রাস্তায় হাঁটছে ভারত। তবে এ উদ্যোগের কারণে বিপদেই পড়তে হচ্ছে ভারতের ক্রীড়াঙ্গনকে। সম্প্রতি একটি শুটিং টুর্নামেন্টে পাকিস্তানি শুটারদের ভিসা না দেওয়ায় আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) খেপেছে ভারতের ওপর। তারা জানিয়ে দিয়েছে ভবিষ্যতে এ অবস্থার বদল না হলে ভারতে কোনো ‘অলিম্পিক ইভেন্ট’ অনুষ্ঠিত হবে না।
188) পাকিস্তানকে ২০১৯ বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে ভারত। না হলে উল্টো ভারত-ই বিশ্বকাপ বয়কট করতে পারে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। আইসিসি সভাপতি শশাঙ্ক মনোহরের কাছে একটি খসড়া চিঠি লিখেছে বিসিসিআইয়ে ভারতের সুপ্রিম কোর্ট কর্তৃক নিযুক্ত প্রশাসক কমিটি (সিওএ)। কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর (সিওএ) নাকি সেই চিঠিতেই জানাচ্ছে এমন বিস্ময়কর দাবি।
189) কাশ্মিরে আত্মঘাতী হামলা প্রশ্নে পাকিস্তানের বুম বুম আফ্রিদির এক মন্তব্যে তোলপাড় শুরু হয়ে গেছে ভারতে। শহিদ আফ্রিদি সন্ত্রাসবাদ প্রশ্নে দেশের প্রধানমন্ত্রী ইমরান খানের মন্তব্যকেই সমর্থন করেন। আর সেটা হজম করা ভারতীয়দের পক্ষে সম্ভব হয়নি।
190) ভারত সফররত পাকিস্তানি নাগরিকদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশে ফিরে যাওয়ার জন্য সময়সীমা বেধে দিয়েছে রাজস্থান কর্তৃপক্ষ। রাজস্থান সরকারের এই আল্টিমেটামে বহু পাকিস্তানি নাগরিক জটিলতার মুখে পড়েছে।
191) পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, পুলওয়ামা হামলার ঘটনায় ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়, তবে পাকিস্তানও তার জবাব দেবে। আজ মঙ্গলবার রাষ্ট্রীয় গণমাধ্যমে এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, পাকিস্তান এ ঘটনায় জড়িত, এমন প্রমাণ থাকলে ভারতের কাছে থাকলে তারা তা হাজির করুক। বিবিসি অনলাইনের আজ মঙ্গলবারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
192) পাকিস্তানের হাত থাকার কথা না ভেবে নিজেদের ত্রুটি নিয়ে মাথা ঘামাক ভারত। পুলওয়ামা হামলা দুদিন পরে রোববার এমন মন্তব্যই করল পাকিস্তান। শুধু তাই নয়, এই হামলাকে একটি পরিকল্পিত নাশকতা বলেও বর্ণনা করা হয়েছে।
193) মোদি আরো বলেন, ভারতের মানুষ এখন ‘পাল্টা জবাব’ চান। আর সেই প্রত্যাশা পূরণ করতে নিরাপত্তা বাহিনীকে ‘পূর্ণ স্বাধীনতা’ দেয়া হয়েছে।
194) ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলার ঘটনা কেন্দ্র করে পাকিস্তানকে এখনই সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে ‘সমর্থন’ দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
195) Jange Aazadi me Ulama ka kirdar special bayan of molana Salman Husaini Nadvi
196) ভারতের মাটিতে পাকিস্তানি গায়কদের সঙ্গে যেভাবে ব্যবহার করা হয়, নিজ দেশের গায়কদের সঙ্গে তেমন ভাল ব্যবহার করা হয় না। এবার এভাবেই ভারতীয় মিউজিক কোম্পানিগুলির বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিলেন সোনু নিগম।
197) Yahya terms Mujib as a patriot, but says that Awami League had a section of radical leftists who were instigating him. They did not want to relinquish the opportunity to materialise India’s long cherished dream of breaking up Pakistan.
198) কাশ্মীর সমস্যার সমাধান নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ২০০৪ সালে বিজেপি কেন্দ্রে ক্ষমতায় ফিরতে পারলে কাশ্মীর সমস্যার সমাধান হয়ে যেত- পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই মন্তব্যের কারণ নিয়ে শুরু হয়েছে নানা গবেষণা-বিশ্লেষণ।
199) Being aware of united India's potential, good at 'divide and rule' and even better at 'divide and sell arms', the British couldn't say no to Jinnah's idea of a new country. ===>>
200) Partition: ‘Keep a bit of India’
201) ইমরানের স্পর্ধায় বিস্মিত ভারত!
202) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ছোট মনের মানুষ বলে খোঁচা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
203) a) পাকিস্তান কুরআন শিক্ষা বাধ্যতামূলক করেছে আর ভারত সমকামীতা বৈধ করেছে
তবুও কিছু মানুষ বলবে পাকিস্তান অসভ্য, খারাপ আর ভারত সভ্য 
204)  ১৯৪৭ সালে ভারতের স্বরাষ্ট্র দফতরের সেক্রেটারি ছিলেন ভিপি মেনন। তিনি বল্লভ ভাই প্যাটেল ও জওহরলাল নেহরুকে বোঝাতে সক্ষম হন যে, পাকিস্তান প্রতিষ্ঠার দাবি না মানলে সারা ব্রিটিশ-ভারতজুড়ে শুরু হবে ভয়াবহ গৃহযুদ্ধ। এই যুদ্ধ এড়াতে হলে আপাতত পাকিস্তান প্রতিষ্ঠার দাবি মেনে নেয়া উচিত। না হলে এই উপমহাদেশ থেকে ব্রিটিশ শাসনের অবসান ঘটবে না। প্যাটেল ও জওহরলাল নেহরু কৌশলগত কারণে পাকিস্তান প্রতিষ্ঠার দাবিকে মেনে নেন। কিন্তু এরা প্রস্তাব রাখেন, তদানীন্তন পাঞ্জাব ও বাংলা প্রদেশকে ভাগ করার। এরা মনে করেন, পাঞ্জাব ও বাংলা প্রদেশকে ভাগ করে যদি পাকিস্তান প্রতিষ্ঠিত হয়, তবে পাকিস্তান অর্থনৈতিক কারণে শেষ পর্যন্ত টিকবে না। ====>>
205) "Britain partitioned India on this day in 1947. Millions were killed and displaced. The partition of India by Britain brought about the creation of Pakistan which has been a strategic outpost for their imperialism ever since"
206) a) ভারত ও পাকিস্তান আজও অখণ্ডই থাকত, যদি নেহরুর বদলে প্রধানমন্ত্রী হতেন জিন্নাহ।
---দালাই লামা 
207) #QuoteDalaiLama ....
ভারতের সাবেক প্রধানমন্ত্রী জহরলাল নেহরুর সম্বন্ধে নিজের সাম্প্রতিক বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন তিব্বতের ধর্মীয় নেতা দালাই লামা। 
208) Sohel Rana's comment ===>> 
সুমন সাহেব আপনি ভারতের ব্যাপারে কিছুই জানেন না। আমরা প্রবাসীরা জানি ভারত কি জিনিস ভারতীয়রা প্রতিদিন প্রতিনিয়ত আমাদের বাংলাদেশীদের চাকরি টা খেয়ে দেশে পাঠিয়ে দিতে ব্যস্ত থাকে। ওরা আমাদের বিপদ দেখলে মজা লয়। আর পাকিস্তানিরা বাংলাদেশীদের বিপদ দেখলে সাহায্য করতে এগিয়ে আসে। আপনারা ভারতীয় দালাল ছাড়া কিছুই না।

