Wednesday, February 6, 2019

FB Reposts : A

FB Reposts : A
C/O, FB Group: BBC Bangla VS Bangladesh


from 03/02/2019 since start @ 04 Sep, 2018

001) হযরত খাদিজা (রা:) ......
একবার বিশ্বনবী (সা.)’র কোনো এক স্ত্রী নিজেকে হযরত খাদিজা (রা:)’র চেয়ে উত্তম বলে দাবি করলে আল্লাহর রাসূল তাকে তিরস্কার করে বলেন: ‘আল্লাহর কসম, মহান আল্লাহ আমাকে তাঁর চেয়ে কোনো উত্তম স্ত্রী দান করেননি। তিনি আমার প্রতি তখনই ঈমান এনেছিলেন যখন অন্যরা আমাকে বিদ্রূপ করত, তিনি আমাকে তখনই স্বীকৃতি দিয়েছিলেন যখন অন্যরা আমাকে প্রত্যাখ্যান করেছিল। তিনি তার সম্পদ ব্যয় করেছেন আমার জন্য এবং তাঁর মাধ্যমেই আমি সেইসব সন্তানের অধিকারী হয়েছি যা অন্য কোনো স্ত্রীর মাধ্যমে আমার জন্য নির্ধারিত হয়নি। (বুখারি শরিফ)
002)   মানুষ আত্মবিশ্বাসের অভাব এবং ব্যক্তিত্বের ত্রুটির কারণে আত্মহত্যা করে।
--- ডা. মেখলা সরকার
003) "ঘুম কম হলে মানুষের কগনিটিভ ফাংশান বা নতুন জিনিস শেখার ক্ষেত্রে ক্ষতি হয়।"
004) #‎ShareMarket‬ .....
প্রশ্ন: শেয়ার বাজারে বিনিয়োগ ইসলামের দৃষ্টিতে কি হালাল নাকি হারাম?
উত্তর দিচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট ইসলামিক স্কলার ও দার্শনিক, মাওলানা ইমরান নযর হোসেন। এই অংশটি ১৬ আগষ্ট ২০১১ / ১৬ রমাদ্বান ১৪৩২ হিজরী মালেশিয়ায় ধারনকৃত 'মোহময় পৃথিবীতে মুসলিম যুব সমাজ' লেকচার থেকে নেয়া।
005) 'কোরান পড়ে বুঝেছি, তিন তালাকে তা সম্মতি দেয় না'
--- Supreme Court, India
006) আলিমদের বেশিরভাগেরই আয় উপার্জনের মাধ্যম হচ্ছে কুরআন। .....
007) "হার্ভার্ড, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি নিয়েও অনেকে ‍দাজ্জালকে চিনতে পারবেনা।"
008) #vviPOST... কি খেলে কি হয় ===>>> #OnlineCollectionBD
দেহ ঘড়ি পৃথিবীর ঘূর্ণনের সাথে তাল রক্ষা করে এবং মানবদেহের দৈনন্দিন কাজের সঙ্গে এর গভীর যোগাযোগ রয়েছে।
010) INFLATION IS A HIDDEN TAX.
011) #IslamicQuote .....
ইমাম মালিক রাহঃ মৃত্যু শয্যায় থেকে বলেন,

ইবনে শিহাব তথা ইমাম যুহরীর নিকট অনেকবারই শুনেছি ---- মহান আল্লাহর শপথ ! যদি কোন ব্যক্তি কোন দ্বীনী ব্যাপারে আমার পরামর্শ চায় আর আমি দায়িত্বশীল পরামর্শ দাতার মত তার ব্যাপারে চিন্তা ভাবনা করার পর তাকে যথার্থ পথের সন্ধান দিতে পারি যাতে দ্বীনের ব্যাপারে তার শুদ্ধি লাভ ঘটে এবং আল্লাহ্‌ ও বান্দার মধ্যে যে সম্পর্ক রয়েছে তা কোনভাবে ক্ষুণ্ণ না হয়, তবে সেটাকে আমি একশতটি জিহাদ যাত্রার চাইতে উত্তম বিবেচনা করি যাতে স্বয়ং নবী করীম সাঃ -এর সাহচর্য জুটেছে ।
- - - - - - - - বুস্তানুল মুহাদ্দিসীন, পৃঃ ৩২-৩৩
012) #ShareMarket 
শেয়ার মার্কেটে আমরা যে টাকা loss করি তা gainer দের পকেটে যায় আর যেটা profit করি তা loser দের পকেট থেকে আসে।
013) #HadeesBD ....
