Tuesday, February 7, 2023

FB Group Posts : 2023: February: B

 001) "তুমি তোমার খারাপ সময়ে যা বীজ বপন করো, তোমার ভালো সময়ে তা কাটা হবে।"

002) স্ট্রোক একটি ঘাতক ব্যাধি। প্রতি বছর প্রায় দেড় কোটি মানুষ এ রোগের আক্রান্ত হন। 
003) ChatGPT (Chat Generative Pre-trained Transformer) is a chatbot launched by OpenAI in November 2022. 
B) One potential benefit of chat GPT for the translation industry is that it could help to reduce the time and cost of translation services.
C) What is chat GTP translation?
Chat GPT is a type of natural language processing (NLP) technology that uses machine learning algorithms to generate human-like text based on input from a user. In the context of translation, this technology could potentially be used to create real-time, high-quality translations of spoken or written text
D) Is ChatGPT free?
Users will still be able to access the chatbot for free but those who pay a monthly subscription for "ChatGPT Plus" will have priority at busy times and access to new features. Some form of a subscription model for ChatGPT has been in the works for a while.
004) জিমেইল নির্মাতার আশঙ্কা :
চ্যাটজিপিটি গুগলকে ধ্বংস করতে পারে 
005) আমি বাংলাদেশে থাকতে চাই, মায়ের কাছে যাব না : লায়লা লিনা
006) YT: আইএমএফ কি বাংলাদেশের অর্থনীতির ত্রাণকর্তা | IMF 
007) পরিসংখ্যান বলছে,
তাকে দেখে হাহা রিএক্টের সংখ্যা দ্রুত কমে আসছে। দ্রুত কমে আসছে তুচ্ছতাচ্ছিল্য- উপহাস করা কমেন্টের সংখ্যাও ! সে এগিয়ে যাচ্ছে, আমরা মেনে নিচ্ছি! মেনে নিতে বাধ্য হচ্ছি, কেননা সে অযোগ্যতার উপর ভর করে যোগ্য হয়ে উঠছে, সে শূন্যের উপর দাড়িয়ে অসংখ্য সংখ্যা লিখছে।
অদূর ভবিষ্যতে আপনার বিশ্ববিদ্যালয়ে মোটিভেশান স্পিকার হিসেবে সে দাড়িয়ে মাইক্রোফোন হাতে নিয়ে যদি বলে বসে,
"হিরো আলম পারলে, আপনিও পারবেন!"
শুনে অবাক হবেন? 
008) নীলক্ষেত ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদের জন্যে একটা নিয়ামত। তবে এখানে বই কেনার কিছু নিয়ম আছে। নাহলে লস খাওয়ার প্রচুর সম্ভাবনা আছে। এখানে কোন বইয়ের দাম চারশো টাকা বলা মানে সেই বইয়ের দাম যে চল্লিশ টাকা এরকমটা না। বরং সেই বই আপনি বিশ টাকাতেও কিনতে পারবেন। শুধু কিনতে জানতে হবে, দোকান চিনতে হবে। 
009) Farmer grows baby-shaped cucumbers! 
010) ৩য় ও ৪র্থ প্রজন্মের যুদ্ধ যেমন বন্দুক, গুলি, যুদ্ধবিমান দিয়ে লড়া হয় , ৫ম প্রজন্মের যুদ্ধ এমন নয়। ৫ম প্রজন্মের যুদ্ধকে বলে ইনফরমেশান ওয়ারফেয়ার। 
011) যেভাবে চীনকে টপকে শীর্ষে বাংলাদেশ 
012) আগুনে পুড়ে অঙ্গার পুলিশ কর্মকর্তার স্ত্রী 
013) ইলহান ওমরকে পররাষ্ট্রবিষয়ক কমিটি থেকে অপসারণ করল রিপাবলিকানরা ... 
014) YT: 7 SYMPTOMS OF ENLARGED PROSTATE। প্রস্টেট বড় হবার ৭ টি লক্ষণ। অধ্যাপক ডাঃ সোহরাব হোসেন সৌরভ।হাসপাতাল 
015) সুভাষ সিংহ রায় //
"বঙ্গবন্ধু" গবেষক হিসেবে বাংলা ভাষা, সাহিত্য, পূর্ববঙ্গের ইতিহাস চর্চা ও গবেষণা প্রতিষ্ঠান 'বাংলা একাডেমি' গৌরবের পুরস্কার অর্জন 2022 
016) আদানি থেকে বাংলাদেশের বিদ্যুৎ কেনায় ভারত সরকারের ‘সংস্রব নেই’ 
017) দেশের ইতিহাসে ২০ বছর বয়সী সারাহ ইসলামই প্রথম ব্যক্তি যিনি ‘ব্রেন ডেথ’ অবস্থায় নিজের অঙ্গ দান করেন। 
018) হিরো আলমের সংবাদ করায় যুবলীগ নেতার হামলার শিকার ২ সাংবাদিক 
019) গল্পটা এখানেই শেষ।
কিন্তু আমার ভাবনা এখান থেকেই শুরু। 
020) YT: বাংলাদেশে জঙ্গি তৎপরতার ভুয়া গল্প সাজিয়ে আমেরিকার সাথে মিথ্যাচার করেছে সরকার || #NagorikTV
021) #ConstitutionBD
The State shall endeavour to create conditions in which, as a general principle, persons shall not be able to enjoy unearned incomes, ...
022) YT: পাঠ্যপুস্তকে বিশাল চক্রান্ত। মোদির তথ্যচিত্র নিয়ে লন্কাকান্ড। দুর্নীতির তালিকায় ১২তম দেশ।
023) Adani Group wants to invest / loot in Bangladesh ??? .... 
024) হিরো আলম বলেন, ‘এমপি হলে আমাকে স্যার বলতে হবে। এ জন্য কিছু শিক্ষিত মানুষ আমাকে আগে থেকেই মানতে পারছিলো না। আমাকে স্যার বলতে কষ্ট হবে এমন লোকেরাই ফলাফল পাল্টে আমাকে পরাজিত করেছেন। তারা আমাকে ইভিএম কারসাজিতে হারিয়ে দিয়েছেন।’ ... 
025) যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডব্লিউ বুশ দেশের গোয়েন্দা সংস্থা সিআইএকে ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাতের বিকল্প খোঁজার নির্দেশ দিয়েছিলেন। 
026) শুধু এই দুই চক্র পাঁচ বছরে প্রায় দুই হাজার নারীকে ভারতে পাচার করেছে। ... 
027) 
স্বাধীনতার ঘোষণা দিয়ে সর্বপ্রথম বিদ্রোহ করে মুক্তিযুদ্ধ শুরু করা এবং দেশকে স্বাধীন করা সর্বশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধাকে রাজাকার বানানোর অপচেষ্টা করার আগে মুজিব সেনাদের চিন্তা করা উচিত- শেখ মুজিবের নাতনি কতবার স্বেচ্ছায়-সানন্দে রাজাকারের নাতির বিছানায় গেছে, রাজাকারের রক্তমাখা কয়টা সন্তান জন্ম দিয়েছে।
028) গুনাহ থেকে বাঁচার ফাঁদে ফেলে হাজার হাজার পরিবার কে পথে বসিয়েছে এহসান গ্রুপ! টাকার পরিমাণ ১২ হাজার কোটি টাকা
029) "WITNESS TO SURRENDER" by Siddiq Salik
B) উইটনিস টু সারেন্ডার (হার্ডকভার) by সিদ্দিক সালিক , লিখন অরণ্য (অনুবাদক) , সৈয়দ হাসান দারা (অনুবাদক)
C) Brigadier-General Salik is most known as a close associate of former Pakistani President General Muhammad Zia-ul-Haq.
030) পুলিশ জানায়, ভারতেশ্বরী হোমসের দ্বাদশ শ্রেণীর ছাত্রী মেহজাবিন সায়মা সোমবার দুপুরে গোসলখানায় দরজা আটকিয়ে ঝরনার সাথে গামছা দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
031) পাকিস্তানে নিহত বেড়ে ৯০, লক্ষ্য ছিল পুলিশ
032) আদানি গোষ্ঠীর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা
033) Major General M.R. Choudhury: A visionary leader
B) The highest national award -- Independence Day Award -- was conferred on him in 1977 for his contributions to medical science.
034) দেশ বিভাগের পর ভারতের পশ্চিমবঙ্গ থেকে অভিগমন করে ঢাকায় আসা এক সচ্ছল বাঙ্গালী পরিবার। বাড়ী করেছিলেন ঢাকার কাছেই শিবপুর / ধানমণ্ডাই গ্রামে। প্রথম দিকে শিয়াল আর চোরের ভয়ে বন্দুক নিয়ে রাতে পাহারায় থাকতেন গৃহকর্তা। পরে একতলা একটি ভাল বাড়ী তৈরি করেন। ছবি গুলি ৫০ এর দশকের প্রথম দিকে তোলা। এ গ্রাম দুটিতেই পরে সিএন্ডবি/ পূর্ত মন্ত্রণালয় এর মাধ্যমে গড়ে তোলা হয় ধানমণ্ডি আবাসিক এলাকা। ছবি ও তথ্য নিউইয়র্ক টাইমস। কৃতজ্ঞতা দুলক আহমেদ।
035) অ্যান্ড্রয়েড ফোনই সর্বনাশ করছে স্কুল শিক্ষার্থীদের
036) মহামারি করোনার আর্থিক ক্ষতি কাটিয়ে উঠা সময়ের ব্যাপার মাত্র। কিন্তু শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক যে সীমাহীন ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠা প্রায় অসম্ভব।
037) বাংলাদেশের মেডিকেল কলেজে ভর্তির নাম করে টাকা হাতিয়ে নেয়া হয় ভারতে
038) শ্বেতসারজাতীয় ফলের সঙ্গে প্রোটিন-সমৃদ্ধ ফল নয়: ‘স্টার্চ’ বা শ্বেতসারজাতীয় ফলের মধ্যে কাঁচাকলাই সবচাইতে সহজলভ্য, তবে এই স্বাদের সবজি আছে কয়েকটি যেমন- ভুট্টা, আলু, পানিফল ইত্যাদি। এদের সঙ্গে প্রোটিনসমৃদ্ধ ফল ও সবজি যেমন- কিশমিশ, পেয়ারা, পালংশাক, ব্রকলি ইত্যাদি কখনও মেশানো উচিত নয়। কারণ প্রোটিন হজম করতে শরীরে চাই ‘অ্যাসিডিক বেইস’ আর শ্বেতসারজাতীয় খাবার হজম করতে চাই ‘অ্যালকালাইন বেইস’।
039) তরমুজ এবং অন্যান্য ফল: তরমুজে রয়েছে প্রচুর পরিমাণে পানি। হজমশক্তি উন্নত করতে সাহায্য করে তরমুজ। তরমুজের সঙ্গে অন্য কোনও ফল খেলে হজমে ব্যাঘাত ঘটতে পারে।
040) টকের সঙ্গে মিষ্টি নয়: টকজাতীয় ফল যেমন আঙুর, স্ট্রবেরি, আপেল, বেদানা ইত্যাদির সঙ্গে মিষ্টি ফল যেমন কলা বা কিশমিশ মেশানো যাবে না। কয়েকটি গবেষণায় দেখা গেছে, এই মিশ্রণের কারণে বমিভাব, মাথাব্যথা ইত্যাদি হতে পারে।
041) পেঁপে এবং লেবু: অনেকেই পেঁপের উপর লেবুর রস ছড়িয়ে খান। এতে স্বাদ অনেক গুণ বেড়ে গেলেও এই দু’টি ফল একসঙ্গে খাওয়া ঠিক নয়। পেঁপে এবং লেবু একসঙ্গে খেলে রক্তাল্পতা এবং হিমোগ্লোবিনের ভারসাম্যহীনতা দেখা দিতে পারে। সুস্থ থাকতে এই দু’টি ফল একসঙ্গে না খাওয়াই ভাল।
042) পেয়ারা এবং কলা: পেয়ারাতে অ্যাসিড জাতীয় উপাদান থাকে। অন্য দিকে কলাতে শকর্রার ভাগ বেশি। শর্করা আর অ্যাসিড যদি একসঙ্গে জোট বাঁধে, সে ক্ষেত্রে গ্যাস, অম্বল, বদহজম, মাথা ঘোরা, এমনকি, ক্লান্তির মতো শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে।
043) যেসব ফল একসঙ্গে খেলে ক্ষতিকর কমলালেবু এবং গাজর: এই দুটি ফলই শরীরের জন্য অত্যন্ত স্বাস্থ্যকর। তবে গাজর এবং কমলালেবু একসঙ্গে খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত বিপজ্জনক। এতে গ্যাস, কিডনির সমস্যা দেখা দিতে পারে।
044)

