Friday, August 21, 2015

Daily Note 2015 08 A

1)  প্রেসিডেন্ট রুজভেল্ট যেভাবে ব্যাংকারদের দালাল সেজে স্বর্ণ লুণ্ঠনে নেতৃত্ব দেয় =======>> 

- - - - Meanwhile, the Federal Reserve continued to take in gold. Guards, many of them former Marines armed with machine guns, oversaw the trucks bringing back the treasure, which would never again leave. “I am keeping my finger on gold,” Roosevelt said that Friday, and he did. ====>>




প্রেসিডেন্ট রুজভেল্ট যেভাবে ব্যাংকারদের দালাল সেজে স্বর্ণ লুণ্ঠনে নেতৃত্ব দেয় =======>> - - - - Meanwhile, the Federal...
Posted by Financial Order & Disorder on Monday, January 6, 2014
2)  মহাশূন্যে আমেরিকার সব ধ্বংস করে দিতে সক্ষম চীন’ ....... LINK 
3) বিপুল পরিমাণ রত্নবোঝাই নাৎসি ট্রেনের সন্ধান ===>> LINK 
ধারণা করা হয়, ট্রেনটি ১৯৪৫ সালের মে মাসে নিখোঁজ হয়। প্রচলিত মত অনুযায়ী, আউল মাউন্ট্যানের ভিতরে টানেলে ঢোকার পর থেকেই ট্রেনটি অদৃশ্য হয়ে যায়। তথ্যসূত্র : এপি অনলাইন। 
4) #‎Crime‬ .....
আদালতে লোগান কাউন্টির কৌঁসুলি উইলিয়াম গসলি জানান, ব্রিটানি স্বীকার করেছেন, ২০১৪ সালের জুলাইয়ে তিন মাসের নিয়াল, চলতি বছরের এপ্রিলে চার বছরের গ্যাভিন এবং এবার তিন মাসের নোয়াকে একে একে নিজে হাতে খুন করেছেন। তিন শিশুপুত্রকেই কম্বল চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছেন ব্রিটানি। তবে এর জন্য তার মনে কোনও রকম অনুশোচনা দেখা যায়নি।
আইনজীবী গসলির দাবি, ‘বাবার ভালোবাসা থেকে বঞ্চিত মেয়েকে রক্ষা করার কথা মাথায় রেখেই এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটিয়েছে ব্রিটানি।’ .......... LINK 
5) ১৩ নম্বর তালকোটরা রোডের বাড়িতে যখন এলেন প্রণববাবুরা, তখন থেকেই অসুস্থ হতে লাগলেন শুভ্রাদেবী। একটা সময় এল, পায়ের স্নায়ুর সমস্যায় আর হাঁটতে পারতেন না তিনি। বিছানায় সারা ক্ষণ শুয়ে থাকতেন। সামনে রাখা থাকত ছোট একটা টেলিভিশন। সিরিয়াল এবং উত্তম-সুচিত্রার ছবি দেখতে খুবই পছন্দ করতেন। বিছানায় বালিশের এক পাশে তারাশংকর আর অন্য পাশে অজস্র ওষুধ। প্রণববাবু যত রাত করেই বাড়ি ফিরুন না কেন, স্ত্রীর ঘরে গিয়ে তার বিছানার পাশে চেয়ারটা টেনে নিয়ে বসতেন। মাথায় হাত বুলিয়ে দিতেন। আর এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করতেন শুভ্রা মুখোপাধ্যায়। ................ LINK 
জয়ন্ত ঘোষাল: নয়া দিল্লি ব্যুরো চিফ, আনন্দবাজার
6) আমেরিকায় অক্টোবর থেকে মহিলাদের ভায়াগ্রা 
7) ‪#‎EndTime‬ ....
পাবনার সুজানগরে নিজের মা মোমেনা খাতুনকে শ্বাসরোধে হত্যা করেছে ছেলে সিরাজুল ইসলাম সিরাজ। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই ঘটনা ঘটে। নিহত মোমেনা খাতুন (৪৫) সুজানগর পৌর এলাকার চর সুজানগর মহল্লার মৃত হাবিবুর রহমানের স্ত্রী। তিনি ছয় সন্তানের জননী ছিলেন। অভিযুক্ত ছেলে সিরাজকে আটক করেছে পুলিশ।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, বুধবার সন্ধ্যায় তুচ্ছ বিষয় নিয়ে মা মোমেনা খাতুনের সঙ্গে ঝগড়া হয় ছেলে সিরাজের। কথা কাটাকাটির এক পর্যায়ে সিরাজ (৩০) তার মাকে কিল ঘুষি দিয়ে মাটিতে ফেলে দেয়। এ সময় তার মা জ্ঞান হারালে সিরাজ তার মায়ের গলা টিপে ধরে শ্বাসরোধে হত্যা করে।
এলাকাবাসী মোমেনা খাতুনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ছেলে সিরাজকে আটক করে। পরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

No comments:

Post a Comment