শেষ যামানায় যালেম শাসকরা ফাসেক মন্ত্রী, অনিষ্টকারী বিচারক এবং মিথ্যাবাদী ফকীহদের আবির্ভাব ঘটাবে । তোমাদের মধ্যে সে যুগে যারা বেঁচে থাকবে তারা যেন এদের কর আদায়কারী না হয়, তাদের কোনো সরকারী জমিদারী গ্রহণ না করে এবং পুলিশ ও নিরাপত্তা বিভাগে কোনো পদ গ্রহণে রাজী না হয় । ~~~ ( আল-হাদীস - তাবরানী ) 
C/O, Booklet: ঈমান ভংগের কারণ
——- লেখক, হাফেয আবু তাসমিয়া, পৃষ্ঠা - ২১
014) "Optimism is a lost Sunnah."
015) "সন্দেহ পোষণ না করা --- একজন ঈমানদারের প্রতি অন্য ঈমানদারের অধিকার সমূহের অর্ন্তভূক্ত।"
016) নারী যাবে সিনামা হলে!
নারী যাবে মার্কেটে
নারী যাবে রাজনৈতিক ময়দানে
নারী যাবে ........ পল্লী তে!
নারী যাবে নারীবাদী আন্দোলনে
নারী যাবে বিদেশে শ্রমিক হয়ে
নারী যাবে বিউটি পার্লারে
নারী যাবে মাযারে
নারী যাবে ওরসে
নারী যেখানে যাক ফেতনা হবেনা।ফেতনা হবে শুধু মসজিদে গেলে!!!
এই হল বাংলার মানুষের ফেতনার সংজ্ঞা!
C/O, https://www.facebook.com/nazrl.islam/posts/1790332141026576
017) রাষ্ট্রের চেয়ে বড় সন্ত্রাসবাদী কেউ নাই।
--- বদরুদ্দিন উমর
018) Green Tea ..
019) প্রিয়নবী (সা.) ঘোড়া হতে পড়ে গিয়ে আহত হয়েছিলেন এবং বসে বসে নামাজ পড়িয়েছেন। ... নবীর মসজিদে চেয়ারের অভাব হয়েছিল?
020) #HadeesBD
ইবন মারয়াম (ঈসা আ.) তোমাদের মাঝে ন্যায়বিচারক হয়ে অবতরণ না করা পর্যন্ত কিয়ামত হবে না।
021) ভোট কেন্দ্রে যেতে পারবেন কি না এই নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়।
--- নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম
022) দাজ্জালের রাজত্ব ===> #antiChrist #Dajjal #NWO #EndTime ....
১ম দিন = আসমানী ১ বছর = পার্থিব ১০০০ বছর = বৃটিশ / ইউরোপীয় উপনিবেশী সাম্রাজ্য 
২য় দিন = আসমানী ১ মাস = পার্থিব ৮৩ বছর = আমেরিকান সাম্রাজ্য 
৩য় দিন = আসমানী ১ সপ্তাহ = পার্থিব ২১ বছর = ইসরাইলী সাম্রাজ্য 
(আল্লাহ ভাল জানেন, এই ব্যাখ্যা কতটা গ্রহণযোগ্য) 
C/O, https://defence.pk/pdf/threads/new-world-order.99540/
023) দয়া ও নম্র ব্যবহার জমিনকে অধিক ফলনশীল করে এবং মানুষের আয়ু বৃদ্ধি করে ।
--- ইমাম জাফর সাদিক (রাহঃ)
025)  “আল্লাহকে ভয় করো, 
কেননা যে তাঁকে ভয় করে সে কখনো একাকীত্ব অনুভব করে না।”
--- উমার ইবনুল খাত্তাব (রা:)
026) ব্যাংক খাতে ২২ হাজার কোটি টাকা লোপাট: সিপিডি
19/12/2018
027) "ইলমের যে বস্তুটি সর্বপ্রথম মানুষের কাছ থেকে তুলে নেয়া হবে তা হল বিনয়।"
028) "আমি জান্নাতের দিকে ঝুঁকে দেখলাম, অধিকাংশ জান্নাতবাসী দরিদ্র আর জাহান্নামের দিকে ঝুঁকে দেখলাম, অধিকাংশ জাহান্নামবাসীই মহিলা।" -- Hadees
029) ???
