Friday, March 20, 2015

1971

01) ১৯৭১ বাঙালি বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ====>>


ধারণা করা হয় পাকিস্তানী বাহিনীর পক্ষে এ কাজের মূল পরিকল্পনাকারী ছিলেন মেজর জেনারেল রাও ফরমান আলি। কারণ স্বাধীনতার পর ধ্বংসপ্রাপ্ত বঙ্গভবন থেকে তার স্বহস্তে লিখিত ডায়েরী পাওয়া যায় যাতে অনেক নিহত ও জীবিত বুদ্ধিজীবীর নাম পাওয়া যায় । - - - - -

- - - তার ডায়েরীতে হেইট ও ডুসপিক নামে দুজন আমেরিকান নাগরিকের কথা পাওয়া যায়। এদের নামের পাশে ইউএসএ এবং ডিজিআইএস লেখা ছিল। এর মধ্যে হেইট ১৯৫৩ সাল থেকে সামরিক গোয়েন্দাবাহিনীতে যুক্ত ছিল এবং ডুসপিক ছিল সিআইএ এজেন্ট। এ কারণে সন্দেহ করা হয়ে থাকে, পুরো ঘটনার পরিকল্পনায় সিআইএ'র ভূমিকা ছিলো । --------- উইকিপেডিয়া

02) স্বাধীনতার সঠিক ইতিহাস সবার জানা উচিত 

/ আর যারা ইতিহাস বিকৃতি করার চেষ্টা করতেছে, তারা ইতিহাসের
আস্তা কুঁড়েতে নিকৃষ্টভাবে নিক্ষিপ্ত হবে ।  LINK 

03) ২৫ মার্চ ১৯৭১: 


পাক হানাদার বাহিনীর অপারেশন সার্চলাইটের নীল নকশার প্রথম পৃষ্ঠা। LINK

এই নকশা অনুসারে ২৫শে মার্চ রাতের আধাঁরে পাক হানাদার বাহিনী অতর্কিতে ঝাপিয়ে পড়ে স্বাধীনতাকামী নিরস্ত্র বাঙ্গালির উপর।
সুত্র: সংগ্রাম থেকে স্বাধীনতা (বাংলাদেশের স্বাধীনতার সচিত্র ইতিহাস(১২০৪-১৯৭১)
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

04) বঙ্গবন্ধুর রেকর্ড করা ভাষণ ===>>


শহীদ ইঞ্জিনিয়ার নুরুল হক সম্পর্কে আমাদের অনেকেই কিছু জানেন না। হয়তো এ কারণেই জানেন না যে তার সম্পর্কে বিস্তারিত প্রকাশ পেলে অনেক হাড়ি ভেঙে যাবে হাটে, যার অন্যতম হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা। অত্যন্ত মেধাবী নুরুল হক ১৯৭১ সালে ছিলেন টিএন্ডটি বোর্ডের চিফ ইঞ্জিনিয়ার। বঙ্গবন্ধুর অনুরোধে তিনি একটি রেডিও ট্রান্সমিটার যোগাড় করেছিলেন। ২৫ মার্চ রাতে বলদা গার্ডেন (এটা কোড নেম, আসলে ট্রান্সমিটারটি টিঅ্যান্ডটিতেই বসানো হয়েছিলো) থেকে বঙ্গবন্ধুর রেকর্ড করা ভাষণ প্রচার করেন তিনি। ২৭ মার্চ তার বাড়িতে পাকিস্তান সেনাবাহিনী হানা দেয়। গোপন সূত্রে তারা খবর জেনেছিলো। নুরুল হকের বাড়ির দেয়াল ভেঙে বের করা হয় সেই ট্রান্সমিটার এবং আনুষঙ্গিক কিছু জিনিসপত্র যা তাদের চোখে চরম রাষ্ট্রদোহিতা। এরপর তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। আর হদিস মেলেনি। না লাশ, না কংকাল।

তথ্যসূত্র: জন্মযুদ্দ ৭১  LINK 

05) ২৭ মার্চ দৈনিক অমৃত বাজার পত্রিকা’র ব্যানার হেডলাইন। LINK


২৬ মার্চের প্রথম প্রহরেই (২৫ মার্চ অতিক্রান্ত হওয়ার পর রাত ১২:২০ মিনিট) বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণাটি ওয়্যারিলেসে দিল্লি ও কলকাতায় পৌছে যায়।

Banner headline of Daily Amrita Bazar Patrika March 27, 1971. In the early hours of March 26 (12:20 a.m.) the declaration of independence from Bangabandhu reached Delhi and Kolkata via wireless.

06) বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার বার্তার হাতে লেখা মুল কপি... LINK 

07) 
বাংলাদেশের স্বাধীনতা ঘোষিত হয়েছিল ১৯৭১ সালের ২৬ মার্চ। ঘোষণা করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। LINK
08) বাংলা ও বাঙ্গালির অবিসংবাদিত নেতা, স্বাধীনতার মহানায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাতে ধানমন্ডির বাড়ি থেকে গ্রেফতারের পূর্বে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।