আঙুর এবং খেজুর: আঙুর এমনিতে শরীরের জন্য খুবই উপকারী। তবে বেশি খেলে অম্বল হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এই সমস্যা আরও বড় আকারে দেখা দিতে পারে যদি আঙুরের সঙ্গে খেজুর খান। আঙুর এবং খেজুর একসঙ্গে খাওয়া ঠিক নয়।
045) যদি ফলের সঙ্গে উচ্চমানের প্রোটিন খাওয়া হয় তাহলে ফলে থাকা শর্করা আরও সক্রিয় হয়ে উঠতে পারে ।তখন এটা হজমে সমস্যা তৈরি করতে পারে। তারা আরও বলেন, মুল খাবার ও ফল খাওয়ার মধ্যে অন্তত আধঘণ্টা ব্যবধান রাখা উচিত।
046) ❝রাসূল (সাঃ) বলেছেন- তোমরা কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না, যতক্ষণ না আমি তার কাছে তার বাবা, তার সন্তান ও সকল মানুষের চেয়ে প্রিয় না হবো।❞ -------------[ সহীহ বুখারী- ১৫ ]
046) মেডিকেলের ২৯ শতাংশ শিক্ষার্থীই ফেল বিস্তারিত কমেন্টে...
047) টানা ১০ দিন দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা
048) "যে ব্যাক্তি নিয়মিত ইস্তিগফার (ক্ষমা প্রার্থনা) করবে,আল্লাহ তাকে সর্বপ্রকার বিপদ আপদ ও দুশ্চিন্তা থেকে রক্ষা করবেন" (আবু দাউদ:১৫১৮) "আস্তাগফিরুল্লাহ"
049) "হিং'সা'ত্মক মনোভাব নিয়ে কখনো তুমি অন্যের মন জয় করতে পারবে না। কারণ, তোমার হিং'সা'ত্মক মনোভাবের কারণেই আশেপাশের মানুষগুলো তোমার সাথে দূরত্ব বাড়াবে।"
050) দেশবিরোধী সংবাদ প্রচার বন্ধে সরকারের পরিকল্পনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। #Bangladesh
051) পাকিস্তানের পেশোয়ারে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ৫৯
052)