#TablighJamaatBD
'ধর্মীয় শিক্ষা বা ধর্মীয় প্রচারণা অর্থের বিনিময়ে করা উচিত নয়।" 
--- সাদ কান্দালভি
030) মেথি খাবেন যে ৮ কারণে ...
031) মূর্খতা + ধার্মিকতা = উগ্রতা
032) আল্লাহ্‌ বলেনঃ আমি গোপনে অত্যাচারীর অনুসন্ধানে আছি, যেন তাহার নিকট হইতে পূণ্য লইয়া অত্যাচারিত ব্যক্তিকে প্রদান করিতে পারি।
033) তরুণ বয়সে ‘বডি ম্যাস ইনডেক্স (বিএমআই)’য়ের মাত্রা বেশি থাকলে বৃদ্ধ বয়সে মস্তিষ্কের কর্মক্ষমতা কমে যেতে পারে।
15/12/2018
034) "আল্লাহর ভয়ে তুমি কিছু ছেড়ে দিলে, আল্লাহ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।" --- মুসনাদে আহমাদ
035) #realityBD
"বাংলাদেশে ক্ষমতায় থাকলে সম্পদ বাড়ে, ক্ষমতার বাহিরে থাকলে মামলা বাড়ে।"
036) "যে মানুষ চেনে সে বড় বুদ্ধিমান, কিন্তু যে নিজেকে চেনে সে সব থেকে বড় বুদ্ধিমান।"
037) দারা পুত্র পরিবার তুমি কার কে তোমার ...
038) #Document1971 ... ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার বিজ্ঞান বিভাগের তৎকালীন অধ্যাপক আহমদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার অঙ্গনে জনসমক্ষে ঘোষণা দিয়েছিলেন-“পাকিস্তানি বাহিনী যদি বাঙালি নারীদের শ্লীলতাহানি করে তবে তাদের কোনো পাপ হবে না, কারণ তারা ইসলাম রক্ষার জন্য ‘জেহাদে’ নিয়োজিত। তাদের জন্য এই কাজ মুতা বিবাহের পর্যায়ে পড়ে” (দৈনিক গণকণ্ঠ- ২৬ এপ্রিল ১৯৭২)।
10/12/2018
039) লিভার নষ্টের ৯টি কারণ ......
040) আল্লাহর কঠোরতা
041) জীবনের প্রথম ও শেষ গোসল নিজের হাতে করা যায়না।
042) #HadeesBD
আল্লাহর নির্ধারণ ও ফায়সালার পর আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশী মানুষ মারা যায় বদনযরের কারণে। (মুসনাদে তায়ালেসী ও বাযযার)
043) “যারা সবসময় ইস্তিগফার (ক্ষমা প্রার্থনা) করে তাদের সাথে উঠাবসা কর, কেননা তাদের হৃদয় সবচেয়ে কোমল।”
— হযরত উমার (রা)
044) #Aqidah ...
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাঃ থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, একদা হযরত উমর ইবনুল খাত্তাব রাঃ ভাষণ দান কালে বলেন, 
" অচিরে-ই তোমাদের পর এমন এক জাতি আসবে , যারা প্রস্তরাঘাতে হত্যা-বিচার অস্বীকার করবে এবং তারা ফিতনায়ে দাজ্জাল , হাশরের ময়দানে নবীজীর সাঃ সুপারিশ, কবরের আযাব ও অপরাধী মুমিনকে জাহান্নাম থেকে বের করে জান্নাত দেওয়ার বিষয় প্রত্যাখান করবে "
(---মুসনাদে আহমাদ , হাদীস নং- ৭১৩৪)
( উৎস -- মাসিক আদর্শ নারী , November, 2012 )
045) জ্ঞান হলো সূর্যের মত, তা থেকে উৎসারিত আলো সুন্দর চরিত্র।
046) আত্ম-সম্মান ও তকদীর ===>
047) গুনে গুনে ৩০ লাখ শহীদের 
নাম প্রকাশ করুন: গয়েশ্বর
048) BD Tragedy ...... Mujib : "অনেকে তো দালালী করে মরেছে।"
049) Mujib and Bhutto embracing each other ..... #Bangladesh #Pakistan
050) “ঐক্যের কথা বিবেচনা করাই সঠিক পথ।” --- ইমাম ইবনে তাইমিয়্যা
16/11/2018 up
051) #Wife ~~~>
হযরত আবু হুরায়রা রা. হতে বর্ণিত। তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হল, নারীদের মধ্যে কোন ‪নারী‬ উত্তম?
