Friday, April 15, 2016

Daily Note 2016 4 E

1) শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার চিন্তার পুনর্পাঠ - রশীদ আল ঘান্নুশী  .... LINK 

(রশীদ আল ঘান্নুশী তিউনিশিয়ার প্রধান ইসলামী দল আন-নাহদা এর প্রতিষ্ঠাতা ও এর বুদ্ধিবৃত্তিক নেতা)
2) ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির দায়ে কুয়েতের একটি আদালত দুই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে।
এদের একজন কুয়েতি নাগরিক, অন্যজন ইরানি।
ইরানি এই নাগরিককে তার অবর্তমানে সাজা দেওয়া হয়েছে।
এই দুজন ছাড়াও একই অপরাধে আরও ২০ জনকে পাঁচ থেকে পঁচিশ বছর মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তারা সবাই কুয়েতি নাগরিক।
3) সবার জন্য দরোজা খুলে দিল ফ্রান্সের শত শত মসজিদ ===>> JAN-2016 LINK 
ইসলাম এবং মুসলিমদের সম্পর্কে ভ্রান্ত ধারণা দূর করার লক্ষ্যে ফ্রান্সের শত শত মসজিদ আজ সবার জন্য তাদের দরোজা খুলে দিয়েছে।
মুসলিম নেতারা বলছেন, ফ্রান্সে ইসলাম সম্পর্কে মানুষের মধ্যে অনেক ভূল ধারণা বদ্ধমূল হয়ে আছে। তারা সবাইকে মসজিদে আমন্ত্রণ জানিয়ে সেই ধারণা ভেঙ্গে দিতে চান। এর লক্ষ্য সব সম্প্রদায়ের মধ্যে খোলামেলা আলোচনার সুযোগ তৈরি করা।
মসজিদগুলোতে আজ সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে। সেখানে তাদের চা এবং কেক দিয়ে আপ্যায়ন করা হবে। সেখানে আলোচনা, কর্মশালা এবং বিতর্ক হবে। প্রার্থনা করা হবে সবার জন্য।
4) exposing Shia cult ===>> LINK 
5) সৌদিতে পাঠানো নারীরা গৃহকর্মী নাকি যৌনদাসী? ... LINK 
6) “সন্ত্রাসীদের মৃতদেহগুলোকে শূকরের চামড়ায় মুড়ে উপুড় করে শূকরের বিষ্ঠার মধ্যে ফেলে দেওয়া হোক যাতে তাদের ভাগ্যে হুর না জোটে।"
পাঠানকোটের বিমানঘাঁটিতে হামলা নিয়ে এই বিতর্কিত টুইটটি করেছেন ভারতের ত্রিপুরার রাজ্যপাল    তথাগত রায়। .... LINK 
7) ‪#‎India‬ ...
পাঠানকোট বিমানঘাঁটিতে হামলা হতে পারে, ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের কাছে সে খবর পৌঁছেছিল ১লা জানুয়ারি সকালেই।
তার পরেও এই হামলার মোকাবিলায় ভারত যে চূড়ান্ত অপেশাদারিত্বের পরিচয় দিয়েছে নিরাপত্তা বিশেষজ্ঞরা প্রায় সবাই সে ব্যাপারে একমত। ... LINK 
8) #‎ArmyBD‬ .......
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান এবং সাবেক কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল হাফিজ উদ্দিন খান বলেন, ‘‘সেনাবাহিনী ব্যাংক-হোটেল থেকে শুরু করে ট্র্যাভেল ব্যবসায়ও জড়িয়ে পড়েছে৷ আমি এটাকে সমীচীন মনে করি না৷ এটা সেনাবাহিনীর কাজ নয়৷ একটা পেশাদার বাহিনী এ ধরনের কাজে জড়ালে তাদের পেশাগত দক্ষতা হ্রাস পায়৷'' .... LINK 
9) ‪#‎ArmyBD‬ & ‪#‎CorruptionBD‬ .... 
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই)-এর গভর্নমেন্ট ডিফেন্স অ্যান্টিকরাপশন ইনডেক্স-২০১৫ অনুযায়ী, বাংলাদেশের অবস্থান ‘ব্যান্ড ডি'৷ এই ‘ব্যান্ড ডি' বলতে তারা বোঝায় ডিফেন্স সেক্টরে উচ্চমাত্রার দুর্নীতি ঝুঁকির কথা৷ আর সে জন্যই তারা বাংলাদেশের ‘ডিফেন্স' বা প্রতিরক্ষা বাজেটকে পুরোপুরি সংসদীয় ব্যবস্থার অধীন করার সুপারিশ করেছেন ।

No comments:

Post a Comment