বঙ্গবন্ধুর সেই ঘোষণা: LINK 
“This may be my last message; from today Bangladesh is independent. I call upon the people of Bangladesh wherever you might be and with whatever you have, to resist the army of occupation to the last. Your fight must go on until the last soldier of the Pakistan occupation army is expelled from the soil of Bangladesh and final victory is achieved."
“এটাই হয়তো আমার শেষ বার্তা, আজ থেকে বাংলাদেশ স্বাধীন। বাংলাদেশের জনগণ, তোমরা যে যেখানেই আছ এবং যার যা কিছু আছে তাই নিয়ে শেষ পর্যন্ত দখলদার সৈন্য বাহিনীকে প্রতিরোধ করার জন্য আমি তোমাদের আহবান জানাচ্ছি। পাকিস্তান দখলদার বাহিনীর শেষ সৈন্যটিকে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করে চুড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত তোমাদের যুদ্ধ চালিয়ে যেতে হবে।”
বঙ্গবন্ধুর এই ঘোষণা বাংলাদেশের সর্বত্র ওয়্যারলেস, টেলিফোন ও টেলিগ্রামের মাধ্যমে প্রেরিত হয়।
09) ভয়াল ২৫ শের প্রথম শিশু শহীদঃ LINK 
10) টাইমস অব ইন্ডিয়ার রিসার্সের হিসাবে ১৯৭১ সালের যুদ্ধে মারা গেছে ২ লাখ ৬৯ হাজার মানুষ।
http://timesofindia.indiatimes.com/world/rest-of-world/269000-people-died-in-Bangladesh-war-says-new-study/articleshow/3147513.cms
11) স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ এবং স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র প্রতিষ্ঠা 
=====>> https://www.facebook.com/photo.php?v=10151947906101643




12) ‘হাজার সাল কা বদলা লে লিয়া’ =====>> LINK

১৯৭১ সালের যুদ্ধের পর পূর্ব পাকিস্তানে নিয়োজিত পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল নিয়াজির আত্মসমর্পণের খবর শুনে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছিলেন, ‘হাজার সাল কা বদলা লে লিয়া।’ অর্থাৎ পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে তিনি মুসলমানদের বিরুদ্ধে হাজার বছরের প্রতিশোধ তুলে নিয়েছেন।

13) মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা =====>>


 বিবিসি খ্যাত সাংবাদিক ( স্বাধীনতা যুদ্ধচালাকালীন বিবিসি বাংলা বিভাগের প্রধান) সিরাজুর রহমান এর তথ্য মতে, শেখ মুজিব তিন লাখ এর ইংরেজী বলতে গিয়ে ভুল বশত থ্রি মিলিয়ন বলে ফেলেছিলেন, সেই ভুলটা আর নিজেও শুধরে যাননি,
 আর যেহেতু আওয়ামিরা উনাকে অবতার এর স্থান দিয়েছেন তাই উনিতো আর ভুল করতে পারেননা, হয়ে গেল ত্রিশ লাখ,- - - -
আজও জাতি হিসেব নিকেশ করে ত্রিশ লাখ মেলাতে পারেনা, মুক্তিযোদ্ধাদের সাথে চরম রাজনীতিকরণ করা হয় এটা নিয়ে, তাদের অবমাননা করা হয়, কিন্তু বাস্তবতা হল এই সত্য কথাটাই বলা যাবেনা, ভুলটাই সত্য হিসেবে ধরে নিতে হবে, মানুষ মাত্রই ভুল এই সামন্য ভুলটা মানতে রাজি নয় আওয়ামিলীগ

14) মুজিব বাহিনী ====>> 

জেনারেল উবান লিখেছেন : অস্থায়ী বাংলাদেশ সরকার মানেই অপরিহার্যভাবে মি. তাজউদ্দীন। তিনি মুজিব বাহিনী নেতাদের দুই চোখে দেখতে পারতেন না এবং তাদের প্রতিটি অভিযোগকে বাজে কথা বলে উড়িয়ে দিতেন। .....
স্বাধীনতার ঘোষণায় স্বাক্ষর দিতে অস্বীকৃতি জানান মুজিব কাকু : তাজউদ্দীন কন্যা ......
‘তাজউদ্দীনকে হত্যার চেষ্টা করেছিল মুজিব বাহিনী’  LINK 
15) পাকিস্তানের কারাগারে শেখ মুজিবের বন্দী জীবন", পাকিস্তানি সাংবাদিক আহমেদ সালিম, পৃষ্ঠা নাম্বার ৩৪-৩৫, দ্বিতীয় অধ্যায় ======>
জেনারেল টিক্কা খানের কাছে সাংবাদিক জানতে চাইলেন " তাজউদ্দিন আহমদের সঙ্গে শেখ মুজিবও যদি ভারত যেতেন তবে সেক্ষেত্রে আপনি কি করতেন স্যার?"
টিক্কা খান বলেন "আমি খুব ভাল করে জানি মুজিবের মত একজন নেতা তার জনগণকে পরিত্যাগ করবে না। আমি গোটা ঢাকা শহরে তাঁকে খুঁজে বেড়াতাম এবং একটি বাড়িও তল্লাশির বাইরে রাখতাম না । তাজউদ্দিন অথবা তাঁর মত অন্য নেতাদের গ্রেফতারের কোন অভিপ্রায় আমার ছিল না। সে কারণেই তাঁরা এতো সহজে ঢাকা ছেড়ে যেতে পেরেছিল"

16) বাংলাদেশের মুক্তিযুদ্ধের গণহত্যার আমেরিকান মহা খল-নায়ক =====>>


Henry Kissinger ( Jew) , former Secretary of State under Richard Nixon, and one of the Illuminati's foremost master minds of the agenda. Satanist, mind controller, child torturer, creator of wars of mass murder and destruction. Shape-shifter. Works closely with the UK's Lord Carrington.   ==>> LINK
17) 


Updated upto Daily Note 2014 07 K


No comments:

Post a Comment