তিনি বললেন, স্বামী যাকে দেখলে আনন্দবোধ করে, যাকে আদেশ করলে আনুগত্য করে, স্ত্রীর বিষয়ে এবং সম্পদের ব্যাপারে স্বামী যা অপছন্দ করে তা থেকে বিরত থাকে।
—— মুসনাদে আহমদ, হাদীস : ৭৪২১; সুনানে নাসায়ী, কুবরা, হাদীস : ৮৯৬১
052) হিরো আলম প্রসঙ্গ ......
"ইউটিউবে বাংলাদেশের কিছু চ্যানেল আছে, যেখানে এমন কিছু নোংরামী চলতেছে, যা বলার মত নয়। আসলে দোষ তার নয়, আমাদের। আমরাই তাকে মাথাই তুলেছি। তার কারণে দেশে ভাবমূর্তি নষ্ট হচ্ছে। অনেক কিছুই বলতাম, কিন্তু ছাপা হবেনা।
তাই আমাদের উচিত হবে তাকে থামানো। তার অবস্থান তাকে জানিয়ে দেওয়া।"
053) #‎HadeesBD
خَيْرُ النَّاسِ أَنْفَعُهُمْ لِلنَّاسِ
“যে ব্যক্তি মানুষের বেশি উপকার করে, সেই শ্রেষ্ঠ মানুষ।”
054) "বোবার কোন শত্রু নাই,
নিষ্কর্মার কোন ভুল নাই।"
055) বর্তমানে কাতারে কর্মরত বাংলাদেশী নারী গৃহকর্মীর সংখ্যা প্রায় ২৫ হাজার।
056) যে ধর্মের ব্যাপারে কঠোরতা অবলম্বন করে, তার সাথে আল্লাহ-ও কঠোর ব্যবহার করেন।
~~~ শাহ ওয়ালীউল্লাহ (রাহঃ)
057) সাধু সাবধান। নিরীহর একটি দীর্ঘশ্বাসই তোমার জন্য অভিশাপ। ....
058) একবার রাজাকার মানে চিরকাল রাজাকার; কিন্তু একবার মুক্তিযোদ্ধা মানে চিরকাল মুক্তিযোদ্ধা নয়। 
---- হুমায়ুন আজাদ
059) ড. কামাল হোসেন বলেন, মাঝে মাঝে এই সুন্দর দেশটাতে একেকটা জানোয়ার মাথাচাড়া দিয়ে ওঠে।
060) কোনো দেশের প্রধানমন্ত্রী বলতে পারেন না, সবাই মামলা করো।
--- ড. কামাল হোসেন
061) "আজ আমি মাটির উপর আছি বলে
একটি পিঁপড়া আমার কাছে অসহায়, একদিন আমি মাটির নিচে থাকব,
তখন একটি পিঁপড়ার কাছে আমি অসহায়।"
062) "আল্লাহর ভয়ে তুমি কিছু ছেড়ে দিলে, আল্লাহ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।"
--- মুসনাদে আহমাদ
063) যারা নিজেদের বিবেক বুদ্ধি হারিয়েছে তারাই মূর্তি পূজা করে।
( ভগবৎ গীতা ৭:২০ )
064) #Japan
যে দেশে ১০০ বছরের বেশি মানুষের সংখ্যা ৭০ হাজার!
065) ‘কোনো ভূখণ্ড বা দেশকে পদাবনত করতে তলোয়ারের বিকল্প হিসেবে ঋণ-অস্ত্রও ব্যবহার করা যায়।’ 
--- প্রেসিডেন্ট জন এডামস, আমেরিকা
066) অজ্ঞতা : তালাক দেওয়ার শারঈ বা সুন্নাতী পদ্ধতি কি তা এদেশের অনেক মুসলমান জানে না। ফলে তারা তালাক দান কালে সুন্নাতী পদ্ধতি মানলে স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার যে সহজ সুযোগ পেত তা হাতছাড়া করে ফেলে। তারা তিন তালাক একসাথে দিয়ে পরিস্থিতি জটিল করে ফেলে। অথচ শারঈ বিধান জেনে তালাক দিলে এ জটিলতা তৈরি হ’ত না। তালাক প্রদানের সুন্নাতী পদ্ধতি সম্পর্কে আমাদের অজ্ঞতা এতদূর বিস্তৃত যে, এ দেশের আইনজীবীরা পর্যন্ত এফিডেভিটকৃত তালাকনামায় স্বামী কিংবা স্ত্রী একে অপরকে এক তালাক, দুই তালাক, তিন তালাক বায়েন দিয়েছে বলে লিখে দেয়। নোটারি পাবলিকের লিখিত তালাকনামা দেখলে এ কথার সত্যতা মেলে।
067) "পরিবার দেখে বিয়ে করুন। অসভ্য, গোঁয়ার বা ভন্ড পরিবার আপনাকে তাদের লেভেলে নামিয়ে নিবে।"
068) "একমুখী ভালোলাগা খুব বিপজ্জনক ..."