আর আসিফ নজরুল সাহেবের সাথে কিভাবে কথা বলতে হয় সেই ভদ্রতা আপনার মা বাবা আপনাকে শিখায়নি।
209) কংগ্রেস নেতা গোখলে জিন্নাহ-কে 'হিন্দু-মুসলিম ঐক্যের দূত' বলে অভিহিত করেছিলেন।
210) ফের উত্তপ্ত কাশ্মীর, পাকিস্তানি সেনার গুলিতে ৪ বিএসএফ নিহত 
211) ২০০৮ সালের ২৬ নভেম্বর সন্ধ্যায় মুম্বাইয়ে তাজ হোটেল ও ছত্রপতি শিবাজি রেলওয়ে স্টেশনসহ প্রায় ১২টি স্থাপনায় একযোগে সন্ত্রাসী হামলা হয়। এ হামলায় ১৬৬ জন নিহত হন। এই হামলার জন্য দীর্ঘদিন ধরেই পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবাকে দায়ী করে আসছে ভারত। ১০ জন প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গি ভারতের বাণিজ্যিক নগরীসহ প্রায় পুরো দেশকে তিন দিন ধরে অচল করে রেখেছিল। হামলাকারীদের মধ্যে আজমল কাসাব নামের একজনকে আটক করা হয়। পরে ভারতে ২০১২ সালের ২১ নভেম্বর তাঁর ফাঁসি কার্যকর হয়।
212) a) ভারতের ওপর নজরদারি স্যাটেলাইট পাঠাচ্ছে পাকিস্তান!
b) ভারতীয় সেনারা একাধিক স্যাটেলাইট’র মাধ্যমে পাকিস্তানের ওপর নজরদারি চালিয়ে যাচ্ছে। এবার ঠিক একই রকম পদক্ষেপ নিতে যাচ্ছে পাকিস্তানও। ভারতের ওপর নজর রাখতে এক বিশেষ প্রজেক্টে হাতে নিয়েছে পাকিস্তান সরকার।

বিশেষজ্ঞদের মতে, পাকিস্তানের এই উপগ্রহ-ক্ষেত্রকে ঢেলে সাজানোর দুটি প্রধান কারণ হলো- ভারতের ওপর নজর রাখা এবং যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীলতা কমানো। 
 The start = 30th April, 2018
213) 



No comments:

Post a Comment