1) #Arab Scholar ~~~~~~~~~~>> On State Affairs .........
সঊদী আরবের সাবেক প্রধান মুফতী শায়খ
আব্দুল আযীয বিন আব্দুল্লাহ বিন বায (রহঃ) বলেন, যে ব্যক্তি আল্লাহর বিধান অনুযায়ী শাসন বা বিচার করে না, সে ব্যক্তি চারটি বিষয় থেকে মুক্ত নয়ঃ
(১) তার বিশ্বাস মতে মানুষের মনগড়া আইন আল্লাহর আইনের চাইতে উত্তম। অথবা ,
(২) সেটি শার-ঈ বিধানের ন্যায়। অথবা,
(৩) শার-ঈ বিধান উত্তম, তবে এটা ও জায়েয। এরুপ বিশ্বাস থাকলে সে কাফির এবং মুসলিম মিল্লাত থেকে খারিজ হয়ে যাবে। কিন্তু ,
(৪) যদি সে বিশ্বাস করে যে, আল্লাহর বিধান ব্যতীত অন্য কোন বিধান বৈধ নয়। তবে সে অলসতা বা উদাসীনতা বশে বা পরিস্থিতির চাপে এটা করে, তা'হলে সেটা ছোট কুফরী হবে ও সে কবীরা গোনাহগার হবে। কিন্তু মুসলিম মিল্লাত থেকে খারিজ হবে না।
(খালেদ আল- আম্বারী, উছূলুত তাকফীর, ৭১-৭২ পৃঃ) LINK
2)