069) حديث : دع ما يريبك إلى ما لا يريبك
হাদীসঃ সন্দেহযুক্ত এমন সবকিছু পরিহার করে সন্দেহমুক্ত যা তা গ্রহণ কর।
070) একশতটি জিহাদ যাত্রার চাইতে উত্তম যাহা ......

ইমাম মালিক রাহঃ মৃত্যু শয্যায় থেকে বলেন, ......
071) The Cow & Hindu Religion =======>> হিন্দুরা আগে গরু খেত .......
072) "যে ব্যক্তি মুসলিম উম্মাহর ঐক্য থেকে বিচ্ছিন্ন হবে সে এভাবেই জাহান্নামে থাকবে। "
--- তিরমিযী, সুনান - ২/৩৯/২১৬৭
073) রাষ্ট্রীয় ক্ষমতা পাগলদের হাতে চলে গেছে ! ~ ড. কামাল হোসেন
074) সূর্যের মাঝে যখন একটি আশ্চর্যজনক চিহ্ন প্রকাশ পাবে, ইমাম মাহদি তখনি আত্মপ্রকাশ করবেন।
--- মুসান্নাফে আব্দুর রাজ্জাক,
হা/২০৭৭৫
075) মাওলানা জাফর আহমদ উসমানী (রহঃ) বলেন, “ফরজ নামাযের পর মুনাজাত নফল নামায অপেক্ষা উত্তম।” 
(ই’লাউস সুনান, ৩ঃ১৬৭ পৃঃ)
076) প্রথম থেকে চিকিৎসা না করালে মারাত্মক আকার নিতে পারে প্রস্টেট ক্যানসার।
077) #QuranBD ... প্রত্যেকের জন্যে তাদের কর্মের আনুপাতিক মর্যাদা আছে এবং আপনার প্রতিপালক তাদের কর্ম সম্পর্কে বেখবর নন।
079) #YouTube Channel Links ....  C/O, #KabirSir
080) #YouTube Play Lists ===>>
081) হযরত উমর রা. বলেন, 
"তোমরা সুদ বর্জন কর এবং এমন জিনিসও বর্জন কর যাতে সুদের সন্দেহ রয়েছে।” 
##
082) টানা প্রায় ৬ সপ্তাহ চিনি জাতীয় খাবার খাওয়া হলে মস্তিষ্কের কর্মক্ষমতা হ্রাস পায় এবং কোনও কিছু শেখার ক্ষমতা নষ্ট হয়ে যায়।
--- গবেষণা
083) মাঝ বয়সের পর যারা মুটিয়ে যান তাদের চিন্তা করার ক্ষমতা হ্রাস পায় এবং স্মৃতিভ্রষ্ট হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। --- গবেষণা
084) পুরুষদের প্রস্টেট গ্রন্থির ক্যান্সারকেই প্রস্টেট ক্যান্সার বলে।
085) শুধুমাত্র পুরুষদেরই প্রস্টেট গ্রন্থি রয়েছে। এর আকার অনেকটা কাজুবাদামের সমান।
086) কিডনির সমস্যা আপনার চোখে ঝাপসা দেখা কিংবা মানসিক অস্থিরতার সৃষ্টি করতে পারে।
087) এক ব্যবসায়ের মধ্যে দুই বিক্রি হ’ল সূদ। আর তা হ’ল, বিক্রেতা বলবে, নগদে এত টাকা এবং বাকীতে এত টাকা’।
088) The rapid growth of agent banking in Bangladesh ...
089) "যদি শেষ পর্যন্ত হেফাজত বাংলাদেশের ক্ষমতার অংশীদার হয়, তাহলে তা হবে ভারতের পক্ষে নিরাপত্তাজনিত ক্ষতি।"
--- বিজেপি, ভারত
090) যে ব্যক্তি নিজের রিজিক প্রশস্ত হওয়া ও নিজের আয়ুষ্কাল বৃদ্ধি পাওয়া পছন্দ করে সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে।--বুখারি/মুসলিম
091) আমাদের প্রধান জাতীয় সমস্যা !