100) #Tuition ...... 
"First impression is the last impression."
★ গার্ডিয়ানের সাথে প্রথম সাক্ষাৎকে বিশেষ গুরুত্ব দিন। যথাসম্ভব পরিপাটি হয়ে যথাসময়ে যাওয়ার চেষ্টা করবেন। কোনো সমস্যার কারণে শিডিউল চেঞ্জ করার প্রয়োজন হলে আগেই গার্ডিয়ানকে অবহিত করুন।
★ প্রথম সাক্ষাতে কোনোভাবেই যেন দেরি না হয়। ট্রাফিক জ্যামের অজুহাত পরিহার করুন। ঢাকাতে ট্রাফিক জ্যাম থাকবে, এটাই তো স্বাভাবিক।
★ ওভার-স্মার্টনেস, ওভার-কনফিডেন্ট কোনোটাই ভালো না। প্রথম ক্লাসে কোনো টপিক বোঝানোর আগে স্টুডেন্টের ক্যাপাসিটি বোঝার চেষ্টা করুন। তার পছন্দমতো কোনো টপিক সিলেক্ট করে পড়ানো শুরু করুন। স্টুডেন্ট বুঝলো কিনা জিজ্ঞেস করুন। অনেক স্টুডেন্ট দ্রুত বোঝে, অনেকে ধীরে বোঝে। সেটা মাথায় রেখে পড়ানোর চেষ্টা করুন।
সর্বোপরি, টিউশন একটা পার্ট-টাইম জব। এখানে আপনার আন্তরিকতা গুরুত্বপূর্ণ। আপনাকে যে দায়িত্বের জন্য পে করা হচ্ছে, সে দায়িত্ব যথাযথভাবে পালন করা আপনার কর্তব্য। জীবনে লক্ষ্যে পৌছানোর জন্য হঠাৎ করে কেউ প্রস্তুত হয়ে যায়না। ছোট ছোট সফল কাজই এক সময় বড় কীর্তির নিয়ে যায় মানুষকে। আমরা আপনার মঙ্গল কামনা করি।

┌───── •✧✧• ─────┐

 Section B

└───── •✧✧• ─────┘

K) 

J) আজ ৩০ শে জানুয়ারি। জহির রায়হান গুমের ৫০ বছর। 


I) Australia vs Pakistan Test match in Dhaka in 1959 


H) 
'image.png' failed to upload.

G) শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা বাণীর কিছু ভুল ও অসংগতি: প্রমিতীকরণ


F) যদি দাগ ডাবল ভাবে দেওয়া থাকে তাহলে ভুলেও ওভারটেক করার চেষ্টা করবেন না। এটা বিপদজনক হতে পারে। 


E) Md. Mahfujur Rahaman :
একদম সঠিক বলেছেন। মোবাইল হাতে নিলেই দেখে ফেলবে গুগলের কোথা থেকে কপি করা হলো

D) 

C) 

B) 'তারপর সেদিন নিয়ামত সম্বন্ধে অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে।' -(সুরা তাকাসুর-৮)


A) 

No comments:

Post a Comment