আমাদের জাতীয় সমস্যা সমূহ যদি মোটামোটি ভাবে নিম্নলিখিত তালিকা অনুযায়ী হয়, তাহলে কোনটির সমাধানকে প্রাধান্য দেয়া বা সর্বাগ্রে মোকাবেলা করা উচিত?

১) অশিক্ষা ২) দারিদ্র ৩) অধিক জনসংখ্যা ৪) দুর্নীতি ও স্বজনপ্রীতি ৫) জাতীয় অনৈক্য ৬) মাদক ব্যাবসা ৭) সন্ত্রাস ৮) দলীয় স্বৈরাচার (একদলীয় শাসন, পরমতঅসহিষ্ণুতা) ৯) সাম্রাজ্যবাদী রাষ্ট্র সমূহের প্রভাব ১০) ঋণের উপর নির্ভরশীলতা, ইত্যাদি।
092) সুদকে ‘বিলম্ব ফি’ বলা যায় কিনা পরীক্ষা করছে সরকার
093) সৌদিতে তিন বছরে প্রায় দুই লাখ নারী কর্মী গেছেন
094) সৌদি আরবের জন্য নারী গৃহকর্মী পাওয়ার সবচেয়ে বড় উৎস ছিল ফিলিপাইন ও ইন্দোনেশিয়া। সে পথ বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশের দিকে ঝুঁকেছে দেশটি।
095) সৌদি আরবের জন্য নারী গৃহকর্মী পাওয়ার সবচেয়ে বড় উৎস ছিল ফিলিপাইন ও ইন্দোনেশিয়া। সে পথ বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশের দিকে ঝুঁকেছে দেশটি।
096) ২০১৮-১৯ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে কর্মসংস্থান সৃষ্টির বিষয়টি ‍গুরুত্ব পায়নি বলে মনে করেন বামপন্থী অর্থনীতিবিদ এম এম আকাশ।
07 Sep, 2018
097) রাষ্ট্রের চেয়ে বড় সন্ত্রাসবাদী কেউ নাই। --- বদরুদ্দিন উমর
099) "দুটি মানুষের পরস্পরের অনুভূতিগুলো অনুভব করার নামই ভালবাসা।"
100) In addition to capability, prestige and honesty is also important for a judge.
--- Asma Jahangir
101) "আজকে যারা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি, মার্কেটিং ও ব্যাংকিং এর ডিগ্রি নেন তারা হলো শৃগালের মতো ধূর্ত।"
102) বোবার কোন শত্রু নাই,
নিষ্কর্মার কোন ভুল নাই।
103) পুরো বাইবেল জুড়ে স্পষ্ট করে এমন একটি স্টেটমেন্ট-ও নেই যেখানে যিশুখ্রিষ্ট বা ঈসা (আ:) নিজে বলেছেন আমি ঈশ্বর অথবা আমার উপসনা করো !!
104) ভারতে প্রতিবছর শুধু লিঙ্গবৈষম্যজনিত অবহেলায় আনুমানিক ২ লাখ ৩৯ হাজার কন্যাশিশুর মৃত্যু হয়।
105) কত মানুষকে মৃত লাশ বলে ডাকতাম, আজ সবাই আমাকেই লাশ বলে ডাকছে ......
106) #HadeesBD
আল্লাহর নির্ধারণ ও ফায়সালার পর আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশী মানুষ মারা যায় বদনযরের কারণে। (মুসনাদে তায়ালেসী ও বাযযার)
107) ডান চোখ হতে বাম চোখের দূরত্ব যতটুকু, মৃত্যু তার চেয়েও নিকটে।
108) এই সেই ঘুঘু মুন্সী (বসিরউদ্দিন মুন্সী)। এত পরিমানে
আল্লাহর জিকির করত যে, লোকে তাকে টিটকারী
পর্যন্ত করত।
109) দুর্বল মন নিয়ে দেখবেন না ...

#Beheading ... 
কাবা শরীফে অগ্নি সংযোগের চেষ্টার অভিযোগে শিরোচ্ছেদ ? ===>>
110) “তুমি তোমার রবের ইবাদাত কর সেই (মৃত্যুর) মূহুর্ত পর্যন্ত যা তোমার নিকট সুনিশ্চিতভাবে আসবে।”
[আল হিজর ৯৯]
04 Sep, 2018  up
112) 



No comments:

Post a Comment